স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস নিলেন আনসার সদস্য
চুয়াডাঙ্গায় স্ত্রীকে ভিডিও কলে রেখে এক আনসার সদস্য ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (৫ মে) রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ আনসার ব্যাটালিয়নের পার্শ্ববর্তী উসমান গনির ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম (৩৫) দিনাজপুর সদর উপজেলার জয়দেবপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহে অবস্থিত আনসার ব্যাটালিয়নে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন। চুয়াডাঙ্গা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আরিফুল ইসলাম সপরিবারে ব্যাটালিয়নের পাশেই ভাড়া বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার ছুটিতে স্বপরিবারে দিনাজপুরে বাড়িতে যান। ছুটি শেষে রোববার একাই ভাড়া বাসায় ফেরেন তিনি। এরপর রাত ৯টা পর্যন্ত ব্যাটালিয়নে ছিলেন। রাতে বাসায় ফেরেন। এরপর বাড়িওয়ালাকে তার স্ত্রী রাতে ফোন দিয়ে জানান, ঘরের মধ্যে তার স্বামী আত্মহত্যা করেছেন। বাড়িওয়ালা ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখতে পান। বিষয়টি থানা পুলিশ ও আমাদেরকে জানান। আমরা প্রাথমিকভাবে জেনেছি, পারিবারিকভাবে মনোমালিন্যের জেরে স্ত্রীকে ভিডিও কলে রেখেই তিনি গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি আরো জানান, মরদেহ সুরতহাল ও ময়না তদন্ত শেষ হয়েছে। সোমবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে আনসার ব্যাটালিয়নে জানাজা শেষে মরদেহ তার পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।  চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, পারিবারিক কলহের জেরে এক আনসার সদস্য আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নিয়ে ময়নাতদন্ত করা হয়েছে। কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ আনসার ব্যাটেলিয়নে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
০৬ মে, ২০২৪

নিজের মাথায় গুলি করলেন আনসার সদস্য
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা ইউএনও’র বাড়িতে দায়িত্ব পালনকালে নিজ শর্টগানের গুলিতে আফজাল হোসেন (২২) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) বিকেলে ইউএনওর বাড়িতে নিজের শর্টগানের গুলিতে সে আত্মহত্যা করে বলে জানা গেছে। নিহত আনসার সদস্য আফজাল হোসেন (২২) চট্টগ্রামের মিরসরাই গ্রামের ওবায়দুর রহমানের ছেলে। জানা যায়, তিনি বন্দর থানাধীন ইউএনও অফিসের নিরাপত্তা কর্মী ছিলেন। তিনি আজ এখানে যোগদান করেন। দায়িত্ব পালনকালে বিকেলে নিজের শর্টগানের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, উপজেলা ইউএনও কার্যালয়ে আনসার সদস্য আফজাল হোসেন আজকে যোগদান করেন। দায়িত্বরত অবস্থায় তিনি এ ঘটনা ঘটান। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, পারিবারিক কলহের জেরে এমন ঘটতে পারে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় আসা আনসার সদস্য চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মারা যান। বন্দর ইউএনও এম এ মুহাইমিন জিহানকে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
২২ এপ্রিল, ২০২৪

ট্রাকচাপায় আনসার সদস্য নিহত
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই পলাশ। নিহত আনসার সদস্যের নাম মো. সেলিম হোসেন। রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার এলেঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম হোসেন গোপালপুর উপজেলা সদরের জব্বার খলিফার ছেলে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই পলাশ জানান, বিকেলে গোপালপুর থেকে মোটরসাইকেল নিয়ে সেলিম হোসেন টাঙ্গাইল যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সেলিম নিহত হন। ঘটনার পরপরই ট্রাকটি স্থানীয় লোকজন আটক করলেও চালক পালিয়ে যায়।
১৮ মার্চ, ২০২৪

আট ক্যাটাগরিতে পদক পাচ্ছেন ১৮০ আনসার সদস্য
সাহসিকতা এবং সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ আট ক্যাটাগরিতে পদক পাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৮০ সদস্য। বুধবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা-২ থেকে ১৮০ জন সদস্যের পদকের প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশ উপলক্ষে গাজীপুরের সফিপুরে আয়োজিত অনুষ্ঠানে  এ পদক তুলে দেওয়া হবে। প্রজ্ঞাপনে বলা হয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই সদস্যরা আট ক্যাটাগরিতে পদক পাবেন। বাংলাদেশ আনসার পদক ক্যাটাগরিতে ১০ জন, প্রেসিডেন্ট আনসার পদক ক্যাটাগরিতে ২০ জন, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক ক্যাটাগরিতে ১০ জন, প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক ক্যাটাগরিতে ২০ জন, বাংলাদেশ আনসার (সেবা) পদক ক্যাটাগরিতে ২০ জন, প্রেসিডেন্ট আনসার (সেবা) পদক ক্যাটাগরিতে ৪০জন, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল ( সেবা) পদক ক্যাটাগরিতে ২০ জন এবং প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল ( সেবা) পদক ক্যাটাগরিতে ৪০জন পদক পাবেন। এর মধ্যে মরণোত্তর ‘বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল’ পদক পাচ্ছেন ভিডিপি সদস্য মৃত রূপচান। তার পক্ষ থেকে পদক গ্রহণ করবেন রূপচানের ছেলে মাহবুবুর রহমান। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে ৪৫ জন নারী সদস্য আনসার পদক পাচ্ছেন।   বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (জনসংযোগ) মো. জাহিদুল ইসলাম জানান, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ উপলক্ষে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি গাজীপুরের সফিপুরে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি আনসার বাহিনী গঠন করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাহিনীটি। প্রায় ৪০ হাজার রাইফেল ও গোলাবারুদ নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন এই বাহিনীর সদস্যরা। মুক্তিযুদ্ধে বাহিনীর ৬৭০ জন শহীদ হন। তাদের মধ্যে ৯ জন কর্মকর্তা ও ৪জন কর্মচারী এবং ৬৫৭ জন আনসার সদস্য রয়েছে।
০৯ ফেব্রুয়ারি, ২০২৪

টাঙ্গাইলে ব্যালট বক্সে আগুন : দুই আনসার সদস্য আহত
টাঙ্গাইলের গোপালপুরে ভোটকেন্দ্র থেকে ভোটের পেপারসহ ব্যালট বাক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৫ রাউন্ড গুলি করেন। এ ঘটনায় দুজন আনসার সদস্য আহত হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হেমনগর ইউনিয়নের কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মাজহারুল হক বলেন, দুর্বৃত্তরা অতর্কিতভাবে কেন্দ্রে প্রবেশ করে পুরুষ ওয়ার্ডের তিন নম্বর কক্ষ থেকে একটি ভোটের পেপার বোঝাই ব্যালট পেপার বাইরে নিয়ে তাৎক্ষণিক আগুন ধরিয়ে দেয়। এতে ব্যালট বাক্স পুড়ে গেছে। ব্যালট বাক্সে প্রায় তিনশ ভোটের পেপার ছিল। পরে সেখানে থাকা আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা সদস্যরা ব্যালট উদ্ধারে ৫ রাউন্ড গুলি করেন। এ ঘটনায় দুজন আনসার সদস্য আহত হয়েছে। তিনি আরও বলেন, কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ঘটনার পর কেন্দ্রে বাড়তি নিরাপত্তা জোরদার করার পর কেন্দ্রের বাকি বালটবাক্সসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে দায়িত্বরতরা কেন্দ্র ত্যাগ করি। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ঘটনা নিয়ন্ত্রণে ৫ রাউন্ড গুলি করা হয়েছে। এ ঘটনায় দুজন আনসার সদস্য আহত হয়েছে। অভিযোগ দেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  এ বিষয় টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার দৈনিক কালবেলাকে বলেন, কেন্দ্রটির ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। এ বিষয় গোপালপুরে বাডতি নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
০৭ জানুয়ারি, ২০২৪

যাত্রাবাড়ীতে দুটি ককটেল বিস্ফোরণ, আহত আনসার সদস্য
রাজধানীর যাত্রাবাড়ী থানার করাতীটোলা এলাকার চান মিয়া সরদার (সি এম এস) মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এটি ঢাকা-৬ আসনের নির্বাচনী এলাকা। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে রেললাইন থেকে কেন্দ্রের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা-৬ আসনের ৪৪ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রনি ঘোষ। তিনি বলেন, ভোট শুরুর আগে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। এই সময়ে কেন্দ্রের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে আমাদের একজন আনসার সদস্য আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত আনসার সদস্য নাম মো. অন্তর (২২)। তিনি গতকাল থেকে দায়িত্ব পালন করছিলেন। আহত অন্তর বলেন, আমাদের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) নুর উদ্দিনের নেতৃত্বে ভোর থেকে ভোটকেন্দ্রের প্রস্তুতি নিচ্ছিলাম। এই সময়ে প্রিসাইডিং কর্মকর্তার নির্দেশে সকাল সাড়ে ৬টার দিকে কেন্দ্রের সামনে ভোটারদের প্রতি নির্বাচন কমিশনারের নির্দেশনার পোস্টার ও ব্যানার লাগাচ্ছিলাম। এই সময় একটি ককটেল বিস্ফোরণ হয়। এটা দেখে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে যাব এই সময়ে আরও একটি ককটেল বিস্ফোরণ হয়। দ্বিতীয় ককটেলটা আমার পায়ের কাছে বিস্ফোরণ হয়। কেন্দ্রের প্লাটুন কমান্ডার (পিসি) নুর উদ্দিন বলেন, আমরা পোস্টার ও ব্যনার লাগানোর কাজ করছিলাম এই সময়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একটা ককটেল অন্তরের পায়ের কাছে বিস্ফোরণ হলে সে আহত হয়। পরবর্তীতে পুলিশের গাড়িরে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার পায়ে চারটি সেলাই দেন। আহত অন্তরের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে তাকে বাসায় পাঠানো হবে।
০৭ জানুয়ারি, ২০২৪

চবিতে ছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগে দুই আনসার সদস্য সাময়িক চাকরিচ্যুত
ছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ইনস্টিটিউটে দায়িত্বরত দুই আনসার সদস্যকে সাময়িক চাকরিচ্যুত করা হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বার) সন্ধ্যায় তাদের চাকরিচ্যুত করা হয়। বাংলাদেশ আনসার ও ভিডিপির চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দপ্তর সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই আনসার সদস্যরা হলো- মো. আশিকুর রহমান (২৮) ও মো আনিসুর রহমান (৩০)। অভিযোগপত্রে ছাত্রীরা বলেন, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী। আমাদের কয়েকজন ছাত্রী ফরেস্ট্রিতে কর্মরত নিরাপত্তাকর্মী দ্বারা সম্প্রতি ইভটিজিংয়ের শিকার হয়েছি।  তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো- ১. অপ্রস্তুত অবস্থায় মেয়েদের ছবি তোলা।  ২. ইচ্ছাকৃতভাবে মেয়েদের ওয়াশরুমে বসে থাকা।  ৩. ফরেস্ট্রির রাস্তায় মেয়েদের দিকে বাজেভাবে তাকানো, শিস দেওয়া ও গান গাওয়া।  ৪. ডিউটি বাদ দিয়ে একাডেমিক ভবনে ঘোরাফেরা করা। অভিযোগকারীরা হলেন- ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কারিশমা ইরিন এ্যামি, সঙ্গীতা রাণী বর্মন ও আফরিনা আবু মিথিলা। এ বিষয়ে ফরেস্ট্রি ইনস্টিটিউটের কয়েকজন ছাত্রীকে জিজ্ঞেস করা হলে তারা জানান, ওই দুই আনসার সদস্য অনেকদিন ধরে এ রকম আচরণ করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযোগ দেব দেব বলে দেওয়া হচ্ছিল না। আজ আমরা সবাই মিলে অভিযোগ দিয়েছি। অভিযোগের কোনো প্রমাণ আছে কিনা জিজ্ঞেস করলে তারা জানান, তেমন কোনো প্রমাণ নেই। তবে তাদের মোবাইল ফোনে গত কয়েকদিন আগে আমাদের নবীনবরণ অনুষ্ঠানে আসা অনেক ছাত্রীর ছবি পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার মো. হিশাম বলেন, ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে দুই আনসার সদস্যকে জেলা আনসার কমান্ড্যান্টের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, ফরেস্ট্রি ইনস্টিটিউটের কয়েকজন ছাত্রী আমাদের কাছে আনসার সদস্য কর্তৃক ইভটিজিংয়ের স্বীকার হওয়ার অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে আমরা মেয়েদের ছবি আনসার সদস্যদের ফোনে পেয়েছি। পরে তাদের জেলা আনসার কমান্ড্যান্টের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশ আনসার ও ভিডিপির চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব বলেন, বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ স্থান। সেখানে দুই আনসার সদস্যের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগামীকাল তদন্ত কমিটি গঠন করব। কমিটির প্রতিবেদন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
০৫ ডিসেম্বর, ২০২৩

মণ্ডপে ডিউটি থেকে ফিরে আনসার সদস্য খুন
বগুড়ার শিবগঞ্জে পূজামণ্ডপের ডিউটি শেষে বাড়ি ফিরে খুন হয়েছেন আশা রানী মোহন্ত (২৮) নামে এক আনসার ভিডিপি সদস্য। গত সোমবার রাত ১২টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার বানাইল মহল্লার নিজ ঘরের সোফার ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। এর প্রায় এক ঘণ্টা আগে তিনি পোশাক পরিবর্তন করার জন্য মণ্ডপের পাশে অবস্থিত নিজ বাড়িতে যান। গতকাল মঙ্গলবার দুপুরে আনসার সদস্যের মরদেহ উদ্ধারের বিষয় নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ। আশা রানী মোহন্ত বানাইল মহল্লার ভজন কুমার মোহন্তের স্ত্রী। ভজন কুমার নিজ এলাকায় মুদি দোকানের ব্যবসা করতেন। আশা রানীর শাশুড়ি সুকৃতি রানী মোহন্ত জানান, রাত ১২টার দিকে তিনি ও তার বড় পুত্রবধূ মণ্ডপ থেকে বাড়ি ফিরে দরজা বন্ধ দেখতে পান। পরে পেছনের দরজা খুলে ভেতরে ঢুকে আশা দেবীকে সোফার ওপর পড়ে থাকতে দেখেন। তাদের কাছে খবর পেয়ে স্বামী ভজন কুমার এসে আশাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আব্দুর রউফ বলেন, আশা রানীর শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। শুধু গালে ও গলায় দাগ রয়েছে। ঘরের কোনো কিছু খোয়াও যায়নি। তবে হত্যাকারীরা তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিয়ে গেছে।
২৫ অক্টোবর, ২০২৩
X