দেশের অন্যতম সম্ভাবনাময় একটা খেলা আর্চারি। জার্মানির বার্লিনে বসতে যাচ্ছে এবারের বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ। এই বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে জার্মানির উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ।
রোববার (৩০ জুলাই) জার্মানির বার্লিনের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশের ৬ জন আর্চার। তবে ভিসা-টিকিট প্রস্তুত থাকলেও বিশ্ব আর্চারির নিষেধাজ্ঞার কারণে এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না দেশসেরা আর্চার রোমান সানা।
বাংলাদেশের দুই বিভাগের সেরা দুই আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকী সম্প্রতি বিবাহ করেছেন। প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে এই দম্পতির একসঙ্গে অংশগ্রহণের সুযোগ ছিল। তবে দিয়া সিদ্দিকী টুর্নামেন্টে অংশ নিলেও রোমান সানা নিষেধাজ্ঞার কারণে পারছেন না। এই প্রতিযোগিতা থেকে ২০১৯ সালে রোমান অলিম্পিকে খেলার যোগ্যতা নিশ্চিত করেছিলেন দেশসেরা আর্চার সানা।
বাংলাদেশ থেকে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ পুরুষে লড়বেন রুবেল, রামকৃষ্ণ সাহা ও সাগর। রিকার্ভ মহিলা ইভেন্টে দিয়া সিদ্দিকী। কম্পাউন্ড পুরুষে আশিকুজ্জামান ও মহিলা ইভেন্টে লড়বেন বন্যা আক্তার।
বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলগত মহিলা রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টে অংশগ্রহণ করছে না। তা ছাড়া কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ অংশ নিচ্ছে না।
মন্তব্য করুন