আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালের মেঝে পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন হুইপ স্বপন

হাসপাতালের ফ্লোর পরিষ্কার করছেন জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন। ছবি : সংগৃহীত
হাসপাতালের ফ্লোর পরিষ্কার করছেন জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন। ছবি : সংগৃহীত

পরনে সাদা টি শার্ট, সাদা প্যান্ট, হাতে গ্লাবস। পুরোদুস্তর পরিচ্ছন্নকর্মী। খালি পায়েই করছেন হাসপাতালের ফ্লোর পরিষ্কার। কখনো টাইলস ঘষছেন, করিডোরে ফেলা পানের পিক পরিষ্কার করছেন, আবার কখনো পানি দিয়ে সাফ করছেন চারপাশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশকিছু ছবিতে এমনটাই দেখা গেছে জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে।

মঙ্গলবার (১৪ মে) সকালে নিজ উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সব নেতাকর্মীদের নিয়ে উপজেলা হাসপাতাল ভবনের কম্পাউন্ডসহ সব ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন তিনি।

জাতীয় সংসদের হুইপের এমন অভিনব উদ্যোগ নেওয়ায় সামাজিকমাধ্যম ফেসবুক থেকে শুরু নির্বাচনী এলাকা সবর্ত্রই প্রশংসায় ভাসছেন তিনি।

পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোকছেদ আলী মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবু শফি মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ওমপ্রকাশ আগরওয়ালা, আক্কেলপুর থানার ওসি নয়ন হোসেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক খাদেমুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী, সাংবাদিক, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী ও নার্সরা।

পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলাকালে হুইপ স্বপন বলেন, মানুষ চিকিৎসা ও সুস্থতার জন্য হাসপাতালে আসেন। কিন্তু সেই হাসপাতাল যদি নোংরা পরিবেশে থাকে মানুষ আরও বেশি অসুস্থ হবে। জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে আমি নিজ উদ্যোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি। এটি চলমান থাকবে। একই সঙ্গে পৌর মেয়র, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কর্মকর্তা, সুধীজন ও দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছি, যেন প্রতি মাসের শুক্রবার করে এই অভিযানটি পরিচালনা করা হয়।

উল্লেখ্য, সোমবার (১৩ মে) বিকেলে হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার মান উন্নয়নের লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মুহা. রুহুল আমিন, হুইপ স্বপনের একান্ত সচিব হাবিবুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবু শফি মাহমুদ ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। সভায় হুইপ স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন এবং আগামী সাত দিনের মধ্যে চিকিৎসক যোগদানের ব্যবস্থা ও সার্জারিসহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আনোয়ারুজ্জামানের

সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: নীরব

‘হামজা আমার দলে হলে বেঞ্চেই বসে থাকত’

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়

আফগানদের কাছে হারার পর যা বললেন মিরাজ

অল্প পুঁজি নিয়ে আফগানদের সাথে পারল না বাংলাদেশ

‘দেশের সার্বিক উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে’

রাবেতাতুল ওয়ায়েজীনের সঙ্গে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময়

ডিএনসিসি এলাকায় টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু

অক্টোবরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ডলার

১০

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

১১

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

১২

কালবেলার সংবাদের পর স্বপ্নের রঙিন ঘরে শাহারবানু

১৩

আখিরাতের কল্যাণ নিশ্চিতে কাজ করছে জামায়াত : মুজিবুর রহমান

১৪

রাজধানীতে তারেক রহমানের সাক্ষাৎকারের রেকর্ডেড ভিডিও প্রদর্শন

১৫

জবাব দিতে পিএসসিকে আলটিমেটাম

১৬

অসদাচরণের অভিযোগে বদলি চিকিৎসক দম্পতি

১৭

সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১৮

শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া

১৯

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

২০
X