আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় নিহত ৩
ময়মনসিংহের ফুলপুর থেকে আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে শেরপুরের নকলায় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হন। এতে আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (৭ মে) রাত ১০টার দিকে উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিনাইগাতীর রাজা মিয়া (৫৫), নালিতাবাড়ীর জবেদা বেগম (৭৫) ও আবেদা বেগম (৪৫)। পুলিশ জানায়, ময়মনসিংহের ফুলপুর থেকে আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে নালিতাবাড়ী উপজেলায় অটোরিকশায় ফিরছিলেন রাজা মিয়াসহ ছয়জন। পরে নকলার পাইস্কা বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই রাজা মিয়া ও জবেদা বেগম মারা যায়। আর আহত হয় আরও চারজন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবেদা বেগম নামে আরও একজন মারা যায়। আহত বাকি তিনজনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নকলা থানার ওসি মো. আবদুল কাদের জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও ট্রাকটির চালক পালিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।
০৮ মে, ২০২৪

থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসায় বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন
থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত ৫০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত ‌‘থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে’র উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার (৭ মে) রাজধানীর মালিবাগের হোসাফ টাওয়ারে নির্মিত এ হাসপাতালের উদ্বোধন করেন আসগর আলী হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. মনজুর মোর্শেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র কনসালট্যান্ট ডা. সালমা আফরোজ এবং ফাউন্ডেশনের কনসালট্যান্ট ডা. জান্নাতুল ফেরদৌস সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব ডাক্তার আব্দুর রহিম। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন ডা. আব্দুর রহিম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন ও থ্যালাসেমিয়া সংক্রান্ত ডিজিটাল উপস্থাপনা দেন ডা. মঞ্জুর মোর্শেদ। বক্তারা তাদের বক্তব্যে দেশে থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে থ্যালাসেমিয়া নির্ণয়ে হিমোগ্লোবিন ইলেক্ট্রোফরেসিস টেস্ট করার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালের মানসম্মত ল্যাবরেটরিতে থ্যালাসেমিয়া রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। থ্যালাসেমিয়া রোগীদের রক্তের চাহিদা মেটাতে রয়েছে ব্লাড ব্যাংক। এই ব্লাড ব্যাংকে বছরে ৩ হাজার ৫০০ ব্যাগ রক্ত স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে সংগ্রহ করা হয়। এর আগে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি সকাল ৮টায় রাজধানীর মালিবাগের হোসাফ টাওয়ার থেকে শুরু হয়ে সিআইডি সদর দপ্তর প্রদক্ষিণ করে আবার হোসাফ টাওয়ারে ফিরে গিয়ে শেষ হয়।
০৭ মে, ২০২৪

ডেঙ্গু সংক্রমণ বাড়লে হাসপাতাল খালি রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ডেঙ্গু সংক্রমণ বাড়লে হাসপাতালগুলোকে খালি রাখার ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছি। যাতে করে পরে সার্জারি বা ভর্তি না করিয়ে চিকিৎসা দেওয়া যায় এমন যারা আছে তাদের হাসপাতালে ভর্তি না করে যাদের প্রয়োজন তাদের ভর্তি করা হয়। মঙ্গলবার (৭ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ২০২৪ সালের ডেঙ্গু প্রস্তুতি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমরা অনেক আলোচনা ইতোমধ্যে করেছি। আমি নির্দেশনা দিয়েছি যাতে ডেঙ্গু বৃদ্ধির সময়ে কোনোভাবেই স্যালাইন সংকট দেখা না দেয় এবং স্যালাইনের দামও না বাড়ে। তিনি বলেন, ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির আগেই তা প্রতিরোধে সচেতন হতে হবে। ডেঙ্গুতে আমি মাকে হারিয়েছি। তাই এটা নিয়ে আমার চিন্তা আছে। আমি কাজ করব যাতে আর কারও মা এতে মারা না যায়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব রোগের ক্ষেত্রেই সবচেয়ে বড় বিষয় হচ্ছে যাতে রোগটি কারও হওয়ার আগেই প্রতিরোধ করা যায়। যাতে মানুষের ডেঙ্গু না হয় সেই ব্যবস্থা নিতে হবে। মশা নির্মূলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশন এবং যে ঘরে মানুষ থাকে সেখানকার সবাইকেই সচেতন থাকতে হবে। মন্ত্রী আরও বলেন, আমাদের ফগিং বিষয়ে কিছু ভুল ধারণা আছে। এ বিষয়ে আলোচনা করব। সিটি করপোরেশনের সাথেও ওপেনলি আলোচনা করব। 
০৭ মে, ২০২৪

ছোট ভাইকে উপর্যুপরি কোপালেন কসাই, অতঃপর...
সাতক্ষীরায় ছোট ভাইকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে বড় ভাই। তারা দুজনই মাংস বিক্রেতা। চিকিৎসাধীন‌ অবস্থায় সোমবার (৬ মে) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় আজিবর। এর আগে গত শুক্রবার (৩ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিবর রহমান (৪০) ও বড় ভাই আফসার আলী সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের মৃত শহর আলীর ছেলে। নিহতের ভাই রস্তম আলী জানান, বড় ভাই আফসার আলী ও আজিবর রহমান দুইজনে একসঙ্গে গরুর মাংসের ব্যবসা করতো। গত শুক্রবার রাত ৯টার দিকে তাদের ব্যবসার টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই আফসার আলী ঘর থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে আজিবর রহমানের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে। এতে মারাত্মক আহত অবস্থায় আজিবরকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হতে থাকলে পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যায় আজিবর। সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতের ঘটনায় আফসার আলীর নামে একটি মামলা হয়েছে। মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হবে। আফসার আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
০১ জানুয়ারি, ১৯৭০

হাসপাতাল নয়, যেন তেলাপোকার বসতঘর
রোগীর বেড, খাবার, থালা-বাসন, কাপড়-চোপড় যেখানেই হাত দেওয়া হয় সেখানেই ছুটতে থাকে সারিবদ্ধ তেলাপোকার দল। প্রতিটা কক্ষে নোংরা, অপরিচ্ছন্ন টয়লেট, পানের পিক আর আবর্জনাময় সিঁড়ি। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের দৃশ্য এটি। এই হাসপাতালের সার্জারি ও মেডিসিন ওয়ার্ডে তেলাপোকার সঙ্গেই বসবাস করতে হচ্ছে রোগীদের। পুরো হাসপাতালের প্রতিটি বিভাগে গেলেই উৎকট গন্ধে অতিষ্ঠ রোগী ও তাদের স্বজনেরা। হাসপাতালে গিয়ে দেখা যায়, পরিচ্ছন্নতাকর্মীরা তেলাপোকা মারার ওষুধ দিচ্ছেন। এতেও তেলাপোকার বিচরণ কমছে না। ওষুধ দিয়ে যাওয়ার পরপরই সেখানে দিয়েই তেলাপোকা ঘুরতে দেখা গেছে। এ সম রোগী ও স্বজনদের সঙ্গে কথা বললে তারা হাসপাতালের অবস্থা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।  রোগীরা বলছেন, সরকারি হাসপাতাল হলেও এখানে সেবা নেই। দুর্গন্ধের কারণে বেডে থাকা যায় না। জামাকাপড়, খাবার, থালা বাসন সবকিছুতেই তেলাপোকা বাসা বেঁধেছে। এতোটাই নোংরা যে টয়লেটে যাওয়ারও উপায় নেয়। কোনো কোনো টয়লেটে বৈদ্যুতিক বাতি নেই। আবার কোনটার ভেতরে নেই লক করার ব্যবস্থা। রোগীর স্বজনরা বলছেন, এ হাসপাতালে রোগীদের সুস্থ্য করার জন্য নিয়ে এসে আমরা নিজেরাই অসুস্থ্য হয়ে পড়ছি। এমন নোংরা পরিবেশ দেখে রোগী সরিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন অনেকেই। এসব বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার রায় বলেন, হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ও সার্জারি ওয়ার্ডে তেলাপোকার মতো অথবা তেলাপোকার মতো দেখা যায় সম্ভবত অন্য পোকা রয়েছে। বিভিন্ন ধরনের তেলাপোকা মারার ওষুধ দিয়েছি। কিছুদিন কমে থাকে এরপর আবারও হয়। আমরা চিন্তা করছি ঈদের আগে কিছু রোগী কম থাকলে একটা ওয়ার্ড ফাঁকা করে গ্যাস ট্যাবলেট দেওয়া হবে। ওই ওয়ার্ড দুই-তিনদিন বন্ধ রাখতে হবে, তবেই এটি নির্মূল সম্ভব।
০৩ মে, ২০২৪

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
হাসপাতালে জরুরি কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে রওনা হয়ে রাত ৯টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। বাসায় ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে। এর আগে লিভার জটিলতায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে গত বুধবার রাতে খালেদা জিয়াকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সে সময় গণমাধ্যমকে বলেছিলেন, কিছু জরুরি পরীক্ষার জন্য ম্যাডামকে হাসপাতালে আনা হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে সিসিইউতে ভর্তি করা হয়েছে। জানা যায়, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গতকাল দুপুরে খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। সর্বশেষ গত ৩১ মার্চ খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে সিসিইউতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়। ওই দফায় তিন দিন হাসপাতালে থাকার পর গুলশানের বাসায় ফেরেন তিনি। এর আগে গত বছরের অক্টোবরে মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলনে জানায়, লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার চিকিৎসা দেশে সম্ভব নয়। দ্রুত বিদেশে উন্নত চিকিৎসাকেন্দ্রে নিয়ে তার লিভার প্রতিস্থাপন জরুরি। এরপর সাবেক এই প্রধানমন্ত্রীকে আবারও বিদেশে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয় তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে। তবে আইনে সে সুযোগ না থাকায় অনুমোদন দেয়নি সরকার। এ চেষ্টার মধ্যে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসার পাশাপাশি বিদেশ থেকে চিকিৎসক এনেও তার চিকিৎসা করানো হয়।
০৩ মে, ২০২৪

খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম আগে সিসিইউতে ছিলেন। মেডিকেল বোর্ড এখন তাকে কেবিনে স্থানান্তরিত করেছে। কেবিনে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গতকাল বুধবার রাতে খালেদা জিয়ার বেশ কয়েকটি জরুরি পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে মেডিকেল বোর্ড এখন তাকে চিকিৎসা সেবা দিচ্ছে। এর আগে, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।  সর্বশেষ গত ৩১ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২ দিন সিসিইউতে চিকিৎসাধীন থাকার পর গুলশানের বাসা ফিরোজায় ফেরেন তিনি। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গত কয়েক বছর ধরে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন। এ জন্য তাকে বিভিন্ন সময়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্টসহ নানা রোগে ভুগছেন। দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন তিনি। ওই সময়ে তিনি নানা রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে স্থগিত করে শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দিয়েছিল। তখন থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।
০২ মে, ২০২৪

পড়ার টেবিল নিয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পড়ার টেবিল দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে ৮জন ওই হাসপাতালে চিকিৎসাধীন করেছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বুধবার (১ মে) রাত ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষকালে কলেজ ছাত্রাবাসের সাতটি কক্ষ ভাঙচুর করা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনা খতিয়ে দেখতে কলেজ কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। শজিমেক শিক্ষার্থীরা জানান, তৃতীয় বর্ষের (৩১তম ব্যাচ) শিক্ষার্থী ফুয়াদ হোসেনের সঙ্গে গত মঙ্গলবার একটি পড়ার টেবিল দখলকে কেন্দ্র করে একই ব্যাচের আলী হাসানের বাকবিতণ্ডা হয়। এর জেরে বুধবার রাত ১০টার দিকে ফুয়াদ ও আলী হাসানের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে রাত ১১টার দিকে কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রেজাউল আলম জুয়েল পুলিশ সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় অধ্যক্ষ ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কলেজ ছাত্রলীগের যুগ্মসম্পাদক মিনহাজুলসহ কয়েকজনকে আটক করে পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ শজিমেকে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।  পরে অধ্যক্ষের নির্দেশে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়। আহতদের মধ্যে আলী হাসান, সীমান্ত, ইসলাম, অর্পণ নিলয়, রিদওয়ান হক, তালহা, নাদিম ও আরিফ হাসপাতালে চিকিৎসাধীন। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা জানান, সংঘর্ষে আলী হাসানের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়ান বর্তমান কমিটির সহসভাপতি মেহেদী হাসান, যুগ্মসম্পাদক আশরাফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম। তারা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে ফুয়াদের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়ান বর্তমান কমিটির সহসভাপতি অর্ঘ্য রায়, তানভির আহমেদ সাকি, যুগ্মসম্পাদক তোফায়েল তুষার ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের সম্পাদক ইলিয়াস হোসেন। তারা কলেজ ছাত্রলীগের সভাপতি শৈশব রায়ের অনুসারী হিসেবে পরিচিত। শজিমেক কলেজ ছাত্রলীগের যুগ্মসম্পাদক আশরাফুল ইসলাম অভিযোগ করেন, বর্তমান সভাপতি শৈশব রায়ের অনুসারী ছাত্রলীগের একাংশ সাধারণ শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় তারা কলেজের ছাত্রাবাসের পাঁচটি কক্ষের পড়ার টেবিল, ল্যাপটপ, ফ্রিজ ও আসবাবপত্র ভাঙচুর করে। সহসভাপতি অর্ঘ্য রায় দাবি করেন, ওই ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই। হোস্টেলে একটি পড়ার টেবিল নিয়ে সাধারণ শিক্ষার্থীদের দুই পক্ষ সংঘাতে জড়িয়েছে। কলেজ প্রশাসনের তদন্তে তা বেরিয়ে আসবে বলেও উল্লেখ করেন তিনি।  কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রেজাউল আলম জুয়েল বলেন, বুধবার রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় অধ্যাপক নিতাই চন্দ্র সরকারকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। শজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আনিসুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষকালে যাদের আটক করা হয়েছিলো অধ্যক্ষের নির্দেশে তাদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
০২ মে, ২০২৪

হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। বুধবার (১ মে) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সন্ধ্যায় গুলশান-২ এর বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ম্যাডামকে (খালেদা জিয়া) হাসপাতালে নেওয়া হবে। গত ৩০ মার্চ দিনগত রাত ২টা ৫৪ মিনিটে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। হাসপাতালের সিসিইউতে রেখে তার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে ২ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বাসায় ফেরেন তিনি। খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করছে। প্রসঙ্গত, ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে প্রথমবারের মতো শর্তসাপেক্ষে ছয় মাসের অন্তর্বর্তীকালীন মুক্তি পান খালেদা জিয়া। ওই বছরের সেপ্টেম্বরে তার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়। এরপর দফায় দফায় বাড়ে তার মুক্তির মেয়াদ।
০১ মে, ২০২৪

হাসপাতাল থেকে দালাল চক্রের ২৫ সদস্য আটক
বরিশাল শের ই বাংলা মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লে (শেবাচিম) নানা অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় ১০ নারীসহ দালাল চক্রের ২৫ সদস্যকে আটক করা হয়। জানা যায়, রোগী ও তাদের স্বজনদের সঙ্গে প্রতারণা, অর্থ হাতিয়ে নেওয়াসহ নানা অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলন করেন র‌্যাব- ৮ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলম শোভন এসব তথ্য জানান। তিনি বলেন, বরিশাল বিভাগের সবচেয়ে বড় হাসপাতালটিতে রোগীরা চিকিৎসা নিতে এলেও নানা হয়রানির শিকার হতে হয় বলে আমাদের কাছে অভিযোগ ছিল। গোপনে সংবাদ ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে র‌্যাবের সদস্যরা হাসপাতালে অভিযান পরিচালনা করে। অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে। র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, আটকদের মধ্যে বেশিরভাগ হাসপাতালের পুরাতন স্টাফ। যারা কোনো না কোনো সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে চাকরিচ্যুত হয়েছেন। আবার দুয়েকজন বর্তমান স্টাফের সম্পৃক্ততাও পাওয়া গেছে, যারা এই চক্রের সঙ্গে জড়িত। আমরা চাই সাধারণ মানুষের শতভাগ চিকিৎসা যেন নিশ্চিত হয়। সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চিকিৎসা সেবা নিশ্চিত করতে সব ধরনের সহায়তা থাকবে বলে জানান শেবাচিম হাসপাতাল পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম। তিনি বলেন, গোটা বরিশালে আমরা দালালমুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চাই। এ চক্রের খপ্পরে পড়ে সাধারণ মানুষ নিঃস্ব হচ্ছে। এদের সঙ্গে আমাদের কোনো স্টাফ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
৩০ এপ্রিল, ২০২৪
X