ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৪:২৭ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর স্মরণসভা অনুষ্ঠিত 

টিএসসি ক্যাফেটেরিয়ায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
টিএসসি ক্যাফেটেরিয়ায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম আরিফ টিপুর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ক্যাফেটেরিয়ায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আয়োজিত হয় এ সভা।

ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজার সঞ্চালনায় গোলাম আরিফ টিপুর অস্থায়ী বেদীতে শ্রদ্ধা নিবেদন ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে স্মরণসভা শুরু হয়।

এসময় গোলাম আরিফ টিপুর সংগ্রামী ও কর্মময় জীবনী পাঠ করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হক মুক্ত।

স্মরণসভায় আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক এম এম আকাশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল বলেন, গোলাম আরিফ টিপু সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন। অত্যন্ত সংযমী মানুষ ছিলেন, বিলাসবহুল জীবন তাকে টানেনি। মানবাধিকারবিরোধী গণহত্যা যারা করেছে তাদের সাজা দেওয়ার জন্য তিনি সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। শুধু বাংলাদেশেই নয় পৃথিবীর দেশে দেশে যেখানে গণহত্যা হয়েছে তার বিরুদ্ধেও তার অবস্থান ছিল। তার লড়াই সংগ্রাম ও কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, গোলাম আরিফ টিপু তার দীর্ঘ কর্মযজ্ঞের মাধ্যমে নির্দ্বিধায় আমাদের মাঝে বেঁচে থাকবেন। তার জীবনাচার সবাইকে উদ্বুদ্ধ করেছে। তিনি ছিলেন সবার আশ্রয়স্থল। তিনি যখন ট্রাইব্যুনালের প্রধান ছিলেন তখন তিনি আনুষ্ঠানিকভাবে আবার কমিউনিস্ট পার্টির সদস্য পদ নবায়ন করেন। জীবনের শেষ দিন অবধি মানুষের জন্য কাজ করার আকাঙ্ক্ষা ধরে রেখেছেন। এই বৈরী সময়কে অতিক্রম করতে হবে এবং তিনি যে মুক্ত মানবের মুক্ত সমাজ তিনি গড়তে চেয়েছেন সেই লক্ষ্যে এই তরুণ প্রজন্মকে কাজ করে যেতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ তার বক্তব্যে বলেন, কারও কারও মৃত্যু পাখির পাখার মতো হালকা কারও কারও মৃত্যু পাহাড়ের মতো ভারী। ওনার মৃত্যুটা পাহাড়ের মতোই ভারী। সমাজপ্রগতির লড়াই এগিয়ে নিতে তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।

অন্যদের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ সীমন, ঐক্য ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম এ সবুর, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. সুব্রত চৌধুরী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বাবু, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক সোহরাব হোসেন এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি হাসান তারিক চৌধুরী সভায় বক্তব্য রাখেন।

এ ছাড়াও সভায় গোলাম আরিফ টিপুর কর্মময়, সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করেন তার সহধর্মিণী জাহান আরা বেগম, তার বড় মেয়ে ডালিয়া নাসরিন, ছোট মেয়ে ডানা নাজলী এবং নাতনি প্রীতি প্রিয়াংকা প্রিনা।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক আমজাদ হোসেন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, লুনা নূর, মানবেন্দ্র দেব, লাকী আক্তার, ফয়েজ উল্লাহসহ ছাত্র ইউনিয়নের সাবেক নেতারা এবং বিভিন্ন বিশিষ্টজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

একমাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

১০

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

১১

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

১২

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১৩

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১৪

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১৫

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৬

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৭

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৮

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১৯

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

২০
X