

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১১০ সদস্যবিশিষ্ট বগুড়া জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) রাত ৮টার দিকে এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘোষণা-পরবর্তী ছয় মাস থাকবে এ কমিটির মেয়াদ।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত বগুড়া জেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদকে। বগুড়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে রাফিয়া সুলতানাকে। জেলা এনসিপির অন্য পদগুলোর মধ্যে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক এবং সুলতান মাহমুদকে জেলা কমিটির সদস্য সচিব করা হয়েছে।
যুগ্ম আহ্বায়করা হলেন- সিরাজুল ইসলাম (সিরাজ), ডা. এনামুল হক (বাবু বিশ্বাস), হেলালুজ্জামান, সাংবাদিক আব্দুল আলিম, ফারুক হোসেন, আব্দুল্লাহিল বাকী, সৈয়দ আবু নাসের আলম, জাহাঙ্গীর আলম, কাজি মোহাম্মদ শাহজাহান আলী, নাহিদ ইসলাম ও রাজু আহমেদ বাপ্পি।
এদিকে কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে অ্যাড. ইজাজ আল ওয়াসি জীমকে।
সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে সাতজনকে। যথাক্রমে শওকত ইমরান, রাশেদ সাদাত, মাইনুল ইসলাম, এফএম মাহমুদুল হক রাকিব, হুমায়ন কবির হিমু, মশিউর রহমান (বিপু) ও জুবায়ের আহমেদ জয়। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এটিএম নাহিদুজ্জামান। সদস্য পদে রাখা হয়েছে ৭৩ জনকে।
দলটির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়ায় এনসিপিকে শক্তিশালী করতে জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
মন্তব্য করুন