দীর্ঘ ১০ বছর পর জেল থেকে প্যারোলে মুক্তি পাচ্ছেন ব্লেড রানার অস্কার পিস্টোরিয়াস। ২০১৪ সালে বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে খুনের দায়ে কারাবন্দি ছিলেন এই দক্ষিণ আফ্রিকান প্যারা অলিম্পিক জয়ী দৌড়বিদ। আগামী ৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে পিস্টোরিয়াসের।
শুক্রবার (২৪ নভেম্বর) প্যারা অলিম্পিকজয়ী পিস্টোরিয়াসের মুক্তির খবরটি জানিয়েছে দক্ষিণ আফ্রিকার কারেকশনাল সার্ভিসেস (ডিএসসি)।
ডিএসসির মুখপাত্র বলেছেন, ‘ডিএসসি অস্কার লিওনার্দ কার্ল পিস্টোরিয়াসের প্যারোল আবেদনের কথা নিশ্চিত করছে। যা ২০২৪ সালের ৫ জানুয়ারি থেকে কার্যকর হবে। সংশোধনী বিভাগের অধীন কারাদণ্ডের বাকি অংশ শেষ করবেন পিস্টোরিয়াস।’
বান্ধবী রিভা স্টিনক্যাম্পকের মা পিস্টোরিয়াসের প্যারোলে জামিনের বিরোধিতা করেননি। কিন্তু প্যারোল বোর্ডকে একটি চিঠিতে পাঠিয়েছেন তিনি। যেখানে জানতে চেয়েছেন, জেলে থাকাকালীন পিস্টোরিয়াসের রাগ সংক্রান্ত সমস্যার উন্নতি হয়েছে কি না। এছাড়া জেলের বাইরে আসলে মহিলাদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠবেন কি না?
এর আগে ২০১৩ সালের বিশ্ব ভালবাসা দিবসে নিজের বাড়িতেই বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি চালিয়ে খুন করেছিলেন পিস্টোরিয়াস। সেদিন ভোরে বাথরুমের দরজা দিয়ে চারটি গুলি চালিয়ে প্রেমিকাকে খুন করেছিলেন পিস্টোরিয়াস।
পুলিশের কাছে আটকের পর দাবি করেছিলেন, চোরকে উদ্দেশ করে গুলি চালিয়েছিলেন পিস্টোরিয়াস। কিন্তু আদালতে তার যুক্তিকে সত্যতা প্রকাশ করতে যথেষ্ট মনে করেনি। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার আদালত পিস্টোরিয়াসকে ১৩ বছরের কারাদন্ড ভোগের নির্দেশ দেয়।
মন্তব্য করুন