নাভালনির শেষকৃত্য করা সেই পুরোহিতকে চরম শাস্তি
গেল ফেব্রুয়ারি মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনির মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার শেষকৃত্য করা সেই পুরোহিতকে চরম শাস্তির মুখোমুখি করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, নাভালনির শেষকৃত্য করা পুরোহিত হলেন রাশিয়ান অর্থোডক্স চার্চের প্রধান রাশিয়ান ধর্মযাজক দিমিত্রি সাফ্রোনোভ। কট্টোর এ সমালোচকের শেষকৃত্য করায় তাকে নিজের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।  রুশ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মিত্র প্যাট্রিয়ার্ক কিরিলি জানান, দিমিত্রি পুরোহিতের কোনো কাজ করতে পারবেন না বলে অর্থোডক্স চার্চের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি পুরোহিতদের জন্য নির্দিষ্ট পোশাক পরার অধিকারও তার থাকবে না বলেও জানান তিনি। রাশিয়ার বিরোধী নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এ কট্টোর সমালোচকের গত ১৬ ফেব্রুয়ারি কারাগারে মৃত্যু হয়। ১৯ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে জেলে ছিলেন তিনি। তবে তার সমর্থকদের অভিযোগ, জেলে নির্যাতনের ফলে তার মৃত্যু হয়েছে। দীর্ঘ নাটকীয়তার পর গত ২ মার্চ মস্কোতে তাকে সমাহিত করা হয়। এ সময় তার শেষকৃত্য করেছিলেন রুশ অর্থোডক্স চার্চের পুরোহিত দিমিত্রি সাফ্রোনোভ। চার্চের যাবতীয় নিয়ম মেনেই তিনি নাভালনিকে সমাহিত করেন।  প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ মার্চ নাভালনির সমাধিতে বক্তৃতা করেন সাফ্রোনভ। এ সময় তিনি বলেন, রাশিয়ানদের হাল না ছাড়ার জন্য আহ্বান জানিয়েছিলেন নাভালনি।  নাভালনির পক্ষ নিয়ে এমন বক্তৃতা দিয়ের কর্তৃপক্ষের রোষাণলে পড়েন দিমিত্রি সাফ্রোনোভ। তবে তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ জানানো হয়নি।  সংবাদমাধ্যম জানিয়েছে, দিমিত্রি সাফ্রোনোভ আপাতত মস্কোর একটি গির্জায় বাইবেল পড়া ছাড়া আর কোনো ধরনের কাজ করতে পারবেন না। এমনকি পুরোহিতদের নির্ধারিত পোশাক পরারও অধিকার থাকবে না তার। ২০২৭ সাল পর্যন্ত এমন জীবন কাটাতে হবে তাকে।  রুশ অর্থোডক্স চার্চ প্রেসিডেন্ট পুতিনের প্রধান সমার্থক। তারা  এলজিবিটিকিউ ক্রাকডাউনসহ পুতিনের রক্ষণশীল সামাজিক নীতির প্রচার গ্রহণ করে আসছে। এ ছাড়া তারা ইউক্রেনের ওপর রাশিয়ার সামরিক আগ্রাসনের বিষয়েও সমর্থন দিয়ে আসছে।  কেসনিয়া লুচেনকো নামের এক ব্যক্তি রুশ অর্থোডক্স চার্চের সমালোচনা করেছেন। তিনি বলেন, সাফ্রোনভ ঝুঁকি থাকা সত্বেও নাভালনির শেষকৃত্য সম্পন্ন করে ‘একজন প্রকৃত নায়ক’ হয়ে উঠেছেন।   
২৫ এপ্রিল, ২০২৪

নাভালনির শেষকৃত্য শুক্রবার
কারাগারে মারা গেছেন রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনি। দীর্ঘ নাটকীয়তার পর গত শনিবার তার মায়ের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়। আগামী শুক্রবার তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  নাভালনির মুখপাত্র জানান, আগামী শুক্রবার তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। মস্কোয় তাকে সমাহিত করা হবে।  তিনি জানান, নালাভনিকে বোরিসোভস্কোর একটি সমাহিতকরণ কেন্দ্রে সমাহিত করা হবে। এর আগে মস্কো চার্চে তাকে শেষ বিদায় দেওয়া হবে।  বুধবার এক বক্তব্যে নাভালনির স্ত্রী ইউলিয়া বলেন, তিনি জানেন না যে, তার স্বামীর শেষকৃত্য শান্তিপূর্ণ হবে নাকি যারা তাকে স্বাগত জানাতে আসবে তাদের পুলিশ প্রেপ্তার করবে।  এর আগে মঙ্গলবার নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমেস বলেন, তারা শেষকৃত্য অনুষ্ঠানের বিভিন্ন জায়গায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে কিছু জায়গায় কোনো জায়গা ফাঁকা নেই বলে জানানো হয়েছে। আবার কিছু জায়গা যখন এটি কার জন্য তা জানতে পেরেছে তারপর তারা প্রত্যাখ্যান করেছে।  সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, এক জায়গা থেকে আমাদের বলা হয়েছে যে, শেষকৃত্য সংশ্লিষ্ট এজেন্সিগুলোর পক্ষ থেকে তাদের সঙ্গে কাজ করতে নিষেধ করা হয়েছে।  গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিক অঞ্চলের একটি কারাগারে বন্দি অবস্থায় মারা যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনি। ইয়ামালো-নেনেটস জেলা কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত শুক্রবার হাঁটার পরে হঠাৎ নাভালনি অসুস্থ বোধ করেন। অসুস্থ বোধ করার সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এমন অবস্থা দেখে তাৎক্ষণিক জরুরি মেডিকেল টিমকে ডাকা হয়। তারা এসে চেষ্টা করলেও নাভালনিকে বাঁচাতে পারেননি।
২৮ ফেব্রুয়ারি, ২০২৪
X