কাতার বিশ্বকাপের নতুন এক রূপকথার জন্ম দিয়েছিল হাকিমি-বোনাদের মরক্কো। পুরো বিশ্বকে চমক দেখিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালও খেলেছিল আফ্রিকার দেশটি। তবে সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে প্রায় তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে দেশটিতে। তাতে অনেক পরিবার পুরো ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। এ রকমই পরিবারের সবাইকে হারানো ১৪ বছরের এক বালক আবদুল রহিম আওহিদা।
মরক্কোয় ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বাবা, মা, দুই ভাই এবং দাদাকে হারিয়েছেন আওহিদা। পরিবারের সবাইকে হারানো নিঃস্ব এই ১৪ বছর বয়সী মরক্কোর বালককে ‘দত্তক’ নিয়েছে স্পেনের ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
পরিবারকে হারিয়ে প্রবলভাবে ভেঙে পড়েন আওহিদা। ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত হওয়ার পর সৌদি আরবের মালিকানাধীন সংবাদমাধ্যম আল আরাবিয়ার সঙ্গে কান্না বিজড়িত সাক্ষাৎকার দিয়েছিলেন ১৪ বছরের এই বালক। সংবাদমাধ্যমটিতে তিনি প্রকাশ করেছিলেন যে, পরিবারকে হারালেও নিজের শিক্ষা শেষ করে তাদের সম্মান করবেন।
রিয়াল মাদ্রিদের এক কট্টর সমর্থক মরক্কোর আওহিদা। রিয়ালের জার্সিতে তার সাক্ষাৎকারটি ভাইরাল হলে বিশ্ববাসীর নজরে পড়েন এই কিশোর। আর সেই সাক্ষাৎকার স্প্যানিশ জায়ান্টদের নজর কাড়ে। ফলে ছেলেটিকে খুঁজে বের করে রিয়াল মাদ্রিদ। পরিবারকে হারানো আওহিদাকে স্পেনে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় লস ব্লাঙ্কোসরা। যাতে সে তার স্কুলের পড়া শেষ করতে পারে।
রিয়াল মাদ্রিদের আগ্রহের কারণে শিক্ষা শেষ করতে স্পেনে যাবেন আওহিদা। ইউরোপীয় জায়ান্টদের সাহায্যের কারণে শিক্ষক এবং ডাক্তার হওয়ার উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে এই মরক্কোর বালকের।
মন্তব্য করুন