আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্বের জন্য শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বুয়েট
আন্তর্জাতিক পরিমন্ডলে বিশেষ কৃতিত্ব অর্জনের জন্য সংবর্ধিত হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। দ্বিতীয়বারের মতো কৃতি শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন করে বুয়েট কর্তৃপক্ষ।  বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনে ছাত্রকল্যাণ পরিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ৮১ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সদন প্রদান করা হয়। এ ছাড়া, শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেয়ার জন্য ৮ জন শিক্ষককেও সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন আয়োজন নিয়মিত করা হবে জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বলেন, আমি দায়িত্ব নেয়ার পর গবেষণা কার্যক্রমে গুরুত্ব দিচ্ছি। গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করতে প্রনোদনা ফান্ড গঠন করা হয়েছে। শিক্ষার্থীরা যেন আন্তর্জাতিক পরিমন্ডলে আরো বেশি অবদান রাখতে পারে সেজন্য পর্যায়ক্রমে এই ফান্ড আরো বাড়ানো হবে। বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন সংবর্ধনা প্রাপ্ত শিক্ষর্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই বুয়েটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশকেও প্রতিনিধিত্ব করবে তোমরা। তোমাদের যেসব বন্ধুরা গবেষণায় পিছিয়ে আছে তাদেরকে এসব কর্মকান্ডে উৎসাহিত করতে হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো, মিজানুর রহমানের সভাপতিত্বে ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. রূপক মুতসুদ্দি'র সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন ইনস্টিটিউট ও পরিদপ্তরের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
০৭ মার্চ, ২০২৪

ঢাবিতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার উপাচার্য ভবন প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। এ ছাড়া ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম, ড. আতিউর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির ও সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইকবাল রউফ মামুন। অধ্যাপক ড. সামসাদ মর্তূজা অনুষ্ঠান সঞ্চালন করেন।
২৯ জানুয়ারি, ২০২৪

রাশিয়ার রুদেন ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা
রাশিয়ার মস্কো শহরে রুদেন ইউনিভার্সিটিতে বাংলাদেশ ছাত্র সংগঠনের পক্ষ থেকে শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় আয়োজন করা হয় নবীনবরণ ও স্নাতকোত্তর সংবর্ধনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এশিয়ান স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, রাশিয়ায় বসবাসকারী বাঙালি ব্যবসায়ী, রাশিয়ায় এলামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও নবীন-প্রবীণ শিক্ষার্থীরা। প্রথম বাঙালি হিসেবে রাশিয়ার রুদেন ইউনিভার্সিটির লাইব্রেরির গ্যালারিতে স্থান পেয়েছে পিএইচডি গবেষক বারেক কায়সারের লেখা ‘রাশিয়ায় বঙ্গবন্ধু’ বইটি। এজন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। অনুষ্ঠানে বাঙালি শিক্ষার্থীরা দেশীয় সংস্কৃতি তুলে ধরে নাচ ও গানের মধ্য দিয়ে। ইউনিভার্সিটির বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, প্রতিবছরই তারা বাংলাদেশি সংস্কৃতি রাশিয়ায় উপস্থাপন করার চেষ্টা করেন। ভিনদেশে এসেও নিজ দেশের সংস্কৃতি চর্চা অব্যাহত থাকুক এবং বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল হোক এমনটাই প্রত্যাশা রাশিয়ায় অবস্থানরত বাঙালিদের।
১৫ অক্টোবর, ২০২৩

ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফরিদপুর পৌরসভা। গতকাল শনিবার ফরিদপুরের পৌর মেয়র অমিতাভ বোসের সভাপতিত্বে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে পৌরসভায় এ বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৫০২ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহ্সান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, পৌরসভার প্রধান নির্বাহী শামসুল আলমসহ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় বক্তারা বলেন, সমৃদ্ধশালী দেশ গঠন ও ভবিষ্যতে জাতির নেতৃত্ব দিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিজেদের যোগ্য করে গড়ে তুলতে সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৩
X