‘চাঁদপুরের ইলিশ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে তাই আমিও পছন্দ করি’
সিনেমাহল বিহীন চাঁদপুরে এখনো বাংলা সিনেমা ও সিনেমার নায়ক-নায়িকাদের প্রতি জনগণের আবেগ ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। তাই তো প্রখর রোদ আর গরমকে উপেক্ষা করে বাংলা চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাসকে এক নজর দেখতে ঘণ্টার পর ঘণ্টা ঘামে ভিজে রাস্তায় অপেক্ষা করে চাঁদপুরবাসী। পরে তাদের আগ্রহের অবসান ঘটে অপু বিশ্বাসের আগমণকে ঘিরে। শুক্রবার (৩ মে) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জে জেরিন’স বিউটি সেলুন উদ্বোধন করেন অপু বিশ্বাস। কেক ও ফিতা কাটার মধ্য দিয়ে উদ্বোধন করেন সেলুনটি। এদিন শুধু অপু বিশ্বাস একাই নন, তার সঙ্গে চাঁদপুরে আরও আসেন ব্রান্ড প্রমোটর বারিশা হক, কোরিওগ্রাফার গৌতম সাহা, জেরিন’স বিউটি সেলুনের ব্যবস্থাপনা পরিচালক পারুল করিমসহ অন্যরা। ভক্তদের আগ্রহ দেখে উৎফুল্লতা প্রকাশ করেন অপু বিশ্বাস। তিনি চাঁদপুরের ইলিশের ভূয়সী প্রশংসা করেন। অপু বিশ্বাস বললেন, চাঁদপুরের ইলিশ সারা বাংলাদেশকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করে। তাই ব্যক্তি অপু বিশ্বাসও চাঁদপুরের পদ্মা-মেঘনার ইলিশ খেতে খুব পছন্দ করে। আমি সবসময়ই ইলিশ রান্না করি ও খাই। অপু বিশ্বাস আরও বলেন, একজন নারীর সফলতা দেখলে নিজের কাছেও ভালো লাগে। আমি জেরিন’স বিউটি পার্লারের সূচনাটা করে গেলাম। সবাই দোয়া করবেন যাতে এটা সফল ও সুন্দরভাবে চলতে পারে। এ সময় চাঁদপুরের হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশীদ, পৌর মেয়র আসম মাহাবুব-উল আলম লিপন, জেরিন’স বিউটি সেলুনের পরিচালক মাসুদ ইবনে করিম, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন কুমিল্লা জেলার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্য অতিথিরা বলেন- বাংলা সিনেমা আরও জনপ্রিয় করতে এবং দেশের সম্মান বৃদ্ধিতে অপু বিশ্বাসরা আরও ভূমিকা রাখবেন। একই সঙ্গে সিনেমার শুটিং ইলিশের বাড়ি চাঁদপুরে হবে এমনটাই প্রত্যাশা মেঘনাপাড়বাসীর।
০৩ মে, ২০২৪

ফুটপাতে খাবার খাচ্ছেন অপু বিশ্বাস
তারকাদের বিলাসবহুল জীবনযাপনের কথা সবাই জানেন। নামি ব্র্যান্ডের গাড়ি, দামি ঘড়ি, পোশাক থেকে শুরু করে খাবারের ক্ষেত্রেও পাঁচতারকা হোটেলেই তাদের দেখা মেলে বেশি। তবে মাঝে মধ্যে এর ব্যতিক্রমও হয় বটে। হঠাৎ যদি দেখেন ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস গাড়ি দাঁড় করে ফুটপাতের কোনো দোকানে বসে মমো আর বার্গার খাচ্ছেন, যে কেউই অবাক হবেন। শুক্রবার (৮ মার্চ) রাতে ঠিক তেমন ঘটনার সাক্ষী হলেন কালবেলার প্রতিবেদক। রাজধানীর শ্যামলীতে একটি শোরুম উদ্বোধনের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে অপুর ইচ্ছা হলো ফুটপাতে বসে মমো খাবেন।  আগারগাঁও নির্বাচন অফিসের পাশেই একটি ছোট্ট দোকানে দাঁড়ালো অপু বিশ্বাসের লাল রঙের গাড়ি। নায়িকার ঘনিষ্ঠজন কোরিওগ্রাফার গৌতম সাহা গাড়ি থেকে নেমে মমো আছে কিনা খোঁজ নিচ্ছিলেন। খানিক পরেই তৈরি হয়ে গেলো মমো আর বার্গার। অপু গাড়ি থেকে নামতেই ওই দোকানের নারী বিক্রেতার যেন বিশ্বাসই হচ্ছিল না, নায়িকা তার দোকানের কাস্টমার হয়ে এসেছেন।  অল্প কিছুক্ষণের মধ্যেই আশেপাশে ভিড় জমে যায়। কেউ কেউ জানতে চাইছেন অপু বিশ্বাস না? তাদের যেন বিশ্বাসই হচ্ছে না এত সাধারণভাবে খোলা আকাশের নিচে বসে খাবার খেতে পারেন অপু। কেউ আবার দূর থেকে ছবি তুলছেন। কারও আর্জি অপুর সঙ্গে একটা সেলফি তোলার।  ফুটপাতে বসে খাবার খাওয়া নিয়ে অপু বিশ্বাস কালবেলাকে বললেন, আমি এখানে নায়িকা হিসেবে আসিনি। খুব সাধারণ একজন মানুষ হিসেবে বসেছি। ইচ্ছা হলো তাই আমার সহকর্মীদের নিয়ে বসে পড়লাম। এই খাবারের আলাদা একটা মজা আছে। আর নারী দিবসে খেতে এসে দেখছি বিক্রেতাও কিন্তু একজন নারী। আমাদের দেশের নারীরা এগিয়ে যাচ্ছে। এটা দেখে খুব ভালো লাগছে।  এ সময় অপু বিশ্বাসের সঙ্গে ছিলেন মডেল বারিশ হক, কোরিওগ্রাফার গৌতম সাহা ও সাংবাদিক রাহাত সাইফুল।
০৯ মার্চ, ২০২৪

পাবনার কাশীনাথপুরে হারল্যান স্টোরের উদ্বোধনে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও কেয়া
পাবনার কাশীনাথপুরে দেশের সবচাইতে বড় অথেনটিক রিটেইল শপের উদ্বোধন করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও কেয়া। এই দুই তারকাকে দেখতে উপচেপড়া ভিড় ছিল। এ সময় অপু বিশ্বাস বলেন, কসমেটিকসে ভয়ংকর রাসায়নিকের উদ্বেগজনক হারে উপস্থিতির বিপরীতে হারল্যান স্টোর অথেনটিক এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থহীন কসমেটিক পণ্যের নিশ্চয়তা নিয়ে হাজির হয়েছে। সম্প্রতি সময়ে দেশের কিছু কসমেটিকস পণ্যে ত্বক ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর প্যারাবেনসহ রাসায়নিকের উপস্থিতির পর আমাদের সচেতনতা জরুরি হয়ে পড়েছে। নিজের চেহারাসহ ত্বক নিয়ে ভুক্তভোগী হওয়ার কারণে আমি এর ভয়াবহতা টের পেয়েছি। তাই আমি নিজে যা বিশ্বাস করি সেটাই আমার ভক্তদের সঙ্গে শেয়ার করি। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় কাশীনাথপুর বাজারে এই স্টোর উদ্বোধন করা হয় শাহীন নুরুল হোসেন কলেজ মাঠে।  উদ্বোধনকালে নায়িকা কেয়া বলেন, হারল্যান স্টোর আন্তর্জাতিকমানের খ্যাতনামা অথেনটিক সব কসমেটিক্স ও প্রসাধনী পণ্য প্রাপ্তি নিশ্চিত করছে। কসমেটিক্স ব্যবহারকারীদের কাছে অথেনটিক প্রোডাক্ট প্রাপ্তির জন্য এই স্টোর এখন নির্ভরতার প্রতীক। শুধু তাই নয়, ভেজাল থেকে রক্ষা করে আপনার ত্বক বাঁচাতে হারল্যান স্টোর আজ আপনার শহরে এসেছে। তাছাড়া প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিশ্চিত হওয়ায় হাতের নাগালে মিলবে হারল্যান, নিওর, সিওডিল এবং ব্লেইজ ও স্কিনের প্রোডাক্টগুলো। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হারল্যান স্টোরের সিইও এমদাদুল হক সরকার, হেড অব অপারেশনস আব্দুল আলিম শিমুলসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। হারল্যান সংশ্লিষ্টরা জানান, মানসম্মত অথেনটিক কসমেটিক্স পণ্য দেশের সবার কাছে পৌঁছে দিতেই নতুন করে এসব ‘হারল্যান স্টোর’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশজুড়ে প্রতিটি জেলা ও উপজেলাভিত্তিক এসব স্টোর সৌন্দর্যপ্রিয় ত্বক সচেতন মানুষের চাহিদাপূরণ করবে। এ ছাড়া উদ্বোধন ও বসন্ত উৎসব উপলক্ষে এসব স্টোরে চলছে বিশেষ ডিসকাউন্ট। হার‌ল্যানের প্রতিটি স্টোরে রয়েছে একদম ফ্রি-তে স্কিন এনালাইজার মেশিন ব্যবহারের সুযোগ। যার মাধ্যমে ভোক্তারা তাদের ত্বকের জন্য কোনো ধরনের কসমেটিক্স প্রয়োজন সহজেই তা জানতে পারবেন। ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে যুগের সঙ্গে তাল মিলিয়ে হারল্যান তাদের প্রোডাক্ট লাইনআপ করেছে আধুনিক ও ট্রেন্ডি। প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এই ব্র্যান্ড তার লাইনআপে রেখেছে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, জেল আইলাইনার, মাসকারা ও নেইল পলিশের মতো সাজসজ্জার নানা রকম অনুষঙ্গ। যার সবকটি পাওয়া যাবে হারল্যান- নিউইয়র্ক স্টোরে। হারল্যান ছাড়াও বিশ্বখ্যাত জনপ্রিয় ব্র্যান্ড নিওর, সিওডিল, ব্লেইজ-ও-স্কিন এবং লিলির অরিজিনাল কসমেটিকস পণ্য পাওয়া যাবে এসব স্টোরে। ‘ব্লেইজ ও স্কিন’-এর শাওয়ার জেল, বডি জেলি, স্ক্রাব, লোশন ইত্যাদি। রয়েছে ‘লিলি’ ব্র্যান্ডের হানি, লেমন, কিউ কাম্বার ও অ্যালোভেরা ফ্লেভারের ফেসওয়াশ। সিওডিল ব্র্যান্ডের স্কিন কেয়ার পণ্য। সিওডিলের পণ্যে নিয়াসিনামাইড, ভিটামিন সিইবি৩ স্যালিসাইলিক এসিড ইত্যাদি ব্যবহার করা হয় যা ত্বক সমস্যা সমাধানে অনেক কার্যকর। শুধু তাই নয় এই স্টোরে চশমা, লেন্স বা আইল্যাসের মতো কসমেটিকস সংশ্লিষ্ট ফ্যাশন পণ্য যুক্ত করা হবে। 
২৫ ফেব্রুয়ারি, ২০২৪

বুবলীকে আমি চিনি না : অপু বিশ্বাস
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে অপু বিশ্বাস ও শবনম বুবলীর রেষারেষি সবারই জানা। একে অপরকে আহত করতে শব্দ প্রয়োগে বাছবিচার করেন না তারা। এবার তাদের কোন্দলে ঘি ঢালেন বুবলীর বড় বোন কণ্ঠশিল্পী মিমি। বুবলীর পক্ষ নিয়ে অপু বিশ্বাসের কঠোর সমালোচনা করেন তিনি। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা।  মিমির এমন সমালোচনার কারণ জানতে বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। পাশাপাশি অপুর সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন তিনি। এক বাক্যে অপু বিশ্বাস বলেন, বুবলী কে? তাকে তো আমি চিনি না। বর্তমানে ব্যবসা ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু। তাই এসব নিয়ে ভাবার সময় নেই জানিয়ে তিনি বলেন, এখন আমার সব চিন্তা ভাবনা কাজ ও পরিবার নিয়ে। অন্যদিকে নজর দেওয়ার একদম সময় নেই। কে, কী বলল- সেসব বিষয়ে কথা বলারও কোনো ইচ্ছে নেই। আশা করি, এ বছর ভক্ত-দর্শকদের ভালো কিছু ছবি উপহার দিতে পারব। এদিকে, বুবলী-অপুর দ্বন্দ্বে মিমির জড়ানোটা ভালো চোখে দেখছেন না দুই তারকার ভক্তরা। কেউ অপুকে নিয়ে কটাক্ষ করেছেন আবার কেউ বা বুবলীর বোনের দিকে আঙুল তুলেছেন। প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অপু বিশ্বাসকে নিয়ে নাজনীন মিমির কিছু ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় অপু বিশ্বাসের ভক্তরা তাকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছেন। মিমি প্রকাশ্যে অপুকে ‘অকথ্য ভাষায়’ গালাগালও করেছেন। বিষয়টি এখন নেটিজেনদের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। অপু-বুবলীর ঝগড়া মেনে নিলেও তারা মানতে পারছেন না মিমির কথাগুলোকে। 
০১ ফেব্রুয়ারি, ২০২৪

সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ালেন অপু বিশ্বাস
এক প্রসাধনী পণ্যের শোরুম উদ্বোধনে এসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে জেলার রূপগঞ্জে মোস্তারী কমপ্লেক্সে এক প্রসাধনী পণ্যের শোরুম উদ্বোধন শেষে এ ঘটনা ঘটে। মোস্তারী কমপ্লেক্সে প্রসাধনী পণ্য ‘হারল্যান স্টোর’ এর শোরুম উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও এমদাদুল হক সরকার, রিমার্কের হেড অব সেলস মাজেদুর রহমান, স্টোর হেড অব অপারেশনস আব্দুল আলিম শিমুলসহ সংশ্লিষ্টরা। এদিকে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় মোস্তারী কমপ্লেক্সে হারল্যান স্টোর উদ্বোধনকালে। পরে সুলতান মঞ্চে পণ্যের গুণগতমান সম্পর্কে বক্তব্য দেন চিত্রনায়ক ইমন, চিত্রনায়িকা অপু বিশ্বাসসহ সংশ্লিষ্টরা। একপর্যায়ে চিত্রনায়ক ইমন গণমাধ্যমে কথা বলেন। পরে নায়িকা অপু বিশ্বাসের সাক্ষাৎকার নিতে চাইলে হারল্যান স্টোরের হেড অব অপারেশনস আব্দুল আলিম শিমুল জানান, অনুষ্ঠান শেষে তিনি (অপু বিশ্বাস) কথা বলবেন। দুই ঘণ্টা পর অনুষ্ঠান শেষে  কথা বলতে পারবেন না বলে জানিয়ে গাড়িতে চেপে বসেন অপু বিশ্বাস। এ সময় সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা জড়িয়ে অপু বিশ্বাস বলেন, পাবলিক প্লেসে অনুষ্ঠান শেষে গণমাধ্যমে বক্তব্য দেওয়া সম্ভব না। এরপর নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে হারল্যান স্টোর কর্তৃপক্ষ ঘটনাস্থল ত্যাগ করেন।
৩০ জানুয়ারি, ২০২৪

শুধু অভিনয় নিয়ে ব্যস্ত থাকবেন না অপু বিশ্বাস
তিনটি সিনেমা দিয়ে ২০২৪ সাল পার করবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেই তিনটি সিনেমার মধ্যে একটি এরই মধ্যে চূড়ান্ত করেছেন। অন্য দুটিও শিগগির চূড়ান্ত হয়ে যাবে। প্রথম সিনেমাটির নাম ‘শেখ রাসেলের আর্তনাদ’। এ সিনেমাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে নিয়ে নির্মিত হবে। এ সিনেমায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন অপু বিশ্বাস। এ চরিত্রটিতে অভিনয়ের জন্য মাত্র একশ টাকা পারিশ্রমিক নিয়েছেন। শিগগির সিনেমাটির শুটিং শুরু হবে। তিন সিনেমায় বছর পার প্রসঙ্গে অপু বলেন, ‘এখন আমি আগের চেয়েও বেশি ব্যস্ত। আগে তো শুধু অভিনয়ই করতাম। এখন বিজনেসও শুরু করেছি। সেখানে আমাকে সময় দিতে হয়। বাচ্চাকে সময় দিতে হয়। আমি কিছু সোশ্যাল ওয়ার্কও করি। সব মিলিয়ে শুধু অভিনয় নিয়ে ব্যস্ত থাকতে পারব না। তাই সিদ্ধান্ত নিয়েছি চলতি বছর তিনটি সিনেমাতেই অভিনয় করব। একটিতে এরই মধ্যে সাইন করেছি। অন্য দুটিও প্রাথমিকভাবে চূড়ান্ত হয়ে আছে। ক্রমান্বয়ে শুটিং করব এগুলোর।’ এ ছাড়া বছরে নিজের প্রযোজনা সংস্থা থেকেও একটি সিনেমা বানানোর পরিকল্পনা আছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
২৫ জানুয়ারি, ২০২৪

শুধু অভিনয় নিয়ে ব্যস্ত থাকবেন না অপু বিশ্বাস
তিনটি সিনেমা দিয়ে ২০২৪ সাল পার করবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেই তিনটি সিনেমার মধ্যে একটি এরই মধ্যে চূড়ান্ত করেছেন। অন্য দুটিও শিগ্গির চূড়ান্ত হয়ে যাবে। প্রথম সিনেমাটির নাম ‘শেখ রাসেলের আর্তনাদ’। এ সিনেমাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে নিয়ে নির্মিত হবে। এ সিনেমায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন অপু বিশ্বাস। এ চরিত্রটিতে অভিনয়ের জন্য মাত্র একশ টাকা পারিশ্রমিক নিয়েছেন। শিগ্রই সিনেমাটির শুটিং শুরু হবে। তিন সিনেমায় বছর পার প্রসঙ্গে অপু বলেন, ‘এখন আমি আগের চেয়েও বেশি ব্যস্ত। আগে তো শুধু অভিনয়ই করতাম। এখন বিজনেসও শুরু করেছি। সেখানে আমাকে সময় দিতে হয়। বাচ্চাকে সময় দিতে হয়। আমার কিছু সোশ্যাল ওয়ার্কও করি। সব মিলিয়ে শুধু অভিনয় নিয়ে ব্যস্ত থাকতে পারব না। তাই সিদ্ধান্ত নিয়েছি চলতি বছর তিনটি সিনেমাতেই অভিনয় করব। একটিতে এরইমধ্যে সাইন করেছি। অন্য দুটিও প্রাথমিকভাবে চূড়ান্ত হয়ে আছে। ক্রমান্বয়ে শুটিং করব এগুলোর।’ এ ছাড়া বছরে নিজের প্রযোজনা সংস্থা থেকেও একটি সিনেমা বানানোর পরিকল্পনা আছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
২৪ জানুয়ারি, ২০২৪

নতুন ব্যবসায় অপু বিশ্বাস
নতুন বছরে রুপালি পর্দার বাইরে কিছু উদ্যোগ নিয়েছেন ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। বছরের শুরুতে তিনি জানিয়েছেন, ‘অপু-জয় প্রোডাকশন হাউস’ থেকে নতুন অনেক সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে এ বছর। তবে সিনেমার বাইরে ফোকাস করতে চান তিনি। নতুন ব্যবসায় নামার কথা জানিয়েছিলেন এ নায়িকা। তবে সেটা কীসের ব্যবসা হবে সেই বিষয়ে মুখ খোলেননি। বলেছিলেন, ‘নতুন ব্যবসার কথা এখনই বলা যাবে না। সবকিছু চূড়ান্ত করার পরই জানাব। আর এ ঘোষণা খুব শিগগিরই আসবে।’ সম্প্রতি জানা গেল পার্লার ও রেস্টুরেন্ট ব্যবসায় নেমেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সোমবার ৮ জানুয়ারি থেকে ঢাকার আফতাব নগর আবাসিক এলাকায় ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ ও ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন ঢালিউড কুইন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি চেয়েছি অভিনেত্রীর বাইরেও আমার একটা আলাদা পরিচয় থাকুক। একটা সময় আমাকে অন্য কিছু অবলম্বন করেই জীবন পার করতে হতো। সেটা ভেবেই নতুন বিজনেস শুরু করেছি।’ প্রতিষ্ঠান দুটির কার্যক্রম শুরু করলেও শুক্রবার (১২ জানুয়ারি) থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সেগুলোর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন অপু।
১০ জানুয়ারি, ২০২৪

মনেপ্রাণে আওয়ামী লীগ ধারণ করি : অপু বিশ্বাস
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি। বর্তমানে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন ফেরদৌস। তরুণদের সঙ্গে র‌্যালি থেকে শুরু করে মাঠে-ময়দানে সভা-সমাবেশ করতে দেখা যাচ্ছে তাকে। অন্যদিকে রাজশাহীর একটি আসনে ট্রাক প্রতীক পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। তিনিও গ্রামেগঞ্জে ঘুরে-ঘুরে ভোট চাইছেন। এদিকে ঢাকায় ফেরদৌসের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছেন ঢালিউড কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাস। প্রচারে অংশ নিয়ে অভিনেত্রী জানান, ফেরদৌসদের মতো হাটে, মাঠে, ঘাটে ছুটে সংসদে বসতে চান না তিনি। তার লক্ষ্য সংরক্ষিত মহিলা আসন, যেটিতে বসতে ভোটের বেগ পেতে হয় না। শুধু দলপ্রধানের সম্মতির দরকার হয়। অপু বিশ্বাস বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত মহিলা আসন থেকে মনোনয়নপত্র নিয়েছিলাম। তখন পাইনি। এবারও মনোনয়ন নিতে চাই। সবাই জানেন, আমি মনেপ্রাণে আওয়ামী লীগ ধারণ করি। সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই। চিত্রনায়িকা আরও বলেন, সংসদের সংরক্ষিত আসনে বসে নারীদের নিয়ে কাজ করতে চাই। আমার বিশ্বাস, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে। 
০৫ জানুয়ারি, ২০২৪

নতুন ব্যবসা করবেন অপু বিশ্বাস
নতুন বছরে নতুন পরিকল্পনা করেন অনেকেই। তারকারাও এর বাইরে নয়। ২০২৪ সালে ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস তার ‘অপু-জয় প্রোডাকশন হাউস’ থেকে নতুন অনেক সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন। সংবাদমাধ্যমকে অপু বলেন, ‘এর বাইরে আমি একটু অন্যদিকে ফোকাস দিতে চাই। নতুন কিছু ব্যবসার পরিকল্পনা করেছি। পুরোনো ব্যবসা তো আছেই। নতুন বছরে মূল ফোকাসটাই থাকবে সেদিকে।’ কিন্তু নতুন ব্যবসার পরিকল্পনার বিষয়ে মুখ খুলতে নারাজ এই অভিনেত্রী। অপু বলেন, ‘এটি এখনই বলা যাবে না। সবকিছু চূড়ান্ত করার পরই জানাব। আর এ ঘোষণা খুব শিগগিরই আসবে।’ অপু বিশ্বাসের কথা উঠলেই চিত্রনায়ক শাকিব খানকে কেন্দ্র করে উঠে আসে চিত্রনায়িকা শবনম বুবলীর প্রসঙ্গও। রোববার (৩১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন বুবলী। সবাইকে ২০২৪ সালের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বুবলী তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমি সাংবাদিক, পরিচালক, প্রযোজক, সহকর্মী, স্ক্রিপ্ট রাইটার, টেকনিশিয়ান, আমার পরিবারের সদস্য, শ্রোতা, শুভাকাঙ্ক্ষী এবং প্রিয় ভক্তদের ধন্যবাদ জানাই আমাকে এবং আমার কাজকে ভালোবাসার জন্য এবং ২০২৩ সালকে এত সুন্দর করে তোলার জন্য। ওই পোস্টে সবার দোয়া চেয়ে চিত্রনায়িকা আরও লিখেছেন, ২০২৪ সালেও আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখুন। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি।
০১ জানুয়ারি, ২০২৪
X