মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
বিএনপির কারাবন্দি নেতা খোকনের পরিবারের খোঁজ নিলেন মহানগরীর নেতারা
দীর্ঘদিন কারাগারে আটক বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের পরিবারের খোঁজ নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা। শনিবার (২০ এপ্রিল) বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে খোকনের ঢাকার বাসায় যান নেতারা। এ সময় বিএনপির নেতারা তার সহধর্মিণী ও বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানার সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন। মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হেনা আলাউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ ইউনুস মৃধা, সদস্য ফারুক-উল- ইসলাম, মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবা চৌধুরী বীথি প্রমুখ।
২০ এপ্রিল, ২০২৪

কারাবন্দি নেতা চাঁদের পরিবারের খোঁজ নিলেন রিজভী
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু সাঈদ চাঁদ দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি। তার অসুস্থ স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সার্বিক খোঁজখবর নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর চারঘাট উপজেলার মারিয়া গ্রামে আবু সাঈদ চাঁদের বাড়িতে যান রিজভী। এ সময় চাঁদের গুরুতর অসুস্থ স্ত্রী ও ছেলে রাকিবুল হাসান অলিভের সঙ্গে দেখা করেন এবং কারাবন্দি আবু সাঈদ চাঁদের খোঁজখবর নেন। এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, রিজভীর সহকারী আরিফুর রহমান তুষার তার সঙ্গে ছিলেন। পরিবারের সদস্যরা জানান, আবু সাঈদ চাঁদ মিথ্যা মামলায় দীর্ঘ সময় ধরে কারাবন্দি থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এ ছাড়া তাকে বিভিন্ন জেলায় রিমান্ডে নিয়ে নানাভাবে নাজেহাল করা হয়েছে। বর্তমানে কারাগারে তিনি অমানবিক জীবনযাপন করছেন। পরিবারের সদস্যরা অবিলম্বে তার মুক্তির দাবি জানান। এ সময় পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে রিজভী বলেন, এভাবে বেশিদিন আর চলবে না, জোর করে ডামি নির্বাচন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না। খুব অচিরেই এই অন্ধকার-কালো-বর্বর শাসনের অবসান হবে। দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। মানুষ আবার স্বাধীন ও মুক্তভাবে তাদের মতপ্রকাশের সুযোগ পাবে। অবিলম্বে কারাবন্দি আবু সাঈদ চাঁদসহ আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন রিজভী।
১৬ ফেব্রুয়ারি, ২০২৪

বিএনপির কারাবন্দি নেতা সাত্তারের বাসায় আব্দুস সালাম
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক কারাবন্দি আব্দুস সাত্তারের পরিবারের সদস্যদের খোঁজ নিয়েছেন দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। আজ শুক্রবার (২০ অক্টোবর) রাতে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে গ্রেপ্তারকৃত সাত্তারের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের সান্ত্বনা জানান। এ সময় সূত্রাপুর থানা বিএনপি নেতা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জিত কুমার দেব জনি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রচার সেলের সদস্য মাহফুজ কবির মুক্তা, ছাত্রদল নেতা মোহাম্মদ ইব্রাহিমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৭ অক্টোবর পুরান ঢাকার জজকোর্টে হাজিরা দিয়ে আসার সময় কোর্ট প্রাঙ্গণ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আব্দুস সাত্তারকে আটক করে।
২০ অক্টোবর, ২০২৩
X