প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে : সংসদ সদস্য কল্পনা
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পারভীন জামান কল্পনা বলেছেন, আওয়ামী লীগের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, কেউ ভাঙন ধরাতে আঘাত করলে আমরা বসে থাকব না। আমরা সকলে মিলে কাজ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার হাতকে শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শুক্রবার (২৬ এপ্রিল) শৈলকুপার কুশাবাড়িয়ায় খানপাড়ায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পারভীন জামান কল্পনা আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী অল্পতে খুশি হন। তাই প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ঠিক করে আওয়ামী লীগটা করতে হবে। আজ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান- সবাই ভাই ভাই। আজ যারা মূর্তি ভাঙে তারা কোনোদিন আওয়ামী লীগের নেতা হতে পারবে না। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।  ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালামত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি, বিশ্বাস বিল্ডার্স ও কালবেলা মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নজরুল ইসলাম দুলাল। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও ঢাকার মিরপুরের কিছু অংশ স্বাধীন হয়েছিল ১০ জানুয়ারি। তেমনি শৈলকুপার অনেক এলাকায় শান্তি ফিরে আসলেও কিছু এলাকায় এখনো শান্তি ফিরে আসেনি। তাই সবাই ঐক্যবদ্ধভাবে শৈলকুপার শান্তি ফিরিয়ে আনতে কাজ করতে হবে, সঠিক তথ্য তুলে ধরতে হবে। মুখ খুলতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ যেমন সাহসের সঙ্গে যোগদানের মাধ্যমে সঠিক রাজনীতির পথে যুক্ত হলেন, তেমনিভাবে আগামীতে সঠিক পথে চলতে পারলে একটি শান্তিপূর্ণ  উন্নয়নের শৈলকুপা গড়ে তোলা সম্ভব হবে। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি সংরক্ষিত মহিলা আসনের এমপি পারভীন জামান কল্পনাকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে সামনে রেখে আমরা নতুন শৈলকুপা গড়তে এগিয়ে যেতে চাই। শৈলকুপার ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়নের কুশোবাড়িয়া গ্রামের খান পাড়ায় ২০০ ঘর আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম দুলালের পক্ষে যোগদান করেন। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন শৈলকুপা পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজি আশরাফুল আজম, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দার, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু, ৮নং ধলাহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাদ আলী মেম্বারসহ উপজেলা ও অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 
২৬ এপ্রিল, ২০২৪

ছিন্নমূল মানুষের মধ্যে জিল্লুর রহমানের ইফতার বিতরণ
শহরের বিভিন্ন পয়েন্টে ছিন্নমূল মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।  শনিবার (২৩ মার্চ) বিকেলে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড ও কুসুমবাগ এলাকায় ইফতার বিতরণ করেন তিনি। বিতরণ শেষে সবাইকে নিয়ে সড়কেই ইফতার করেন মোহাম্মদ জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার ওসি কেএম নজরুল, আওয়ামী লীগ নেতা এমদাদুর রহমান রেনু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ জাকারিয়া প্রমুখ। ইফতার বিতরণকালে মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবার আমরা সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করছি। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার শহরের বিভিন্ন পয়েন্টে আমরা ইফতার বিতরণ করলাম। 
২৩ মার্চ, ২০২৪

এমপি আবুল কালাম আজাদকে শোকজ
দলের শীর্ষ নেতৃত্বকে কটাক্ষ ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়ার অভিযোগে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সভাপতির পক্ষ থেকে শোকজ নোটিশটি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সংসদ সদস্য এ নোটিশ গ্রহণ করার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। নোটিশ গ্রহণের ১৫ কার্যদিবসের মধ্যে দলের সভাপতি শেখ হাসিনার কার্যালয় ধানমন্ডিতে যথাযথ নিয়ম মেনে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়।  দলের শোকজ নোটিশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে আপনার দেওয়া বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। শিষ্টাচারবহির্ভূত আপনার প্রদত্ত এসব বক্তব্য কার্যত সংগঠনের শৃঙ্খলাবিরোধী ও বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। নোটিশে আরও বলা হয়, আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না-তার ব্যাখ্যাসহ লিখিত জবাব নোটিশ প্রাপ্তির পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পৌঁছাতে হবে। এদিকে রাজশাহীর সংসদ সদস্য আবুল কালাম আজাদকে দেওয়া নোটিশটির কপি বৃহস্পতিবার রাতে কালবেলার হাতে পৌঁছায়। নোটিশ এর বিষয়ে জানতে চাইলে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ জানান, ‘নির্বাচনে পরাজিত হয়ে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনামুল হক প্রতিনিয়ত আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় আমার কথাবার্তাকে বিকৃত করে সুপার এডিটের মাধ্যমে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ করা আমার পক্ষে সম্ভব নয়।’ গত ১৩ মার্চ বাগমারা উপজেলা আওয়ামী লীগের একটি সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ এমপি দলের গঠনতন্ত্রের বিষয়ে গুরুতর প্রশ্ন তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে কালামকে বলতে শোনা যায়, ‘আমাদের নেত্রীও কিন্তু সবসময় সবলের পক্ষে থাকতে চান ও থাকেন। আমরা যারা সবল বা মেজরিটি আমরা যেদিকে যাব সেটাই আইন। শেখ হাসিনাও এই যে গত নির্বাচন করলেন, সেটাও কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী চলে না। গঠনতন্ত্রের বাইরেও অনেক কিছু প্রয়োজন হয়। বাগমারাতে আমরা প্রয়োজনতন্ত্র অনুযায়ী চলব।’ এর আগে গত ১ ফেব্রুয়ারি বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির আরেক সভায় সংসদ সদস্য আবুল কালাম আজাদ দলের গঠনতন্ত্র ও কেন্দ্রীয় নেতৃত্বকে নিয়ে কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
২২ মার্চ, ২০২৪

সমাহিত হলেন সংসদ সদস্য আব্দুল হাই
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইকে সমাহিত করা হয়েছে। গতকাল রোববার মাগরিবের পর উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাড়িতে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে জোহর নামাজের পর ঝিনাইদহ সরকারি উজির আলী স্কুল মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা, শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। শৈলকুপায় জানাজায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ নজরুল ইসলাম দুলাল, শৈলকুপার পৌর মেয়র ও সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজম প্রমুখ। ঝিনাইদহ সরকারি উজির আলী স্কুল মাঠে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য সালাহউদ্দীন মিয়াজী, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদি মহুলসহ বিভিন্ন জেলা থেকে আগত আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানাজার আগে রাষ্ট্রীয়ভাবে জাতির এ শ্রেষ্ঠ সন্তানকে সম্মান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। জানাজা শেষে মরহুম আব্দুল হাইকে শেষবারের মতো শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও সংগঠন। এরপর তার মরদেহবাহী গাড়ি শৈলকুপা নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়।
১৮ মার্চ, ২০২৪

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের দাফন সম্পন্ন
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই’র দাফন সম্পন্ন হয়েছে। এর আগে রোববার (১৭ মার্চ) সকাল ৮টায় ন্যাম ভবন চত্বরে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে  বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে মরদেহ ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে আনা হয়।  সেখান থেকে সড়কপথে আরাপপুরে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাদ জোহর শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তার আগে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মো. আজিম-উল-আহসানের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় ঝিনাইদহ ছাড়াও আশপাশের জেলার শত শত নেতাকর্মীরা জানাজায় অংশ নেন। বাদ আসর শৈলকুপা উপজেলা শহরের ডিগ্রি কলেজ মাঠে তৃতীয় জানাজা ও বাদ মাগরিব গ্রামের বাড়ি শৈলকুপার মোহাম্মদপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। জানাজা পূর্ব সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল ও মরহুমের ছেলে ব্যারিস্টার জিসান হাই। এ ছাড়া উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. সালাহউদ্দিন মিয়াজী, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আজিম আনার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পারভীন জামান কল্পনা, মাগুরার সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা। অন্যদিকে শৈলকুপায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন জেলা আ.লীগের সহসভাপতি আলহাজ নজরুল ইসলাম দুলাল, শৈলকুপার পৌর মেয়র  ও সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজম, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলী, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ারদার, উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহম্মেদ, উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা প্রমুখ। উল্লেখ্য, শনিবার (১৬ মার্চ) সকালে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ব্যাংককের স্থানীয় সময় সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় সংসদ সদস্য আব্দুল হাই মৃত্যুবরণ করেন।
১৭ মার্চ, ২০২৪

গরিবের টাকা মেরে খেতে সংসদ সদস্য হয়ে আসিনি : জিল্লুর রহমান
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, গরিবের টাকা মেরে খেতে আমি সংসদ সদস্য হয়ে আসিনি। সংসদ সদস্য থাকা অবস্থায় টিআর, কাবিখাসহ সব ধরনের বরাদ্দ সঠিক জায়গায় ব্যয় করা হবে।  রাজনগর উপজেলার উন্নয়নে কী কী প্রতিবন্ধকতা রয়েছে সে ব্যাপারে দ্রুত তাকে জানাতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।  শনিবার (৯ মার্চ) দুপুরে রাজনগর উপজেলা পরিষদ সম্প্রসারিত মাল্টিপারপাস হলরুমে উপজেলা পরিষদের আয়োজনে সংবর্ধনা ও ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিভিন্ন সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জিল্লুর রহমান এসব কথা বলেন।  এসময় তিনি বলেন, রাজনগর ও মৌলভীবাজারের উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে আমার আলাপ হয়েছে। তারা আমাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সবাই সহযোগিতা করলে খুব শিগগিরই মৌলভীবাজার-৩ আসনকে একটি স্মার্ট সংসদীয় আসন হিসেবে গড়ে তুলতে পারব। এ ছাড়া সরকারি বরাদ্দ ছাড়াও আমি নিজের উদ্যোগে কিছু রাস্তাঘাট করে দেওয়ার চেষ্টা করব।  রাজনগর উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খানের সভাপতিত্বে টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, রাজনগর থানার ওসি মো. আব্দুস ছালেক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফয়ছল আহমদ, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, কামারচাক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সজল চক্রবর্তী, জামেয়া হেমায়াতুল ইসলাম ঘড়গাঁওয়ের প্রিন্সিপাল কারি শামছুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাদিকুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু প্রমুখ। এসময় উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে সংসদ সদস্যকে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক পিতলের ‘নৌকা’ ও ক্রেস্ট উপহার দেওয়া হয়।  পরে উপকারভোগীদের মাঝে স্কুল ব্যাগ, তালগাছের চারা, মশারি, সেলাই মেশিন, কৃষি যন্ত্রপাতি ও গবাধিপশুর ভ্যাকসিনসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়। এর আগে উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।
০৯ মার্চ, ২০২৪

মৌলভীবাজারে জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ
মৌলভীবাজারে বোরহান উদ্দিন সোসাইটির উদ্যোগে ‘জেলাব্যাপী মেধা যাচাই’ পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। শনিবার (২ মার্চ) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স  বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ আশরাফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের সাবেক চেয়ারপারসন নুরুল ইসলাম মাহবুব, বিশিষ্ট কমিউনিটি লিডার ব্রিটেন প্রবাসী মোহাম্মদ মকিস মনসুর প্রমুখ। এ পরীক্ষাকে জেলার সর্ববৃহৎ বৃত্তিমূলক পরীক্ষা হিসেবে দাবি করা হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে সেরা ২৩০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
০৩ মার্চ, ২০২৪

ভোটে হেরেও সংসদ সদস্য হতে যাচ্ছেন মেহের আফরোজ চুমকি
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে নৌকার প্রার্থী হয়ে ভোটের মাঠে লড়েছেন তিনি। তবে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের কাছে হেরে যান চুমকি। রাজনৈতিক পরিবারে মেহের আফরোজ চুমকির জন্ম। তার বাবার নাম শহীদ ময়েজ উদ্দিন। তিনি এরশাদবিরোধী আন্দোলনে আততায়ীর হাতে শহীদ হন। মেহের আফরোজ চুমকি ১৯৫৯ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন। পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে চুমকি দ্বিতীয়। চুমকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি মহিলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এ নেত্রী। এ ছাড়া তিনি দলটির কেন্দ্রীয় উপ-কমিটির সহকারী সম্পাদকের দায়িত্ব পালনসহ গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬-২০০১ সালে তিনি প্রথমে গাজীপুরের সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হন। পরে গাজীপুর-৫ আসন থেকে ২০০৯ ও ২০১৪ সালের সংসদ নির্বাচনে সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালেও তিনি গাজীপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি কমনওয়েলথ উইমেন অ্যাফেয়ার্স মিনিস্টারদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তা ছাড়া তিনি নবম জাতীয় সংসদে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভানেত্রী ছিলেন।
২০ ফেব্রুয়ারি, ২০২৪

সনির সংসদ সদস্য পদ বাতিল চেয়ে রিট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জয়ী আওয়ামী লীগের খাদিজাতুল আনোয়ার সনির সংসদ সদস্য পদ বাতিল চেয়ে এবং আসনটিতে পুনর্নির্বাচনের জন্য উচ্চ আদালতে রিট করা হয়েছে। গতকাল ওই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমেদ এ রিট করেন বলে জানিয়েছেন তার আইনজীবী শাহ্ আলম অভি। তিনি বলেন, নির্বাচনী হলফনামায় খেলাপি ঋণ সংক্রান্ত অর্থঋণ আদালতের মামলার পাশাপাশি আটটি ব্যাংক ঋণের তথ্য গোপন করে প্রতারণামূলকভাবে এমপি পদে নির্বাচন করেন খাদিজাতুল আনোয়ার সনি। ৭ জানুয়ারি নির্বাচনে নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি পান ১ লাখ ৩৭০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী তরমুজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হোসাইন আবু তৈয়ব পান ৩৬ হাজার ৫৮৭ ভোট। একতারা প্রতীকে সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী পান ৩ হাজার ১৩৮ ভোট। নির্বাচন থেকে সরে দাঁড়ানো ১৪ দলীয় জোট নেতা ফুলের মালা প্রতীকের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী পান ২১৩ ভোট। ফটিকছড়ির ১৮ ইউনিয়ন ও দুটি পৌরসভায় ১৪২ ভোটকেন্দ্রে ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৪৮৭ জন।
১৯ ফেব্রুয়ারি, ২০২৪

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য শহীদুজ্জামান
নওগাঁ-২ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কার্যালয়ে তিনি শপথবাক্য পাঠ করেন। শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। শপথগ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  এদিকে, গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত হওয়া ৪৮ জন নারীর নাম ঘোষণা করেন। যে ৪৮ জন মনোনয়ন পেয়েছেন তারা হলেন- রেজিয়া ইসলাম - পঞ্চগড় দ্রৌপদী বেবি আগরওয়াল- ঠাকুরগাঁও আশিকা সুলতানা- নীলফামারী রোকেয়া সুলতানা - জয়পুরহাট কোহেলী কুদ্দুস - নাটোর জারা জাবীন মাহবুব - চাঁপাইনবাবগঞ্জ রুনু রেজা- খুলনা ফরিদা আক্তার বানু- বাগেরহাট মোসা. ফারজানা সুমি - বরগুনা খালেদা বাহার - ভোলা নাজনীন নাহার রশীদ - পটুয়াখালী ফরিদা ইয়াসমিন- নরসিংদী উম্মি ফারজানা ছাত্তার - ময়মনসিংহ নাদিয়া বিনতে আমিন - নেত্রকোনা মাহফুজা সুলতানা -জয়পুরহাট পারভীন জামান - ঝিনাইদহ আরোমা দত্ত -কুমিল্লা লায়লা পারভীন -সাতক্ষীরা মন্নুজান সুফিয়ান - খুলনা বেদৌরা আহমেদ সালাম - গোপালগঞ্জ শবনম জাহান -ঢাকা পারুল আক্তার -ঢাকা সাবেরা বেগম– ঢাকা শাম্মী আহমেদ - বরিশাল নাহিদ ইজাহার খান- ঢাকা ঝর্না হাসান- ফরিদপুর ফজিলাতুন নেসা - মুন্সীগঞ্জ সাহিদা তারেখ -ঢাকা অনিমা মুক্তি গোমেজ - ঢাকা শেখ আনার কলি -ঢাকা মাসুদা সিদ্দিক রোজী - নরসিংদী তারানা হালিম- টাঙ্গাইল বেগম শামসুন নাহার- টাঙ্গাইল মেহের আফরোজ - গাজীপুর অপরাজিতা হক- টাঙ্গাইল হাছিনা বারী চৌধুরী- ঢাকা নাজমা আকতার- গোপালগঞ্জ  রুমা চক্রবর্তী-সিলেট ফরিদুন্নাহার লাইলী - লক্ষ্মীপুর আশ্রাফুন নেছা- লক্ষ্মীপুর কানন আরা বেগম - নোয়াখালী শামীমা হারুন- চট্টগ্রাম ফরিদা খানম - নোয়াখালী দিলোয়ারা ইউসুফ- চট্টগ্রাম ওয়াসিকা আয়েশা খান - চট্টগ্রাম জ্বরতী তঞ্চঙ্গ্যা- রাঙামাটি সানজিদা খানম - ঢাকা মোছা. নাসিমা জামান - রংপুর গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ২২৩টি আসনে জয় পায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) জয় পেয়েছে ১১ আসনে এবং আওয়ামী লীগের পদধারী নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৬২ আসনে জয় পেয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১টি করে দুটি আসনে জয়ী হয়েছে। আর বাংলাদেশ কল্যাণ পার্টি জয় পেয়েছে ১টিতে।
১৫ ফেব্রুয়ারি, ২০২৪
X