আইএসইউ ও গুলশান কমার্স কলেজের মধ্যে সমঝোতা স্মারক
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এবং গুলশান কমার্স কলেজের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার আইএসইউর ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ টি এম কাদের নেওয়াজ ও গুলশান কমার্স কলেজের অধ্যক্ষ এম এ কালাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে সই করেন। চুক্তির ফলে গুলশান কমার্স কলেজের শিক্ষার্থীরা আইএসইউতে অনার্স ও মাস্টার্সে পড়ার ক্ষেত্রে বিশেষ ওয়েভার ও স্কলারশিপ সুবিধা পাবেন। গুলশান কমার্স কলেজ হলরুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইএসইউ ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন ড. মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী অধ্যাপক ও প্রক্টর নাসের ইকবাল, রেজিস্ট্রার ফাইজুল্লাহ কৌশিক, ডিরেক্টর (এডমিশন) গিয়াস উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা এবং গুলশান কমার্স কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
২৪ মার্চ, ২০২৪

আইএসইউ ও শাহজালাল ইসলামী ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক সই
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ব্যাংকটির করপোরেট প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়। শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দিন আহমেদের উপস্থিতিতে আইএসইউ ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ টি এম কাদের নেওয়াজ ও ব্যাংকের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা আইএসইউতে অনার্স এবং মাস্টার্স কোর্সে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ওয়েভার ও স্কলারশিপ সুবিধা পাবেন। পাশাপাশি এখন থেকে আইএসইউয়ের শিক্ষার্থীরা ইন্টার্নসহ নানান সুযোগ-সুবিধা পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও আব্দুল আজিজ, উপব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ ও এম এম সাইফুল ইসলাম, ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার, ব্যাংকের মানবসম্পদ বিভাগের এসভিপি এ কে এম হাসান রহিম, আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, ডিরেক্টর অ্যাডমিশন গিয়াস উদ্দিন, জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আইএসইউতে জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর বছরে দুটি সেমিস্টারের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদের অধীনে মোট ৪টি বিভাগ চালু রয়েছে। এর মধ্যে ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)। ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ। আর ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীনে বিএ (অনার্স) ইন ইংলিশ ও এম এ ইন ইংলিশ লিটেরেচার অ্যান্ড কালচারাল স্টাডিজ। 
১৬ ফেব্রুয়ারি, ২০২৪

আইএসইউ ও পিকেএফএসসির মধ্যে সমঝোতা স্মারক সই
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের (পিকেএফএসসি) মধ্যে শিক্ষার্থীদের জন্য ওয়েভার ও স্কলারশিপ পাওয়ার ব্যাপারে একটি সমঝোতা স্মারক সই করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত ট্রেজারার এইচটিএম কাদের নেওয়াজ ও পিকেএফএসসি অধ্যক্ষ মু. নুরুল আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে অনার্স এবং মাস্টার্স কোর্সে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ওয়েভার ও স্কলারশিপ সুবিধা পাবেন ।   ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির মহাখালী ক্যাম্পাসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী, আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, ডিরেক্টর এডমিশন গিয়াস উদ্দিন, পিকেএফএসসি প্রফেসর ইনচার্জ আনিসুর রহমান, স্কুল শাখার প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসইউতে জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর বছরে দুটি সেমিস্টারের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদের অধীনে মোট ৪টি বিভাগ চালু রয়েছে। এর মধ্যে ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)। ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ। আর ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীনে রয়েছে বিএ (অনার্স) ইন ইংলিশ ও এম এ ইন ইংলিশ লিটেরেচার অ্যান্ড কালচারাল স্টাডিজ।
২৭ জানুয়ারি, ২০২৪

আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস কুইজ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) আয়োজনে রাজধানীর মহাখালী ক্যাম্পাসে ‘আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস’ এর গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ আয়োজনে ঢাকা কমার্স কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আদমজী ক্যান্টনম্যান্ট কলেজ। আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হুসাইন, ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান,উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান ও অনলাইন পাঠদান প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় নটরডেম কলেজকে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করেছে মাইলস্টোন কলেজ। ৯৮ রান করে টুর্নামেন্ট সেরা জিনিয়াস হয়েছেন নটরডেম কলেজের হামিম আদনান। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল ৫০,০০০ টাকা রানার্সআপ দল যথাক্রমে ৩০,০০০ টাকা ও ১৫,০০০ টাকা। টুর্নামেন্ট সেরা জিনিয়াস পেয়েছেন ১০,০০০ টাকা , ক্রেস্ট এবং সার্টিফিকেট। ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির হেড অব পাবলিক রিলেশন্স রাইসুল হক চৌধুরীর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস’ কুইজ প্রতিযোগিতার পার্টনার ছিল যমুনা ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স লি., জাপানের নাম্বার ওয়ান ওয়াটার পিউরিফাইয়ার টরেভিনো, ফিওনা বাংলাদেশ, ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) এবং এক্সিলেন্স বাংলাদেশ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ টি এম কাদের নেওয়াজ, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা।
১৮ অক্টোবর, ২০২৩

আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস কুইজ প্রতিযোগিতার উদ্বোধন
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) উদ্যোগে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে কুইজ প্রতিযোগিতা ‘আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস।’ রোববার (১৫ অক্টোবর) সকালে মহাখালী ক্যাম্পাসে আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। ‘আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস’ কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম এবং ক্রীড়া উপস্থাপক কাজী সাবির। এ সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ টি এম কাদের নেওয়াজ, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা। বক্তারা আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াসের আয়োজনকে ভিন্নধর্মী উল্লেখ করে বলেন, ‘এ ধরনের সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে শিক্ষার্থীদের বেশি করে যুক্ত রাখতে হবে। নিয়মিত শরীরচর্চার মাধ্যমে নিজেকে সুস্থ রাখা দরকার।’ তারা প্রত্যাশা করেন, ‘বাংলাদেশ এগিয়ে যাবে একটা জিনিয়াস প্রজন্মের হাত ধরে।’ দেশের সেরা ২৪টি কলেজ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। রোববার শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে এ আয়োজন। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ৫০,০০০ টাকা। রানার্স আপ দল পাবে যথাক্রমে ৩০,০০০ ও ১৫,০০০ টাকা। টুর্নামেন্ট সেরা জিনিয়াস পাবেন ১০,০০০ টাকা, ক্রেস্ট এবং সার্টিফিকেট। আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল যমুনা ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কো. লি., জাপানের নাম্বার ওয়ান ওয়াটার পিউরিফাইয়ার টরেভিনো, ফিওনা। মিডিয়া পার্টনার হিসেবে সময় টেলিভিশন, সমকাল, ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) এবং এক্সিলেন্স বাংলাদেশ।
১৫ অক্টোবর, ২০২৩

আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস কুইজ প্রতিযোগিতার লোগো উন্মোচন
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) উদ্দ্যোগে বিভিন্ন কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আয়োজিত ‘আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস’ কুইজ প্রতিযোগিতার লোগো উন্মোচন করা হয়েছে । বুধবার ( ১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ লোগো উন্মোচন করেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। এ সময় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ,টি,এম,কাদের নেওয়াজ,রেজিস্ট্রার মোঃ ফাইজুল্লাহ কৌশিক সহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন ,শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান অনুষ্ঠানের উদ্বোধন করে আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস কুইজ প্রতিযোগিতার সফলতা কামনা করেন এবং অংশগ্রহণকারী কলেজের দলগুলোর প্রতি শুভকামনা জানান। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির হেড অব পাবলিক রিলেশন্স রাইসুল হক চৌধুরী জানান, আসন্ন ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এ কুইজ প্রতিযোগিতায় কলেজ পর্যায়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর তিনজন শিক্ষার্থীর সমন্বয়ে দল গঠন করে অংশগ্রহণ করতে পারবেন আগ্রহীরা।পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল ৫০,০০০/-,রানার্স আপ দল যথাক্রমে ৩০,০০০/- ও ১৫,০০০/- এবং টুর্নামেন্ট সেরা জিনিয়াস পাবেন ১০,০০০/- টাকা । এ প্রতিযোগিতার বিভিন্ন পর্বে সাবেক ও বর্তমান ক্রিকেটার,সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং বিভিন্ন অঙ্গনের তারকারা উপস্থিত থাকবেন। সবগুলো পর্ব আইএসইউর ফেইসবুক পেইজেও লাইভ স্ট্রিমিং হবে।
২০ সেপ্টেম্বর, ২০২৩
X