খুলনা বিশ্ববিদ্যালয় / লেবুর শরবত নিন গাছ লাগান
তীব্র গরমে এক গ্লাস লেবুর শরবত, তাও আবার বিনামূল্যে! শরীর জুড়াতেই মনে পড়বে গাছগাছালির কথা। আর তাতে যদি কেউ একটা গাছ লাগানোর ইচ্ছা পোষণ করে, সেই ব্যবস্থাও আছে। লেবুর শরবতের বিনিময়ে গাছের চারা বা চারা কেনার অর্থ প্রদানের ভিন্ন উদ্যোগটি নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের অনলাইনভিত্তিক সংগঠন থটস বিহাইন্ড দ্য কেইউ। উদ্যোগের নাম ‘ফ্রি লেমোনেড নিন, বৃক্ষ রোপণের জন্য দান করুন।’ বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে আয়োজনটি জমে উঠেছিল ২৬ এপ্রিল। এতে অন্তত পাঁচশ মানুষকে বিনামূল্যে লেবুর শরবত খাওয়ানো হয়। সেইসঙ্গে বৃক্ষ রোপণ তহবিলেও উঠেছে কিছু টাকা। এর সঙ্গে উদ্যোক্তারা নিজেরা কিছু যোগ করে আগামী বর্ষার শুরুতে খুবি ও এর আশপাশে লাগাবে শতশত দেশি ফল, বনজ ও ওষুধি গাছ। কর্মসূচিতে অংশ নেওয়া ভাস্কর্য ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হিমানী দে জানান, ‘এখন গাছপালার সংকটের কারণে যে তাপপ্রবাহের মুখে পড়েছি, এ পরিস্থিতিতে গাছের প্রয়োজনীয়তা অনুভব করতে পারছি। ঠান্ডা এক গ্লাস শরবতের বিনিময়ে বৃক্ষ রোপণ, এমন পদক্ষেপ আসলে এখন খুব দরকার।’ ‘গরমে ঠান্ডা পানি দেখে এগিয়ে গেলাম। শরবতের দাম জানতে চাইলে বলা হলো—বিনামূল্যে, তবে চাইলে বৃক্ষ রোপণ কর্মসূচিতে দান করতে পারব। তরুণদের সময়োপযোগী এ উদ্যোগকে সাধুবাদ জানাই। এমন উদ্যোগ আরও হলে বাংলাদেশ ভরে যাবে গাছে গাছে।’ বললেন খুবিতে বেড়াতে আসা বিশ্ববিদ্যালয়ের সাবেক ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহবুব। থটস বিহাইন্ড দ্য কেইউর নির্বাহী পরিচালক ফাহিম রহমান বলেন, ‘এখানে আমাদের উদ্দেশ্য তিনটি। প্রথমত তীব্র গরমে লেবুর শরবতের মাধ্যমে মানুষকে প্রশান্তি দেওয়া, দ্বিতীয় বৃক্ষ রোপণে সহায়তা ও উৎসাহিত করা, সর্বশেষ বড় কারণ হলো বর্ষাকালে বিশ্ববিদ্যালয় ও আশপাশে দুই শতাধিক গাছ লাগানো।
২৮ এপ্রিল, ২০২৪

রেকর্ড গড়তে ১৩ সেকেন্ডে এক লিটার লেবুর শরবত পান
রেকর্ড গড়তে দ্রুততম সময়ে লেবুর শরবত পান করেছেন এক ব্যক্তি। মাত্র ১৩ দশমিক ৬৪ সেকেন্ডে তিনি এ শরবত পান করেছেন। ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্পল্পতম সময়ে এ শরবত পান করা ব্যক্তির নাম ডেভিড রাশ। তিনি যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়তে তিনি পাইপ দিয়ে এ শরবত পান করেন। তবে দ্রুত শরবত পানের কারণে তার তীব্র পেটব্যাথা শুরু হয়েছে।  রাশ নামের এ মার্কিনি ২৫০টির বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ভেঙেছেন। বর্তমানে তার দখলে রয়েছে ১৬টি রেকর্ড। এর আগেও তিনি পাইপ দিয়ে একই পরিমাণ শরবত পান করে রেকর্ড গড়েছিলেন। সেবার তিনি ১৬ দশমিক ৫ সেকেন্ডে  এ রেকর্ড গড়েছিলেন।  রাশের এ রেকর্ড জার্মানির সিরিয়াল রেকর্ড ভঙ্গকারী আন্দ্রে অরটলফ ভাঙেন। তবে তিনি এজন্য সময় নিয়েছিলেন ১৬ দশমিক ১ সেকেন্ড।  এরপরই নিজের রেকর্ডকে আবার দখলে নিতে মরিয়া হন রাশ। তারই ধারাবাহিকতায় এবার তিনি সময় নিয়েছেন ১৩ দশমিক ৬৪ সেকেন্ড।  রাশ জানান, এ অভিজ্ঞতা মোটেও সুখকর ছিল না। তারপরও আমি কৃতজ্ঞ। সম্ভবত আমি আবার আমার রেকর্ড ফিরে পাব।   
২৯ মার্চ, ২০২৪
X