চড় মারতেই অজ্ঞান স্ত্রী, মৃত ভেবে স্বামীর আত্মহত্যা
স্বামী স্ত্রীর মাঝে বিরোধ অস্বাভাবিক ঘটনা নয়।  ঠিক তেমনিভাবে এক বিরোধের জেরে স্ত্রীকে থাপ্পড় দিয়েছেন  স্বামী। আর তাতেই অজ্ঞান হয়ে যান তিনি। এরপরই ঘটে বিপত্তি। স্ত্রী অজ্ঞান হয়ে যাওয়ায় বিষয়টি বুঝতে না পেরে তাকে মৃত ভেবে আত্মহত্যা করেছেন স্বামী। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে চড় মেরেছেন স্বামী। এতে তিনি জ্ঞান হারালে স্বামী তাকে মৃত ভাবেন। এরপর কিছু না ভেবেই ওই স্বামী আত্মহত্যা করেন। বিচিত্র এ ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার তিরুঅনন্তপুরমে।  পুলিশ জানিয়েছে, আত্মহত্যা করা স্বামীর নাম প্রীজিত। মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন তিনি। এ নিয়ে স্ত্রী সিনসিনার সঙ্গে ঝগড়া হয়। আর তা একপর্যায়ে তীব্র আকার ধারণ করে।  প্রতিবেদনে বলা হয়েছে, ঝগড়ার একপর্যায়ে প্রীজিত নিজের স্ত্রীকে আচমকা চড় মেরে দেন। এতে তিনি জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যান। এরপর স্ত্রীকে জাগিয়ে তোলার চেষ্টা করেন তিনি। তরে স্ত্রীর সাড়াশব্দ না পেয়ে তিনি ভয় পেয়ে যান।  সিনিসিনা পুলিশকে জানান, জ্ঞান ফেরার পর তিনি নিজের স্বামীকে গলায় রশি নিয়ে ঝুলে পড়তে দেখেন।  এ সময় তিনি চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে প্রীজিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  স্থানীয়রা জানান, প্রীজিত প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরতেন। এ নিয়ে তাদের মধ্যে রীতিমতো ঝামেলাও হতো। মঙ্গলবারও মদ্যপ অবস্থায় রাড়িতে ফেরেন তিনি। এরপর স্ত্রী কটূক্তি করায় তিনি রেগে যান। রাগের মাথায় প্রীজিত স্ত্রীকে চড় মারেন। এরপর স্ত্রী অজ্ঞান হয়ে গেলে মৃত ভেবে তিনিও আত্মহত্যা করেন।  সংবাদমাধ্যম জানিয়েছে, প্রীজিত দিনমজুরের কাজ করতেন। তাদের তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা করা হয়েছে।   
২৫ এপ্রিল, ২০২৪

প্রেমিকের হাত ধরে পালালেন নববধূ, স্বামীর আত্মহত্যা
ধুমধাম করে বিয়ের মাত্র ২ দিন যেতে না যেতেই বাসায় চিরকুট লেখে পুরোনো প্রেমিকের সঙ্গে নববধূ পালিয়ে যায়। এতে রাগ, ক্ষোভ আর অপমানে বিষপানে আত্মহত্যা করেছেন স্বামী। মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর শহরের কোড়ালিয়ায় নববধূর ভাড়া বাসার এক কক্ষে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত ইবাদ খান চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য সুলতানা বেগম ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম খানের ছেলে। তিনি একটি বেসরকারি হাসপাতালের মার্কেটিংয়ে কাজ করতেন। পরিবারে দুই ভাইবোনের মধ্যে তিনি বড়। পলাতক নববধূ খাদিজা আক্তার চাঁদপুরের বিআইডব্লিউটিএর পরিদর্শক পাইলট দিদারুল আলমের মেয়ে।  চাকরির সুবাদে তারা চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডে ভাড়া বাসায় থাকেন। স্থানীয়রা জানান, ৮ মার্চ পারিবারিকভাবে ইবাদের সঙ্গে খাদিজার বেশ ধুমধাম করেই বিয়ে হয়েছিল। নববধূ খাদিজা ১১ মার্চ স্বামীর বাড়িতে আসার কথা থাকলেও সে অসুস্থ দাবি করে পরদিন মঙ্গলবার যাওয়ার কথা জানায়। কিন্তু সোমবার রাতেই খাদিজা একটি চিরকুট লিখে তার পুরোনো প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। যা জানতে পেরে ইবাদ ১২ মার্চ তার শ্বশুরবাড়িতে থেকে তার বাবা-মাকে বিষয়টি অবগত করে। পরে বিকেলে ইবাদের বাবা-মা ছেলের শ্বশুরবাড়িতে যান। এতে খাদিজার বাবা ইবাদের বাবাকে থানায় গিয়ে অভিযোগ করার পরামর্শ দেন। এ সময় ইবাদ অন্য কক্ষে ছিলেন। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে হঠাৎ চেঁচামেচির শব্দ শুনে ওই কক্ষে গিয়ে দেখে ইবাদ বিষ খেয়ে ছটফট করছে। এরপর হাসপাতালে নেওয়ার আগেই ইবাদ মারা যায়। এ বিষয়ে ইবাদ খানের মা সুলতানা বেগম বলেন, বুধবার (১৩ মার্চ) ময়নাতদন্ত শেষে বাদ আসর ইবাদের জানাজা শেষে নিজ বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় নববধূ খাদিজা আক্তারের উপযুক্ত বিচার চাচ্ছি। চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম বলেন, ইবাদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৪ মার্চ, ২০২৪

স্ত্রী সংসার করতে না চাওয়ায় স্বামীর আত্মহত্যা
স্ত্রী বাড়িতে ফিরবে না, সংসারও করবে না- এ কথা বলাতে আত্মহত্যা করেছে ভ্যানচালক স্বামী আব্দুল কুদ্দুস। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার কালিকাপুর মহল্লায় এ ঘটনা ঘটেছে।  আব্দুল কুদ্দুস (৩৫) ওই মহল্লার আমিরুল ইসলামের ছেলে। পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন জানান, গত বুধবার দুপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ভ্যানচালক মারা যায়।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন আব্দুল কুদ্দুস। সম্প্রতি তুচ্ছ বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়। বিন্দুমাত্র ভালোবাসা নেই অভিযোগ তুলে স্ত্রী চলে যায় বাপের বাড়ি। ঘটনার দিন স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে যায় কুদ্দুস। সে ভালোবাসার প্রকাশ করে স্ত্রীকে সংসারে ফিরতে বললে স্ত্রী জানায়, সে স্বামীর সংসারে ফিরবে না সংসারও করবে না। এ কথা বলাতে অভিমান করে নিজ বাড়িতে ফিরে গ্যাস ট্যাবলেট খেয়ে ছটফট করছিল কুদ্দুস। স্বজন ও স্থানীয়রা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কুদ্দুস মারা যায়।
২৯ ফেব্রুয়ারি, ২০২৪

সাবেক স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
সাভারের আশুলিয়ায় এক তরুণীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন তার সাবেক স্বামী। এ ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার গফুর মন্ডলের বাড়ির দ্বিতীয় তলার একটি ঘরে এ ঘটনা ঘটে। নিহত মিম (২১) নওগাঁ জেলার বদরগাছী থানার খোকসাবাড়ি গ্রামের মোংলা সরদারের মেয়ে। তার সাবেক স্বামীর নাম মো. নাইম মিয়া। তিনি নাটোর জেলা সদরের মকিনপুর এলাকার জালাল উদ্দীনের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দেড় বছর আগে মিম ও নাইমের তালাক হয়ে যায়। এরপর নাইম আরেকজনকে বিয়ে করেন। কিন্তু এরপরেও নাইম, মিমকে আবারও বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করে। এ নিয়ে সে প্রতিনিয়ত রাস্তাঘাটে মিমকে বিরক্ত করত। একপর্যায়ে আজ দুপুরে নাইম মিমের ভাড়া বাসায় আসে। সেখানে তাদের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে হাতাহাতি হয়। এছাড়া তালাক দেওয়ায় সাবেক স্বামী নাইমের আগে থেকেই ক্ষোভ ছিল। সেই ক্ষোভের বশবর্তী হয়ে মিমকে ছুরিকাঘাত করে হত্যার পর নিজেও আত্মহত্যা করে। আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বিষয়ে জানানো হবে।
৩০ জানুয়ারি, ২০২৪

প্রেম করে বিয়ে, স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা
নোয়াখালীর সদর উপজেলায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) ভোরে নোয়াখালী পৌরসভার বসুন্ধরা কলোনী কচি ডাক্তারের বাসায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি। নিহত মেহেদী হাসান শুভ (২০) উপজেলার দাদপুর ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে ও তামান্না ইসলাম পিনু (১৬) পৌর এলাকার লিটনের মেয়ে। স্বামী-স্ত্রীর ছাড়াও সম্পর্কে তারা খালাতো ভাই-বোন ছিলেন।  খোঁজ নিয়ে জানা যায়, খালাতো ভাই-বোন প্রেম করে গত এক বছর আগে বিয়ে করেন। বিয়ের পর মাইজদীর বসুন্ধরা কলোনীতে শাশুড়ির বাসায় থাকতেন শুভ। ওই বাসায় নিহত তামান্নার মা ও ভাই থাকতেন। সোমবার সকালে তাদের কক্ষ থেকে শুভ ও তামান্নার কোনো সাড়াশব্দ না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন তামান্নার ভাই হোসেন আহমেদ নোমান। খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তাদের দুজনের মরদেহ উদ্ধার করেন। সুধারম থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী শুভ প্রথমে স্ত্রীর গলা কেটে হত্যা করেন, পরে নিজে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
২৯ জানুয়ারি, ২০২৪

স্ত্রীর পরকীয়া, অভিমানে স্বামীর আত্মহত্যা
ভোলার লালমোহনে স্ত্রীকে পরকীয়া থেকে ফেরাতে না পেরে কীটনাশক পানে আত্মহত্যা করেছে স্বামী। এ ঘটনায় লালমোহন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। এর আগে একইদিন ভোরে ওই যুবক কীটনাশক পান করেন। লালমোহন থানার ওসি এস এম মাহবুব উল আলম এ তথ্য নিশ্চিত করেন। মৃত মোহাম্মদ আলী রাজ (২৪) উপজেলার ধলীগৌনগর ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের মো. রফিজল হকের ছেলে। মৃত রাজের পরিবার সূত্র জানায়, বিয়ের পর থেকে রাজ এবং তার স্ত্রী ঢাকায় বসবাস করতেন। বিয়ের কিছুদিন পর স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন। তাকে একাধিকবার শাসন করেও স্বামী রাজ পরকীয়া থেকে তাকে ফেরাতে ব্যর্থ হন। এ নিয়ে রাজ ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এমন ঘটনায় বিব্রত হয়ে মঙ্গলবার রাজের পরিবার রাজকে ঢাকা থেকে লালমোহন নিয়ে আসে। এরপর আজ ভোরে কীটনাশক পান করে রাজ। মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীনে দুপুরে রাজের মৃত্যু হয়। লালমোহন থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, রাজের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে আসা হয়েছে। এখানে তার বোন ব্যতীত আর কেউ নেই। তার পরিবারের অন্যান্য লোকজনকে থানায় আসতে বলা হয়েছে। ওসি এস এম মাহবুব উল আলম জানান, প্রাথমিকভাবে রাজের পরিবার পুলিশকে জানিয়েছে, রাজের স্ত্রী পরকীয়ায় আসক্ত ছিল। স্ত্রীকে পরকীয়া থেকে ফেরাতে না পেরে রাজ কীটনাশক পানে আত্মহত্যা করেছে বলে তার স্বজনদের দাবি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রাজের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১৩ ডিসেম্বর, ২০২৩

বরিশালে স্ত্রীকে মারধরের বিচার না পেয়ে স্বামীর আত্মহত্যা
স্ত্রীকে মারধরের বিচার না পেয়ে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে স্বামী। জেলার হিজলা উপজেলার বরজালিয়া ইউনিয়নের পুরাতন হিজলা বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (১১ ডিসেম্বর) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। হিজলা থানার ওসি মো. জুবাইর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, হিজলা বন্দর বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা দুই সন্তানের জনক জয়দেব মন্ডলের স্ত্রী মনিকা রানীর ওপর দীর্ঘদিন থেকে নজরে ছিল পার্শ্ববর্তী বাড়ির অমল কুলুর ছেলে স্বর্ণ ব্যবসায়ী অনিকের। তারই ধারাবাহিকতায় একবছর পূর্বে প্রেমের ফাঁদে ফেলে মনিকা রানীকে নিয়ে পালিয়ে যায় অনিক। কিছুদিন পর অনিক ফিরে এসে জয়দেবের স্ত্রীকে ফেরত দেয়। ওই সময় জয়দেব স্থানীয়দের চাপের মুখে বাধ্য হয়ে স্ত্রীকে মেনে নিয়েছিলেন। গত এক সপ্তাহ পূর্বে জয়দেবের স্ত্রী মনিকা রানীকে বিনা কারণে মারধর করে অনিক ও তার বাবা অমল। এ ঘটনায় জয়দেব মন্ডল স্থানীয় গ্রাম্য মোড়লদের কাছে বিচার দাবি করেও কোনো বিচার না পেয়ে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। হিজলা থানার ওসি মো. জুবাইর ইসলাম কালবেলাকে বলেন, ঘটনার পর থেকে অনিক ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১১ ডিসেম্বর, ২০২৩

স্ত্রীর পাশে কবর দেওয়ার অনুরোধ জানিয়ে স্বামীর আত্মহত্যা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর পাশে কবর দেওয়ার জন্য বাবা-মাকে অনুরোধ জানিয়ে চিরকুট লিখে লুৎফর রহমান জনি (৩৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার ভোররাতে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেন। ৩৫ দিন আগে একই ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছিলেন তার স্ত্রী স্বর্ণা। লুৎফর রহমান জনি হাউজিং এলাকার প্লট ও ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি আউয়াল মিয়ার ছেলে। স্ত্রীর শোকে জনি আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি। মৃত্যুর আগে লুৎফর রহমান জনি তার মা-বাবার কাছে ক্ষমা চেয়ে চিরকুট লেখেন—‘স্ত্রী স্বর্ণাকে ছাড়া একটা দিন এক বছরের মতো লাগে, তার মৃত্যুর ৩৫ দিন আমার কাছে ৩৫ বছর মনে হয়েছে। আমার শেষ ইচ্ছাটা রাখবেন। স্বর্ণার পাশের খালি জায়গাটায় আমারে কবর দিয়েন। আমার ছেলে শোয়াইবের প্রতি খেয়াল রাখবেন।’ অন্যদিকে সুমিলপাড়ার জহির মিয়ার বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া সাজ্জাদ হোসেনের স্ত্রী নাসরিন আক্তার (২৪) নামে এক গৃহবধূ একই দিন ভোরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। সকাল সাড়ে ১১টার দিকে শিমরাইল মোড়ে কোমল মিনি বাসস্ট্যান্ড থেকে মছিবুর রহমান (৩৫) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে হাউজিং এলাকার ৭ নম্বর গলিতে স্বাধীন (১১) নামে এক বালক ঘরের বারান্দায় গ্রিলের সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, লাশ চারটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে প্রাথমিকভাবে তিনটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
০৩ সেপ্টেম্বর, ২০২৩
X