মৌলভীবাজারে বোরহান উদ্দিন সোসাইটির উদ্যোগে ‘জেলাব্যাপী মেধা যাচাই’ পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। শনিবার (২ মার্চ) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ আশরাফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের সাবেক চেয়ারপারসন নুরুল ইসলাম মাহবুব, বিশিষ্ট কমিউনিটি লিডার ব্রিটেন প্রবাসী মোহাম্মদ মকিস মনসুর প্রমুখ।
এ পরীক্ষাকে জেলার সর্ববৃহৎ বৃত্তিমূলক পরীক্ষা হিসেবে দাবি করা হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে সেরা ২৩০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
মন্তব্য করুন