ভায়েকানোর মাঠে পয়েন্ট খোয়ালো রিয়াল মাদ্রিদ
স্প্যানিশ লা লিগায় পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। অ্যাওয়ে ম্যাচে লিড নিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি লিগ টপাররা। পয়েন্ট টেবিলের ১৪ নম্বর দল রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র করেছে লস ব্লাঙ্কোসরা। রোববার (১৮ ফেব্রুয়ারি) এস্তাদিও ভাল্লিকাস স্টেডিয়ামে রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের হয়ে গোল করেন জোসেলু। ভায়েকানোকে সমতায় ফেরান রল ডি টমাস। রায়ো ভায়েকানোর মাঠে শুরুতেই লিড পায় রিয়াল মাদ্রিদ। তৃতীয় মিনিটে ফেডেরিকো ভালভার্দের অ্যাসিস্টে গোল করেন জোসেলু। পাঁচ মিনিটের ব্যবধানে আবারও গোলের সুযোগ পেয়েছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। ভিনিসিয়ুস জুনিয়র প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে পড়লে ভায়েকানোর রক্ষণ দেয়ালে নিয়ন্ত্রণ হারান। ম্যাচের ২৪ মিনিটে স্বাগতিকদের পেনাল্টি উপহার দেন কামাভিঙ্গা। স্পটকিক থেকে দলকে ১-১ সমতায় ফেরান রল ডি টমাস। দ্বিতীয়ার্ধে বারবার আক্রমণ করেও গোলের দেখা পায়নি রিয়াল। দুদলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকে। কিন্তু কাঙ্খিত গোল করতে পারেনি কোনো দলই। ম্যাচের ৮০ মিনিটের মাথায় রিয়ালকে হতাশ করেন ভায়েকানোর গোলকিপার। টনি ক্রুসের দূরপাল্লার শট ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন দিমিত্রিভিস্কি। অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল ডিফেন্ডার দানি কারভাহাল। ফলে ১-১ সমতায় পয়েন্ট হারায় কার্লো আনচেলত্তির দল। এ ড্রয়ে ২৫ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে এফসি জিরোনা। মাদ্রিদের দলটির কাছ থেকে ১ পয়েন্ট ছিনিয়ে ২৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে উঠে এসেছে রায়ো ভায়েকানো।  
১৯ ফেব্রুয়ারি, ২০২৪

সহজ জয়ে আবারও শীর্ষে রিয়াল মাদ্রিদ
একদলের অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে আরেক দলের অবস্থান শীর্ষ থেকে একধাপ দূরে। কাগজে কলমে এটি যেমন এটি বাঘ ও ইঁদুরের লড়াই বাস্তবেও ঠিক তেমনই। বলা হচ্ছে লা লিগায় রিয়াল মাদ্রিদ ও গ্রানাডার মধ্যকার গতকাল রাতের ম্যাচের কথা। ম্যাচটা অবশ্য রিয়াল মাদ্রিদেরই জেতার কথা। গ্রানাডার বিপক্ষে সর্বশেষ ১৪ ম্যাচেই জয় ছিল লস ব্লাঙ্কোসদের। লা লিগার অবনমন অঞ্চলে থাকা এমন একটি দলকে ঘরের মাঠে পেয়ে রিয়াল মাদ্রিদের জেতাটা স্বাভাবিক। ব্রাহিম দিয়াজ আর রদ্রিগোর গোলে কার্লো আনচেলত্তির দল সেই জয়টা পেয়েছে ২-০ ব্যবধানে। ম্যাচের স্কোরলাইন যাই বলুক না কেন ম্যাচে কোনো প্রকারের লড়াই করতে পারেনি স্প্যানিশ লা লিগার দলটি। এ জয়ের সুবাদে লা লিগা পয়েন্ট তালিকায় ৩৮ পয়েন্ট নিয়ে আবারও শীর্ষে উঠল রিয়াল। এর আগে দিনের অন্য ম্যাচে ভ্যালেন্সিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে ৩৮ পয়েন্ট নিয়ে ক্ষণিক সময়ের জন্য এক নম্বরে উঠেছিল জিরোনা।   গ্রানাদার বিপক্ষে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের দাপটের ইতিহাস প্রায় পুরোটাই একপক্ষীয়। মুখোমুখি ২৬ দেখার ২৩টিতেই জয় রিয়ালের। যেখানে ম্যাচপ্রতি ৩.২ গোল নিয়ে মোট গোল ৮৪টি। তবে এমন আধিপত্যের অতীত থাকলেও আজকের ম্যাচে গোল হয়েছে মাত্র দুইটি। ঢিমেতালে শুরু হওয়া ম্যাচের প্রথম পনেরো মিনিটে বলার মতো আক্রমণ ছিল না কোন দলেরই। বলের দখল ধরে খেলতে থাকা রিয়াল এগিয়ে যায় ২৬ মিনিটে। গোলমুখে প্রথম শটেই গোলের দেখা পায় স্বাগতিকরা। টনি ক্রুসের ডি-বক্সে বাড়ানো দারুণ থ্রু-পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে দ্বিতীয় স্পর্শেই গোল করেন স্প্যানিশ উইঙ্গার ব্রাহিম দিয়াজ। এদিকে মিডফিল্ডার থেকে পুরো দস্তুর স্ট্রাইকার হয়ে যাওয়া জুড বেলিংহামও ৪১ মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু ডি-বক্সে ঢুকে তার নেওয়া কোনাকুনি শটটি টার্গেটে ছিল না। ৫৭ মিনিটে আবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বেলিংহাম। তবে সেই আক্রমণ থেকেই গোল পায় তারা। দিয়াসের পাস বক্সের ভেতরে পেয়ে শট নিয়েছিলেন এই ইংলিশ মিডফিল্ডার, কিন্তু সে শট গ্রানাডার গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন, তবে বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল ফাঁকায় পেয়ে গোল করেন রদ্রিগো। লা লিগায় এই নিয়ে টানা তিন ম্যাচে গোলের দেখা পেলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রিয়ালের জার্সিতে শেষ পাঁচ ম্যাচে ৭ গোল ও ৫ অ্যাসিস্ট করেছেন রদ্রিগো। গোটা ম্যাচে রিয়ালের গোলপোস্ট লক্ষ্য করে মাত্র একটি শটই নিতে পেরেছে গ্রানাডা। এই জয়ে ১৫ ম্যাচে ১২ জয় ও ২ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল। সমান ম্যাচে সমান পয়েন্ট জিরোনারও। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে জিরোনা। দুই ম্যাচ কম খেলা অ্যাতলেটিকো মাদ্রিদ ৩১ পয়েন্ট নিয়ে তিনে। এক ম্যাচ বেশি খেলা বার্সেলনার পয়েন্টও সমান। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় কাতালানরা চার নম্বরে।
০৩ ডিসেম্বর, ২০২৩

ব্রাজিলিয়ান তারকার জোড়া গোলে শীর্ষে রিয়াল মাদ্রিদ
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে তর্কে জড়িয়ে বর্ণবাদের শিকার হন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস। নিজের সেই খারাপ সময়কে পেছনে ফেলে ফুটবল মাঠে কড়া জবাব দিলেন এই রিয়াল মাদ্রিদ তারকা। জোড়া গোল করে স্প্যানিশ জায়ান্ট রিয়ালকে পয়েন্ট টেবিলের শীর্ষে তুললেন রদ্রিগো। রোববার (২৬ নভেম্বর) রাতে স্প্যানিশ লা লিগায় এফসি কাদিজের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে রদ্রিগোর জোড়া গোলের পাশাপাশি অন্য গোলটি করেন ইংলিশ তারকা জুড বেলিংহাম। অ্যাওয়ে ম্যাচে মাত্র ১৪ মিনিটে প্রথমবার এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ডি-বক্সের মধ্যে বল রিসিভ করে কাদিজের ডিফেন্ডারকে পরাস্ত করে দুর্দান্ত গোল করেন ব্রাজিলিয়ান রদ্রিগো। লিড নেওয়ার পরও প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখে রিয়াল। কয়েকবার পাল্টা আক্রমণে সুযোগ তৈরির চেষ্টা করছিল কাদিজ। কিন্তু রুডিগার-কারবাহালদের নিয়ে গড়া রক্ষণে ব্যর্থ হয়ে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় রিয়াল। এবারও গোলদাতা সেই রদ্রিগো। ৬৪ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলের দেখা পান এই তরুণ ব্রাজিলিয়ান। এই গোলের সুবাদে রিয়ালের হয়ে শেষ ৩ ম্যাচে ৯ গোলে (৫টি গোল ও ৪টি সহায়তা) অবদান রাখলেন রদ্রিগো। ১০ মিনিটের ব্যবধানে এবার গোলের দেখা পান ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম। রদ্রিগোর অ্যাসিস্টে স্প্যানিশ লা লিগায় নিজের ১১তম গোল করেন এই তরুণ। কাদিজের বিপক্ষে এই জয়ে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে রিয়াল। এক পয়েন্ট কম নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে জিরোনা। তবে আজ অ্যাথলেটিক বিলবাওকে হারাতে পারলে আবারও শীর্ষস্থান ফিরে পাবে জিরোনা।   
২৭ নভেম্বর, ২০২৩

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (ইউসিএল) দুরন্ত গতিতে ছুটছে রেকর্ড ১৪ বারের শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। গ্রুপ পর্বে টানা চার ম্যাচে জিতে শেষ ষোলোর টিকিট কেটেছে লস ব্ল্যাঙ্কোসরা। প্রতিযোগিতায় প্রথম ক্লাব হিসেবে টানা ২৭ মৌসুম নকআউট পর্বে যাওয়ার কীর্তি গড়েছে স্প্যানিশ জায়ান্টরা। বুধবার (৮ নভেম্বর) দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে পর্তুগিজ ক্লাব ব্রাগাকে ৩-০ হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে গোল তিনটি করেছেন ব্রাহিম দিয়াজ, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো গোয়েস।   মাদ্রিদে ম্যাচের শুরুতেই গোল হজম করতে বসেছিল রিয়াল। লুকাস ভাসকুয়েস ব্রাগার ডিফেন্ডারকে বক্সের ভেতরে ফেলে দিলে পেনাল্টি পায় পর্তুগালের দলটি। কিন্তু আলভারো দিয়ালোর দুর্বল শট ফিরিয়ে দেন গোলকিপার আন্দ্রি লুনিন। বেলিংহামের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া ব্রাহিম দিয়াজ মাদ্রিদকে ১-০ গোলে লিড এনে দেন। ম্যাচের ২৭ মিনিটে গোলটি করেন স্প্যানিশ স্ট্রাইকার।  বিরতি থেকে ফিরে রিয়ালকে আবারও গোলের আনন্দে ভাসান ভিনিসিয়ুস জুনিয়র। ৫৮ মিনিটে ব্যবধান ২-০ করেন ব্রাজিলিয়ান উইঙ্গার, যা বর্তমান মৌসুমে মাদ্রিদ তারকার চতুর্থ গোল। তিন মিনিটের ব্যবধানে আবারও এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা। এবার গোলের নায়ক আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস। ম্যাচের ৬১ মিনিটে ব্রাগার জালে বল পাঠান তিনি। এই জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।    
০৯ নভেম্বর, ২০২৩

লাস পালমাসকে হারিয়ে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ
অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে মাদ্রিদ ডার্বিতে লজ্জাজনক হারের পর জয়ে ফেরাটা জরুরী ছিল রিয়াল মাদ্রিদের জন্য। সেই জরুরী কাজটা ভালোভাবেই সম্পাদন করল লস ব্লাঙ্কোসরা। লা লিগার ম্যাচে ঘরের মাঠ স্যান্তিয়াগো বার্নাবুতে পুঁচকে লাস পালমাসকে ২-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। অবশ্য রিয়াল মাদ্রিদ যদি গোল মিসের প্রদর্শনী না করতো তাহলে জয়ের ব্যবধান আরো বড় হতে পারত। স্বাগতিকরা প্রথমার্ধেই ডজনের চেয়েও বেশ কিছু গোলের সুযোগ হাতছাড়া করেছে। বেশ সহজ সুযোগ মিস করেছেন মাদ্রিদের দুই স্ট্রাইকার ডিয়াজ ও জোসেলু। প্রতিপক্ষ লাস পালমাসের গোলকিপার আলভারো ভেলাসও দারুণ কিছু সেভ করে রিয়ালকে হতাশ করেছেন। প্রথমার্ধের যোগ করা সময়ের তিন মিনিটে শেষ পর্যন্ত ডেড লক ভাঙে ডিয়াজের কল্যাণে। ৫৪ মিনিটে ব্যবধান বাড়ান জোসেলু। রদ্রিগোর লব করা বল থেকে হেডে গোল করে দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন তিনি।  এই ম্যাচ দিয়েই চোঁট কাটিয়ে রিয়াল দলে ফিরেছেন ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ইনজুরিতে এক মাসের বেশি সময় বাইরে ছিলেন তিনি। ৫৭ মিনিটে তুমুল করতালির মধ্যে জোসেলুর বদলি হয়ে খেলতে নামেন তিনি। গোল করতে না পারলেও ভিনিসিয়ুসের পুরোনো ছন্দ খুশি করবে রিয়াল সমর্থকদের।  এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনাকে পেছনে ফেলে দুইয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ। ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে জিরোনা। ১৭ পয়েন্ট নিয়ে বার্সা তিন নম্বরে।   
২৮ সেপ্টেম্বর, ২০২৩
X