জয় চৌধুরী সভ্য অভিনয়শিল্পী : শিরিন শিলা (ভিডিও)
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় উত্তাল রয়েছেন বিনোদন অঙ্গন।  ২৩ এপ্রিল (মঙ্গলবার) অভিনেত্রী ময়ূরীর মেয়েকে ‘আপত্তিকর’ প্রশ্ন করার জের ধরে ইউটিউবার, শিল্পী ও সাংবাদিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই বিশৃঙ্খলায় জড়িয়ে গেছে চিত্রনায়ক জয় চৌধুরীর নাম। কিছুসংখ্যক ইউটিউবার ও সাংবাদিক তাকে বয়কটের ডাকও দিয়েছেন। চলমান পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে জয় চৌধুরীর পক্ষে-বিপক্ষে নিজেদের অভিমত ব্যক্ত করছেন অনেকে। তাদেরই একজন হলেন চিত্রনায়িকা শিরিন শিলা।  জয়ের আচার আচরণের বিষয়ে একটি পোস্ট করেছেন শিলা। বৃহস্পতিবার দুপুরে শিলা লিখেছেন, কয়েকদিন ধরে এফডিসিতে মারামারি নিয়ে অনেক নিউজ দেখলাম।  খুব খারাপ লাগল এসব নিউজ দেখে। চলচ্চিত্র শিল্পী ও সাংবাদিকরা আমরা সবাই একই পরিবারের। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় জয় চৌধুরীকে দোষারোপ করা হয়েছে। কিন্তু আমার দেখা জয় চৌধুরী একজন সভ্য চলচ্চিত্র অভিনয়শিল্পী। নায়িকা আরও লিখেছেন, জয়কে কোনোদিন কারও সঙ্গে বেয়াদবি করতে দেখিনি।  ও সব সময় শিল্পীদের বিপদে এগিয়ে যায়। সাংবাদিকদের সঙ্গেও তার চমৎকার সম্পর্ক। সাংবাদিক ভাইদের আমরা অনেক সম্মান করি, তাই বলে আপনারা এমন কোনো প্রশ্ন করতে পারেন না যাতে করে শিল্পীদের সম্মানে আঘাত লাগে। কোনো শিল্পীকে অপমান করে কথা বললে অবশ্যই তার প্রতিবাদ করা উচিত।  কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাটা একটি দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়। শিলা দাবি করেন, এই ঘটনায় দুপক্ষেরই ভুল ছিল। দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রত্যেকটা পরিবারই ঝগড়া হয় আবার পরিবারের সদস্যরা সবাই মিলে যায়। আমার বিশ্বাস আমরা সবাই সাংবাদিক ও শিল্পীরা একই পরিবারের। আমরা সব বিবাদ ভুলে সবাই একত্রিত হয়ে পথ চলব।
২৫ এপ্রিল, ২০২৪

আবেগে লাখ টাকা দামের শাড়ি কিনেছেন শিরিন শিলা
আবেগের তাড়নায় লাখ টাকার ওপরে খরচ করে একটা শাড়ি কিনে ফেললেন চিত্রনায়িকা শিরিন শিলা। সেটি পরেই করলেন জন্মদিনের পার্টি। কিন্তু শাড়িতে এত পাথর ছিল যে, সেটি বহন করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল নায়িকাকে। মোটামুটি এক ঘণ্টা পরে থাকতে পেরেছিলেন সেই শাড়ি। এরপরই সেটি বদল করার জন্য অস্থির হয়ে ওঠেন। সেই থেকে পোশাকের ক্ষেত্রে সৌন্দর্য নয় বরং আরামকে বেশি গুরুত্ব দেন এই নায়িকা। শিরিন শিলা বলেন, কমফোর্ট ও সৌন্দর্যের মধ্যে আগে হচ্ছে কমফোর্ট। কারণ আমি যদি ক্যারি করতে না পারি, জিনিসটা যদি কমফোর্ট না দেয়, তাহলে সৌন্দর্য দিয়ে কী করব আমি। একবার এক লাখ টাকার ওপরে খরচ করে একটি শাড়ি কিনেছিলাম, কিন্তু সেটি এত পাথর দিয়ে তৈরি যে আমি এক ঘণ্টাও পরে থাকতে পারিনি। শাড়িটি দেখে মনে হয়েছিল কিনব, আবেগের তাড়নায় কিনেছি। কিন্তু সেটা আমি পরে থাকতে পারেনি। শুধু মনে হচ্ছিল, কখন আমি এটা খুলব! কখন পরিবর্তন করব! সৌন্দর্যের চেয়ে কমফোর্টেবল লাগাটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কালবেলার সাপ্তাহিক বিনোদনবিষয়ক অনুষ্ঠান তারাবেলায় অতিথি হয়ে এসব কথা বলেন শিরিন শিলা। নিজের পোশাকের ফিরিস্তিতে নায়িকা বলেন, আমার গাউন আছে ৩৫ থেকে ৪০টি। প্রায় একশ শাড়ি আছে। ৭০টির ওপরে জিন্সের প্যান্ট আছে; আরও বেশি হতে পারে। আমি কাপড়ের ব্যাপারে শৌখিন। তবে সবচেয়ে বেশি শখ জুতায়। আমার বাসায় অনেক জুতা। দেড়শ জোড়ার ওপরে হবে। এত সব পোশাক গুছিয়ে রাখতে নারাজ এই নায়িকা। বললেন, আমার ওয়ার্ডরোবের সবকিছু এলোমেলো থাকে। কারণ আমি একেক দিন একেকটা ড্রেস পরি। আজ আমি যেটা পরেছি, এটা আগামী এক-দেড় বছর আর পরব না। তবে আমি রিপিট করে পরি। এমন নয় যে, আমি এই ড্রেসটা আর জীবনেও পরব না। অবশ্যই এটা পরব। দেখা যাবে ছয় মাসে একদিন অথবা এক বছরে একদিন এটা পরেছি। যদিও ছয় মাস পর আর খুঁজে পাই না। তিনি আরও বলেন, আমার ওয়ার্ডরোবে এত ড্রেস যে রাখার জায়গা নেই। আমি কখন কোথায় কোন ড্রেস রাখি, নিজেও জানি না। আমি যখন ড্রেস খুঁজি, তখন সব ড্রেস বের করি। খুঁজে পেলে বাকিগুলো আর ভাঁজ করে রাখি না, ওরকম করেই রেখে দিই। আমার একটা ড্রেসও সুন্দর করে গুছিয়ে রাখা হয় না। এটাই আমার কাছে সহজ মনে হয়। খোঁজা, ভাঁজ করা, যত্ন করে রাখা— এত সময় নেই।  তবে সব পোশাক যে ব্র্যান্ডেরই হতে হবে তা নয়। শিলার ভাষ্য, ব্র্যান্ড নয়, ড্রেসটা প্রথমে আমার পছন্দ হতে হবে। আমি দেখি যে ওটায় আমাকে সুন্দর লাগবে কিনা।  সেলিব্রেটি হওয়ার পর ফুটপাত থেকে পোশাক কিনেছেন কিনা? জবাবে শিরিন শিলা বলেন, ফুটপাত থেকে কাচের চুড়ি কিনেছি। আমার মোটামুটি সব রঙের চুড়ি আছে।
১৯ জানুয়ারি, ২০২৪

প্রতিদিন ২০০ প্রেমের প্রস্তাব আসে : শিরিন শিলা
প্রতিদিন দেড়শ থেকে দুইশ প্রেমের প্রস্তাব পান ঢাকাই সিনেমার নায়িকা শিরিন শিলা। এই প্রস্তাবগুলো আসে এসএমএস-এর মাধ্যমে। তবে প্রেমের প্রস্তাব পেলেই রাজি হয়ে যাওয়ার মতো মেয়ে নন এই অভিনেত্রী। তার চাই একজন সৎ মানুষ। স্কুল জীবনে একটি প্রেমও করেননি; বড় হয়ে করেছেন। ছ্যাঁকাও দিয়েছেন ৩ প্রেমিককে। বর্তমানে তার সঙ্গে একজন সংবাদকর্মীর প্রেমের গুঞ্জন চাউর আছে। তবে নায়িকা জানিয়েছেন তার জীবনে এখন প্রেমের ঘণ্টা বাজছে না। কালবেলার বিনোদনমূলক অনুষ্ঠান তারাবেলোর অতিথি হয়ে নিজের প্রেম ও পছন্দের জীবনসঙ্গীর নানা বিষয়ে মুখ খুলেছেন নায়িকা শিরিন শিলা। চিত্রনায়িকা বলেন, প্রতিদিন এসএমএসের মাধ্যমে অনেক প্রেমের প্রস্তাব আসে। কাউন্ট করলে দেড়শ-দুইশ হবে। তিনি বলেন, আমি যাকে ইয়েস বলেছি তার সঙ্গে প্রেম করেছি। যাকে ইয়েস বলিনি, তাকে কখনো প্রশ্রয় দিইনি। যাকে ইয়েস বলেছি তাকে ছাড়ার সময় অবশ্য ছ্যাঁকা দিয়েছে। কারণ তার ভুল ছিল অনেক। তিনজনকে ছ্যাঁকা দিয়েছি।  এ মুহূর্তে ঠিক কতজন তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন তা অজানা শিরিন শিলার। বললেন, আমার পেছনে কতজন ছেলে ঘুরছে আমি ঠিক জানি না। আমার মনে হয় অনেকেই ঘুরছে। কিন্তু আমি প্রেমে বিশ্বাসী না, আমি বিয়েতে বিশ্বাসী। আমি বিয়ের জন্য ছেলে খুঁজছি।  প্রেমের ঘণ্টা বাজলেই বিয়ের পিঁড়িতে বসবেন শিরিন শিলা। বললেন, প্রেম যার সঙ্গে হবে তাকেই বিয়ে করব। আমি অবশ্যই এমন একজন জীবনসঙ্গী চাই যাকে নিয়ে সারাটা জীবন পার করতে পারব। তাকে অবশ্যই সৎ হতে হবে, আমাকে রেসপেক্ট করতে হবে। আমাকে চালানোর মতো ক্যাপাবিলিটি থাকতে হবে। আমি ফ্রিডম চাই, সম্মান চাই। বিয়ে হতে দেরি হচ্ছে বলে কি ডিপ্রেশন কাজ করছে? এমন প্রশ্নের উত্তরে শিলা বলেন, না, বিয়ে নিয়ে আমি ডিপ্রেশনে নেই। বিয়ে নিয়ে আমি এতটা চিন্তাও করি না। বিয়ের বিষয়ে মনে করি না যে এখনই আমার বিয়ে করার সঠিক সময়। আমার সময় চলে যাচ্ছে না। মাত্র তো জীবন শুরু। আমি মনে করি আমার আরও সময় আছে। কিন্তু তার পাশাপাশি একজন লাইফ-পার্টনার দরকার। তাই ভালো মনের মানুষ পেলে বিয়ে করে ফেলব। নিজের স্কুলজীবনের প্রসঙ্গ টেনে এই চিত্রনায়িকা বলেন, স্কুলজীবনে একটিও প্রেম করিনি। পড়াশোনায় মনোযোগ ছিল আমার। তাছাড়া আমি ছোটবেলা থেকে নাচ করতাম, মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলাম। নাচের মাধ্যমে মিডিয়াতে আমার যাত্রা শুরু। তাই আমি প্রেম-ভালোবাসা নিয়ে সে সময় ভাবিনি।  সংবাদকর্মীর সঙ্গে তার প্রেমের গুঞ্জনের প্রশ্নে নায়িকা বলেন, সংবাদকর্মী! না তো, কখনোই না। ইম্পসিবল। আমি কখনো কোনো জার্নালিস্টের সাথে প্রেম করিনি। সংবাদকর্মী কেন, কোনো ডিরেক্টর, প্রডিউসার এমনকি ইন্ডাস্ট্রি রিলেটেড যারা আছেন, তাদের সঙ্গে আমার কখনো প্রেম হয়নি।
১২ জানুয়ারি, ২০২৪

সুন্দর নায়িকাদের মধ্যে আমি একজন : শিরিন শিলা
গরিবদের ভালোবাসেন চিত্রনায়িকা শিরিন শিলা। ভিন্নভাবে সক্ষম এক কিশোরের সঙ্গে চুমুকাণ্ডে বেশ আলোচিত হয়েছিলেন তিনি। সরল মনে ওই কিশোরকে বুকে টেনে নিয়েছিলেন নায়িকা শিলা। কিন্তু হুট করেই তাকে চুমু খেয়ে বসে ওই কিশোর। এ নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। সেই ঘটনা স্মরণ করে শিলা বলেন, ‘চুমুকাণ্ডে আমি ভাইরাল হওয়ার পর আমার বন্ধুরা বলেছিল যে আমি ভালো মনের একজন মানুষ। কারণ আমি গরিবদের ভালোবাসি। আমার কাছে মনে হয়েছিল যে এটাই সত্য। কারণ আমি যদি অহংকারী হতাম, আমার ভেতর যদি কোনোরকম অহংকার থাকত, তাহলে একটা রাস্তার ছেলেকে তো আমি বুকে টেনে নিতাম না। তাহলে তো সেই ঘটনা ঘটত না। আমার ভুল হয়েছিল। আমি তাকে বিশ্বাস করে বুকে টেনে নিয়েছিলাম। আর সে সেটার অপব্যবহার করেছে’। কালবেলার সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান তারাবেলায় অতিথি হয়ে এসব কথা বলেন শিরিন শিলা। অনুষ্ঠানে তার সঙ্গে আলাপ হয় ২০২৩ সালের প্রাপ্তি ও ২০২৪ সালের পরিকল্পনার বিষয়ে। নায়িকা শিলা বলেন, ‘২০২৩ সালে আমার প্রাপ্তি অনেক। কোনো অপ্রাপ্তি নেই। ২০২৩ সাল আমার জীবনের শ্রেষ্ঠ সাল হয়ে থাকবে। এই সালে আমি অনেক কিছু পেয়েছি। অনেক জনপ্রিয়তা, সম্মান ও ভালোবাসা পেয়েছি। অনেক ছবিও রিলিজ হয়েছে’। ২০২৪ সালের ব্যস্ততার বিষয়ে বলেন, ১৯ জানুয়ারি আমার ছবি মুক্তি পাবে। নতুন বছরের শুরুতেই আমার সিনেমার মুক্তি পাবে। এটা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছি। আমার সিনেমার নাম ‘শেষ বাজি’। এতে আমার কো-আর্টিস্ট সাইমন সাদিক। নতুন বছর একটা বাজিমাত হয়ে যাবে।  সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার ক্ষেত্রে কোন বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়? উপস্থাপকের এমন প্রশ্নে শিলা জবাব দেন, ‘গল্প ও পরিচালককে বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ একটা সিনেমার প্রাণ হচ্ছে গল্প। গল্প যদি ভালো না হয়, তাহলে আমার মনে হয় দর্শক ওই সিনেমা দেখবে না। আরেকটা বিষয় হচ্ছে মেকিং। যে কোনো স্ক্রিপ্টকে সুন্দরভাবে প্রাণ দিতে পারেন একজন পরিচালক। আমার কাছে মনে হয়, পরিচালক কীভাবে একটি স্ক্রিপ্টকে সুন্দর করে প্রেজেন্ট করবে- সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই আমি এই দুটিকে বেশি গুরুত্ব দিচ্ছি এখন। তবে শিলা মনে করেন, পরিচালকরা তাকে সঠিকভাবে কাজে লাগাচ্ছেন না। বললেন, আমার মনে হয় না ইন্ডাস্ট্রি আমাকে সঠিকভাবে কাজে লাগাচ্ছে। আমার কাছে মনে হয় ইন্ডাস্ট্রিতে যে রকম সুদর্শন সুন্দর নায়িকা দরকার, তার মধ্যে অবশ্যই আমি একজন। পরিচালকরা আমাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেনি। আমি চাইলে আরও অনেক ভালো কাজ করতে পারি। আমাকে যদি কাজে লাগানো হয়, আমি আরও ভালো অভিনয় করতে পারি। আমি চাই পরিচালকরা আমাকে ভেঙে আরেকটা নতুন শিরিন শিলাকে দেখাক। আমি আমার এই গ্লামার দেখাতে চাই না; আমি চাই একজন অভিনেত্রী হতে।  সিনেমার চাইতে নাকি আইটেম গানে বেশি অফার পেয়ে থাকেন শিরিন শিলা। নিজের সিনেমা বাদে অন্য কারও সিনেমার আইটেম গানের অফার গ্রহণ করবেন কিনা, জানতে চাইলে তিনি বলেন, কখনোই না। কারণ আমি একজন অভিনেত্রী হতে এসেছি, আইটেম গার্ল হতে আসেনি। আমি অভিনেত্রী হতে চাই। আমার কাছে টাকাটা বিষয় না। আমি সম্মান চাই। একের পর এক আইটেম গানের অফার নেওয়ার থেকে কাজ না করে বসে থাকা অনেক ভালো। আগামীর লক্ষ্যের বিষয়ে শিরিন শিলা বলেন, সামনে আমার লক্ষ্য হচ্ছে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করতে চাই। এ জন্য ভালো ভালো ছবি করছি। আমি আমার কাজ দিয়ে দর্শক হৃদয়ে থাকতে চাই। বেছে বেছে কাজ করছি এখন।
৩১ ডিসেম্বর, ২০২৩
X