অস্কার বিজয়ীদের তালিকা 
বাংলাদেশ সময় সোমবার (১১ মার্চ) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিমি কিমেল। খবর : সিএনবিসি  এবারের আসরে বাজিমাত করেছে নির্মাতা ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’। সেরা অভিনেতা হয়েছেন কিলিয়ান মার্ফি (ওপেনহাইমার), সেরা অভিনেত্রী : এমা স্টোন (পুওর থিংস)। পুরস্কারের পূর্ণ তালিকা : সেরা ছবি : ওপেনহেইমার সেরা অভিনেতা : কিলিয়ান মার্ফি (ওপেনহাইমার) সেরা অভিনেত্রী : এমা স্টোন (পুওর থিংস) সেরা পরিচালক : ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার) সেরা পার্শ্ব অভিনেতা : রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার) সেরা পার্শ্ব অভিনেত্রী : ডেভাইন জয় র‍্যান্ডলফ (দ্য হোল্ডওভার) অ্যাডাপ্টেড চিত্রনাট্য : কর্ড জেফারসন (আমেরিকান ফিকশন) মৌলিক চিত্রনাট্য : জাস্টিন ত্রিয়েত ও আর্থার হারারি (অ্যানাটমি অব আ ফল) সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম : দ্য বয় অ্যান্ড দ্য হেরন সেরা অ্যানিমেটেড শর্টস : ওয়ার ইজ ওভার! ইন্সপায়ারড বাই দ্য মিউজিক অন জন অ্যান্ড ইয়োকো সেরা আন্তর্জাতিক ফিচার : দ্য জোন অব ইন্টারেস্ট (ইউকে) সেরা ডকুমেন্টরি ফিচার : ২০ ডেইজ ইন মারিউপোল বেস্ট অর্জিনাল স্ক্রিনপ্লে অ্যান্টমি অব এ ফল  সেরা ডকুমেন্টরি শর্টস : দ্য লাস্ট রিপেয়ার শপ বেস্ট শর্ট ফিল্ম (লাইভ অ্যাকশন) : দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার   বেস্ট অরিজিনাল স্কোর : ওপেনহাইমার বেস্ট অরিজিনাল সং : হোয়াট ওয়াজ আই মেড ফর (বার্বি) বেস্ট সাউন্ড : দ্য জোন অব ইন্টারেস্ট সেরা মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং : পুওর থিংস সেরা কস্টিউম : পুওর থিংস সেরা ভিজুয়াল ইফেক্টস : গর্জিলা মাইনাস ওয়ান সেরা ফিল্ম এডিটিং : ওপেনহাইমার  
১১ মার্চ, ২০২৪

অস্কার ২০২৪ / অস্কারের মঞ্চে বিবস্ত্র হয়ে জন সিনার চমক 
১১ মার্চ ভোরে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে চলছে অস্কার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানের মাঝপথে অস্কারের মঞ্চে জনকে ডেকে আনলেন উপস্থাপক জিমি কিমেল। সবাইকে চমকে দিয়ে তখনই বিবস্ত্র অবস্থায় মঞ্চে আসেন জন। পড়নে শুধু এক টুকরো কাগজ। খবর : এন্টারটেইনমেন্ট সেরা কস্টিউম ডিজাইন উপস্থাপনের জন্য অস্কারের মঞ্চে ডাকা হয় জন সিনাকে। সেখানেই তিনি এই কাণ্ড ঘটনার। এবারের অস্কারের আপাতত এটাই সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত বছর অস্কারের আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল চড়-কাণ্ড। আর এবার তা দাঁড়াল গিয়ে নগ্নতায়। যার ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।  ১৯৭৪ রবার্ট ওপেল নামে পরিচিত একজন ‘স্টিকার’ একাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চজুড়ে শান্তির চিহ্ন ফ্ল্যাশ করার সময় এভাবেই দৌড়েছিলেন। সেটারই পুনরাবৃত্তি ঘটল ২০২৪ সাল এসে। মূলত কস্টিউমের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এ কাণ্ডটি করেন জন সিনা। এবারের আসরে সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা অভিনেতা ও সেরা সিনেমাটোগ্রাফির মতো প্রধান এই পুরস্কারগুলোর পাশাপাশি সর্বোচ্চ ৭টি বিভাগে অস্কার ঘরে তুলেছে ২০২৩ সালের ‘ওপেনহাইমার’।  
১১ মার্চ, ২০২৪

সেরা নির্মাতা হিসেবে নোলানের প্রথম অস্কার জয়
দাপুটে নির্মাতাদের মধ্যে অন্যতম একজন ক্রিস্টোফার নোলান। ৯৬তম অস্কারের আগে এই নির্মাতার হাতে ওঠেনি আরাধ্য অস্কার! ‘ওপেনহাইমার’ এর মাধ্যমে এ বছর তিনি ঘুচিয়েছেন অস্কারের খরা। ‘ওপেনহাইমার’ সিনেমার জন্য এবার সেরা নির্মাতার পুরস্কার উঠেছে ক্রিস্টোফার নোলান-এর হাতে। মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমার জনক। তার জীবনীর ওপর ভিত্তি করে উপন্যাস লিখেছেন কাই বার্ড ও মার্টিন জে শেরউইন। ‘আমেরিকান প্রমিথিউস—দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহাইমার’ নামের এই উপন্যাস ২০০৬ সালে পুলিৎজার পুরস্কার পায়। সেই উপন্যাসের ওপর ভিত্তি করে এই সিনেমা নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা কিলিয়ান মার্ফি। যিনি এবারের অস্কারে পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। এ ছাড়া সিনেমাটিতে অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সেরা পার্শ্ব  অভিনেতার পুরস্কার জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র। এবারের আসরে সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছিলেন পাঁচজন। নোলান ছাড়াও ‘অ্যানাটমি অব অ্যা ফল’ সিনেমার জন্য জাস্টিন ত্রিয়েত, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’-এর জন্য মার্টিন স্করসেসি, ‘পুওর থিংস’-এর জন্য ইয়োর্গস লান্থিমোস এবং ‘দ্য জোন অব ইন্টারেস্ট’-এর জন্য জোনাথন গ্লেজার। উল্লেখ্য, সোমবার (১১ মার্চ) বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন জিমি কিমেল।
১১ মার্চ, ২০২৪

প্যারোলে মুক্তি পাচ্ছেন ‘খুনি’ ব্লেড রানার
দীর্ঘ ১০ বছর পর জেল থেকে প্যারোলে মুক্তি পাচ্ছেন ব্লেড রানার অস্কার পিস্টোরিয়াস। ২০১৪ সালে বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে খুনের দায়ে কারাবন্দি ছিলেন এই দক্ষিণ আফ্রিকান প্যারা অলিম্পিক জয়ী দৌড়বিদ। আগামী ৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে পিস্টোরিয়াসের। শুক্রবার (২৪ নভেম্বর) প্যারা অলিম্পিকজয়ী পিস্টোরিয়াসের মুক্তির খবরটি জানিয়েছে দক্ষিণ আফ্রিকার কারেকশনাল সার্ভিসেস (ডিএসসি)। ডিএসসির মুখপাত্র বলেছেন, ‘ডিএসসি অস্কার লিওনার্দ কার্ল পিস্টোরিয়াসের প্যারোল আবেদনের কথা নিশ্চিত করছে। যা ২০২৪ সালের ৫ জানুয়ারি থেকে কার্যকর হবে। সংশোধনী বিভাগের অধীন কারাদণ্ডের বাকি অংশ শেষ করবেন পিস্টোরিয়াস।’ বান্ধবী রিভা স্টিনক্যাম্পকের মা পিস্টোরিয়াসের প্যারোলে জামিনের বিরোধিতা করেননি। কিন্তু প্যারোল বোর্ডকে একটি চিঠিতে পাঠিয়েছেন তিনি। যেখানে জানতে চেয়েছেন, জেলে থাকাকালীন পিস্টোরিয়াসের রাগ সংক্রান্ত সমস্যার উন্নতি হয়েছে কি না। এছাড়া জেলের বাইরে আসলে মহিলাদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠবেন কি না?  এর আগে ২০১৩ সালের বিশ্ব ভালবাসা দিবসে নিজের বাড়িতেই বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি চালিয়ে খুন করেছিলেন পিস্টোরিয়াস। সেদিন ভোরে বাথরুমের দরজা দিয়ে চারটি গুলি চালিয়ে প্রেমিকাকে খুন করেছিলেন পিস্টোরিয়াস। পুলিশের কাছে আটকের পর দাবি করেছিলেন, চোরকে উদ্দেশ করে গুলি চালিয়েছিলেন পিস্টোরিয়াস। কিন্তু আদালতে তার যুক্তিকে সত্যতা প্রকাশ করতে যথেষ্ট মনে করেনি। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার আদালত পিস্টোরিয়াসকে ১৩ বছরের কারাদন্ড ভোগের নির্দেশ দেয়।    
২৪ নভেম্বর, ২০২৩

‘বার্বি’র হাতে অস্কার চান ডেরিকসন
বিশ্বজুড়ে আলোচিত হয়েছে ‘বার্বি’ সিনেমা। দর্শক কিংবা সমালোচক, সব মহলেই প্রশংসিত হয়েছে ছবিটি। বক্স অফিসেও টানা রাজত্ব ধরে রেখেছিল এই চলচ্চিত্র। বিশ্বব্যাপী প্রায় দেড় বিলিয়ন ডলার আয় করেছে বার্বি। অনেকেই দাবি করেছেন, বার্বির অস্কার প্রাপ্তির সম্ভাবনা প্রবল। এই ফিল্মের পরিচালক ও সহলেখক গ্রেটা গারউইগ। অস্কারের দৌড়ে বার্বিকে সবার উপরেই রাখলেন আরেক মার্কিন চলচ্চিত্র নির্মাতা স্কট ডেরিকসন। তার মতে, বার্বির অস্কার পাওয়া উচিত। দ্য ডিসকোর্স পডকাস্টের পর্বে ডেরিকসন বলেছেন, ‘বার্বি সিনেমা অস্কারে সেরা সিনেমার খেতাব পাওয়ার যোগ্য।’ তিনি বলেন, ‘আমি মনে করি, বার্বি আমার দেখা চলতি বছরের সেরা সিনেমা’। খবর ডেডলাইনের। ‘বার্বি’র প্রশংসা করে তিনি আরও বলেন, ‘বার্বি একটি আদর্শিক চলচ্চিত্র। চলচ্চিত্রের নিজস্বতা পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছে সিনেমাটি। প্রতিটি স্তরে এটি একটি অসাধারণ সিনেমা। আমি মনে করি, সেরা চলচ্চিত্র হিসেবে এটির অস্কার জেতা উচিত। ছবির চিত্রনাট্য বেশ সুন্দর। প্রত্যেকের অভিনয় আশ্চর্যজনক, বিনোদনমূলক। এর শৈল্পিক দৃশ্যাবলি ও চমৎকার উপস্থাপন, সব মিলিয়ে একটি অসাধারণ সিনেমা।’ স্কট ডেরিকসন একজন মার্কিন চলচ্চিত্র নির্মাতা। ‘এক্সরসিম ফর এমিলি রোজ’, ‘সিনিস্টার’, ‘ডক্টর স্ট্রেঞ্জ’, ‘দ্য ব্লাক ফোন’-এর মতো সিনেমা নির্মাণ করে জনপ্রিয় হয়েছেন তিনি। সামনে ‘দ্য জর্জ’, ‘টু আইস স্টারিং’-এর মতো সিনেমা আসছে এই পরিচালকের।
১০ অক্টোবর, ২০২৩
X