তৃতীয় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আর্চারি চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ-২০২৪ সমাপ্ত
তৃতীয় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আর্চারি চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৪ এর সমাপনী অনুষ্ঠান বুধবার (২৮-২-২০২৪) আর্মি স্টেডিয়ামে সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ উপস্থিত থেকে বিজয়ী আর্চারদের পুরস্কার প্রদান করেন। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সদস্যগণের অংশগ্রহণে অনুষ্ঠিত তিন দিনব্যাপী রোমাঞ্চকর এ আর্চারি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা অসাধারণ ক্রীড়া, নৈপুণ্য, দক্ষতা প্রদর্শনের পাশাপাশি সামরিক জীবনের শৃংখলাবোধ ও ঐক্যের উজ্জ্বল নিদর্শন প্রদর্শন করা। রাশিয়া, শ্রীলংকা, স্লোভেনিয়া, রোমানিয়া, কোরিয়া, পাকিস্তান, ইরান, জার্মানি, ফ্রান্স, ব্রাজিল, বেলারুশ ও বাংলাদেশসহ সর্বমোট ১২টি দেশের সশস্ত্র বাহিনীর ১০৭ জন আর্চার পুরুষ ও মহিলা ক্রীড়াবিদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় পারদর্শিতা ও দক্ষতা প্রদর্শন করে ব্রাজিল সর্বোচ্চ ৬টি স্বর্ণ পদক এবং ফ্রান্স ৩টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্চ পদক পেয়ে শীর্ষ স্থান অধিকার করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তৃতীয় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আর্চারি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদ, কোচ ও সহায়তা প্রদানকারী সকলকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান। এ সময়ে প্রধান অতিথি সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আর্চারি চ্যাম্পিয়নশিপের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতাসমূহ বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রার্তৃত্ববোধকে আরও জাগিয়ে তুলবে বলে আশা প্রকাশ করেন।  বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্ববধানে সেনা, নৌ ও বিমান বাহিনী কর্তৃক যৌথ সমন্বয়ে আয়োজিত তৃতীয় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আর্চারি প্রতিযোগিতা বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দতা ও ভ্রার্তৃত্ববোধের একটি অনন্য সুযোগ তৈরি করেছে।
২৮ ফেব্রুয়ারি, ২০২৪

তৃতীয় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আর্চারি চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ-২০২৪ শুরু
বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় ‘৩য় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আর্চারি চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ-২০২৪’ প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এ আয়োজনের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি। এ বছর ২৬-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৩ দিনব্যাপী সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এটি অনুষ্ঠিত হচ্ছে। এতে টেকনিক্যাল পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। এবারের আয়োজনে বাংলাদেশসহ ১২টি দেশের মোট ১০৭ জন পুরষ, মহিলা ও প্যারা আর্চার অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতাটি ৭০ মিটার, রিকার্ভ আর্চারি ক্যাটাগরিতে পরিচালিত হবে। প্রতিযোগীগণ পুরুষ একক, মহিলা একক, দ্বৈত এবং যৌথ ক্যাটাগরিতে অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতায় মোট ১৪টি স্বর্ণ, ১৪টি রৌপ্য এবং ২৬টি ব্রোঞ্জ মেডেল প্রদান করা হবে। এ ছাড়াও সম্পূর্ণ প্রতিযোগিতার ওপর ভিত্তি করে একটি দলকে ফেয়ার প্লে ট্রফি প্রদান করা হবে।  উল্লেখ্য, ইন্টারন্যাশনাল মিলিটারি স্পোর্টস কাউন্সিল (সিআইএসএম) বিশ্বের শীর্ষ সামরিক ক্রীড়া সংস্থা যা ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। সিআইএসএম এর সদর দপ্তর বেলজিয়ামে অবস্থিত। এ আন্তর্জাতিক সংস্থার মূল স্লোগান হলো ‘ফ্রেন্ডশিপ থ্রো স্পোর্টস’। বাংলাদেশসহ বিশ্বের ১৪০টি দেশের সামরিক বাহিনী সিআইএসএম এর সদস্য। প্রতিষ্ঠার পর থেকে সিআইএসএম ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন দেশের সামরিক সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, শ্রদ্ধা, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দল নিয়মিত সিআইএসএম এর বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে।
২৬ ফেব্রুয়ারি, ২০২৪
X