

জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা এহসানুল হক সেলিম আবারও পুরস্কারে ভূষিত হয়েছেন। ২৫তম এ-ওয়ান টেলিমিডিয়া হৃদয়ে স্বাধীনতা অ্যাওয়ার্ড-২০২৫ উপলক্ষে গত ৫ ডিসেম্বর এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার পেয়ে নিজের অনুভূতি প্রসঙ্গে নাট্যনির্মাতা এহসানুল হক সেলিম বলেন, যে কোনো পুরস্কার পাওয়া সবসময়ই আনন্দের। কাজের স্বীকৃতি হিসেবে একজন মানুষ পুরস্কৃত হলে যেমন উৎসাহিত হন, তেমনি আগামীদিনে আরও ভালো কাজ করতে আগ্রহী হন।’ আয়োজক এ-ওয়ান টেলিমিডিয়ার চেয়ারম্যান খ ম খুরশীদকে তিনি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
মন্তব্য করুন