ঢালিউডের নায়িকা পরীমণি ও শিরিন শিলা, দুজনই কাছের বন্ধু। তবে রাজ-পরীর দাম্পত্য কলহের জেরে এখন দুজনের মধ্যে যোগাযোগ নেই বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
শুক্রবার (৯ জুন) রাজধানীর মধুমিতা সিনেমা হলে মুক্তির আট সপ্তাহ উপলক্ষে চলচ্চিত্রের নবীন-প্রবীণ অভিনেতা-অভিনেত্রীরা দর্শকের সঙ্গে বসে সিনেমাটির উপভোগ অনুষ্ঠানের আয়োজনে কালবেলা প্রতিবেদকের কথা হয় তার সঙ্গে।
রাজ-পরীর সংসারজীবনের টানাপোড়েনের সময় কাছের বন্ধুর চুপ থাকার বিষয়ে জানতে চাইলে শিরিন শিলা বলেন, পরীমণির বিষয়ে সতর্ক হয়েছি। এর আগে পরীর দাম্পত্য জীবনের অবসান নিয়ে কথা বলে বেশ সমালোচনার মুখে পড়েছিলাম।
শিরিন শিলা আরও বলেন, ’আসলে ওই ঘটনার পরে পরীর সঙ্গে এখন খুব বেশি কথা হয় না। কারণ, আমি ভালো মনে করেই তাদের শুভেচ্ছা জানিয়েছিলাম। সেটা নিয়ে উল্টোভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। এর পর থেকেই পরীর বিষয়ে বেশ সতর্ক হয়ে গেছি। সো, আমি আর পরীর ব্যাপারে কিছু জানি না। এ বিষয়ে আমি কিছু বলতেও পারব না।’
মন্তব্য করুন