সাতক্ষীরায় ‘সন্ত্রাসী’ মামুন বাহিনী থেকে মৎস্য ঘের রক্ষার দাবি
সাতক্ষীরার প্রতাপনগরে ‘সন্ত্রাসী’ আব্দুল্লাহ আল মামুন ও তার বাহিনী থেকে মৎস্য ঘের রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আবু আবদুল্যাহ নামে এক ব্যক্তি। রোববার (৩১ মার্চ) দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান তিনি। আবু আবদুল্যাহ জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের বাসিন্দা। লিখিত বক্তব্যে আবদুল্যাহ বলেন, প্রতাপনগরের কুড়িকাহুনিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুন, শহিদুল্লাহ সানা, আমানুল্লাহ সানা, আব্দুর রহিমদের বিরুদ্ধে একাধিক নাশকতা, ডাকাতি, মৎস্য ঘের দখল, মারধরসহ নানা অভিযোগ রয়েছে। এ পর্যন্ত তাদের বিরুদ্ধে প্রায় ডজনখানেক মামলা হয়েছে। মামলা থাকার পরও তারা এলাকায় একেরপর এক নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে।  তিনি বলেন, ২০ বিঘা জমি ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে আমি এবং প্রতিবেশি রিয়াছাত আলী লস্কর মৎস্য ঘের পরিচালনা করে আসছি। প্রতাপনগরে মৎস্য ঘের পরিচালনা করতে গেলে মামুন বাহিনীকে চাঁদা দিতে হবে। চাঁদা দিয়ে না আসলে ২০১৯ সালের দিকে মৎস্য ঘের দখল নেওয়ার চক্রান্ত শুরু করে তারা।  তিনি আরও বলেন, তখন থেকে আমার ও আলীর পরিবারের সদস্যদের নানা হুমকি দিচ্ছে। মামুন বাহিনীর ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না। তাদের বিরুদ্ধে কথা বলতে গেলেই মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি, মারধর ও মানহানির মতো নির্যাতন করে। আমাকে একাধিকবার হত্যাসহ জমি অবৈধভাবে দখলের হুমকি দিয়েছে তারা। এ বিষয়ে আমি আশাশুনি থানায় সাধারণ ডায়েরিও করেছি। এর আগে থেকেই তাদের বিরুদ্ধে ডজনখানেক মামলা রয়েছে। লিখিত বক্তব্যে বলেন, মামুন বাহিনী ছয় মাস সমুদ্রে মাছ ধরে এবং বাকি ছয় মাস মানুষের জমি দখল, ঘের দখল, চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালায়। তারা এলাকায় ত্রাসের রাজত্ব গড়ে তুলেছে। এখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে এলাকায় পরিবার নিয়ে বসবাস করা অনিশ্চিত হয়ে পড়বে। আবু আবদুল্যাহ আরও বলেন, এ বাহিনীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আমাদের মৎস্য ঘের রক্ষা, জীবনের নিরাপত্তা নিশ্চিত করে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
৩১ মার্চ, ২০২৪
X