সিএনজি ও অটোরিকশা সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামের বোয়ালখালীতে দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সিএনজিচালক নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (৩ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের মিলিটারীপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিএনজিচালকের নাম মো. ওসমান (৪২)। নিহত ওসমান পটিয়া উপজেলার চরকানাই হাবিলাসদ্বীপ ৫ নম্বর ওয়ার্ড আদম পাড়ার মাওলানা হারুনুর রশিদের বাড়ির মো. আইয়ুব আলী ছেলে। তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। আহতরা হলেন- মো. তুষার, লায়লা বেগম, পেয়ার মোহাম্মদ, মোজাম্মিল ও নুর বেগম। প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যায় মিলিটারীপুল এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হয়। স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। নিহত ওসমানের এলাকাবাসী মো. আজাদ বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওসমানকে মৃত ঘোষণা করেন। আহতরা গুরুতর অবস্থায় মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।
০৩ মে, ২০২৪

বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজি অটোরিকশাচালক নিহত
গাজীপুরের কাপাসিয়ায় বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের টোক বাজার বাইপাস রোডে এ দুর্ঘটনা ঘটে।  খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে সিএনজির ভেতরে আটকে পড়া চালকের মৃতদেহ বের করে উদ্ধার করে। নিহত মো. আবু বক্কর কিশোরগঞ্জ জেলার কৃষ্টপুর গ্রামের মো. মাসুদ রানার ছেলে।  গাজীপুর ফায়ার সার্ভিসে উপসহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, ভোর পৌনে ৬টার দিকে গাজীপুরের টোক বাজার এলাকার গাজীপুরগামী একটি বাসের সঙ্গে কিশোরগঞ্জের পাকুন্দিয়াগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক আটকা পড়ে।  খবর পেয়ে কাপাসিয়া ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান ঘটনাস্থলে গিয়ে সিএনজি মধ্যে আটকে পড়া চালককে উদ্ধার করে টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করেন। টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুজন রঞ্জন তালুকদার জানান, সকালে কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে উল্টো পথে সিএনজি অটোরিকশা চালিয়ে আসার সময় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজিচালক আবু বকর নিহত হয়। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনিব্যবস্থা নেওয়া হবে।  
১৭ এপ্রিল, ২০২৪

নিহত সিএনজি চালক সবুরের পরিবারকে সিএনজি উপহার দিলেন পররাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রামের চন্দনাইশে সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে নিহত দরিদ্র চালক আবদুস সবুরের পরিবারকে একটি নতুন সিএনজি অটোরিকশা উপহার দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার (৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর লেনস্থ বাসায় মন্ত্রীর সহধর্মিণী নুরান ফাতিমা ও ছোট ভাই খালেদ মাহমুদ প্রয়াত আবদুস সবুরের স্ত্রী রুমি আকতারের হাতে সিএনজি অটোরিকশাটির চাবি তুলে দেন। এ সময় নুরান ফাতিমা বলেন, সিএনজি চালক সবুরের জীবন্ত দগ্ধের খবর দেখে পররাষ্ট্রমন্ত্রী নিজেই ভারাক্রান্ত হয়ে পড়েন। তিনি চিন্তা করেন নিহতের পরিবারটির বেঁচে থাকার জন্য একটা অবলম্বন প্রয়োজন। সেজন্য একটি নতুন সিএনজি কিনে আজকে আমরা তাদের হস্তান্তর করেছি। যে কোনো প্রয়োজনে পরিবারটির পাশে থাকার চেষ্টা করব। এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ বলেন, আমরা পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন থেকে আমাদের এলাকা রাঙ্গুনিয়াসহ বিভিন্ন অঞ্চলে মানবিক সহায়তা দিয়ে থাকি। সাতকানিয়ার পশ্চিম ঢেমশার সবুরের দগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা সারা দেশকে নাড়া দিয়েছে। পরিবারটি আজ নিঃস্ব হয়ে গেছে। তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। নিহতের মা, দুই শিশু সন্তান, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ, সাতকানিয়া উপজেলার ৯নং পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমন, ইউপি সদস্য নাছির উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৫ মার্চ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের মাজার পয়েন্ট ব্রিজ এলাকায় নিজচালিত সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে ভেতরেই দগ্ধ হয়ে আবদুস সবুর (৩৫) নিহত হন। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি গ্রামের মফিজুর রহমানের ছেলে।
০৮ এপ্রিল, ২০২৪

অবৈধ সিএনজি পাম্প ফিলিং স্টেশন সিলগালা
বগুড়ার শেরপুরে কাভার্ডভ্যানে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে স্থাপন করা ভ্রাম্যমাণ সিএনজি পাম্প ও অনুমোদনহীন ফিলিং স্টেশন সিলগালা করা হয়েছে। সেইসঙ্গে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এ সময় ফিলিং স্টেশনের ব্যবস্থাপক হামিদুল ইসলাম ও আবু নাঈম নামে একজনকে আটক করা হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার ভবানীপুর বাজারে অবস্থিত ফাহিম সিএনজি পাম্প ও রানীরহাট এলাকার ফারজানা ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী। এ সময় তার সঙ্গে ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের কর্মকর্তা নাদের হোসেনসহ পুলিশ বিভাগের একাধিক কর্মকর্তা ও সদস্যরা। গতকাল রোববার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম বলেন, কোনো প্রকার অনুমোদন বা লাইসেন্স ছাড়াই উপজেলার ভবানীপুর এলাকায় কাভার্ডভ্যানে ভ্রাম্যমাণ সিএনজি পাম্প (ফাহিম সিএনজি পাম্প) বসিয়ে ব্যবসা করে যাচ্ছিল, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে প্রস্তাবিত ম্যাপ ও টেকনিক্যাল রিকয়ারমেন্টের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এমনকি কোনো টেকনিশিয়ানও নেই। একইভাবে রানীরহাট এলাকায় লাইসেন্স ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে পরিচালিত হয়ে আসছিল ফারজানা ফিলিং স্টেশন। পাশাপাশি একই কক্ষে রয়েছে জেনারেটর, ১০টি সিএনজি সিলিন্ডার, পুরো অফিসের সব বৈদ্যুতিক তারের হাব ও চেঞ্জ ওভার।
১৮ মার্চ, ২০২৪

সিএনজি স্টেশন বন্ধের নতুন সময়সূচি
রমজান উপলক্ষে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার (১৩ মার্চ) রাজধানীর বিদ্যুৎ ভবনে গ্যাস সরবরাহ নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।  প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আজকের বৈঠকে মূলত দুটি সিদ্ধান্ত হয়েছে। একটি হচ্ছে, সিএনজি স্টেশনগুলো ৫ ঘণ্টার পরিবর্তে ৬ ঘণ্টা বন্ধ থাকবে। তবে ঈদের আগে ও পরে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন চালু থাকবে।  তিনি বলেন, এ ছাড়া বিদ্যুৎচালিত সেচ পাম্পগুলো রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সেচ মৌসুমের জমিতে সেচ দেওয়া যাবে। বেশি প্রয়োজন পড়লে তা সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত করা যাবে। তবে রাত ১২টার আগে সেচ দেওয়া যাবে না।  এর আগে, পবিত্র মাহে রমজান উপলক্ষে ১২ মার্চ থেকে ৬ এপ্রিল বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। ঘোষণায় বলা হয়, রমজান মাসে বিদ্যুৎ চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে ১২ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশনসমূহ বন্ধের সময়কাল সন্ধ্যা ৬টা হতে রাত ১১টা পর্যন্ত পরিবর্তন করে বিকেল ৫টা হতে রাত ১০টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হবে। 
১৩ মার্চ, ২০২৪

রমজানে সিএনজি স্টেশন বন্ধ বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত
রমজানে সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের সময় পুনর্নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রমজান মাসে সর্বোচ্চ চাহিদার সময় গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ দেখা যায়। এজন্য গতকাল মঙ্গলবার থেকে আগামী ৬ এপ্রিল পর্যন্ত দেশের সব সিএনজি স্টেশন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে, যা আগে ছিল সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত। গতকাল বিকেলে জ্বালানি বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ছাড়া ঈদুল ফিতরে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে আগামী ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়। ঈদের পর ১৯ এপ্রিল থেকে ফের সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।
১৩ মার্চ, ২০২৪

রমজানে ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন
পবিত্র রমজান মাস উপলক্ষে ১২ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এ ছাড়া ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রমজান মাসে বিদ্যুৎ চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে ১২ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধের সময়কাল (সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত) পরিবর্তন করে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হবে। এদিকে আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে জ্বালানি সরবরাহের সুবিধার্থে ৭ থেকে ১৮ এপ্রিল সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে। ১৯ এপ্রিল থেকে আগের নিয়মে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে।
১২ মার্চ, ২০২৪

হাতিরঝিলে সিএনজি অটোরিকশা উল্টে চালক নিহত
রাজধানীর হাতিরঝিলে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালক আশরাফ হোসাইন (৪২) মারা গেছেন। সোমবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে হাতিরঝিল মাই টিভি ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত আশরাফের মামা মাহতাব উদ্দিন জানান, আশরাফের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায়। বাবার নাম তোফাজ্জল হোসেন। বর্তমানে যাত্রাবাড়ী দনিয়া এ কে স্কুলের পেছনে একটি বাসায় স্ত্রী রোজিনা আক্তার ও এক ছেলে এক মেয়ে নিয়ে ভাড়া থাকতেন। ভাড়ায় সিএনজি অটোরিকশা চালাতেন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মুজাহিদুল ইসলাম জানান, যাত্রী নিয়ে ওই অটোরিকশা চালক হাতিরঝিল মাইটিভি ভবনের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে যায় অটোরিকশাটি উল্টে যায়। এতে দুজন যাত্রী সামান্য আহত হলেও গুরুতর আহত হন চালক। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৯ জানুয়ারি, ২০২৪

সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে আগুন
সিলেট মহানগরের পাঠানটুলা এলাকার নর্থ-ইস্ট সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ৫ জন দগ্ধ হয়েছেন। রোববার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইতোমধ্যে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পাঠানটুলা এলাকার নর্থ-ইস্ট সিএনজি রি-ফুয়েলিং স্টেশনের পাশে ড্রেন সংস্কারের কাজ করছিলেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) শ্রমিকরা। বিকেল সোয়া ৪টার দিকে এক শ্রমিক ফুয়েলিং স্টেশনের গাড়িতে গ্যাস দেওয়ার একটি মেশিনের কাছেই গ্র্যান্ডার মেশিন দিয়ে রড কাটছিলেন। এ সময় ছুটন্ত অগ্নিস্ফুলিঙ্গ গিয়ে স্টেশনটিতে দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ট্রাকের নিচে পড়লে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তালতলা স্টেশনে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগে ফুয়েলিং স্টেশনটিতে থাকা অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নিভিয়ে ফেলেন কর্মচারীরা। এ সময় সিসিকের তিন শ্রমিক দগ্ধ হন এবং ফুয়েলিং স্টেশনের এক কর্মচারী আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলেন। এ চারজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি। সিলেট তালতলা স্টেশনের কন্ট্রোল রুমে দায়িত্বরত ফায়ার ফাইটার বলেন, খবর পাওয়ামাত্র আমাদের একটি ইউনিট সেখানে যায়। তবে আমাদের কর্মীরা যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।
২১ জানুয়ারি, ২০২৪

সিলেটে ৪ চোরাই সিএনজি উদ্ধার, আটক ১
সিলেট নগরীর চাষনী পীর রোড থেকে চোরাই ৪টি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত সন্দেহে জালাল মিয়া (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, এয়ারপোর্ট থানার পুলিশের একটি দল নগরীর কলবাখানী চাষনীপীর রোডের সমছু ভিলা নামে জালাল মিয়ার ভাড়া বাসা থেকে নম্বরবিহীন ২টি সিএনজি অটোরিকশা উদ্ধার করে। এ সময় জালাল মিয়াকে আটক করা হয়। আটক জালাল মিয়া এয়ারপোর্ট থানাধীন লালবাগ এলাকার (বর্তমানে, কলবাখানী, সামছু ভিলা, চাষনীপীর রোড) মৃত মকরম মিয়ার ছেলে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মজুমদারী এলাকার আজমল আলীর ওয়ার্কশপ থেকে আরও ২টি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা উদ্ধার করে। আটক জালাল মিয়াকে জিজ্ঞাসাবাদকালে জানায়, সে সহ পলাতক অজ্ঞাতনামা ৪-৫ জন আসামি চোরাই সিএনজি অটোরিকশা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। এ ব্যাপারে বাদীর এজাহারের ভিত্তিতে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটক আসামিকে বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
১৩ জানুয়ারি, ২০২৪
X