রাশিয়ার মস্কো শহরে রুদেন ইউনিভার্সিটিতে বাংলাদেশ ছাত্র সংগঠনের পক্ষ থেকে শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় আয়োজন করা হয় নবীনবরণ ও স্নাতকোত্তর সংবর্ধনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এশিয়ান স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, রাশিয়ায় বসবাসকারী বাঙালি ব্যবসায়ী, রাশিয়ায় এলামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও নবীন-প্রবীণ শিক্ষার্থীরা।
প্রথম বাঙালি হিসেবে রাশিয়ার রুদেন ইউনিভার্সিটির লাইব্রেরির গ্যালারিতে স্থান পেয়েছে পিএইচডি গবেষক বারেক কায়সারের লেখা ‘রাশিয়ায় বঙ্গবন্ধু’ বইটি। এজন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেওয়া হয় বিশেষ সম্মাননা।
অনুষ্ঠানে বাঙালি শিক্ষার্থীরা দেশীয় সংস্কৃতি তুলে ধরে নাচ ও গানের মধ্য দিয়ে। ইউনিভার্সিটির বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, প্রতিবছরই তারা বাংলাদেশি সংস্কৃতি রাশিয়ায় উপস্থাপন করার চেষ্টা করেন।
ভিনদেশে এসেও নিজ দেশের সংস্কৃতি চর্চা অব্যাহত থাকুক এবং বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল হোক এমনটাই প্রত্যাশা রাশিয়ায় অবস্থানরত বাঙালিদের।
মন্তব্য করুন