শিক্ষক নিবন্ধন প্রিলিতে উত্তীর্ণ ৪ লাখ ৭৯ হাজার
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ প্রার্থী। গতকাল বুধবার রাতে এ ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি টেস্টে স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে মোট ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন। গতকাল প্রকাশিত ফলে দেখা যায়, উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের হার ৩৫ দশমিক ৮০ শতাংশ।
১৬ মে, ২০২৪

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভুল প্রশ্ন বিতরণ, বিড়ম্বনা
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় রাজধানীর একটি কেন্দ্রে ভুল প্রশ্ন বিতরণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের মূল বালিকা শাখায় এ ঘটনা ঘটে। এজন্য নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর এ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মনিপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা জানান, সকাল সাড়ে ৯টার পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। বিষয়টি নিয়ে পরীক্ষার্থীরা অভিযোগ জানালে আধা ঘণ্টা পর তা স্থগিত করা হয়। এরপর সকাল সাড়ে ১১টার দিকে সঠিক প্রশ্নপত্র সংগ্রহ করে ফের পরীক্ষা নেওয়া হয়েছে। কেন্দ্রের দায়িত্বে থাকা একজন শিক্ষক বলেন, শিক্ষার্থীরা জানান তাদের বিষয় কোড ছিল ২০০, যেখানে বিষয় কোড ৩০০-এর প্রশ্নপত্র দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরীক্ষা শুরুর ৩৫ মিনিট পর তা স্থগিত করা হয়। বিষয়টি এনটিআরসিএ কর্তৃপক্ষকে জানানোর পর তারা সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন। জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান বলেন, এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী নগরীর কোর্ট একাডেমি কেন্দ্রে স্কুল পর্যায়ের পরীক্ষার্থীদের মাদ্রাসার প্রশ্ন সরবরাহ করা হয়েছে। ভুল বুঝতে পেরে ১৫ মিনিট পর সঠিক প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। তবে এ ঘটনায় বিড়ম্বনায় পড়তে হয় পরীক্ষার্থীদের। সজিবুল ইসলাম নামে এক পরীক্ষার্থী বলেন, কেন্দ্রের দ্বিতীয় ও তৃতীয় তলায় ভুল করে স্কুল পর্যায়ের পরিবর্তে স্কুল পর্যায়-২-এর (মাদ্রাসা) প্রশ্ন দিয়েছিল। বিষয়টি বুঝতে পেরে পরে তড়িঘড়ি করে প্রশ্ন চেঞ্জ করে আসল প্রশ্ন বিতরণ করা হয়। সেক্ষেত্রে আগের পূরণ করা প্রশ্নের সেট নিয়ে অনেকে বিড়ম্বনার শিকার হন। তখন রুমের দায়িত্বে থাকা স্যাররা যার যে সেট পূরণ করা ছিল, তাকে সেই সেট অনুযায়ী প্রশ্ন মিলিয়ে দেন। শেষে এক প্রশ্নে কয়েকজন মিলে গ্রুপ করেও পরীক্ষা দিতে দেখা গেছে। সময়ের ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হয়েছিল। কুমিল্লা ব্যুরো জানায়, শুক্রবার কুমিল্লা টিচার্স ট্রেইনিং কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় বিড়ম্বনার শিকার হয়েছেন শতাধিক পরীক্ষার্থী। সাধারণ স্কুল পর্যায়ের পরীক্ষায় কারিগরি/ইবতেদায়ি বিভাগের প্রশ্ন বিতরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীরা এ বিষয়ে সংশ্লিষ্ট পরীক্ষা হলে দায়িত্বপ্রাপ্ত ইনভিজিলেটরদের (শিক্ষকদের) দৃষ্টি আকর্ষণ করলেও তারা বিলিকৃত ভুল প্রশ্নপত্রে পরীক্ষা চালিয়ে যান। এতে বিষয়ভিত্তিক পার্থক্য থাকার কারণে বিভ্রান্তিতে পড়ে যায় পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষে ভুক্তভোগীরা কুমিল্লা টিচার্স ট্রেইনিং কলেজের অধ্যক্ষের কক্ষের সামনে উপস্থিত হয়ে প্রতিবাদ করেন। সুজন নামে এক পরীক্ষার্থী জানান, প্রথমে হল কর্তৃপক্ষ ভুল প্রশ্ন দেওয়ার বিষয়টি অস্বীকার করলেও পরীক্ষার শেষে দেখা যায় সাধারণ স্কুল পর্যায়ের প্রশ্নের জায়গায় কারিগরি/ইবতেদায়ি পর্যায়ের প্রশ্ন অদলবদল হয়েছে। এতে ওই কেন্দ্রের ১০১, ৩১১, ৩১২ ও ৩১৩তম কক্ষের পরীক্ষার্থীরা ভোগান্তির শিকার হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে কুমিল্লা সদর দক্ষিণ ইউএনও রুবাইয়া খানম বলেন, বিষয়টি এনটিআরসি কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে। সারা দেশে ২৪ জেলা শহরে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় প্রথম শিফটে স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১০টা পর্যন্ত। এবার ১৮ লাখ ৬৫ হাজারের বেশি চাকরিপ্রার্থী আবেদন করেছেন।
১৬ মার্চ, ২০২৪

শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়া হলো না আব্দুল মান্নানের
নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল মান্নান নামে এক শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার ছাতড়া-মহাদেবপুর সড়কের চান্দাশ ইউনিয়নের ডিমজাউন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, আব্দুল মান্নান নিয়ামতপুর উপজেলার জিমপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি ও তার বোন ইতি আক্তার মোটরসাইকেলে করে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে নওগাঁর উদ্দেশে রওনা হন। তারা ছাতড়া-মহাদেবপুর সড়কের ডিমজাউন নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুল মান্নানের মৃত্যু হয়। স্থানীয়রা আহত ইতি আক্তারকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন।   এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি মো. রুহুল আমিন জানান, লাশটি উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৫ মার্চ, ২০২৪

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভুল প্রশ্ন বিতরণের অভিযোগ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় একটি কেন্দ্রে ভুল প্রশ্ন বিতরণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৫ মার্চ) রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের মূল বালিকা শাখায় এ ঘটনা ঘটে। এ জন্য নির্ধারিত সময়ের প্রায় ১ ঘণ্টা পর এই কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশে ২৪ জেলা শহরে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা সকাল সাড়ে ৯টায় প্রথম শিফটে স্কুল-২ ও স্কুল পর্যায়ের অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলে সকাল সাড়ে ১০টা পর্যন্ত। ১৮তম শিক্ষক নিবন্ধনে প্রায় ১৮ লাখ ৬৫ হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছেন। একাধিক পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, মনিপুর স্কুল ও কলেজের মূল বালিকা শাখায় ভুল প্রশ্ন বিতরণের ঘটনা ঘটেছে। এ জন্য এ কেন্দ্রে দেরিতে পরীক্ষা শুরু হয়েছে। পরে পাশের পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্ন এনে পরীক্ষা নেওয়া হয়েছে।  জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান বলেন, এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরর্বতী পদক্ষেপ নেওয়া হবে।
১৫ মার্চ, ২০২৪

আজ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, প্রার্থী সাড়ে ১৮ লাখ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা। শুক্রবার সকাল ও বিকাল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের আট বিভাগের ২৪ জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষার আয়োজন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ পরীক্ষায় অংশ নেবেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী।  এনটিআরসিএর তথ্যমতে, সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্কুল ও স্কুল-২ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া একই দিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।  এনটিআরসিএ চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম গণমাধ্যমকে জানান, ১৮তম শিক্ষক নিবন্ধনে পরীক্ষার সব প্রস্তুতি শেষ হয়েছে। পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ও জানাতে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পরীক্ষার্থী ও পরীক্ষা গ্রহণের কাজে নিয়োজিতরা সেখান থেকে সব ধরনের সহযোগিতা পাবেন।  গত বছরের ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজারের বেশি প্রার্থী। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। এ ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০। প্রতিটি প্রশ্নের মান ১। ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর করে কাটা পড়বে। ৩টি পর্যায়ে অর্থাৎ স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়ে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত স্ব স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। এ নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।
১৫ মার্চ, ২০২৪

চাকরি'র পড়া / ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা: বাছাই করা প্রশ্ন
অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা। ১৫ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্কুল পর্যায়ের এবং কলেজ পর্যায়ের পরীক্ষা হবে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত। প্রিলিমিনারি পরীক্ষার জন্য বাছাইকৃত কিছু নমুনা প্রশ্ন দেওয়া হলো বাংলা ১। বৈষ্ণব সাহিত্য সাধনার পন্থা—৫টি। ২। সমাচার সম্ভার রাজেন্দ্র সংবাদপত্রের সম্পাদক ছিলেন—শেখ আলীমুল্লাহ ৩। কামিনী রায়ের ছদ্মনাম—জনৈক বঙ্গ মহিলা। ৪। ‘কবি’ উপন্যাসটি লিখেছেন—তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ৫। নারীর সমার্থক শব্দ—অঙ্গনা ৬। ইবলিশ নাটকের নাট্যকার—মামুনুর রশিদ। ৭। Rebate শব্দটির অর্থ—রেয়াত। ৮। সিত-এর বিপরীত শব্দ—কৃষ্ণ ৯। জংশন শব্দটির উৎস ভাষা—ইংরেজি ১০। গৈরিক শব্দটির বিশেষ্য—গিরি ১১। ‘যুদ্ধ থেকে যে বীর পালায় না’ এর এক কথায় প্রকাশ—সংশপ্তক। ১২। কালবৈশাখী কবিতাটি অন্তর্গত—সন্ধ্যা কাব্যগ্রন্থের ১৩। সঠিক বানান গুচ্ছ—মুহুর্মুহু, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ ১৪। পদ্মগন্ধি-এর সঠিক ব্যাসবাক্য—পদ্মের ন্যায় গন্ধ যার। ১৫। কবিগানের শ্রেষ্ঠ রচয়িতা—হরু ঠাকুর ১৬। পতঙ্গ পিঞ্জর উপন্যাসের রচয়িতা—শওকত ওসমান। ১৭। বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস—বাঁধনহারা ১৮। হাসান আজিজুল হকের আগুনপাখি উপন্যাসটি রচনা করা হয়—ব্রিটিশ শাসন এবং দেশভাগের পটভূমি নিয়ে। ১৯। কবিতা থেকে মিছিল গ্রন্থটি রচনা করেছেন—অশোক মিত্র ২০। ঘর মন জানালা রচনাটি একটি—উপন্যাস। ২১। উপসর্গের সঙ্গে প্রত্যয় এর পার্থক্য—উপসর্গ থাকে সামনে প্রত্যয় থাকে পেছনে। ২২। বাংলা সাহিত্যের চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ—বীরবলের হালখাতা ২৩। বাংলা ভাষায় অর্ধ-স্বরধ্বনি—৪টি ২৪। লোক রহস্য প্রবন্ধের রচয়িতা—বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ২৫। আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন—বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ইংরেজি ১। ‘The second coming’ is a—poem. ২। We live upstairs. Here upstairs is a/an—adverb. ৩। The full form of the word ‘Cab’ is—cabriolet. ৪। Stare decisis meaning—to stand by thing dedicate. ৫। The correct tag question of’Let’s go out?—let’s go out, Shall we? ৬। London lies (——) the thames—on ৭। The passive from of He has to do it—It has to be done by him. ৮। Move and die. (make it simple)—By moving you will die. ৯। Correct spelling—lascivious, Minuscule, Inadvertent. ১০। Her eyes loomed large অর্থ হচ্ছে—সে বড় বড় চোখ করে তাকাল। ১১। Synonym of the word scrupulous is—careful. ১২। Verb of ‘Master’ is—master. ১৩। Peer to peer mean—mutual. ১৪। You have no right to do it. Right is a/an—a Noun. ১৫। The hard work is telling upon my health-এর সঠিক অনুবাদ—এ কঠিন পরিশ্রম আমার স্বাস্থ্যের ক্ষতি করছে। ১৬। Everybody must be true (.......) his word—to ১৭। Even if it rains I shall come means—I will certainly come whether it rains or not. ১৮। Nafees said to Romal ‘Go away’ বাক্যটির indirect speech—Nafis asked Romal to go away. ১৯। He went mad. Mad is a/an—Linking verb. ২০। The plural form of the word ‘Plateau’— Plateaux/Plateaus. ২১। The relationship of involve: Letter is equivalent to—crate: product. ২২। Gravity শব্দটির অর্থ—Seriousness. ২৩। Masculine gender of Abbot—Abbess. ২৪। A word that take the place of a noun is called—A pronoun ২৫। ‘সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আগামীকাল ফাঁসি দেওয়া হবে’ বাক্যটির ইংরেজি রূপ— The convict will be hanged tomorrow. সাধারণ জ্ঞান ১। দাহনা মরুভূমি অবস্থিত—সৌদি আরবে। ২। দি পারসিসটেন্স অব মেমরি চিত্রকর্মটি চিত্রশিল্পী—সালভেদর দালী ৩। ওয়ান সিটি টু ডাউন ধারণাটি সম্পর্কিত—বঙ্গবন্ধু টানেল। ৪। রাঙামাটির পূর্ব নাম—কার্পাস মহাল। ৫। জাতিসংঘের শান্তি রক্ষা মিশন পরিচিত—নীল টুপি নামে। ৬। পরমাণু ক্লাবের এলিট সদস্য হিসেবে বাংলাদেশের অবস্থান—৩৩তম ৭। পানির অস্থায়ী খরতার কারণ—ক্যালসিয়াম বাইকার্বনেট লবণ। ৮। বাংলা গজল ও সুফি সাহিত্যের সৃষ্টি হয়—হোসেন শাহীর আমলে। ৯। বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে—পঞ্চগড়ে। ১০। বালিয়াটি জমিদার বাড়ি অবস্থিত—মানিকগঞ্জ ১১। প্রথম স্মার্ট গ্রাম—হিজলী, ঝিনাইদহ। ১২। সিয়ার্স টাওয়ারের স্থপতি—এফ আর খান। ১৩। শিশুর জন্মগত ত্রুটিজনিত রোগ—রুবেলা। ১৪। ইউনেস্কো এর সর্বশেষ সদস্য—ফিলিস্তিন। ১৫। হামাস ইসরায়েলে রকেট হামলা চালায়—৭ অক্টোবর ২০২৩। ১৬। তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়ার নাম—বিকিরণ। ১৭। বাংলাদেশের শিক্ষার স্তর—৪টি। ১৮। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন—শামসুল হক। ১৯। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়—২০০১ সালে। ২০। সীমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল—১৯৭২ সালে। ২১। বাংলাদেশে প্রথম কাগজের নোট চালু করা হয়—৪ মার্চ ১৯৭২। ২২।২০২২-২৩ অর্থবছরের মাথাপিছু আয়—২৭৬৫ মার্কিন ডলার। ২৩। ঢাকার চকের মসজিদের নির্মাতা—শায়েস্তা খান। ২৪। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়—১৯৭৮ সালে। ২৫। বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্র নদীর নাম—গাঙ্গিনা। গণিত ১। এক বর্গমাইল সমান কত একর? ২। একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেল পূর্ণ পাত্রের ওজন ২০ কেজি পাত্রটির ওজন কত? ৩। ৫:১৮, ৭:২ এবং ৩:৬-এর মিশ্র অনুপাত কত? ৪। একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় যায় ১৫ কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘণ্টায় যায় ৫ কিলোমিটার স্রোতের বেগ নির্ণয় করুন? ৫। x4-x2+1=0 হলে, x2-1/x2= কত? ৬। শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা হবে? ৭। দুটি সংখ্যার গুণফল ৯৮। ছোট সংখ্যাটি বড় সংখ্যার অর্ধেক হলে ছোট সংখ্যাটি কত? ৮। কোনো বাগানের ১৮০০ চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে ৩৬টি চারা বেশি হলো, বর্গাকারে সাজানোর পর প্রতিটি সারিতে চারার সংখ্যা কত? ৯। কোনো সংখ্যার বর্গমূলের সঙ্গে ২০ যোগ করলে যোগফল ৫-এর বর্গ হবে? ১০। ৫ টাকায় দুটি দরে কমলা ক্রয় করে ৩৫ টাকায় কয়টি করে কমলা বিক্রয় করলে শতকরা ৪০ টাকা লাভ হবে? ১১। x4+x4+x4+x4 এর মান কোনটি? ১২। a+b=13, a-b=3 হলে a2+b2 এর মান কত? ১৩। tan 3A=3 হলে A= কত? ১৪। ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? ১৫। ০.০০০১/০.১x০.১=? ১৬। a এর মান কত হলে (9-12x+ax^2) রাশিটি পূর্ণবর্গ হবে? ১৭। কোনো বছরে একটি গ্রামের লোক সংখ্যা ১৫% বাড়ে বছরের শেষে লোকসংখ্যা ৬৯০০ হলে বছরের শুরুতে লোক সংখ্যা কত ছিল? ১৮। একটি গাড়ি ৩৬০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হল কত টাকায় বিক্রয় করলে ১৬% লাভ হবে? ১৯। x+xy+2y+2y^2 এর উৎপাদক কত? ২০। ২৯+২৫+২১+.......-২৩=কত? ২১। দুটি পরস্পর বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায় ২২। i^102 এর মান কোনটি? ২৩। অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি? ২৪। দুটি বৃত্তের ব্যাস এর অনুপাত ৩:২ হলে, বৃত্ত দুটির ক্ষেত্রফল এর অনুপাত কত? ২৫। একটি সমকোণী ত্রিভুজের উচ্চতা ভূমির এক তৃতীয়াংশ এবং ক্ষেত্রফল ৬ বর্গ একক ভূমির দৈর্ঘ্য কত? গ্রন্থনা: জেলি খাতুন
১২ মার্চ, ২০২৪

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১৫ মার্চ প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একদিনে দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। সকালে স্কুল-২ ও স্কুল পর্যায় এবং বিকেলে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (২৪ জানুয়ারি) এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন পরিচালক (উপসচিব) মো. আবদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনটিআরসিএর অধীনে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৫ মার্চ (শুক্রবার) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।এরপর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে, কয়েক বছর ধরে স্কুল ও কলেজ পর্যায়ের পরীক্ষা পৃথক পৃথক দিনে অনুষ্ঠিত হলেও এবারই প্রথম একইদিনে নিয়োগ পরীক্ষার সূচি ঠিক করেছে এনটিআরসিএ। এসএসসি পরীক্ষা, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনসহ নানা কারণে এবার একদিনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে। গত বছরের ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজারের বেশি প্রার্থী। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। এ ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০। প্রতিটি প্রশ্নের মান ১। ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর করে কাটা পড়বে। ৩টি পর্যায়ে অর্থাৎ স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়ে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত স্ব স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। এ নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।
২৪ জানুয়ারি, ২০২৪

পেছাল ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান জানিয়েছেন, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা কিছুটা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন পবিত্র রমজান মাসের মধ্যেই এ পরীক্ষা আয়োজন করা হবে। সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে তিনি এ তথ্য জানান। ওবায়দুর রহমান বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ও ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার কারণে পরিকল্পনা অনুযায়ী ৮ ও ৯ মার্চ ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না। সেজন্য পরীক্ষার সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ ও ১৬ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। দুই দিনে এ পরীক্ষা শেষ হবে। স্কুল পর্যায় ও সাধারণ স্কুল-২-এর পরীক্ষার পরের দিন কলেজ পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে। জানা গছে, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী আবেদন করেছেন। জাতীয় নির্বাচনের পর পরীক্ষা নেওয়ার কথা থাকলেও চলতি মাসে প্রশ্নপত্র ছাপাতে প্রেসের শিডিউল না থাকা ও মার্চের দ্বিতীয় সপ্তাহে রমজান মাস শুরুর কারণে ৮ ও ৯ মার্চে পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এরই মধ্যে নির্বাচন কমিশনের উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা করায় শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আবারও পেছাতে হচ্ছে। ২০২৩ সালের ৪ নভেম্বর প্রকাশিত এনটিআরসিএ’র বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের প্রিলিমিনারিতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বরের (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১, ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর করে কাটা পড়বে। ৪০ নম্বর পেয়ে পাশ করতে হবে প্রার্থীদের। এরপর নিজ নিজ বিষয়ের ওপর লিখিত পরীক্ষা দিতে হবে প্রার্থীদের। লিখিত পরীক্ষায় পাশকৃত প্রার্থীদের ভাইভার মাধ্যমে নিবন্ধন চূড়ান্ত করতে হবে। এ নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।
২২ জানুয়ারি, ২০২৪

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২৩ হাজার ৯৮৫
সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৯৮৫ জন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এনটিআরসিএর ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে এনটিআরসিএ। এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানায়, গত ৫ ও ৬ মে অনুষ্ঠিত ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ২৬ হাজার ২৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২৫ হাজার ২৪০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্ত ভাবে ২৩ হাজার ৯৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রার্থীরা তাদের পরীক্ষার ফলাফল http://ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd/result/ ওয়েবসাইট থেকে রাত ১০টার পর জানতে পারবেন। তাছাড়াও টেলিটক বিডি লি. কর্তৃক কৃতকার্য প্রার্থীদের ফলাফল এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
২৮ ডিসেম্বর, ২০২৩

শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল আগস্টে
১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আগস্টে। এর অংশ হিসেবে খাতা মূল্যায়নের নম্বর এন্ট্রিসহ প্রয়োজনীয় কাজ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গতকাল মঙ্গলবার এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান এ তথ্য জানান। ওবায়দুর রহমান বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার খাতা শিক্ষকরা মূল্যায়ন শেষে পাঠানো শুরু করেছেন। এখন নম্বর এন্ট্রিসহ প্রয়োজনীয় কাজ চলছে। আশা করছি, আগামী আগস্ট মাসে লিখিত পরীক্ষার ফল প্রকাশ সম্ভব হবে। এরপর মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হবে। গত ৫ ও ৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৪ হাজারের বেশি চাকরিপ্রার্থী। এর আগে বিজ্ঞপ্তি দেওয়ার দীর্ঘ ৩৪ মাস পর গত ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করে এনটিআরসিএ।
০৫ জুলাই, ২০২৩
X