ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৭:৪২ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের দাফন সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। ছবি : সংগৃহীত
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। ছবি : সংগৃহীত

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই’র দাফন সম্পন্ন হয়েছে। এর আগে রোববার (১৭ মার্চ) সকাল ৮টায় ন্যাম ভবন চত্বরে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে মরদেহ ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে আনা হয়।

সেখান থেকে সড়কপথে আরাপপুরে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাদ জোহর শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তার আগে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মো. আজিম-উল-আহসানের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় ঝিনাইদহ ছাড়াও আশপাশের জেলার শত শত নেতাকর্মীরা জানাজায় অংশ নেন। বাদ আসর শৈলকুপা উপজেলা শহরের ডিগ্রি কলেজ মাঠে তৃতীয় জানাজা ও বাদ মাগরিব গ্রামের বাড়ি শৈলকুপার মোহাম্মদপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল ও মরহুমের ছেলে ব্যারিস্টার জিসান হাই।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. সালাহউদ্দিন মিয়াজী, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আজিম আনার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পারভীন জামান কল্পনা, মাগুরার সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা।

অন্যদিকে শৈলকুপায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন জেলা আ.লীগের সহসভাপতি আলহাজ নজরুল ইসলাম দুলাল, শৈলকুপার পৌর মেয়র ও সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজম, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলী, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ারদার, উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহম্মেদ, উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা প্রমুখ।

উল্লেখ্য, শনিবার (১৬ মার্চ) সকালে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ব্যাংককের স্থানীয় সময় সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় সংসদ সদস্য আব্দুল হাই মৃত্যুবরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে সৎকারে ‘বাধা’, মরদেহ নিয়ে বিক্ষোভ

বাংলাদেশ ইস্যুতে শেষ মুহূর্তে আইসিসির সামনে যেসব বড় জটিলতা

কনকনে শীতে এক কম্বলে রাত কাটে তিন সন্তানের, বসে থাকেন মা

মাদুরোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ সুইজারল্যান্ডের

বিএনপির গুলশান কার্যালয় থেকে গ্রেপ্তার হামীম ৩ দিনের রিমান্ডে

কালকিনিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

খালেদা জিয়ার শোক বইতে পাকিস্তান জমিয়ত আমিরের স্বাক্ষর

শীতে যে ৫ খাবার মনখারাপি বাড়িয়ে দিতে পারে

মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে গুলি

দেশকে আবারও পেছনে টেনে নেওয়ার চক্রান্ত চলছে : মির্জা ফখরুল

১০

রাত পোহালেই জকসু নির্বাচন, ভোট শুরু সকাল সাড়ে ৮টা থেকে

১১

সুরভীর বয়স বিভ্রান্তির ঘটনায় তদন্তকারী কর্মকর্তাকে শোকজ

১২

খালেদা জিয়ার সমাধিতে ঢাকা আইনজীবী সমিতির শ্রদ্ধা

১৩

শীতে হাজতখানায় আসামিদের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ ঢাকার সিএমএম কোর্টের

১৪

বাংলাদেশের সিদ্ধান্তে কতটা ক্ষতি হতে পারে বিসিসিআইয়ের

১৫

তারেক রহমানের প্ল্যানে শরীয়তপুরের উন্নয়ন অন্তর্ভুক্ত : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৬

প্রার্থীদের হলফনামা খতিয়ে দেখবে দুদক

১৭

রাতে মাথায় তেল মেখে ঘুমানো ভালো নাকি ক্ষতিকর, জানুন

১৮

ম্যানইউ ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট কোচ হিসেবে চাকরি হারালেন আমোরিম

১৯

মার্কিন নাগরিকত্ব ছেড়েছেন বিএনপির প্রার্থী মিন্টু

২০
X