চবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

চবিতে ছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগে দুই আনসার সদস্য সাময়িক চাকরিচ্যুত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা

ছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ইনস্টিটিউটে দায়িত্বরত দুই আনসার সদস্যকে সাময়িক চাকরিচ্যুত করা হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বার) সন্ধ্যায় তাদের চাকরিচ্যুত করা হয়। বাংলাদেশ আনসার ও ভিডিপির চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় নিরাপত্তা দপ্তর সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই আনসার সদস্যরা হলো- মো. আশিকুর রহমান (২৮) ও মো আনিসুর রহমান (৩০)।

অভিযোগপত্রে ছাত্রীরা বলেন, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী। আমাদের কয়েকজন ছাত্রী ফরেস্ট্রিতে কর্মরত নিরাপত্তাকর্মী দ্বারা সম্প্রতি ইভটিজিংয়ের শিকার হয়েছি।

তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো- ১. অপ্রস্তুত অবস্থায় মেয়েদের ছবি তোলা। ২. ইচ্ছাকৃতভাবে মেয়েদের ওয়াশরুমে বসে থাকা। ৩. ফরেস্ট্রির রাস্তায় মেয়েদের দিকে বাজেভাবে তাকানো, শিস দেওয়া ও গান গাওয়া। ৪. ডিউটি বাদ দিয়ে একাডেমিক ভবনে ঘোরাফেরা করা।

অভিযোগকারীরা হলেন- ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কারিশমা ইরিন এ্যামি, সঙ্গীতা রাণী বর্মন ও আফরিনা আবু মিথিলা।

এ বিষয়ে ফরেস্ট্রি ইনস্টিটিউটের কয়েকজন ছাত্রীকে জিজ্ঞেস করা হলে তারা জানান, ওই দুই আনসার সদস্য অনেকদিন ধরে এ রকম আচরণ করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযোগ দেব দেব বলে দেওয়া হচ্ছিল না। আজ আমরা সবাই মিলে অভিযোগ দিয়েছি।

অভিযোগের কোনো প্রমাণ আছে কিনা জিজ্ঞেস করলে তারা জানান, তেমন কোনো প্রমাণ নেই। তবে তাদের মোবাইল ফোনে গত কয়েকদিন আগে আমাদের নবীনবরণ অনুষ্ঠানে আসা অনেক ছাত্রীর ছবি পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার মো. হিশাম বলেন, ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে দুই আনসার সদস্যকে জেলা আনসার কমান্ড্যান্টের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, ফরেস্ট্রি ইনস্টিটিউটের কয়েকজন ছাত্রী আমাদের কাছে আনসার সদস্য কর্তৃক ইভটিজিংয়ের স্বীকার হওয়ার অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে আমরা মেয়েদের ছবি আনসার সদস্যদের ফোনে পেয়েছি। পরে তাদের জেলা আনসার কমান্ড্যান্টের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও ভিডিপির চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব বলেন, বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ স্থান। সেখানে দুই আনসার সদস্যের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগামীকাল তদন্ত কমিটি গঠন করব। কমিটির প্রতিবেদন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার জন্য দায়ী যে অ্যাপ

লিবিয়া থেকে দে‌শে ফিরলেন আরও ৩০৯ বাংলাদেশি

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা, হতে পারে বন্যাও

জামায়াতের মনোনয়ন পেলেন তুরস্কফেরত ড. হাফিজ

এশিয়া কাপ ট্রফি তালাবদ্ধ করে রেখেছেন নকভি, কারও ছোঁয়াও নিষেধ

অভিনয়-নির্মাণে ব্যস্ত পলাশ

কত বয়সে শুরু করবেন কোলেস্টেরল টেস্ট? চিকিৎসক যা বলছেন

অবৈধ পার্কিংয়ে বাসচালককে জরিমানা, পুলিশ সদস্যের ওপর হামলা

পাল্টে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের সময়

১৭ জেলায় রাতে ঝড়ের আভাস

১০

ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

১১

দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতি চলবে না : রাশেদ প্রধান

১২

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন শহিদুল আলম

১৩

এরদোয়ানের সবুজ সংকেত, গাজা মিশনের জন্য প্রস্তুত তুর্কি সেনা

১৪

শাহবাগের তিন জায়গায় ৩ জনের মরদেহ

১৫

মিয়ানমারে আবারও সংঘাত, সীমান্তে গোলাগুলি

১৬

এক রাতে ছয়টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

১৭

এবার ইসরায়েলে মোতায়েন হবে মার্কিন সেনা

১৮

ট্রাম্পের নোবেল না পাওয়ার কারণ জানাল শান্তি কমিটি

১৯

সেলস বিভাগে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

২০
X