মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কার্নিভাল অনুষ্ঠিত 
মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কার্নিভাল এবং এ দিবস উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ মে) কুয়ালালামপুরের দেওয়ান বাহাসা দান পুসতাকায় এ কার্নিভাল অনুষ্ঠিত হয়। ইউনেস্কো জাতীয় কমিশন, মালয়েশিয়ার পক্ষে তামিল ফাউন্ডেশন মালয়েশিয়া, এলএলজি কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার, আইকেআরএএম, জেওএএস, ডং জং দ্য ইউনাইটেড চাইনিজ স্কুল কমিটি’স এসোসিয়েশন অব মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত এ কার্নিভালে কৌশলগত অংশীদার ছিল কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। এ ছাড়া কেএলএসসিএএইচ, জেও জং, মেরডেকা ইউনিভার্সিটি, কেএলএফসহ অন্যান্য এনজিও যৌথ সংগঠক হিসেবে এবং জিবিএম ও আইপিপিএন কৌশলগত অংশীদার হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কার্নিভালে অংশগ্রহণ করে। কার্নিভালে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া একটি সুসজ্জিত স্টল প্রতিষ্ঠা করে। যেখানে বাংলাদেশের ঐতিহ্যের পাশাপাশি ভাষা আন্দোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর লিখিত বই প্রদর্শিত হয়। এ ছাড়া ভাষা আন্দোলনের ওপর ছবি ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বাংলাদেশ হাইকমিশন কার্নিভালে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার পাশাপাশি বিজয়ী ছাত্রছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করে।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশাদ আলম খাস্তগীর। এ ছাড়া বক্তব্য রাখেন তামিল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এলানজেনিয়াল ভেনুগোপাল, জিবিএম-এর চেয়ারম্যান স্টানলি ইয়ং এবং এমএলডি/এইচবিআইএ-এর অর্গানাজিং চেয়ারম্যান কুগেনেস্বরান তামিলমানি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ডেপুটি হাইকমিশনার তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন সারা বিশ্বে ভাষাগত বৈচিত্র্য উদযাপনের দিনে পরিণত হয়েছে। এ সময় তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করেন। অন্যান্য বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সব ভাষাভাষীর ঐক্যের চেতনার কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে তারা একটি শক্তিশালী ও অনুপ্রেরণামূলক বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেন।  কার্নিভালে মালয়েশিয়ার বিভিন্ন স্কুলের ২ শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এ আয়োজনের মাধ্যমে মালয়েশিয়ার নাগরিকদের বিশেষ করে ছাত্রছাত্রীদের বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস সম্পর্কে জানানোর সুযোগ সৃষ্টি  হয়। 
৭ ঘণ্টা আগে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন আলীগড় বিশ্ববিদ্যালয়ে
ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে উদযাপন হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ। প্রধান অতিথির বক্তব্যে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ বলেন, বিশ্বে একমাত্র বাঙালি জাতিকেই মাতৃভাষার জন্য জীবন দিতে হয়েছে। এর মূল নেতৃত্বে ছিলেন বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের মাতৃভাষা বাংলাকে আন্তর্জাতিক মর্যাদায় রূপ দিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অবদান জাতি চিরদিন মনে রাখবে। মূল প্রবন্ধে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বাহান্নর ভাষা আন্দোলন শুধু ভাষা আন্দোলনের লড়াইয়ে সীমাবদ্ধ ছিল না। পরে তা স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলনের লক্ষ্যে এগিয়ে যায়। এর নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন আইন বিভাগ অনুষদের ডিন অধ্যাপক এমজেডএম নোমানী। আরও বক্তব্য দেন ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী সুদর্শন রাজন, প্রক্টর অধ্যাপক ওয়াসিম আলী, ওমর পীরজাদা, আইন বিভাগের ছাত্র আলী হোসেন আরমান প্রমুখ। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন শাবান মাহমুদ ও সাদ্দাম হোসেন।
০১ মার্চ, ২০২৪

ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত  প্রবাসী শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ।আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন।  আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, আইন বিভাগ অনুষদের ডিন অধ্যাপক এমজেডএম নোমানী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ভারতের সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সুদর্শন রাজন, প্রক্টর অধ্যাপক ওয়াসিম আলী, ওমর পীরজাদা, আইন বিভাগের ছাত্র আলী হোসেন আরমান প্রমুখ।  প্রধান অতিথির বক্তব্যে শাবান মাহমুদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, বিশ্বে একমাত্র বাঙালি জাতিকেই মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হয়েছে। যার মূল নেতৃত্বে ছিলেন বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের মায়ের ভাষা বাংলাকে আন্তর্জাতিক মর্যাদায় রূপ দিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ঐতিহাসিক অবদানের কথা জাতি চিরদিন মনে রাখবে। এ সময় তিনি এ ধরনের আয়োজনে আলীগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।  মূল প্রবন্ধে সাদ্দাম হোসেন বলেন, বাহান্নের ভাষা আন্দোলন শুধু ভাষা আন্দোলন লড়াইয়ে সীমাবদ্ধ ছিল না। পরে এ আন্দোলন স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলনের লক্ষে এগিয়ে যায়, যার মূল নেতৃত্ব দিয়েছেন বিশ্ব নন্দিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাতৃভাষা বাংলাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বাংলা ভাষাভাষী সকল মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পৃথিবীর সব মাতৃভাষা সংরক্ষণ করার লক্ষে আন্তর্জাতিক মাতৃভাষার গুরুত্ব রয়েছে। তিনি ভারত- বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বের কথা তুলে ধরে বলেন, দুই দেশের জনগণের মধ্যে আমরা ব্যবসা বাণিজ্যসহ শিল্প সাহিত্য সংস্কৃতি সবক্ষেত্রে বিনিময় কর্মসূচি বাড়াতে পারি।  ড. বি আর আম্বেদকার হলের পক্ষ থেকে কাইফ হাসানের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।  পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন প্রেস মিনিস্টার শাবান মাহমুদ ও ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।
২৯ ফেব্রুয়ারি, ২০২৪

আদ্-দ্বীন মেডিকেল কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
যথাযোগ্য মর‌্যাদায় রাজধানীর আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। গত বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে স্থায়ী শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি নিবেদন করেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ ও ফাতেমা নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে কলেজের ব্যারিস্টার রফিক-উল-হক মিলনায়তনে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. আফিকুর রহমান, আদ্-দ্বীন হাসপাতাল ও নার্সিংসমূহের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন, কলেজের উপাধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম প্রমুখ। এ সময় আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ ও ফাতেমা নার্সিং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে কলেজের ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৫ ফেব্রুয়ারি, ২০২৪

গ্রিসে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
গ্রিসে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি পালনের জন্য বাংলাদেশ দূতাবাস দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি পালন করেছে। দিনের শুরুতে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ জাতীয় পতাকা অর্ধনমিত করেন। এরপর দূতাবাস প্রাঙ্গনে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দূতাবাস প্রাঙ্গনে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও বিশেষ আলোচনা করা হয়। এ সময় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক পাঠানো বাণী পড়ে শোনানো হয়। পরে একটি প্রামাণ্যচিত্র ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ও ভাষা আন্দোলন’ প্রদর্শন করা হয়।  দূতাবাসের দ্বিতীয় সচিব রাবেয়া বেগম -এর সঞ্চালনায় অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় বক্তারা একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একযোগে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল চেতনা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহবান জানান। রাষ্ট্রদূত আসুদ আহমদ তার বক্তব্যে গভীর শ্রদ্ধার সঙ্গে ভাষা আন্দোলনের শহীদদের অমূল্য ভূমিকা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।   তিনি বলেন, কয়েকজন প্রবাসী বাংলাদেশীর প্রাথমিক উদ্যোগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বতঃস্ফূর্ত আগ্রহ, ঐকান্তিক চেষ্টা ও পৃষ্ঠপোষকতার ফলে অমর একুশে আজ বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। এ সময়ে স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণের লক্ষ্যে তিনি ভাষা আন্দোলনের চেতনা প্রবাসে পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনাপর্বে গ্রিসে বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। রাষ্ট্রদূত আয়োজিত প্রবাসী বাংলাদেশি শিশুকিশোরদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
২৩ ফেব্রুয়ারি, ২০২৪

ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
নানা আয়োজনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। গত বুধবার সকালে রাজধানীর আফতাবনগরে প্রভাতফেরি এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য এইচ এন আশিকুর রহমান। সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন একুশে পদক বিজয়ী বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন।
২৩ ফেব্রুয়ারি, ২০২৪

মাইলস্টোনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে মাইলস্টোন কলেজ। গত বুধবার রাজধানীর উত্তরায় কলেজের ক্যাম্পাসে প্রভাত ফেরি, কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। শিক্ষার্থীদের নিয়ে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম, কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মাসুদ আলম, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলম এবং স্কুলের দিয়াবাড়ী ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর খান।
২৩ ফেব্রুয়ারি, ২০২৪

জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
জাতিসংঘ সদর দপ্তরে টানা অষ্টমবারের মতো যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এ তথ্য জানায়। জাতিসংঘে বাংলাদেশ, অস্ট্রিয়া, বাহরাইন, বলিভিয়া, রোমানিয়া ও দক্ষিণ আফ্রিকার স্থায়ী মিশনসমূহ, জাতিসংঘ সদর দপ্তর ও ইউনেস্কোর সঙ্গে যৌথ অংশীদারত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস। এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বহু ভাষার ব্যবহারে সমৃদ্ধ আলোচনা হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি, বাহরাইন, বলিভিয়া, রোমানিয়া, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রিয়া, ভারত, হাঙ্গেরি, পাপুয়া নিউগিনি ও তাঞ্জানিয়ার স্থায়ী প্রতিনিধি বা দূতদের সঙ্গে জাতিসংঘ ও ইউনেস্কোর উচ্চ পর্যায়ের প্রতিনিধি ও সুশীল সমাজের একজন প্রতিনিধি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০২৪-এর মূল প্রতিপাদ্য—বহু ভাষার মাধ্যমে শিক্ষা; প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান চর্চার স্তম্ভ বিষয়ে আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষার পাশাপাশি বাংলা, হিন্দি ও রোমানিয়ান ভাষায় বক্তব্য ভাষান্তর করা হয়। সাংস্কৃতিক পরিবেশনায় উদ্বোধনী সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’, জাতিসংঘ চেম্বার মিউজিক সোসাইটির পরিবেশন করা যন্ত্রসংগীত এবং অভিবাসীদের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের গান অন্তর্ভুক্ত ছিল। অনুষ্ঠানটি জাতিসংঘের ওয়েব টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। উদ্বোধনী বক্তব্য দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত।
২৩ ফেব্রুয়ারি, ২০২৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা আয়োজনে পালন বাউবিতে
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শিক্ষক সমিতি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে। বুধবার বাউবি ল্যাবরেটরি স্কুল ও স্থানীয় স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বাউবির গাজীপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কে এম রেজানুর রহমান ও সাধারণ সম্পাদক ড. শহীদুর রহমান। এ সময় অধ্যাপক ড. মোহসীন উদ্দীন, অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মামুনুর রশিদ, ড. এম আব্দুল হামিদ, আব্দুস সাত্তার, মশিউর রহমানসহ শিক্ষক সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
২৩ ফেব্রুয়ারি, ২০২৪
X