সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে বড় নিয়োগ, পদসংখ্যা ১৭০
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিরাজগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়। প্রতিষ্ঠানটি তাদের আটটি ক্যাটাগরিতে মোট ১৭০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৮ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : সিভিল সার্জন কার্যালয়, সিরাজগঞ্জ পদ ও জনবল : ০৮টি ও ১৭০ জন কর্মস্থল : সিরাজগঞ্জ প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদন শুরুর তারিখ : ০৭ মে, ২০২৪ আবেদনের শেষ তারিখ : ২৮ মে, ২০২৪ ১. পদের নাম : পরিসংখ্যানবিদ পদসংখ্যা : ০৫টি  বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪) শিক্ষাগত যোগ্যতা : পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। ২. পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদসংখ্যা : ০১টি  বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি ৩. পদের নাম : কীটতত্ত্বীয় টেকনিশিয়ান  পদসংখ্যা : ১টি শিক্ষাগত যোগ্যতা : জীববিজ্ঞানসহ বিজ্ঞানবিভাগে এইচএসসি  বেতন : ৯,৭০০-২৩,৪৯০  (গ্রেড-১৫) ৪. পদের নাম : অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা : ০৫টি  বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস ৫. পদের নাম : স্বাস্থ্য সহকারী পদসংখ্যা : ১৪৬টি  বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস ৭. পদের নাম : ড্রাইভার পদসংখ্যা : ০৫টি  বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : জুনিয়র স্কুল সার্টিফিকেট (অষ্টম শ্রেণি) পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।  ৮. পদের নাম : ল্যাব অ্যাটেনডেন্ট  পদসংখ্যা : ০১টি  বেতন : ৮,৫০০ থেকে ২০,৫৭০ (গ্রেড-১৯) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর, তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। আবেদন ফি : টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি এসএমএসের মাধ্যমে ১৩ থেকে ১৬ গ্রেডের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ১৭ থেকে ২০ গ্রেডের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।  যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
০৭ মে, ২০২৪

দুই শতাধিক শিশুর মাঝে সিরাজগঞ্জ লায়ন্স ক্লাবের ঈদসামগ্রী বিতরণ
সিরাজগঞ্জের গাজীপুর উপজেলার ৪টি এতিমখানায় প্রায় দুই শতাধিক অনাথ শিশুর মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনা। বুধবার (১০ এপ্রিল) ‘জাস্টিস ফর অল’ স্লোগানকে ধারণ করে এর কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য লায়ন প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি বলেন, রমজান আমাদের সংযম শিখিয়েছে। এ মাসে আমাদের বেশি বেশি দান করা উচিত। আমরা সবাই যদি এগিয়ে আসি তাহলে দেশে গরিব দুস্ত বলে কেউ থাকবে না। তিনি সংগঠনের সভাপতি শাহিন আক্তারকে ধন্যবাদ জানিয়ে এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও পরিচালনার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা  নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন, কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, ৯৫ অ্যাসোসিয়েশন কাজিপুরের সভাপতি লায়ন জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক লায়ন প্রকৌশলী মোশাররফ হোসেন প্রমুখ। ক্লাব সভাপতি মো. শাহিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনার চার্টার প্রেসিডেন্ট লায়ন মাসউদ করিম। এ ছাড়া উপস্থিত ছিলেন- লায়ন মো. হাসানুর রহমান মনি, লায়ন মনিরুজ্জামান ইউএস বাংলা, লায়ন মোহাম্মদ আলী জিন্নাহ, লায়ন জাহাঙ্গীর আলম তারেক মাস্টার।
১০ এপ্রিল, ২০২৪

সিরাজগঞ্জে স্বামী-স্ত্রীকে ঘরে আটকে মারধর
সিরাজগঞ্জের তাড়াশে স্বামী-স্ত্রীকে ঘরে আটকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার নওগাঁ ইউনিয়নের সান্তান গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে মেয়ে ও জামাতাকে মারধরের খবর শুনে তাদের বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়ে আহত হয়েছেন বাবা, ছেলে, পুত্রবধূসহ অনেকেই। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়ে‌ছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার নওগাঁ ইউনিয়নের সান্তান গ্রামের নুরুল হোসেনের সঙ্গে একই গ্রামের নওশের ও বিপুলদের পরিবারিক কোন্দল চলে আসছিল। এর জেরে আজ সন্ধ্যায় সবাই যখন ইফতার নিয়ে ব্যস্ত ঠিক তখন নুরুল ও তার স্ত্রী সাগরীকে ঘরে আটকে মারধর করেন প্রতিপক্ষরা। এদি‌কে খবর পেয়ে সাগরীকে বাঁচাতে এগিয়ে যান তার বাবা কোরবান আলী (৭০), ভাই আমিরুল ইসলাম (৩২), ভাইয়ের স্ত্রী আম্বিয়া খাতুন পলি (৩০)। এ সময় তাদেরও মারধর করা হয়। এ ছাড়া আরও যারা এগিয়ে আসেন তাদেরও মারধর করা হয়। এ প্রস‌ঙ্গে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ ঘটনায়  অভিযোগ নিয়ে  একজন থানায় এসেছেন। অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হচ্ছে।’
২৩ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন এমপির স্বামী
সিরাজগঞ্জ জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরীর স্বামী শামীম তালুকদার লাবু নির্বাচিত হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।  শনিবার (৯ মার্চ) বেলা আড়াইটার দিকে নির্বাচনী ফল ঘোষণা করেন এ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, জিপ গাড়ি প্রতীকে শামীম তালুকদার লাবু ৬৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মকবুল হোসেন মুকুল ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫০৬ ভোট। এ ছাড়া উড়োজাহাজ প্রতীকে মুহা. শওকত আলী সেলিম ৩৪, মোটর সাইকেল প্রতীকে আব্দুর রহমান ২, আনারস প্রতীকে রেফাজ উদ্দিন মাস্টার ১০ এবং চশমা প্রতীকে আব্দুর রহমান ৫ ভোট পেয়েছেন।  এর আগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৯টি ভোটকেন্দ্রের ১৮টি বুথে ইভিএম (ইলেক্ট্রিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন উপলক্ষে কেন্দ্রগুলোতে নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।  রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, জেলার ৮৩টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বর, ৭টি পৌরসভার মেয়র-কাউন্সিলর ও ৯টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানরা এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১ হাজার ১৯৬টি ভোটারের মধ্যে ১ হাজার ১৯১ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
০৯ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জ মেডিকেলের সেই শিক্ষকের ৭ দিনের রিমান্ড আবেদন
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করা শিক্ষক ডা. রায়হান শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।  বুধবার (৬ মার্চ) সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেনের আদালতে অস্ত্র আইনে দায়ের করা মামলায় ডা. রায়হানের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন।  সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. জুলহাজ উদ্দীন দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করে জানান, ছাত্রকে গুলি করা শিক্ষক রায়হান শরীফকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এখনো রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়নি। এদিকে আহত ছাত্র তমালের বাবার দায়ের করা হত্যাচেষ্টা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ডা. রায়হান।
০৬ মার্চ, ২০২৪

শ্রেণিকক্ষে ছাত্রকে গুলি / সেই শিক্ষকের কাছে ছিল একাধিক আগ্নেয়াস্ত্র
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে (২২) গুলি করা শিক্ষক ডা. রায়হান শরীফের (৩২) হেফাজত থেকে আরও অস্ত্র উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার (৫ মার্চ) সকালে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মো. জুলহাজ উদ্দীন এ তথ্য জানান। ডিবির ওসি বলেন, অভিযুক্তকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার লেদারের ব্যাগের ভেতর থেকে আরও একটি বিদেশি পিস্তল, ৮১ রাউন্ড তাজা গুলি, ৪টি ম্যাগাজিন, দুটি বিদেশি কাতানা (ছোরা) ও ১০টি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সবগুলো অস্ত্রই অবৈধ। এদিকে শিক্ষক রায়হানের বিরুদ্ধে গুলিবিদ্ধ ছাত্রের পরিবারের পক্ষ থেকে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে আরেকটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত আরাফাত আমিন তমাল বগুড়া জেলার ধুনট থানার ধানসিঁড়ি নাটাইপাড়া এলাকার আব্দুল্লাহ আল আমিনের ছেলে। তিনি শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জের তৃতীয় বর্ষের ছাত্র। অভিযুক্ত ডা. সিরাজগঞ্জ পৌর এলাকার বিএ কলেজ রোডের প্রফেসর গার্ডেন এলাকার প্রফেসর আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ওই মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক।  সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মো. জুলহাজ উদ্দীন জানান, সোমবার বিকেলে তৃতীয় বর্ষের আইটেম পরীক্ষা একাডেমি ভবনের চতুর্থ তলায় ডা. সামাউন নূর শুভর কক্ষে অনুষ্ঠিত হচ্ছিল। পরীক্ষা চলাকালীন রায়হান শরীফ হঠাৎ উত্তেজিত হয়ে ছাত্রছাত্রীদের অহেতুক বকাবকি করেন। বকাবকির একপর্যায়ে ব্যাগ থেকে পিস্তল বের করে তমালকে গুলি করেন। গুলিটি তমালের ডান পায়ের উরুর উপরের অংশে লেগে গুরুতর আহত হন। খবর পেয়ে সদর থানা পুলিশ ও ডিবির টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডা. রায়হান শরীফকে হেফাজতে নেয়। এ সময় শ্রেণিকক্ষের টেবিল থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। ওসি আরও বলেন, সোমবার (৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে আহত তমালের বাবা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। অপরদিকে ডিবির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ বাদী হয়ে অস্ত্র আইনে অপর একটি মামলা দায়ের করেছেন। এসব মামলায় রায়হান শরীফকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে নেওয়া হয়েছে। শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আমিরুল হোসেন বলেন, শ্রেণিকক্ষে ছাত্রকে গুলি করার ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটির বাকি সদস্যরা হলেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মো. মহিউদ্দিন মাতুব্বর এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন। ইতোমধ্যে তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন।
০৫ মার্চ, ২০২৪

মল্লিক-বেপারী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, কৃষক নিহত
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে প্রতিপক্ষের ফলার আঘাতে দুলাল মল্লিক (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। শনিবার (২ মার্চ) সন্ধ্যায় উপজেলার কৈজুরী ইউনিয়নের ঠুঁটিয়ার চরে এ ঘটনা ঘটে। নিহত দুলাল মল্লিক ওই গ্রামের মৃত আব্দুল হাকিম মল্লিকের ছেলে। কৈজুরী ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঠুঁটিয়া গ্রামে মল্লিক গোষ্ঠী আর বেপারী গোষ্ঠীর মধ্যে একটি বাড়ি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। শনিবার দুপুরে ওই বাড়িটি আমিন দিয়ে পরিমাপ করার জন্য আমরা গিয়েছিলাম। তখন দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হলে আমরা তাৎক্ষণিক বিষয়টি মীমাংসা করে দিয়ে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করে চলে আসি। এ অবস্থায় বিকেল ৫টার দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে দুলাল মল্লিককের অবস্থা গুরুতর হয়।পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। শাহজাদপুর থানার ওসি মো. খায়রুল বাশার জানান, মল্লিক গোষ্ঠী ও বেপারী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় দুলাল মল্লিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। সংঘর্ষে বেশ কয়েকজন ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
০৩ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জ মেরিন একাডেমির শিক্ষার্থীদের সড়ক অবরোধ
সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে সড়ক অবরোধ ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। নতুন অধ্যক্ষ সিরাজুল ইসলাম সিরাজের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে তার পদায়নের আদেশ প্রত্যাহারের দাবিতে মাঠে নেমেছে তারা। রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে একাডেমির শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেজের সামনে সিরাজগঞ্জ-মুলিবাড়ী আঞ্চলিক মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, পদায়নকৃত নতুন অধ্যক্ষ সিরাজুল ইসলামের বিরুদ্ধে বিগত সময়ে অন্তত ৩ বার দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি বিভিন্ন জায়গা থেকে অপসারিত এবং পদাবনিতও হয়েছেন। এমন একজন দুর্নীতিবাজ অধ্যক্ষকে সিরাজগঞ্জ মেরিন একাডেমিতে কোনোভাবেই আমরা মেনে নেবে না। গত তিন দিন ধরে আন্দোলন চলছে এবং পদায়নের আদেশ বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে তিন ঘণ্টাব্যাপী অবরোধ চলায় সড়কটিতে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রায়হান কবির ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি দ্রুত মীমাংসার আশ্বাস দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
১১ ফেব্রুয়ারি, ২০২৪

সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
নানা অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম তাজফুলের বিরুদ্ধে গত ২১ ডিসেম্বর অনাস্থা প্রস্তাব এনেছেন ১০ সদস্য। তবে ওই চেয়ারম্যানের দাবি, অনৈতিক সুবিধা না পেয়ে তার বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে। জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস। পরে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব স্বাক্ষরিত বার্তায় ১ নম্বর প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলামকে তাজফুলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। পরে স্থানীয় সরকার বিভাগ ১৭ ডিসেম্বর চলমান প্রকল্পের অর্থ ছাড়ের অনুমতি দেয় । ১৯ ডিসেম্বর প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান জেলা পরিষদের সম্মেলন কক্ষে ১১তম সভার আহ্বান করলে আওয়ামী লীগের বিজয় র‌্যালীর কথা বলে সদস্যরা অনুপস্থিত থাকে। এরপর ২১ ডিসেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে ১০ সদস্য।  তবে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) মুঠোফোনে ওই চেয়ারম্যান দাবি করেন, জেলা পরিষদের দায়িত্ব পাওয়ার পর সদস্য একরামুল হক আমার কাছে কিছু অনৈতিক সুবিধা দাবি করেন। আমি তাতে অপারগতা প্রকাশ করলে তিনি প্রতিহিংসার বশবর্তী হয়ে প্যানেল চেয়ারম্যান-২ আমিনুল ইসলামকে দিয়ে বিধিবহির্ভূতভাবে ২১ ডিসেম্বর জরুরি সভা করেন। সভায় অন্য সদস্যরা বুঝে উঠার আগেই আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। যা জেলা পরিষদের আইনের পরিপন্থি ও সাংঘর্ষিক।  এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান-২ আমিনুল ইসলাম বলেন, সব সদস্যের সঙ্গে আলোচনা করেই সভা ডেকেছিলাম। সেখানে ১০ জন সদস্যের স্বাক্ষরে অনাস্থা প্রস্তাব আনা হয়।  তবে সংরক্ষিত নারী সদস্য কামরুন্নাহার আলো বলেন, সদস্য একরামুল হক মুঠোফোনে আমাকে ২১ ডিসেম্বর একটি সভায় আসতে বলেন। তবে কী কারণে ওই সভা ডাকা হচ্ছে সেটি জিজ্ঞাসা করলে একরামুল বলেন সভায় আসলেই বুঝতে পারবেন। পরে আমি সেই সভায় না যেতে পারায় আমাকে সভার কারণ না জানিয়েই রেজুলেশন খাতায় স্বাক্ষর দিতে বললে আমি দেয়নি।  আরেক সদস্য গোলাম মোস্তাফা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলে আমিসহ মোসলেম উদ্দিন নামে আরেক সদস্য এর বিরোধিতা করি। পরে অন্য সদস্যদের চাপাচাপিতে বাধ্য হয়ে স্বাক্ষর করেছি। এ অনাস্থার প্রস্তাবটি মূলত স্বল্প বয়স্ক সদস্যদের ক্ষমতার প্রতিহিংসার প্রতিফলন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে অনৈতিক সুবিধা চাওয়ার বিষয়টি অস্বীকার করে জেলা পরিষদের সদস্য একরামুল হক বলেন, আমরা আসলে শরিফুল ইসলাম তাজফুলের বিরুদ্ধে জেলা পরিষদের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার, সদস্যদের সঙ্গে যোগাযোগ বা সমন্বয়হীনতাসহ নানা অনিয়মের অভিযোগে এ অনাস্থা এনেছি। এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান বলেন, ১০ জন সদস্য অনাস্থা প্রস্তাব এনেছেন। প্রস্তাবটি বিধিসম্মত কিনা তা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
২৬ ডিসেম্বর, ২০২৩

৫শ পরিবারকে শীতবস্ত্র দিল লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনা
শীতে কাঁপছে রাজধানীসহ সারা দেশ। তবে অন্যান্য জেলার তুলনায় উত্তরবঙ্গে শীতের প্রকোপ বেশি। এই অবস্থায় ৫০০ দরিদ্র পরিবারকে শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করেছে লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনা। শুক্রবার (২২ ডিসেম্বর) লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনার আয়োজনে কাজিপুরে যমুনা নদীর ভাঙনকবলিত হতদরিদ্র ৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য লায়ন প্রকৌশলী তানভির শাকিল জয়।   এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জের সভাপতি লায়ন মো. শাহিন আকতার। তিনি বলেন, আমরা তিন বছর যাবত সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় সহযোগিতা দিয়ে আসছি। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ এ ২ জেলার জেলা গভর্নর লায়ন বিচারপতি বশির উল্লাহর এ বছরের কল ছিল ‘জাস্টিন ফর অল’। তারই অংশ হিসেবে আজকের এই আয়োজন।  বিশেষ অতিথি হিসেবে ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান মো. খলিলুর রহমান সিরাজী, কাজিপুর পৌর মেয়র আবদুল হান্নান তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করেন লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনার সাবেক সভাপতি লায়ন মো. মাসউদ করিম, সভা পরিচালনা করেন ক্লাবের লায়ন মো. তারেক।  এছাড়া ক্লাবের পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি লায়ন মো. হাসানুর রহমান, লায়ন প্রকৌশলী মোশাররফ হোসেন, লায়ন মো. মনিরুজ্জামান, লায়ন মো. বুলবুল ইসলাম, লায়ন্স মো. জাহিদুল ইসলাম, লায়ন জিন্নাহ প্রমুখ।
২২ ডিসেম্বর, ২০২৩
X