তৃতীয় বিয়ের জন্য প্রস্তত শাকিব খান
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। কয়েক বছর ধরেই ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় তিনি। প্রথমে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরবর্তীতে চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই চিত্রনায়ক। এবার পরিবারের পক্ষ থেকে এই নায়কের জন্য পাত্রী দেখা হচ্ছে। বছরের শেষে হবে বিয়ে।   নায়কের পরিবার চাইছে, অতীত ভুলে সংসারী হয়ে উঠুক শাকিব। এ কারণে তার বিয়ের জন্য পাত্রী খোঁজাখুঁজি চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে ধুমধাম আয়োজনে পরিবারের পছন্দের পাত্রীকে বিয়ে করবেন শাকিব খান। নাম প্রকাশ না করার শর্তে শাকিবের পারিবারিক সূত্র জানিয়েছে, শাকিবের জীবনে তারা (অপু বিশ্বাস ও বুবলী) সাবেক হওয়ার সত্ত্বেও প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকে। এতে শাকিব খান যেমন বিব্রত হন, তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয়। এ কারণে শাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে। সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে। পরিবারের এমন সিদ্ধান্তে শাকিবের পূর্ণ সম্মতি রয়েছে। শোনা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকে বিয়ে করবেন শাকিব খান। ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে পছন্দের তালিকায় রেখেছে তার পরিবার। মেয়েটি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে পড়াশোনা করে দেশে ফিরেছেন। এদিকে রোজার ঈদে মুক্তি পেয়েছে এই নায়কের নতুন সিনেমা রাজকুমার। আরশাদ আদনানের প্রযোজনা ও হিমেল আশরাফের পরিচালনায় ইতোমধ্যেই এটি দেশের প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে ব্যবসা করছে। বিদেশের মাটিতেও সিনেমাটির জয়জয়কার চলছে।  
৩০ নভেম্বর, ০০০১

তৃতীয় বিয়ের জন্য প্রস্তুত শাকিব খান
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। কয়েক বছর ধরেই ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় তিনি। প্রথমে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরবর্তীতে চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই চিত্রনায়ক। এবার পরিবারের পক্ষ থেকে এই নায়কের জন্য পাত্রী দেখা হচ্ছে। বছরের শেষে হবে বিয়ে।   নায়কের পরিবার চাইছে, অতীত ভুলে সংসারী হয়ে উঠুক শাকিব। এ কারণে তার বিয়ের জন্য পাত্রী খোঁজাখুঁজি চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে ধুমধাম আয়োজনে পরিবারের পছন্দের পাত্রীকে বিয়ে করবেন শাকিব খান। নাম প্রকাশ না করার শর্তে শাকিবের পারিবারিক সূত্র জানিয়েছে, শাকিবের জীবনে তারা (অপু বিশ্বাস ও বুবলী) সাবেক হওয়ার সত্ত্বেও প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকে। এতে শাকিব খান যেমন বিব্রত হন, তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয়। এ কারণে শাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে। সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে। পরিবারের এমন সিদ্ধান্তে শাকিবের পূর্ণ সম্মতি রয়েছে। শোনা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকে বিয়ে করবেন শাকিব খান। ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে পছন্দের তালিকায় রেখেছে তার পরিবার। মেয়েটি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে পড়াশোনা করে দেশে ফিরেছেন। এদিকে রোজার ঈদে মুক্তি পেয়েছে এই নায়কের নতুন সিনেমা রাজকুমার। আরশাদ আদনানের প্রযোজনা ও হিমেল আশরাফের পরিচালনায় ইতোমধ্যেই এটি দেশের প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে ব্যবসা করছে। বিদেশের মাটিতেও সিনেমাটির জয়জয়কার চলছে।  
২৮ এপ্রিল, ২০২৪

ডিবিপ্রধানের বাসায় ইফতার করলেন শাকিব খান
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ইফতার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুনের রশীদের বাসায়।  শনিবার (৩০ মার্চ) ডিবিপ্রধানের বাসায় যান শাকিব খান। এ সময় ডিবি প্রধানের পরিবারের সঙ্গে বসে একসঙ্গে ইফতার করেন তিনি। এ সময় শাকিব খানের সঙ্গে আরও কয়েকজন উপস্থিত ছিলেন।  সম্প্রতি মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমার প্রথম গান। গতবছর কোরবানির ঈদে তুমুল জনপ্রিয় প্রিয়তমা গানের প্লে-ব্যাক জুটি বালাম-কোনালের কণ্ঠে গাওয়া এ গান ইতোমধ্যেই মন জয় করেছে দর্শকদের। গানের দৃশ্যায়নে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস স্কয়ারে রোমান্স করছেন শাকিব খান ও কোর্টনি কফি। এ ছাড়া দেশটির অন্য লোকেশনেও শুট হয়েছে গানের কিছু অংশ। গান মুক্তির আগে পরিচালক হিমেল আশরাফ গণমাধ্যমকে বলেছিলেন, প্রিয়তমার রেকর্ড ভেঙে দেবে রাজকুমার। সিনেমার টাইটেল ট্র্যাক এটি। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল ও সুর করেছেন কলকাতার আকাশ সেন। কোরিওগ্রাফি করেছেন বলিউডের আদিল শেখ। সাড়ে ৩ মিনিট দৈর্ঘ্যের গানটি ইউটিউব-ফেসবুকে প্রশংসা পাচ্ছে নেটিজেনদের। সিনেমাটির গল্পে দেশ ও মার্কিন মুল্লুকের রেশ থাকবে। একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। এটির শুটিং হয়েছে পাবনা, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক এবং নিউইয়র্কে। উল্লেখ্য, গত বছর কোরবানির ঈদে ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানকে সর্বশেষ বড়পর্দায় দেখা গিয়েছিল। এই মুহূর্তে শাকিব খানের হাতে ৩টি সিনেমা রয়েছে। এর মধ্যে হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ আসছে ঈদুল ফিতরে। এতে তার নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। অনন্য মামুন নির্মিত ‘দরদ’র কাজও শেষ। এতে শাকিবের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। ছবিটির মুক্তির তারিখ এখনও চূড়ান্ত করেননি সংশ্লিষ্টরা। আর তৃতীয় ছবি ‘তুফান’ বানাচ্ছেন রায়হান রাফী। এটি আগামী কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
৩০ মার্চ, ২০২৪

শুভ জন্মদিন শাকিব খান
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। দুই দশকেরও বেশি সময় ধরে দর্শককে মাতিয়ে রেখেছেন এ অভিনেতা। আজ তার জন্মদিন। শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। গুণী চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে সময়ের ব্যস্ত এ নায়ক শাকিব খান নামে আত্মপ্রকাশ করেন। তার নায়িকা হিসেবে ছিলেন ইরিন জামান। সিনেমাটি ব্যবসা সফল না হলেও সময়ের সঙ্গে সঙ্গে ঢালিউডে শাকিব নিজের অবস্থান শক্ত করেন। উপহার দিয়েছেন বেশকিছু ব্যবসা সফল সিনেমা। অভিনয় করেছেন কালজয়ী নায়িকা মৌসুমী-শাবনূর-পপি-পূর্ণিমা থেকে শুরু করে আজকের নবাগতা কয়েকজন নায়িকার সঙ্গেও। পাশাপাশি যৌথ প্রযোজনা ও কলকাতার লোকাল প্রোডাকশনের সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’ এবং ২০১৬ সালের ‘আরও ভালোবাসবো তোমায়’, ২০১৭ সালে ‘সত্তা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব। তবে সফলতার পাশাপাশি শাকিবের ব্যক্তি জীবন নিয়ে সমালোচনাও কম নেই। ব্যক্তিজীবনে এই নায়ক দুই পুত্র আবরাম খান জয় ও শেহজাদ খান বীরের পিতা। তার সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন হচ্ছেন শাকিব। এবার ঈদে তার ‘রাজকুমার’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এদিকে শাকিব খানের জন্মদিন উপলক্ষে নির্মাতা রায়হান রাফির তুফান সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করা হয়।
২৮ মার্চ, ২০২৪

রিমার্ক-হারল্যানে সাকিব আল হাসানকে বরণ করে নিলেন শাকিব খান
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার যুক্ত হলেন  রিমার্ক-হারল্যান গ্রুপে। তাকে স্বাগত জানান রিমার্ক-হারল্যান গ্রুপের পরিচালক চিত্রনায়ক শাকিব খান। এই সম্মিলন উপলক্ষে এক আনুষ্ঠানিকতার আয়োজন করে রিমার্ক-হারল্যান গ্রুপ।  শনিবার (৯ মার্চ) রাজধানী ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উভয়ের মধ্যে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী রিমার্কের সারফেস ক্লিনিং ব্র্যান্ড টাইলক্স ও বাংলাদেশের বৃহত্তম কসমেটিকস রিটেইল চেইন হারল্যান স্টোরের অগ্রযাত্রায় যৌথভাবে কাজ করবেন দুই সুপারস্টার।   খেলা আর চলচ্চিত্র, দুটি ভিন্ন ইন্ডাস্ট্রি হলেও বিনোদনের ক্ষেত্রে কোনোটিই অপরটির চেয়ে কম নয়। দুটি ধারাই সুস্থ বিনোদনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে আসছে বহুদিন ধরে। এই দুই ইন্ডাস্ট্রির উজ্জ্বলতম দুই নক্ষত্রই এক হলেন রিমার্ক-হারল্যানের পতাকাতলে। একদিকে ডিরেক্টর শাকিব খানের দীপ্ত নেতৃত্ব অন্যদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসানের তারকাখ্যাতি, এই দুই মিলে রিমার্ক-হারল্যান এগিয়ে যাবে বহুদূর ও উজ্জ্বল করবে দেশের মুখ, এমনটাই মনে করছেন সবাই। রিমার্ক-হারল্যানের পরিচালক চিত্রনায়ক শাকিব খান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, ‘আজকে আমাদের জন্য এক বিশেষ দিন কারণ বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে আমরা নতুন পথচলা শুরু করেছি। আমি বিশ্বাস করি, এই চুক্তির মাধ্যমে আমরা একসঙ্গে ব্যপক কর্মসংস্থান সৃষ্টি ও অথেনটিক পণ্য সহজলভ্য করার লক্ষ্যে আরও অনেক দূর এগিয়ে যাব।’ শাকিব খান ও সাকিব আল হাসান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিমার্ক এইচবির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া, হারল্যান জোনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমদাদুল হক সরকার, রিমার্ক এইচবির হেড অফ সেলস মাজেদুর রহমান রতন, হারল্যান স্টোরের হেড অব অপারেশন আব্দুল আলীম শিমুল ও রিমার্ক এইচবির হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার ডিভিশনের অপারেটিভ ডিরেক্টর হাসান ফারুকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।  রিমার্ক এইচবির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া বলেন, হাউজহোল্ড সারফেস ক্লিনিং জন্য আমরা এমন একটি সল্যুশন খুঁজছিলাম যা শুধু পরিষ্কার করবে না, সঙ্গে পরিবেশকেও রাখবে সুরভিত। যাকে বলে অলরাউন্ডার! আর এমনই প্রোডাক্ট রেঞ্জ বাজারে এনেছে রিমার্ক, যা প্রস্তুত হয়েছে এশিয়ার এই অঞ্চলের অন্যতম বৃহৎ এবং পরিবেশবান্ধব ফ্যাক্টরিতে। সাধারণত ক্লিনিং প্রোডাক্ট কেমিক্যালের কড়া গন্ধযুক্ত হয়ে থাকে, টাইলক্স এর কোনো পণ্যে সেটা নেই এবং এটি বাংলাদেশের একমাত্র ক্ষতিকারক অ্যামোনিয়া-ফ্রি সারফেস ক্লিনিং রেঞ্জ। রিমার্ক এইচবির হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার ডিভিশনের অপারেটিভ ডিরেক্টর হাসান ফারুক বলেন, ক্রিকেটের ক্ষেত্রে সাকিব আল হাসান যেমন এক নম্বর অলরাউন্ডার; তেমনই সারফেস ক্লিনিংয়ের জন্য আমরা অলরাউন্ড সল্যুশন নিয়ে এসেছি ‘টাইলক্স’ ব্র্যান্ড। হারল্যান জোনের এমডি ও সিইও এমদাদুল হক সরকার বলেন, দেশের আমদানিনির্ভর প্রসাধনী পণ্যের বাজার বদলে দিতে এসেছে রিমার্ক এইচ বি লিমিটেড। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শাকিব খান ও সাকিব আল হাসান এই মহাতারকাদ্বয় রিমার্ক-হারল্যানের পণ্য দেশজুড়ে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারবেন ও নকল ও ভেজালের বিরুদ্ধে অথেনটিক পণ্যের জয়যাত্রার এক নতুন মাইলফলক অর্জন করবেন। উল্লেখ্য, রিমার্ক এলএলসি ইউএসএর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবির সঙ্গে এর আগে অন্তর্ভুক্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা সাহা মিম ও মামনুন ইমনের মতো জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব।
০৯ মার্চ, ২০২৪

শাকিব খান রক্তাক্ত হয়েছিলেন: খসরু 
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শাকিব খানের প্রার্থী হওয়া ইস্যু গুঞ্জন বলেই উড়িয়ে দিলেন খ্যাতিমান প্রযোজক খোরশেদ আলম খসরু। সমিতির নির্বাচনে এবার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন তিনি।  কালবেলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, শাকিব খান সভাপতির দায়িত্ব ছাড়ার পর একটি নির্বাচনে এফডিসিতে রক্তাক্ত হয়েছিলেন। তাকে লাঞ্ছিত করা হয়েছিল। শাকিবের গাড়িও ভাঙা হয়েছিল। এই ঘটনার পর আমার মনে হয় না উনি (শাকিব খান) নির্বাচনে অংশ নেবেন।  এদিকে নিপুনের জন্য সভাপতির প্রার্থী হিসেবে অনন্ত জলিলের সঙ্গে মিটিংয়ের বিষয়টিও স্বীকার করেন খসরু।  বলে রাখা ভালো, নির্বাচনে ভোট গ্রহণ ও প্রাথমিক ফল প্রকাশ হবে ২৭ এপ্রিল। এদিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনের পর প্রাথমিক ফলের বিরুদ্ধে আপিল আবেদন করা যাবে ২৯ এপ্রিল দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আপিল বোর্ড কর্তৃক আপিল আবেদনের নিষ্পত্তি ৩০ এপ্রিল সকাল ১১ থেকে বিকেল ৫টার মধ্যে করতে হবে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারে নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ হবে ১ মে বিকেল ৫টায়।
০৬ মার্চ, ২০২৪

নতুন পরিচয়ে শাকিব খান
কয়েক মাস ধরে একের পর এক নতুন ছবির শুটিং নিয়ে খবরের শিরোনামে ঢালিউড তারকা শাকিব খান। ভারতে ‘দরদ’ ছবির শুটিং শেষে ব্যস্ত হন ‘রাজকুমার’ নিয়ে। এর মধ্যে ‘তুফান’ ছবিটির প্রিপ্রোডাকশনে সময় দিচ্ছেন তিনি। গতকাল শনিবার বিকেলে আবার উড়াল দেন ভারতের হায়দরাবাদে। সেখানে ‘রাজকুমার’ ছবির অবশিষ্ট অংশের শুটিংয়ে অংশ নেবেন। ঠিক তার আগ মুহূর্তে একেবারে ভিন্ন এক পরিচয়ে হাজির হয়েছেন শাকিব খান। এবার শাকিব খানের এই নতুন পরিচয়, করপোরেট জগতের ব্যবসায়ী হিসেবে যাত্রা শুরু করলেন তিনি। একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরিচালক হলেন শাকিব খান। যেখানে বিশ্বমানের স্কিনকেয়ার, কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউমসহ নানা পণ্য পাওয়া যাবে। শুধু বাংলাদেশ নয়, শাকিব খানের এই কোম্পানির পণ্য পাওয়া যাবে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে। করপোরেট জগতে শাকিব খানের যাত্রা উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীর পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনের মাধ্যমে শাকিব খানের নবযাত্রার ঘোষণা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক শাহরিয়ার আলম, আবুল বাশার হাওলাদার, প্রধান নির্বাহী এমদাদুল হক সরকার প্রমুখ। অনুষ্ঠান শুরুর আগে শাকিব খানের সঙ্গে কথা হয় কালবেলার শাকিব খান বলেন, ‘আমি ভীষণ আনন্দিত। কারণ, যে স্বপ্ন আমি দেখেছিলাম কয়েক বছর আগে, সে স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে। আমি যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শপিংমলে মেড ইন বাংলাদেশ লেখা কাপড় দেখতাম, খুব গর্বিত হতাম। সেইসঙ্গে এ-ও ভাবতাম, এই কাপড়ের মতো বাকি সব পণ্য, যেমন কসমেটিকস, টয়লেট্রিজ, ইলেকট্রনিকসও যদি আমার দেশে তৈরি হতো, কতই না অসাধারণ হতো। তখন আমার বন্ধুদের সঙ্গে আমি আলাপ করেছিলাম, এমন একটা কসমেটিকস, টয়লেট্রিজ, স্কিনকেয়ার ইন্ডাস্ট্রির স্বপ্ন আমি দেখি, যা হবে বিশ্বমানের; কিন্তু উৎপাদন হবে আমার দেশে, তা হবে সব শ্রেণির মানুষের হাতের নাগালে, সহজলভ্য হবে, কিন্তু মানে ও গুণে হবে সেরা।’ ভারতের হায়দারাবাদে ‘রাজকুমার’ ছবির শুটিং শেষে ঢাকায় ফিরবেন শাকিব। ঢাকায় তিন দিনের শুটিং শেষে পুরো টিম উড়াল দেবে যুক্তরাষ্ট্রে। সেখানে দুই সপ্তাহের শুটিংয়ের মধ্য দিয়ে হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ ছবির পুরো কাজ শেষ হবে। ফিরে এসে শাকিব প্রস্তুত হবেন রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমার শুটিংয়ের জন্য। ‘তুফান’ ছবিটির প্রযোজনায় আছে বাংলাদেশের চরকি, আলফা আই স্টুডিওজ ও ভারতের এসভিএফ। এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন দুই নায়িকা, তবে কারা হবেন সেই দুই নায়িকা, তা এখনো বলতে চাইছে না প্রযোজনা প্রতিষ্ঠান।
২১ জানুয়ারি, ২০২৪

রিমার্ক ও হারল্যানের সাথে যুক্ত হলেন সুপারস্টার শাকিব খান
ভেজাল পণ্যের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি থেকে ভোক্তাদের মুক্তি দিতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় সুপারস্টার শাকিব খান এবার যোগ দিলেন রিমার্ক ও হারল্যানের সাথে। সম্প্রতি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই ঘোষণা দেন শাকিব। রিমার্কের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সোনিয়া আকতার এবং ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া। এছাড়া আরও ছিলেন সম্মানিত পরিচালকবৃন্দ- শাহরিয়ার আলম শুভ, ফারিহা আলম প্রভা, আলিসা নাওয়ার ও আবুল বাশার হাওলাদার, হারল্যানের সিইও এমদাদুল হক সরকার এবং চিত্রনায়ক মামনুন হাসান ইমন। শাকিব বলেন, ‘আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান স্কিনের যত্নে, আমরা বিভিন্ন সময় নানা রং ফর্সাকারি ক্রিম ও অন্যান্য প্রসাধনী ব্যবহার করি। কিন্তু সেই পণ্যগুলো যদি হয় ভেজাল, তা আমাদের সুন্দর না করে উল্টো ক্ষতি করে। এমনকি স্কিন ক্যানসার পর্যন্ত হতে পারে। তাই, জনসাধারণের দুরবস্থার কথা চিন্তা করে, আমি, দেশের বাজারে রিমার্কের মাধ্যমে অথেনটিক কসমেটিকস পণ্য নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছি। এর জন্য হারল্যানের মতো দেশের সবচেয়ে বড় অথেনটিক রিটেইল কসমেটিকস চেইনের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।’ হারল্যানের সিইও এমদাদুল হক সরকার বলেন, ‘নকল ও চোরাকারবারির মাধ্যমে আসা বেআইনি পণ্যের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি থেকে ভোক্তাদের মুক্তি দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হারল্যান। এসব স্বাস্থ্যঝুঁকি সংক্রান্ত যাবতীয় সকল সমস্যার সমাধান দিতে দেশের সংখ্যাগরিষ্ঠ কসমেটিকস অনুরাগীদের কাছে মানসম্পন্ন কসমেটিকস পণ্য পৌঁছে দেওয়াই হারল্যানের প্রধান লক্ষ্য।’ তিনি আরও বলেন, ‘সুপারস্টার শাকিব খানের এই মহতি উদ্যোগের অংশ হতে পেরে আমরা গর্বিত। তার এই মহাপরিকল্পনা বিশ্বজুড়ে ব্যাপকভাবে সমাদৃত হবে বলে আমি বিশ্বাস করি। দেশসেরা স্টার শাকিব তার কোম্পানির পণ্য দেশসেরা রিটেইল চেইন হারল্যানের মাধ্যমে দেশজুড়ে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারবেন।’ সর্বাধিক ব্র্যান্ড নিয়ে বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান রিমার্কের মাধ্যমে আমদানিনির্ভর কসমেটিকস খাত একটি রপ্তানিযোগ্য শিল্প খাতে রূপান্তরিত হচ্ছে। স্কিনকেয়ার ও কসমেটিকসের ৫০ এরও অধিক ব্র্যান্ড নিয়ে কাজ করছে রিমার্ক, যার মাঝে হারল্যান, সিওডিল, নিওর, লিলি, ব্লেইজ ও স্কিন ইতোমধ্যেই ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে। সারা দেশের সব ধরনের মানুষের সকল প্রকার প্রয়োজনীয় পণ্য আরও সহজলভ্য করতেই দেশের বিভিন্ন স্থানে হারল্যানের নিত্যনতুন শোরুম উদ্বোধন হচ্ছে। সারা দেশে হাজার হাজার শোরুম নিয়ে মানুষের কাছে অথেনটিক এবং কোয়ালিটি কসমেটিকস পণ্য পৌঁছে দিবে হারল্যান।
২০ জানুয়ারি, ২০২৪

মাকে নিয়ে ভোট দিলেন শাকিব খান
ঢাকার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান। রোববার (৭ জানুয়ারি) দুপুর ২টা ৫০ মিনিটে ভোট দেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন তার মা নূরজাহান। এর আগে ওই কেন্দ্রে ভোট দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানা। এ ছাড়া চিত্রনায়ক ফেরদৌসের স্ত্রী তানিয়া ফেরদৌস, ঢাকা-১৭ আসনের নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাত, সংগীতশিল্পী কৌশিক হাসান তাপসও ভোট দিয়েছেন সেখানে। গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা-১৭ আসনের মধ্যে পড়েছে। এ আসনেরই ভোটার ফেরদৌস। তবে ভাষানটেক এলাকার একটি কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।
০৭ জানুয়ারি, ২০২৪

ওমরাহ করতে গেলেন শাকিব খান
নতুন বছরটা একটু ভিন্ন আঙ্গিকে শুরু করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান। ওমরাহ পালনের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কা নগরীর উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই চিত্রনায়ক। এর আগেও অনেকবার ওমরাহ পালন করেছেন শাকিব। জানা গেছে, ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে ঢাকায় ফিরবেন শাকিব। ফিরেই তার অভিনীত প্রথম সর্ব-ভারতীয় সিনেমা দরদ-এর ডাবিংয়ে অংশগ্রহণ করতে ইন্ডিয়া যাবেন। সেখান থেকে ফিরে ‘রাজকুমার’ ছবির শুটিং করবেন। ইতোমধ্যে চলচ্চিত্রটির বাংলাদেশের অংশের শুটিং অনেকটাই সম্পন্ন। জানুয়ারির শেষে যুক্তরাষ্ট্রে বাকি অংশের শুটিং হবে। নতুন বছরে শাকিব অভিনীত ৩টি ছবি আসার কথা। তার অ্যাকশন ধাঁচের সিনেমা তুফানের শুটিং শুরু হবে মার্চ থেকে। ছবিটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে বলে জানা গেছে।
০২ জানুয়ারি, ২০২৪
X