কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ভাইরাল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের ভিডিও নিয়ে যা জানা গেল

চট্টগ্রামের সন্দ্বীপে অনুষ্ঠানে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেন এক বক্তা। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সন্দ্বীপে অনুষ্ঠানে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেন এক বক্তা। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সন্দ্বীপে মাহফিলের মাঠে ‘পাকিস্তান পাকিস্তান, জিন্দাবাদ জিন্দাবাদ’ বলে স্লোগান দিয়েছেন এক ইসলামিক বক্তা। ২০ সেকেন্ডের সেই স্লোগানের ভিডিও সোমবার (০১ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাড়লে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। বিষয়টি নেটিজনদের মধ্যে নানা আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

রোববার (৩০ নভেম্বর) রাতে সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নে অনুষ্ঠিত কোরআন তিলাওয়াত সম্মেলনের এক ইসলামিক বক্তা এমন স্লোগান দেন। উপস্থিত দর্শকদের অনেকে সেটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, মঞ্চে বসে এক বক্তা দুই হাত ওপরে তুলে স্লোগান ধরেছেন, ‘পাকিস্তান পাকিস্তান’, এরপর সামনে উপস্থিত দর্শকরা ‘জিন্দাবাদ জিন্দাবাদ’ বলে সুর মিলায়। বক্তা আবার বলছেন, ‘বাংলাদেশ বাংলাদেশ’।

সমবেত ব্যক্তিরা তার সঙ্গে সুর মিলিয়ে বলছেন, ‘জিন্দাবাদ জিন্দাবাদ।’ এরপর বক্তা স্লোগান ধরেন নারায়ে তাকবির, আল্লাহু আকবার।

কোরআন তিলাওয়াত সম্মেলনে উপস্থিত মাইটভাঙ্গা এলাকার বাসিন্দা নাঈম কালবেলাকে বলেন, রোববার মাইটভাঙ্গার সাউথ সন্দ্বীপ উচ্চবিদ্যালয়ের মাঠে পাকিস্তান থেকে আসা এক ইসলামি বক্তা মঞ্চে আসার পর সঞ্চালক এমন স্লোগান ধরেন।

সম্মেলনে উপস্থিত আরও এক ব্যক্তি কালবেলাকে বলেছেন, মূলত ইরান, মিসর, ফিলিপাইন ও পাকিস্তানের প্রতিযোগীরা সম্মেলনে অংশ নেন। প্রতিযোগী মঞ্চে এলে সঞ্চালক স্লোগান ধরেন।

অনুষ্ঠানের আরেকটি ভিডিওতে দেখা যায়, মিসরের বক্তা মঞ্চে ওঠার পর ‘মিসর জিন্দাবাদ’ স্লোগানে তাকে স্বাগত জানানো হচ্ছে।

ভাইরাল ভিডিওটির বিষয়ে জানতে আয়োজক প্রতিষ্ঠান সাওতুল কোরআন ইনস্টিটিউটের পরিচালক হাফেজ তাওহিদের মোবাইলে কল করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সন্দ্বীপের বীর মুক্তিযোদ্ধারা। বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোলায়মান বাদশা কালবেলাকে বলেন, ‘পাকিস্তান জিন্দাবাদ’-এর নিন্দা জানাই।

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা হিসেবে আমি জানিয়ে দিতে চাই, এমন স্লোগান আমরা সহ্য করব না।’

এ বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপের নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা ভিডিওটি দেখেননি উল্লেখ করে বলেন, ‘ভিডিওর বিষয়টি কেউ আমার নজরেও আনেনি। যদি এমনটি হয়, তা দুঃখজনক। আমি ঘটনার বিস্তারিত জানতে চেষ্টা করব।’

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী কালবেলাকে বলেন, ‘কেউ যদি এমন স্লোগান দিয়ে থাকেন, তাহলে আমরা যথাযথভাবে তা খতিয়ে দেখব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরম দুধে মধু মিশিয়ে খাওয়া ভালো নাকি ক্ষতিকর? জেনে নিন

যে কারণে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করতে হয়েছিল ভারতের বিশ্বকাপ জয়ের নায়িকার

আইনজীবী আলিফ হত্যা : দুই আসামির বিরুদ্ধে ক্রোকি পরোয়ানা জারি

হবিগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থিতায় চমক, নয়া প্রার্থী অলিউল্লাহ নোমান

জীবনসঙ্গীকে অযথা সন্দেহ? হতে পারে ওথেলো সিনড্রোম

খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদীখানে বিএনপির দোয়া মাহফিল

সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিখোঁজ ১৩ জেলের সন্ধান মিলেছে

শয়তানের পূজা করতে শিশুদের যৌন নির্যাতন, গ্রেপ্তার ৪

ভাইরাল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের ভিডিও নিয়ে যা জানা গেল

১০

৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক

১১

খালেদা জিয়ার সুস্থতা কামনায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

১২

বিসিবিএল ও ‘এফসিডি-সিএবি’র সমঝোতা স্মারক

১৩

লিবিয়ায় ৪০ বাংলাদেশি আটক

১৪

রূপগঞ্জে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত

১৫

বিপিএলে ফিক্সিং রোধে যে পদক্ষেপ নিল বিসিবি

১৬

নির্বাচনের জন্য আরও বেশি সমঝোতা-ঐক্য প্রয়োজন : ডা. তাহের

১৭

ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

১৮

দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের লড়াই অব্যাহত থাকবে : ডা. শফিকুর রহমান

১৯

তদন্ত কমিটি গঠন / ‘মিনিস্ট্রি অডিটে ঘুষের রেট এক মাসের বেতন’ প্রতিবেদনে তোলপাড়

২০
X