সামাজিক যোগাযোগ মাধ্যমে চুমুকাণ্ডে আলোচনা-সমালোচনার শিকার হন চিত্রনায়িকা শিরিন শিলা। ভক্তকে ভালোবেসে কাছে টেনে নেওয়ায় রীতিমতো কটাক্ষের মুখেও পড়েছিলেন এ নায়িকা।
সম্প্রতি আবারও এ প্রসঙ্গে মুখ খুলেছেন শিরিন শিলা। বিতর্কিত বিষয়টি নিয়ে কথা বলেছেন কালবেলার সঙ্গে। তিন বলেন, মানুষ তাকে ইউজ করছে।
নায়িকা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পীদের নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। আমি আগে থেকেই আলোচনায় ছিলাম। দুর্ঘটনাবশত এটা ঘটে গেছে। বিষয়টি নিয়ে আমি আর কথা বলতে চাই না। এটা নিয়ে আমি যত কথা বলব, ততই বাড়বে। আমাকে বিক্রি করে মানুষ খাচ্ছে ভাই। আমি এজন্য এটা নিয়ে আর কথা বলতে চাই না। তখন আমি কথা বলেছি, তখন বিষয়টা অনেক গরম ছিল। সেখানে আমার কোনো দোষ ছিল না। সেটাই ক্লিয়ার করতে চেয়েছি।
শিরিন শিলা বলেন, আসলে আমি তো সরল মনে একটা মানুষকে সহযোগিতা করতে চেয়েছি। গরিব বলে তাকে অবহেলা করিনি। আমি যেহেতু তাকে বিশ্বাস করে কাছে আসার সুযোগ দিয়েছি, তাকে ভালোবেসেছি, সহযোগিতা করতে চেয়েছি। পরবর্তীতে আমি জানতে পেরেছি, সে পাগল না। সে রিকশা চালায়। তার মা আছে, এমনকি তার বউও আছে। সে আমাকে মিথ্যা কথা বলেছে। বিষয়গুলো জানার পরে যে ঘটনাটি ঘটেছে। সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আসলে আমি তাকে বিশ্বাস করে প্রতারিত হয়েছি।
মন্তব্য করুন