যে কারণে মুম্বাই অপরাধ দমন শাখা ডেকেছে তামান্নাকে
ভারতীয় চিত্রনায়িকা তামান্না ভাটিয়া। সুনামের সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন দক্ষিণ ও বলিউড ইন্ডাস্ট্রিতে। এবার তার বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। নাম এসেছে অনলাইনে আইপিএলের বেআইনি সম্প্রচারকাণ্ডে।  তামান্না ভাটিয়াকে মহারাষ্ট্র পুলিশের সাইবার অপরাধ দমন শাখার তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর জন্য এপ্রিলের ২৯ তারিখ জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে হাজিরা দিতে আসতে পারেননি তিনি। চেয়েছেন মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার কাছে সময়। খবর : নিউজ ১৮ গত বছর ‘ফেয়ার প্লে’ নামের একটি অ্যাপে বেআইনিভাবে আইপিএলের সম্প্রচারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এর আগে ‘মহাদেব বেটিং’ অ্যাপকাণ্ড প্রকাশ্যে আসে। তদন্তে পুলিশ দাবি করেছে, দুটি অ্যাপের মধ্যে যোগসূত্র রয়েছে তামান্নার। যার জন্যই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। মুম্বাই পুলিশকে তামান্নার পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে তিনি ভারতে নেই। জিজ্ঞাসাবাদের নতুন নির্ধারণ করা হলে তিনি উপস্থিত থাকতে পারবেন। এর আগে এই অ্যাপের সঙ্গে জড়িত থাকার কারণে অভিনেতা রণবীর কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ, সংগীতশিল্পী বাদশাসহ একাধিক বলিউড তারকাকে জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ। সম্প্রতি ২৩ এপ্রিল অভিনেতা সঞ্জয় দত্তকেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চিঠি পাঠান। অভিনেতা দেশে না থাকায় তিনিও হাজির হতে পারেননি।
২৯ এপ্রিল, ২০২৪

সাইবার অপরাধ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের অংশগ্রহণ অপরিহার্য: সিআইডি প্রধান
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেছেন, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের অংশগ্রহণ অপরিহার্য। আজকের ছাত্রছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ, তারাই হবে জাতির কর্ণধার ও দেশগড়ার কারিগর। সাইবার বুলিং, সাইবার হ্যারেজমেন্ট, আনইথিক্যাল কন্টেন্ট, হ্যাকিং, ফিশিং, ম্যালওয়্যার, র‍্যানসমওয়্যার ইত্যাদি সাইবার অপরাধ প্রতিরোধে আজকের ছাত্র-ছাত্রীরাই আগামীতে ফ্রন্টলাইন ফাইটার হিসেবে কাজ করবে।   শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে অনুষ্ঠিত ‘স্টুডেন্টস এনগেজমেন্ট টু কমব্যাট সাইবারক্রাইম’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৯১ জন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ৫৩ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ২০ জন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১০ জন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২০ জন, উত্তরা বিশ্ববিদ্যালয়ের ২১ জন, কানাডিয়ান বিশ্ববিদ্যালয় থেকে ২২ জন ও গ্রিন বিশ্ববিদ্যালয়ের ১০ জনসহ মোট ২৪৭ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপস বিভাগের বিশেষ পুলিশ সুপার (পদোন্নতিতে অ্যাডিশনাল ডিআইজি) তৌহিদুল ইসলাম, ডিজিটাল ফরেনসিক বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ডিজিটাল ফরেনসিক বিভাগের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল হক, প্রশ্নোত্তর পর্বে মডারেটরের দায়িত্ব পালন করেন আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক ড. খান সরফরাজ আলী। সিআইডির অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন ও ফরেনসিক) তানভীর হায়দার চৌধুরী সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য দেন। তরুণ প্রজন্ম তথা শিক্ষার্থীরা ডিজিটাল সচেতনতা বাড়ানোর মাধ্যমে সাইবার অপরাধ নিবারণে সক্রিয় হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সিআইডির সঙ্গে যৌথভাবে কাজ করবে বলে জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। সেমিনারের প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনা পর্বে তরুণ শিক্ষার্থীরা প্রাণবন্ত অংশগ্রহণ করেন। সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সাইবার অপরাধ সম্পর্কে নিজেদের সমৃদ্ধ করেন ও তাদের মতামত প্রকাশ করেন। সেমিনার শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করেন এবং শিক্ষার্থীরা সিআইডির ফরেনসিক ল্যাবগুলো পরিদর্শন করেন। সেমিনারে সোশ্যাল মিডিয়াসহ ডিজিটাল মাধ্যম ব্যবহারে নানা ধরনের জালিয়াতি, আর্থিক অপরাধ, সাইবার অপরাধ, সাইবার চাঁদাবাজি, মাদক পাচার, অর্থ পাচার, নানা ধরনের প্রতারণার ফাঁদ ও হ্যাকিং নিয়ে বিশদ আলোচনা হয়। সিআইডির পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম, তথ্য শেয়ারিং ও নিজ নিজ জায়গা থেকে চেঞ্জ মেকার হিসেবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
২৭ এপ্রিল, ২০২৪

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পথে আইসিসি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পথে রয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। অদূর ভবিষ্যতে তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে। ইতিমধ্যে এই গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে জরুরি বৈঠক করেছেন নেতানিয়াহু। শুক্রবার (১৯ এপ্রিল) ইসরায়েলি টিভি চ্যানেল ১২ এবং সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এসব তথ্য জানিয়েছে। চ্যানেল ১২-এর খবর অনুযায়ী, গত মঙ্গলবার কীভাবে এই গ্রেপ্তারি পরোয়ানা এড়ানো যায় তা খুঁজে বের করতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির তিনজন মন্ত্রী ও বেশ কয়েকজন সরকারি আইনজীবী একটি জরুরি বৈঠক করেছেন। অদূর ভবিষ্যতে এই ধরনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে এমন বার্তা পাওয়ার পরই বৈঠকে বসেন তেল আবিবের কর্তা ব্যক্তিরা। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজের কার্যালয় বৈঠকের বিষয়টি টাইমস অব ইসরায়েলকে নিশ্চিত করেছে। তারা এ-ও জানিয়েছে যে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের কর্মকর্তাদের বিরুদ্ধে পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে, এমন বিষয় নিয়েও আলোচনা হয়েছে। মঙ্গলবারের ওই বৈঠকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী কাৎজ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন ও কৌশলবিষয়কমন্ত্রী রন দার্মার উপস্থিত ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা যেন না জারি করা হয় সেজন্য ইসরায়েল আইসিসি এবং এই আদালতের ওপর প্রভাব রয়েছে এমন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। চলতি সপ্তাহে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপন করে তাদের সহায়তা চেয়েছেন নেতানিয়াহু। ইতিমধ্যে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছে ইসরায়েল। বিশেষ করে গাজা উপত্যকায় যুদ্ধের মধ্যে মানবিক সংকটের কারণে তেল আবিবের আশঙ্কা আরও প্রবল হয়েছে। এ ছাড়া অনেক দেশ সেখানে ইসরায়েল আন্তর্জাতিক আইন ও গণহত্যাবিষয়ক জেনেভা কনভেনশন লঙ্ঘন করছে বলেও অভিযোগ তুলেছে। মূলত ২০১৪ সালের হামাস ও আইডিএফের যুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ নিয়ে ২০১৯ সালে তদন্ত করার ঘোষণা দেয় আইসিসি। করোনার কারণে প্রায় দেড় বছর তদন্ত স্থগিত থাকলেও ২০২১ সালের মার্চে পুনরায় তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এরই অংশ হিসেবে গত ডিসেম্বরে আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান ইসরায়েল সফর করেন। তার সফরের তিন মাসের মাথায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি সামনে এলো।
১৯ এপ্রিল, ২০২৪

সরাইলে অপরাধ ঠেকাতে সড়কের ঝোঁপঝাড় পরিষ্কার
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের সরাইলের অংশ দুই পাশে ঝোঁপঝাড় পরিষ্কার করার কাজ শুরু হয়েছে।   সোমবার (১ এপ্রিল) দুপুরে সরাইল থানা ও কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ধরন্তি নামক এলাকায় ৮ কিলোমিটার সড়কের ঝোপঝাড় পরিষ্কার কার্যক্রম শুরু হয়।  এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মেজবাহ উল আলম ভূঁইয়া, সরাইল থানা সহকারী পুলিশ সুপার রাকিবুল হাসান, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের দুইপাশে ছোট গাছপালা গজিয়ে উঁচু জঙ্গলের সৃষ্টি হয়েছে। যা রাতের বেলায় ডাকাতসহ দুষ্টু প্রকৃতির মানুষের কাজে সহায়ক। প্রায়ই ঘটে ডাকাতির মতো ঘটনা। পথচারীদের হারাতে হয় কাছে থাকা মালপত্র। পরিবহন চালকসহ পথচারীদের কাছে এ নিয়ে আতঙ্ক বিরাজ করে। এমন অবস্থা সরাইল উপজেলার কালিকচ্ছ হইতে ধরন্তি কুইট্টা ব্রিজ পর্যন্ত সড়কে। এ থেকে বাঁচাতে ও নিরাপদ সড়কের পরিবেশ সৃষ্টিতে অপ্রয়োজনীয় গাছ ঝোঁপঝাড় কাটার উদ্যোগ নিয়েছেন উপজেলা প্রশাসন, সার্কেল এসপি ও সরাইল থানা। পরিষ্কার কার্যক্রম বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, উপজেলা ধরন্তি নামক এলাকায় ৮ কিলোমিটার জুড়ে দুই পাশে ফাঁকা, নাই কোনো ঘরবাড়ি, আছে দুই একটা ইঁটমিল। দুই পাশে জল জঙ্গলের মত জায়গায় প্রায়ই চুরি ডাকাতির চেষ্টা করে। আমরা পুলিশেও এখানে নিয়মিত ডিউটি করি। তারপরও সামনে ঈদ আসছে। ঈদ উপলক্ষে যাতায়াত নির্বিঘ্ন করতে এসব পরিস্কার করা হচ্ছে।  এ বিষয়ে সরাইল থানা সহকারী পুলিশ সুপার রাকিবুল হাসান বলেন, চলাচলের জনসাধারণের নিরাপত্তা দিতে সড়কের দুই পাশে ঝোঁপঝাড় পরিষ্কার করা হয়েছে।  সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মেজবাহ উল আলম ভূঁইয়া বলেন, সড়কের যান চলাচলের স্বাভাবিক রাখতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।  যাতে করে দুষ্কৃতকারী কোনো সমস্যা সৃষ্টি না করতে পারে এবং রাস্তাটাও ঠিক থাকে। 
০২ এপ্রিল, ২০২৪

ঢাবিতে অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর স্মরণসভা অনুষ্ঠিত 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম আরিফ টিপুর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ক্যাফেটেরিয়ায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আয়োজিত হয় এ সভা। ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজার সঞ্চালনায় গোলাম আরিফ টিপুর অস্থায়ী বেদীতে শ্রদ্ধা নিবেদন ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে স্মরণসভা শুরু হয়। এসময় গোলাম আরিফ টিপুর সংগ্রামী ও কর্মময় জীবনী পাঠ করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হক মুক্ত।  স্মরণসভায় আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক এম এম আকাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল বলেন, গোলাম আরিফ টিপু সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন। অত্যন্ত সংযমী মানুষ ছিলেন, বিলাসবহুল জীবন তাকে টানেনি। মানবাধিকারবিরোধী গণহত্যা যারা করেছে তাদের সাজা দেওয়ার জন্য তিনি সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। শুধু বাংলাদেশেই নয় পৃথিবীর দেশে দেশে যেখানে গণহত্যা হয়েছে তার বিরুদ্ধেও তার অবস্থান ছিল। তার লড়াই সংগ্রাম ও কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, গোলাম আরিফ টিপু তার দীর্ঘ কর্মযজ্ঞের মাধ্যমে নির্দ্বিধায় আমাদের মাঝে বেঁচে থাকবেন। তার জীবনাচার সবাইকে উদ্বুদ্ধ করেছে। তিনি ছিলেন সবার আশ্রয়স্থল। তিনি যখন ট্রাইব্যুনালের প্রধান ছিলেন তখন তিনি আনুষ্ঠানিকভাবে আবার কমিউনিস্ট পার্টির সদস্য পদ নবায়ন করেন। জীবনের শেষ দিন অবধি মানুষের জন্য কাজ করার আকাঙ্ক্ষা ধরে রেখেছেন। এই বৈরী সময়কে অতিক্রম করতে হবে এবং তিনি যে মুক্ত মানবের মুক্ত সমাজ তিনি গড়তে চেয়েছেন সেই লক্ষ্যে এই তরুণ প্রজন্মকে কাজ করে যেতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ তার বক্তব্যে বলেন, কারও কারও মৃত্যু পাখির পাখার মতো হালকা কারও কারও মৃত্যু পাহাড়ের মতো ভারী। ওনার মৃত্যুটা পাহাড়ের মতোই ভারী। সমাজপ্রগতির লড়াই এগিয়ে নিতে তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। অন্যদের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ সীমন, ঐক্য ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম এ সবুর, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. সুব্রত চৌধুরী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বাবু, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক সোহরাব হোসেন এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি হাসান তারিক চৌধুরী সভায় বক্তব্য রাখেন। এ ছাড়াও সভায় গোলাম আরিফ টিপুর কর্মময়, সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করেন তার সহধর্মিণী জাহান আরা বেগম, তার বড় মেয়ে ডালিয়া নাসরিন, ছোট মেয়ে ডানা নাজলী এবং নাতনি প্রীতি প্রিয়াংকা প্রিনা। স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক আমজাদ হোসেন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, লুনা নূর, মানবেন্দ্র দেব, লাকী আক্তার, ফয়েজ উল্লাহসহ ছাত্র ইউনিয়নের সাবেক নেতারা এবং বিভিন্ন বিশিষ্টজন।
৩০ মার্চ, ২০২৪

৩১ মার্চ পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন এম ইনায়েতুর রহিম
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন। দেশে ফিরবেন আগামী ৩১ মার্চ। এ সময়কালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। শনিবার (২৩ মার্চ) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, আগামী ২৭ মার্চ ওবায়দুল হাসান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময়ে প্রধান বিচারপতির অবর্তমানে এম ইনায়েতুর রহিম প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। ১৯৬০ সালের ৮ নভেম্বর দিনাজপুরে জন্মগ্রহণ করেন এম ইনায়েতুর রহিম। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করার পর এলএলবি ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৮৬ সাল থেকে আইন পেশা শুরু করে ২০০২ সালে আপিল বিভাগে আইনজীবী হন। এক সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। এরপর ২০০৯ সালে অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে যোগ দেন।  ২০১১ সালে হাইকোর্টে স্থায়ী হন বিচারপতি এম. ইনায়েতুর রহিম। একপর্যায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন ২০২২ সালের ৯ জানুয়ারি। একইসঙ্গে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
২৩ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর টিপুর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার (১৫ মার্চ) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৩ বছর বয়সে গোলাম আরিফ টিপুর ইন্তেকালের সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পররাষ্ট্রমন্ত্রী তার শোকবার্তায় বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায়  মহান মুক্তিযুদ্ধের এই প্রয়াত সংগঠক, একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক, প্রাজ্ঞ আইনজীবী গোলাম আরিফ টিপুর অবদান দেশের ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে। উল্লেখ্য, ১৯৩১ সালের ২৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন গোলাম আরিফ টিপু। তার বাবা আফতাব উদ্দিন আহমদ ছিলেন জেলা রেজিস্ট্রার। ৯ ভাইবোনের মধ্যে টিপু দ্বিতীয়। তিনি কালিয়াচর বিদ্যালয় থেকে ১৯৪৮ সালে মাধ্যমিক ও রাজশাহী কলেজ থেকে ১৯৫০ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। একই কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্নের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৫৪ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা ও ভাষা আন্দোলন কর্মী ছিলেন। তিনি ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
১৫ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর টিপু আর নেই
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু মারা গেছেন। শুক্রবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় গোলাম আরিফ টিপু মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৩ বছর। বার্ধক্য ও ঠান্ডাজনিত কারণে তিনি মারা গেছেন। জানাজা ও দাফনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ১৯৩১ সালের ২৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন গোলাম আরিফ টিপু। তার বাবা আফতাব উদ্দিন আহমদ ছিলেন জেলা রেজিস্ট্রার। ৯ ভাইবোনের মধ্যে টিপু দ্বিতীয়। তিনি কালিয়াচর বিদ্যালয় থেকে ১৯৪৮ সালে মাধ্যমিক ও রাজশাহী কলেজ থেকে ১৯৫০ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। একই কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্নের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৫৪ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা ও ভাষা আন্দোলন কর্মী ছিলেন। তিনি ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
১৫ মার্চ, ২০২৪

‘ধরে নিয়ে কিস্তিতে ঘুষ নেয় পুলিশ, আতঙ্কে মানুষ’  / পুলিশের অপরাধ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি
কালবেলায় গত ১৩ মার্চ তুরাগ থানাধীন দিয়াবাড়ী পুলিশ ফাঁড়ির কয়েকজন কর্মকর্তার অনিয়ম, ঘুষ ও দুর্নীতি নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়। ‘ধরে নিয়ে কিস্তিতে ঘুষ নেয় পুলিশ, আতঙ্কে মানুষ’ শীর্ষক সংবাদটি আমলে নিয়ে ওই দিনই ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগ। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে তুরাগ থানাধীন দিয়াবাড়ী পুলিশ ফাঁড়ির এএসআই মো. ওয়াসিমের বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ পেয়েছে কালবেলা। ওয়াসিমের বিরুদ্ধে খোদ ফাঁড়ির আইসি উপপরিদর্শক মো. আল আমিন দুইটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যদিও আইসি আলামিনের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। এ ছাড়া আইসির সঙ্গে ওয়াসিমের বাগবিতণ্ডার আরও একটি অডিও রেকর্ড এসেছে কালবেলার হাতে। জানা গেছে, তদন্ত কমিটির প্রধান করা হয়েছে উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন ও দক্ষিণখান জোন) মো. তরিকুর রহমানকে। কমিটির বাকি দুই সদস্য হলো- সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল উত্তরা পূর্ব) এম ফখরুল হাসান ও উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম। কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করলেও তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে কমিটির প্রধান মো. তরিকুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। গত ১৩ মার্চ গঠিত ওই তদন্ত কমিটিতে উল্লেখ করা হয়েছে, ‘দৈনিক কালবেলা’ পত্রিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার উত্তরা বিভাগের দিয়াবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত ফাঁড়ির ইনচার্জ, এসআই (নিরস্ত্র) টি এম আল আমিন এবং এএসআই (নিরস্ত্র) ওয়াসিম, দ্বয়ের ছবি সংবলিত ‘ধরে নিয়ে কিস্তিতে ঘুষ নেয় পুলিশ, আতঙ্কে মানুষ’ শিরোনামে একটি প্রতিবেদন ফলাও করে প্রচার করা হয়। যা বিভিন্ন অনলাইনেও ছড়িয়ে পড়ে। প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় সোর্সের মাধ্যমে বিভিন্ন অটোরিকশা/ইজি বাইকের গ্যারেজ, লেগুনা ও অটোস্ট্যান্ড এবং ফুটপাত থেকে টাকা তোলা, জনৈক মো. জাবেদকে মাদকের মামলার ভয় দেখিয়ে ২ কিস্তিতে ২০ হাজার টাকা গ্রহণ, জনৈক নূরুল হোসেনের বাড়ির ড্রেনের কাজ বন্ধ করে দিয়ে পরে ১০ হাজার টাকা নিয়ে কাজ করতে দেওয়া, বাদালদি জামে মসজিদের সামনে ওয়াজ মাহফিল চলাকালে বাসার পাশে বসা জনৈক বাবু (১৫) ও তার বন্ধু আলামিন (১৬) নামে ২ জনকে ধরে নিয়ে ৬ হাজার টাকা করে ১২ হাজার টাকা নেওয়া, সাইফুদ্দিন ওরফে সুন্দরি নামে এক ছেলেকে ধরে ২ লাখ টাকা দাবি করে না পেয়ে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট দিয়ে মামলা দেওয়া, লোকজনকে চেক করে সঙ্গে থাকা টাকা হাতিয়ে নেওয়া, মাদক পেয়েও অটোরিকশচালক রাজীবকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া, ‘ঘুষ নির্ধারণে আদালত বসান আইসি আলামিন, আদায় করেন এএসআই ওয়াসিম’, বাউনিয়া সিভিল এভিয়েশন রুমে লোকজন ধরে নিয়ে বিচার করাসহ বিভিন্ন ধরনের অভিযোগের বর্ণনা করা হয়েছে। এতদবিষয়ে বিস্তারিত অনুসন্ধান পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নিম্নোক্ত কর্মকর্তাদের সমন্বয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হলো। কমিটির সদস্যগণকে ৩ (তিন) কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হলো। এদিকে ওয়াসিমের বিরুদ্ধে আইসি আল আমিনের দায়ের করা দুটি জিডির কপি রয়েছে কালবেলার হাতে। এতে দেখা যায়, আল-আমিন একটি জিডি করেছেন গত বছরের ১৪ ডিসেম্বর। ওইদিন দুপুর ১২.২০ মিনিটে ৩০৬ নম্বর ক্রমিকের ওই জিডিতে আইসি আল-আমিন উল্লেখ করেছেন, ওয়াসিমের বিরুদ্ধে বিভিন্ন লোকজনকে আটক করে হয়রানিসহ মারধরের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ওসি সাহেবসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে ঊধ্বর্তন স্যারদের নির্দেশে তার বিরুদ্ধে জিডি করে প্রতিবেদন প্রদানের নির্দেশে এই জিডি করা হলো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়াসিমকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই জিডিতে। গত ১০ জানুয়ারি আরও একটি জিডি করেন উপপরিদর্শক আল আমিন। ওই জিডিতেও একই ধরনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়াও ১ মিনিট ৪১ সেকেন্ডের একটি অডিও রেকর্ড এসেছে কালবেলার হাতে। সেখানে বলতে শোনা যায়, আইসি আলামিন ওয়াসিমকে বলছেন, আপনারে যে আমি ভদ্র ভাষায় কথাগুলো বলি আপনার কি আমার কথাগুলো পছন্দ হইতেছে না। আপনি নিগ্রোটারে ডেইলি (ওয়াসিমের সোর্স, আটকে পড়া নাইজেরিয়ান) কেন নিয়ে আসতেছেন এলকার ভেতরে... উত্তরে ওয়াসিম আলামিনকে গালি দেন। এরপর ট্রাকে নিগ্রো কেন উঠছে জানতে চাইলে ওয়াসিম বলেন, কোন ট্রাকে নিগ্রো উঠছে, আপনি ফাও আমারে বলতেছেন কেন? এরপর বিশ্রি ভাষায় আইসিকে গালাগাল করেন ওয়াসিম। এরপর আলামিন বলেন, ওয়াসিম আপনার নিগ্রোরে যদি আমি পাই। ওরে ধরে চালান দিয়ে দেব। জানতে চাইলে আইসি উপপরিদর্শক আল-আমিন কালবেলাকে বলেন, আমার ফাঁড়িতে ৫ জন এএসআই। সবাইকে মানাতে পারলেও ওয়াসিম আমার কথা শোনে না। সে ডেসপারেট। আমি বিষয়গুলো উধ্বর্তন স্যারদেরও জানিয়েছি। ডিএমপি কমিশনারের তদন্ত কমিটি ঘটনা তদন্ত ও দায়-দায়িত্ব নিরূপণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে আরও একটি তদন্ত কমিটি করা হয়েছে। গতকাল ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত ওই কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। ডিএমপির আইএডির উপ-পুলিশ কমিশনারকে কমিটির প্রধান করা হয়েছে। সদস্য হিসেবে আছেন ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (কমিউনিটি পুলিশিং) ক্রাইম বিভাগের শুভ কুমার ঘোষ ও সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) ফেরদাউছ হোসেন। তদন্ত কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও সত্যতা যাচাইকরণ, দায়-দায়িত্ব নির্ধারণপূর্বক মতামতসহ বিস্তারিত প্রতিবেদন দাখিল।
১৫ মার্চ, ২০২৪

আর্থিক অপরাধ ঠেকাতে এফসিসি কোর্স অনুষ্ঠিত
দেশে আর্থিক খাতে অপরাধ ঠেকাতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শেষ হলো এফসিসি কোর্সের প্রথম ব্যাচের গ্র্যাজুয়েশন। আর্থিক অপরাধ ও কমপ্লায়েন্সের (এফসিসি) বিভিন্ন দিক সম্পর্কে সচেতনতা বাড়াতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ‘এফসিসি সার্টিফিকেশন প্রোগ্রাম’ পরিচালনা করা হচ্ছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গতকাল এফসিসি কোর্সের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হয়। এ সময় ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মাহবুব রহমান, বিজনেস স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মুজিবুল হকসহ অন্যরা।   অনুষ্ঠানে নাসের এজাজ বিজয় বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই কোর্সটি খুবই যুগোপযোগী। প্রতারণামূলক আর্থিক লেনদেনের কারণে বছরে শতকোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। এতে সরকার, ব্যাংক, জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কোর্সে অর্জিত জ্ঞানের প্রয়োগের মাধ্যমে প্রতারণামূলক আর্থিক লেনদেন এবং কর্মকাণ্ড ঠেকানো সম্ভব হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মাহবুব রহমান বলেন, টেকসই আর্থিক খাত তৈরিতে নৈতিকতা শিক্ষা জরুরি। এফসিসি সার্টিফিকেট কোর্সটি একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধ গড়তে ভূমিকা রাখবে।
১৩ মার্চ, ২০২৪
X