সোনারগাঁয়ে দুস্থ ও অসহায়দের মাঝে রূপায়ণ গ্রুপের যাকাত সামগ্রী বিতরণ
সোনারগাঁয়ে রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে ৪ হাজার দুস্থ ও অসহায় মানুষের মধ্যে যাকাত সামগ্রী বিতরণ করা হয়েছে।   শুক্রবার (২৯ মার্চ) সকালে উপজেলার বারদী ইউনিয়নের রূপায়ণ প্যালেসে যাকাত সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভুঁইয়া, বারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, বারদী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম রুমা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, বারদী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আসাদুল ইসলাম আসাদ, সাধারণ সম্পাদক শরিফ সরকার, সাংগঠনিক সম্পাদক আলমগীর সরকার, ৯নং ওয়ার্ড মেম্বার নাজমুল হক, রূপায়ণ গ্রুপের ম্যানেজার অপারেশন হাফিজ আহম্মেদ, রূপায়ণ গ্রুপের সহকারী প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী মাহমুদুল হাসান, বারদী বাজার কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. ওবায়দুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে বারদী ইউনিয়নের গোয়ালপাড়া স্কুল মাঠ ও মেঘনা নদীর চরাঞ্চল নুনেরটেকে যাকাত সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার। এর আগেও যাকাত সামগ্রী ছাড়াও রূপায়ণ গ্রুপ শীতবস্ত্র বিতরণ, করোনাকালীন খাদ্যসামগ্রী বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করেছে।
২৯ মার্চ, ২০২৪
X