মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
গ্রিন রোড থেকে রিকশার গ্যারেজ উচ্ছেদ, যান চলাচলে ফিরেছে স্বাচ্ছন্দ্য
রাজধানীর পান্থপথ ও ফার্মগেটকে সংযোগ করেছে গ্রিনরোড। হাজারো মানুষের আনাগোনার সড়কটিতে যানজট ছিল নিত্যদিনের সঙ্গী। রাস্তা দখলে রাখার জন্য বানানো হয়েছিল রিকশার গ্যারেজ। ফুটপাত দখল করে ছিল খাবারের হোটেল ও রিকশা মেরামতের দোকান। গত এক সপ্তাহ ধরে কাজ করে গ্রিনরোডের এই অংশটি দখলমুক্ত করেছে ট্রাফিকের তেজগাঁও বিভাগ। এতেই পাল্টে গেছে চিত্র। যান চলাচলে ফিরেছে স্বাচ্ছন্দ্য। ট্রাফিক তেজগাঁও বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ কালবেলাকে বলেন, এই সড়কে প্রতিবন্ধকতার বিষয়গুলো আমাদের নজরে আসে। এই সড়কের পাশে পানি ভবন, আইবিএ হোস্টেল, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং একাধিক ভার্সিটি কোচিং সেন্টার রয়েছে। জনবহুল এই পথটিতে শতাধিক রিকশা রেখে যান চলাচলে বিঘ্ন ঘটানো হতো। পাশাপাশি ফুটপাতে ছিল রিকশা মেরামতের দোকান, ভাতের হোটেলসহ অন্যান্য অবৈধ স্থাপনা। আমরা এগুলো সড়ানোর উদ্যোগ নিই। শুরুতে সতর্ক করা হয়। কিন্তু তারা কর্ণপাত না করায় স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমর্থন নিয়ে আমরা উচ্ছেদ অভিযান শুরু করি।  তিনি বলেন, টানা এক সপ্তাহ ধরে ব্যবস্থা গ্রহণ করায় এখন তা দখলমুক্ত হয়েছে। আগের থেকে অনেক স্বাচ্ছন্দ্যে যান চলাচল করতে পারছে। ফুটপাত দখলমুক্ত হওয়া পথচারীরাও কোনো বাধা ছাড়া ফুটপাত ধরে হাঁটতে পারছে।
১২ মে, ২০২৪
X