মৌলভীবাজারে গরম মসলার বাজারে অভিযান
মৌলভীবাজারে গরম মসলার পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২১ মে) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।  মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফেজ হাজী মোহাম্মদ এনায়েত উল্লাহ এবং বাংলাদেশ পাইকারি গরম মসলা সমিতির সাধারণ সম্পাদক আতিকুল হককে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়।  অভিযানকালে দেখা যায়, দারচিনি, লবঙ্গ, কিশমিশ, পেস্তা, কাজুবাদাম, জায়ফল, সাদা মরিচ, কালো মরিচ ইত্যাদির মূল্য স্থিতিশীল আছে। গুণগত মানভেদে জিরার মূল্য নিম্নমুখী। কিন্তু জিরার বৃহৎ পাইকারি মার্কেট বগুড়া এবং জিরার সর্বোচ্চ পর্যায়ের আমদানিকারক বগুড়ার জাহাঙ্গীর, জগদীশ সাহা।  পক্ষান্তরে এলাচের মূল্য বিগত ১ মাস ধরে কেজিতে ১০০-১৫০ টাকা বৃদ্ধি পেয়েছে এবং এলাচের মূল্য আরও বৃদ্ধির আশংকা রয়েছে। কারণ এলাচ আমদানি হচ্ছে গুয়েতামালা ও ভারত থেকে ।  আন্তর্জাতিক পর্যায়ে এলাচের মূল্য বৃদ্ধি এবং তীব্র দাবদাহে গুয়েতেমালায় এলাচ গাছ পুড়ে যাওয়ায় মূল্য বৃদ্ধি পেয়েছে। এ ছাড়াও সোনামিয়া মার্কেট চট্টগ্রামে এলাচের মধ্যস্বত্ত্বভোগী ব্যবসায়ীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এলাচের দাম বৃদ্ধির অন্যতম কারণ। এ ছাড়া মেসার্স রোহান স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পরে বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সঙ্গে দ্রব্যমূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৪ ঘণ্টা আগে

মহাসড়কে অভিযান / বগুড়ায় ১৪ গাড়ি থেকে হাইড্রোলিক হর্ন খুলে নিল পুলিশ
বগুড়ায় অবৈধ হাইড্রোলিক হর্ন ও ফিটনেসবিহীন গাড়ি ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৮ মে) সকাল ৯টা থেকে শহরের বনানী বাস স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় ট্রাফিক পুলিশ। এ সময় বগুড়ায় ১৪ গাড়ি থেকে হাইড্রোলিক হর্ন খুলে নেওয়া হয় এবং ফিটনেসবিহীন ৮০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। একই সঙ্গে চালকদের সতর্ক করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার। এসময় ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।  অভিযানে দেখা যায়, অপ্রাপ্ত বয়স্করা গাড়ি চালাচ্ছেন। আবার চালকের সহকারী গাড়ি চালাচ্ছেন। বেশিরভাগ যানবাহনে ব্যবহার করছে অবৈধ হাইড্রোলিক হর্ন। এসবের বিরুদ্ধেই দ্রুত পদক্ষেপ নেয় ট্রাফিক পুলিশ। সকাল থেকে দুপুর পর্যন্ত ৮০টি মামলা করা হয়।  অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার বলেন, অবৈধ হাইড্রোলিক হর্ন, ফিটনেসবিহীন গাড়ি ব্যবহারকারীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। ১৪টি গাড়ির হাইড্রোলিক হর্ন অপসারণ করা হয়েছে। এ ছাড়া ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। 
১৮ মে, ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী তৎপরতার তথ্য পেলেই অভিযান চালাবে র‍‍্যাব
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প ঘিরে আরসা ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিষয়ে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তথ্য পেলেই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন র‍‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। শুক্রবার (১৭ মে) রাজধানীর কারওয়ানবাজার র‍‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। কমান্ডার আরাফাত ইসলাম বলেন, রোহিঙ্গা ক্যাম্পের মূর্তিমান আতঙ্ক সন্ত্রাসী গোষ্ঠী আরসা। তারা অপহরণ, লুণ্ঠন, হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত। ইতোপূর্বে নানা অভিযানে এ সন্ত্রাসী গোষ্ঠীর ১১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া, বিপুল বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। র‍‍্যাবের অব্যাহত নজরদারি ও তৎপরতায় আরসা নেতৃত্বশূন্য হয়ে যায়। কিন্তু বর্তমানে পাশের দেশের অন্তর্ঘাতমূলক ঘটনায়, আমাদের দেশে অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ করছে বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার (১৬ মে) লাল পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গোষ্ঠীর এ তৎপরতা নিষ্ক্রিয় করার জন্য স্থানীয় থানাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ রয়েছে। আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে, যখনই তথ্য পাচ্ছি অভিযান পরিচালিত হচ্ছে।
১৭ মে, ২০২৪

লিফট ছিঁড়ে নিহত ১, আটকা ১৪
ভারতের রাজস্থানের তামার খনিতে লিফট ছিঁড়ে একজন নিহত হয়েছেন। আটকা পড়েছিলেন ১৪ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৪ মে) রাতে রাজস্থানের ঝুনঝুন এলাকার হিন্দুস্থান কপার লিমিটেড কোলিহান খনিতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ওই লিফটে একজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ১৪ জন পরিদর্শক ছিলেন। জানা গেছে, হিন্দুস্থান কপার লিমিটেডের প্রধান কার্যালয় কলকাতা থেকে পরিদর্শকরা সেখানে যান। তারা দীর্ঘদিনের পুরোনো লিফটটি ব্যবহার করে খনিতে প্রবেশ করেন। ফেরার পথে লিফটি খনির ৫৭৭ মিটার নিচে থাকাবস্থায় হঠাৎ ছিঁড়ে পড়ে। এতে কর্মকর্তারা একে অন্যের ওপর আছড়ে পড়েন। ঘটনার পর খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করা হয়। ধাপে ধাপে আটকে পড়াদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এদিকে দুর্ঘটনার খবরে রাতেই স্থানীয় কেসিসি হাসপাতালের চিকিৎসকদের জরুরি ভিত্তিতে ডেকে আনা হয়। তাদের সেখানে সার্বক্ষণিক অবস্থানের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। গত সোমবার থেকে ওই খনিতে পর্যবেক্ষণের কাজ চলছিল। তারা কাজ শেষে খনি থেকে বের হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বিজেপি বিধায়ক ধর্মপাল গুজ্জার। তিনি বলেন, আমি নির্বাচনী প্রচারের জন্য হরিয়ানা গেছিলাম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। দীর্ঘ চেষ্টার পর সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এক্স-এ পোস্ট করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসন চিকিৎসা সহায়তাসহ সব ধরনের কাজে খনি কর্তৃপক্ষকে সহায়তা করছে।
১৫ মে, ২০২৪

হাসপাতালের মেঝে পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন হুইপ স্বপন
পরনে সাদা টি শার্ট, সাদা প্যান্ট, হাতে গ্লাবস। পুরোদুস্তর পরিচ্ছন্নকর্মী। খালি পায়েই করছেন হাসপাতালের ফ্লোর পরিষ্কার। কখনো টাইলস ঘষছেন, করিডোরে ফেলা পানের পিক পরিষ্কার করছেন, আবার কখনো পানি দিয়ে সাফ করছেন চারপাশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশকিছু ছবিতে এমনটাই দেখা গেছে জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে। মঙ্গলবার (১৪ মে) সকালে নিজ উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সব নেতাকর্মীদের নিয়ে উপজেলা হাসপাতাল ভবনের কম্পাউন্ডসহ সব ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন তিনি। জাতীয় সংসদের হুইপের এমন অভিনব উদ্যোগ নেওয়ায় সামাজিকমাধ্যম ফেসবুক থেকে শুরু নির্বাচনী এলাকা সবর্ত্রই প্রশংসায় ভাসছেন তিনি। পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোকছেদ আলী মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবু শফি মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ওমপ্রকাশ আগরওয়ালা, আক্কেলপুর থানার ওসি নয়ন হোসেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক খাদেমুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী, সাংবাদিক, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী ও নার্সরা। পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলাকালে হুইপ স্বপন বলেন, মানুষ চিকিৎসা ও সুস্থতার জন্য হাসপাতালে আসেন। কিন্তু সেই হাসপাতাল যদি নোংরা পরিবেশে থাকে মানুষ আরও বেশি অসুস্থ হবে। জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে আমি নিজ উদ্যোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি। এটি চলমান থাকবে। একই সঙ্গে পৌর মেয়র, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কর্মকর্তা, সুধীজন ও দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছি, যেন প্রতি মাসের শুক্রবার করে এই অভিযানটি পরিচালনা করা হয়। উল্লেখ্য, সোমবার (১৩ মে) বিকেলে হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার মান উন্নয়নের লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মুহা. রুহুল আমিন, হুইপ স্বপনের একান্ত সচিব হাবিবুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবু শফি মাহমুদ ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। সভায় হুইপ স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন এবং আগামী সাত দিনের মধ্যে চিকিৎসক যোগদানের ব্যবস্থা ও সার্জারিসহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
১৫ মে, ২০২৪

ইসরায়েলি ট্যাংকে নাটকীয়ভাবে ফিলিস্তিনি যোদ্ধাদের গেরিলা হামলা
নাটকীয়ভাবে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর ওপর গেরিলা হামলা চালিয়েছে। তাদের হামলায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) অত্যাধুনিক ট্যাংক। অভিযানের পুরোটাই ভিডিওতে ধারণ করা হয়েছে। এ-সংক্রান্ত ভিডিও আল জাজিরা আরবির হাতে এসেছে। পরে ভিডিও ক্লিপগুলো যাচাই করে এর সত্যতা পেয়েছে সংবাদমাধ্যমটি। বুধবারের (১৫ মে) এক প্রতিবেদনে বলা হয়, গাজার রাফায় ইসরায়েলি ট্যাংকে এ হামলা করেন কাসাম ব্রিগেডের সদস্যরা। হামাসের সামরিক শাখার একটি শক্তিশালী ইউনিট এটি।  ভিডিওতে দেখা যায়, রাফা শহরে ট্যাংক ও বুলডোজার নিয়ে অবস্থান করছে দখলদার সেনারা। ফিলিস্তিনি যোদ্ধারা পার্ক করা ইসরায়েলি ট্যাংকের খুব কাছের একটি টানেল থেকে হঠাৎ উঠে আসেন। তাদের হাতে ছিল ট্যাংক বিধ্বংসী মাইন। মাটির নিচ থেকে যোদ্ধাদের উঠে আসার ঘটনা ছিল অপ্রত্যাশিত। সেখানে অবস্থান করা দখলদার সেনারা সড়ক, খোলা মাঠ, ভবনের দিকে নজর রাখছিলেন। এ সুযোগে যোদ্ধারা মাইন নিয়ে সেনাদের চোখ ফাঁকি দিয়ে ট্যাংকের দিকে এগিয়ে যান। তা কৌশলে ট্যাংকের নিচে স্থাপন করেন। এরপরই দৌড়ে টানেলে ঢোকার প্রাক্কালে বিস্ফোরণ ঘটে। ঠিক এ সময় টানেল থেকে আধো বের হয়ে কাঁধে বহনযোগ্য মর্টার শেল ছোড়েন আরেক যোদ্ধা। নিমিষেই বিধ্বস্ত হয় গোলাবারুদভর্তি ট্যাংক। এ যোদ্ধাদের নাগাল পায়নি ইসরায়েলিরা। তারা নিরাপদে টানেলের গভীরে চলে যান। এ কাজে তিন থেকে চারজন স্বাধীনতাকামী ছিলেন।   "كتـ.ـائب القسـ.ـام" تنفذ هجوما مركبا ضد قوات الاحتلال المتوغلة شرق رفح#حرب_غزة #فيديو pic.twitter.com/qLdoQ8BoVp — الجزيرة فلسطين (@AJA_Palestine) May 14, 2024
১৫ মে, ২০২৪

আরসার আস্তানায় অভিযান চালাচ্ছে র‌্যাব
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন লাল পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা)-এর আস্তানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযান চালাচ্ছে। চলমান এই অভিযানে এরইমধ্যে আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধারসহ আরসার দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে। বুধবার (১৫ মে) ভোররাত থেকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের গহিন এ পাহাড়ে অভিযান শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলমান আছে। র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, বেশকিছু দিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিসহ কয়েক রোহিঙ্গাকে গুলি ও গলা কেটে হত্যার ঘটনা ঘটছে। এরই প্রেক্ষিতে র‌্যাব ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উখিয়ার ক্যাম্পসংলগ্ন গহিন পাহাড়ে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানা অবস্থান শনাক্ত করা হয়। তিনি আরও বলেন, মঙ্গলবার (১৪ মে) রাত ২টা থেকে অভিযান শুরু হয় এবং পুরো লাল পাহাড় ঘিরে ফেলা হয়। একপর্যায়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। এরপর র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। সাজ্জাদ হোসেন বলেন, এ পর্যন্ত একটি আস্তানা থেকে দুই সন্ত্রাসী গ্রেপ্তার করা হয়েছে। আর আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের ওই অধিনায়ক।
১৫ মে, ২০২৪

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৬
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। সোমবার (১৩ মে) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (১৪ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তারর করা হয়।  ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযান করে থাকে। তারই অংশ হিসেবে গ্রেপ্তারকালে তাদের ৪১১ পিস ইয়াবা, ১০৫ গ্রাম হেরোইন, ৩০ কেজি ৫০ গ্রাম গাঁজা ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা হয়েছে।
১৪ মে, ২০২৪

‘কেএনএফের কার্যক্রম যতদিন থাকবে, যৌথবাহিনীর অভিযান ততদিন চলবে’
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, কেএনএফের কার্যক্রম যতদিন থাকবে যৌথ অভিযান ততদিন চলবে। সরকারের আদেশে কুকি-চিন সন্ত্রাসীদের নির্মূল করতে বিভিন্ন বাহিনী মিলে যৌথ বাহিনী হিসেবে অভিযান এখনো চলমান রয়েছে।  সোমবার (১৩ মে)  বিকেলে বান্দরবানের থানচি ও রুমা উপজেলার বিভিন্ন সীমান্ত পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।  তিনি বলেন, বর্তমানে সেনাবাহিনীর আওতাধীন বিভিন্ন বাহিনী মিলে যৌথ বাহিনী হিসেবে সরকারের আদেশে কুকি-চিন সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছে, তা সরেজমিনে দেখতে এসেছেন। থানচি বলিপাড়া ৩৮ বিজিবি ও রুমা ৯ ব্যাটালিয়ান বিজিবি সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। তাদের উৎসাহ, পরামর্শ প্রদান করার জন্য তিনি এসেছেন বলে জানান। তিনি আরও বলেন, বলিপাড়ায় একটি নতুন বেইস ক্যাম্প করা হয়েছে। বিভিন্ন সীমান্ত এলাকায় অপারেশন এবং সীমান্তের ওপারে যাতে কেএনএফ সন্ত্রাসীরা পালিয়ে যেতে না পারে সেজন্য বিজিবির সব সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।  বিজিবি মহাপরিচালক বলেন, একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে ব্যাংক ডাকাতির মতো দুঃসাহসিক সন্ত্রাসী কার্যকলাপ দেখিয়ে কেউ পার পাবে না। এ এলাকার সাধারণ বম জনগোষ্ঠীরাও কেএনএফের সন্ত্রাসী ঘটনা সমর্থন করে না। সামাজিক যোগাযোগমাধ্যমে নিরীহ বম সম্প্রদায়ের ওপর অত্যাচারের অপপ্রচারের অভিযোগ ভিত্তিহীন বলে জানান তিনি। মতবিনিময়কালে বিজিবি মহাপরিচালক সবাইকে অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি বলিপাড়া ব্যাটালিয়নের অধীনস্থ স্পটহাইট টিওবি, থানচি বিওপি এবং থানচি বাজার পোস্ট পরিদর্শন করেন। এ ছাড়া বিজিবির মহাপরিচালক রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) ব্যাটালিয়ন সদর এবং অধীনস্থ দোপানিছড়া বিওপি পরিদর্শন করেন এবং সব পর্যায়ের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বান্দরবান বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সোহেল আহমেদ, কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোর্শেদ আলম, বান্দরবান ব্রিগেড কমান্ডার মেহেদি হাসান, ররুমা ৯ বিজিবির অধিনায়ক লেফটেনান্ট কর্নেল হাসিবুল হকসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। ব্যাংক ব্যবস্থাপক উদ্ধার হলেও লুট হওয়া অস্ত্র ও টাকা উদ্ধার করা যায়নি। সশস্ত্র সংগঠন কেএনএফ এ সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র ও টাকা উদ্ধারের অভিযানে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। অভিযান সমন্বয় করছে সেনাবাহিনী।
১৩ মে, ২০২৪
X