গ্লোবাল শীর্ষস্থানীয় স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল উন্মোচন করেছে ফ্ল্যাগশিপ স্মার্টফোন, আইটেল এস ২৩+।
আইটেল এস ২৩+ এসেছে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড কার্ভড স্ক্রিন নিয়ে। ৯৩ শতাংশ আল্ট্রা-হাই স্ক্রিন-টু-বডি রেশিওসহ কার্ভড ডিসপ্লেটি কনটেন্ট ওয়াচিং, গেমিং বা রেগুলার ব্যবহার সব জায়গাতেই যুক্ত করবে সেরা অভিজ্ঞতা। এই ফোনের ফুল এইচডি প্লাস কার্ভড স্ক্রিন। আইটেল এস ২৩+ অফার করছে ম্যাসিভ ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি পর্যন্ত র্যাম (৮জিবি + ৮জিবি এক্সটেন্ডেড)। রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জার ও ৫০০০ এমএএইচের কম্বিনেশন। আইটেল এস ২৩+ এর ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ৩২ মেগাপিক্সেল এআই সেলফি এবং ব্যাক ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের হাই ডেফিনিশন ক্যামেরা। আইটেল এস ২৩+ এখন বাংলাদেশের সব আইটেল ব্র্যান্ড আউটলেট এবং রিটেইল স্টোরে পাওয়া যাচ্ছে মাত্র ১৯ হাজার ৯৯০ টাকায় (ভ্যাট প্রযোজ্য)। সংবাদ বিজ্ঞপ্তি।