রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১৭তম ঢাকা মোটর শো-২০২৪ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) এ শো উদ্বোধন করা হয়।
বিশ্বের ১৩২টি দেশে ফোরল্যান্ড পিকআপ অত্যন্ত সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও চাংশা-ফোরল্যান্ড মোটর টেকনোলজি কোম্পানি লিমিটেডের যাত্রা শুরু হয় মেটাল মোটরস লিমিটেড এর হাত ধরেই।
১৭তম ঢাকা মোটর শো’র উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। পরবর্তী সময়ে তিনি মেটাল মোটরস লিমিটেডের প্যাভিলিয়ন ঘুরে দেখেন।
বাংলাদেশে চীনের বিখ্যাত চাংশা-ফোরল্যান্ড মোটর টেকনোলজি কোম্পানি লিমিটেডের পিকআপের একমাত্র পরিবেশক মেটাল মোটরস লিমিটেড তাদের ৪টি মডেল প্রদর্শন করেছে। মডেলগুলো হলো- টি৩-১টন পিকআপ, টি৫ সিরিজ-১টন পিক আপ, টি৫ সিরিজ-১.২টন পিকআপ, এল৩ সিরিজ- ১.৫টন পিকআপ। যা দর্শকদের মাঝে বিপুল আগ্রহ তৈরি করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেটাল গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার সাদিদ জামিল। যার সহযোগিতা এবং দিকনির্দেশনায় মেটাল মটরস এগিয়ে চলেছে দুর্বার গতিতে।
আরও উপস্থিত ছিলেন মেটাল মটরস লিমিটেডের জেনারেল ম্যানেজার এবং হেড অব বিজনেস ইঞ্জিনিয়ার মো. ফজলুল করিম, ফোরল্যান্ড ইন্টারন্যাশনাল এর বাংলাদেশ শাখার কান্ট্রি হেড মি. লি এবং ভাইস জেনারেল ম্যানেজার চাওশ্যান সুন। এ ছাড়াও ফোরল্যান্ডের চাইনিজ ডেলিগেটসহ মেটাল মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, মেলা উপলক্ষে থাকছে আকর্ষণীয় উপহার এবং নগদ মূল্য ছাড়।
মন্তব্য করুন