ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক কারাবন্দি আব্দুস সাত্তারের পরিবারের সদস্যদের খোঁজ নিয়েছেন দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।
আজ শুক্রবার (২০ অক্টোবর) রাতে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে গ্রেপ্তারকৃত সাত্তারের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের সান্ত্বনা জানান।
এ সময় সূত্রাপুর থানা বিএনপি নেতা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জিত কুমার দেব জনি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রচার সেলের সদস্য মাহফুজ কবির মুক্তা, ছাত্রদল নেতা মোহাম্মদ ইব্রাহিমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর পুরান ঢাকার জজকোর্টে হাজিরা দিয়ে আসার সময় কোর্ট প্রাঙ্গণ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আব্দুস সাত্তারকে আটক করে।
মন্তব্য করুন