২৩ এপ্রিল : নামাজের সময়সূচি
ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ইমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বাইরে ওয়াজিব, সুন্নত ও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইংরেজি, ১০ বৈশাখ ১৪৩০ বাংলা, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো- আজকের নামাজের সময়সূচি জোহর- ১২:০১ মিনিট। আসর- ৪:৩০ মিনিট। মাগরিব- ৬:২৬ মিনিট। এশা- ৭:৪৩ মিনিট। আগামীকাল বুধবার (ফজর- ৪:১৪ মিনিট)। বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো- বিয়োগ করতে হবে- চট্টগ্রাম : ০৫ মিনিট। সিলেট : ০৬ মিনিট। যোগ করতে হবে- খুলনা : ০৩ মিনিট। রাজশাহী : ০৭ মিনিট। রংপুর : ০৮ মিনিট। বরিশাল : ০১ মিনিট।
২৩ এপ্রিল, ২০২৪

২৩ এপ্রিল ঢাকায় আসছে ভারতীয় নারী ক্রিকেট দল
ব্যস্ত সময় পার করছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা, সদ্যই অস্ট্রেলিয়ার সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করেছে জ্যোতিরা। সেই সিরিজের রেশ না কাটতেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে সফরে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল। সিলেটে হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঢাকায় ২৩ এপ্রিল পৌঁছাবে স্মৃতি মান্ধানা-হারমান প্রীতরা। সেই উপলক্ষে সোমবার (১৫ এপ্রিল) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশের মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ এই সিরিজের জন্য ভারতীয় দলে দুজন নতুন মুখ রাখা হয়েছে। আশা সোভানা ও সাজানা সজীবন প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন। এ ছাড়া দুই বছর পর দলে ফিরেছেন শ্রেয়াঙ্কা পাতিল ও দয়ালন হেমলতা। সিরিজের ম্যাচগুলোর সময় অবশ্য একটু অন্যরকম। প্রথম দুটি ও শেষ ম্যাচটি দিবারাত্রির। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ ম্যাচ দুটি শুরু হবে বেলা দুটায়। ২৮ এপ্রিল হবে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি চারটি ম্যাচ ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে। এবারের সফর নিয়ে মোট তৃতীয়বার টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারতের মেয়েরা। ২০১৪ সালে প্রথম সফরে ৩-০ ব্যবধানে জেতে ভারত। গত বছরের জুলাইয়ে সর্বশেষ সফরে ভারত সিরিজ জেতে ২-১ ব্যবধানে। ভারতের স্কোয়াড: হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ–অধিনায়ক), শেফালি ভার্মা, দয়ালন হেমলতা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটকিপার), যষ্টিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইসহাক, আশা সোভানা, রেনুকা সিং ও তিতাস সাধু।
১৬ এপ্রিল, ২০২৪

২৩ এপ্রিল সিরিজ খেলতে সিলেটে আসছে ভারত
পাঁচটি টি-টোয়েন্টি খেলতে ঈদের পরে বাংলাদেশ সফরে আসছে ভারত নারী দল। এশিয়া কাপ ও বিশ্বকাপ মাথায় রেখেই নিগার সুলতানা জ্যোতিদের সঙ্গে সিরিজ খেলতে যাচ্ছে তারা। সিরিজ ইতোমধ্যে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৩ এপ্রিল ঢাকা হয়ে সিলেটে নামবে হারমানপ্রীত কৌরের দল। পাঁচ দিন পর শুরু হবে সিরিজ। সবকটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবির গ্রাউন্ডস বিভাগের সূত্র তথ্যটি নিশ্চিত করেছে। আগামী ২৮ এপ্রিল সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুদল। পরের দুই ম্যাচ হবে ৩০ এপ্রিল ও ২ মে। তবে চতুর্থ ম্যাচের আগে তিন দিন বিরতি রাখা হয়েছে। আগামী ৬ মে হবে সিরিজের চতুর্থ ম্যাচ, শেষ ম্যাচটি হবে ৯ মে। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। তৃতীয় ও চতুর্থ ম্যাচটি হবে দুপুর ২টায়। সিরিজের শেষ ম্যাচটি হবে আবার সন্ধ্যা সাড়ে ৬টায়।
৩১ মার্চ, ২০২৪
X