মতলব উত্তরের যুবদলের যুগ্ম আহ্বায়ক নোমান বহিষ্কার
দলীয় নির্দেশ ভঙ্গ করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশগ্রহণ করায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসানুজ্জামান নোমানকে বহিষ্কার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না'র নির্দেশক্রমে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) অ্যাডভোকেট আজিজুর রহমান আকন্দের স্বাক্ষরিত এ বহিষ্কারাদেশ প্রদান করেন।    জানা যায়, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সমর্থিত আওয়ামী প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনা করে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসানুজ্জামান নোমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।  হাসানুজ্জামান নোমানের বাড়ি মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী এলাকয়। এ বিষয়ে তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহাম্মেদ সোহেল জানান, মায়া সমর্থিত আওয়ামী প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনা করে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করার তাকে কারণ দর্শানোর জন্য বলা হয়। সঠিক জবাব না দেওয়ার কারণে কেন্দ্রীয় যুবদল তাকে বহিষ্কার করেন। এ ছাড়াও এই চিঠিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি মো. মাজহারুল ইসলাম জুয়েল, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা যুবদলের আহ্বায়ক লিটন আহম্মেদকে বহিষ্কার করা হয়েছে। 
১৪ মে, ২০২৪

বঙ্গবন্ধু পরিষদের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন
বঙ্গবন্ধু পরিষদের ঢাকা মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে। এর স্থলে ‘বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগর (উত্তর)’ ও ‘বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগর (দক্ষিণ) নামীয় দুটি সাংগঠনিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রমকে আরও কার্যকর, শক্তিশালী ও সুশৃঙ্খল করতে এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি।  রোববার (৭ এপ্রিল) কেন্দ্রীয় প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। কমিটি অনুমোদন করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক। বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগর (উত্তর)-এ ৪৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে প্রকৌশলী মো. হারুন অর রশিদকে আহবায়ক, এ বি এম সেলিম আহমেদ ও সাইফুল মতিন টিপুকে যুগ্মআহবায়ক এবং ডা. মো. হারুন-উল মোর্শেদকে সদস্য-সচিব করা হয় এবং বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগর (দক্ষিণ)-এ ৪৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে নাসির উদ্দিনকে আহ্বায়ক, মো. আজিজুল হক ও মো. মইনুল ইসলামকে যুগ্মআহবায়ক এবং নাফিজ হোসেন দীপকে সদস্য-সচিব করা হয়। এ ছাড়াও বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগরের জন্য ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন- অ্যাডভোকেট দিদার আলী, অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, অ্যাডভোকেট বায়েজিদ আহমেদ, ড. আফরোজা পারভীন, পেয়ারা খান, মো. আবুল হোসেন।
০৭ এপ্রিল, ২০২৪

ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে : তাঁতীদল আহ্বায়ক
‘স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানের ডাকে আমরা যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছি। কিন্তু আমরা প্রকৃতপক্ষেই কি স্বাধীনতা পেয়েছি? আমি মনে করি, আমরা পরাধীনভাবে এদেশে বসবাস  করছি। দেশের সংবাদপত্রের স্বাধীনতা নাই। মুক্তকণ্ঠে কথা বলা যাচ্ছে না। মুক্তভাবে কোথাও সভা সমাবেশ করা যাচ্ছে না। কোথাও সমাবেশ করতে হলে সরকারের অনুমতি নিতে হয়। তাই আমরা স্বাধীন হয়েও পরাধীন। তাই আগামী দিনে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হতে আমাদের সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’ শুক্রবার (০৫ এপ্রিল) বিকেলে রাজশাহী মহানগর ও জেলা তাঁতীদলের আয়োজনে মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তাঁতীদলের কেন্দ্রীয় আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ এসব কথা বলেন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা, সাবেক মন্ত্রী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট কবির হোসেনসহ বিএনপির সকল মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আবুল কালাম আজাদ বলেন, আমাদের মধ্যে সরকারি দালাল ঢুকে গেছে। অনেক নেতাই সরকারের থেকে সুযোগ-সুবিধা নিচ্ছে। আমাদের তাঁতী দলেও দুই-একজন সরকারের দালাল হিসেবে কাজ করে যাচ্ছে। তাই এদের চিহ্নিত করে এদের থেকে সাবধান হতে হবে।’ তিনি বলেন, এই সরকারের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করছি। সাবেক তিনবারের এই প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের জন্য জোর দাবি জানাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার চাই। বর্তমানে বিএনপির যত নেতাকর্মী মিথ্যা মামলায় জর্জরিত তাদের সবার মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। গণতন্ত্রের জন্য, এদেশের মেহনতি মানুষের জন্য আমরা আন্দোলন করছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর জন্য আমরা আন্দোলন করছি। এ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে দলীয় সরকারের অধীনে আমরা কোনো নির্বাচন চাই না। তাই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আমি এই শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা খান বাবলু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, জেলা বিএনপির সদস্য সচিব মো. মামুন অর রশিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল হুদা, জেলা তাঁতীদলের সভাপতি মো. কুতুব উদ্দিন বাদশা, মহানগরের সভাপতি মোশারফ হোসেন কাজল, সাধারণ সম্পাদক মো. মিলন শেখ, জেলার সাধারণ সম্পাদক মো. এম মুঈন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
০৫ এপ্রিল, ২০২৪

নির্যাতিতদের সহায়তায় বিএনপির সেলের আহ্বায়ক রুমন, সদস্যসচিব মিথুন
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ঘিরে দলের গুম-খুন ও পঙ্গুত্বের শিকার পরিবারগুলোকে সার্বিকভাবে সহযোগিতা করতে নতুন সেল গঠন করছে বিএনপি। দলের মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমনকে আহ্বায়ক এবং কৃষিবিদ মো. মোকছেদুল মোমিনকে (মিথুন) সদস্য সচিব করে ‘আমরা বিএনপি পরিবার’ নামে ১৩ সদস্যের এই সেল গঠন করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেলের প্রধান পৃষ্ঠপোষক থাকছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান উপদেষ্টা এবং দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে। সেলের সদস্যরা হলেন- নাজমুল হাসান, মাসুদ রানা লিটন, মো. মুসতাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, শাকিল আহমেদ, মো. রুবেল আমিন ও মো. শাহাদত হোসেন।
২২ মার্চ, ২০২৪

চুয়াডাঙ্গা জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন
চুয়াডাঙ্গায় জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রশান্ত অধিকারীকে আহ্বায়ক ও কিশোর কুমার কুন্ডুকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট জেলা পূজা উদযাপন পরিষদের এ কমিটি গঠন করা হয়।  গত ৭ মার্চ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।  মেয়াদোর্ত্তীণ পূর্ববর্তী কমিটি বাতিল করে নতুন এ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ। এ ছাড়া জেলার সব উপজেলার পূজা উদযাপন পরিষদের কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়। 
১৯ মার্চ, ২০২৪

বিএনপির পর্তুগাল শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পর্তুগাল শাখায় প্রথমবারের মতো কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে আবু ইউসুফ তালুকদারকে আহ্বায়ক ও ছায়েফ আহমেদ সুইটকে সদস্য সচিব করে ৯৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৯৫ সদস্য বিশিষ্ট কমিটির উল্লেখযোগ্যরা হলেন-সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল আহমেদ, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে শেখ খালেদ আহমেদ মিনহাজ, মন্জুরুল হোসেন জিন্নাহ, আমির সোহেল, সাইফুল হক, ফারুক আহমেদ লিটন কাদেরী, আজমল আহমেদ, শামসুজ্জামান জামান, হাকিম মুহাম্মদ মিনহাজ, মিজানুর রহমান (শাহ জামাল), এমকে নাসির, মোহাম্মদ দিলোয়ার আহমেদ রাফি। প্রথম সদস্য অলিউর রহমান চৌধুরী, যুগ্ম সচিব যথাক্রমে আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ, মাহফুজুল আলম সোহাগ প্রমুখ। নতুন কমিটি নিয়ে নবনির্বাচিত আহ্বায়ক ইউসুফ তালুকদার বলেন, দীর্ঘদিন পরে হলেও পর্তুগাল বিএনপির নেতাদের আশার প্রতিফলন ঘটেছে, ইনশাআল্লাহ আমরা দ্রুতগতিতে পর্তুগালে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করব, যে কমিটি হবে ইউরোপ জাতীয়তাবাদের একটি শক্তিশালী ইউনিট। নবনির্বাচিত সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট বলেন, দীর্ঘদিন পর হলেও পর্তুগাল বিএনপির নেতারা অফিসিয়ালি তাদের রাজনৈতিক পরিচয় পেয়েছে। সে জন্য তিনি দলের প্রতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান ও আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের প্রতি। তিনি আরও বলেন, দল যে তার ওপর গুরুদায়িত্ব দিয়েছে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পর্তুগালে যথাসময়ে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবেন। যে কমিটি বাংলাদেশের চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরও আশা প্রকাশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল, ইনশাআল্লাহ পর্তুগাল বিএনপিও আগামীতে গনতান্ত্রিকভাবে পরিচালিত হবে।
১৫ মার্চ, ২০২৪

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক স্বপনের বাসায় মঈন খান
সদ্য কারামুক্ত বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর ধানমন্ডিস্থ জহির উদ্দিন স্বপনের বাসায় যান ড. মঈন খান। এ সময় তিনি সদ্য কারামুক্ত বিএনপির এই নেতার শারীরিক ও পারিবারিক খোঁজখবর নেন। জহির উদ্দিন স্বপন তার খোঁজ নিতে বাসায় আসার জন্য মঈন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিন মাস ২৮ দিন কারাভোগের পর গত ১ মার্চ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান জহির উদ্দিন স্বপন। এর আগে গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সৃষ্ট ঘটনায় ২ নভেম্বর রাজধানীর গুলশান থেকে স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় নেতারা একের পর এক কারাগার থেকে জামিনে মুক্তি পাচ্ছেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আমিনুল হক, রফিকুল ইসলাম মজনু প্রমুখ।
০৫ মার্চ, ২০২৪

ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক  ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। যুবলীগের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ সাক্ষরে আগামী ৯০ দিনের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে। ৪১ সদস্য বিশিষ্ট ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মিজানুর রহমান। এছাড়া যুগ্ম-আহ্বায়ক হিসেবে থাকছেন মাসুদ আহমেদ, হাজী এইচ এম সেলিম ও মো. ইরফান উদ্দিন।  ঢাকা জেলা যুবলীগের  ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে অদ্য ১৭/০২/২০২৪ খ্রিস্টাব্দ হতে পরবর্তী ৯০ দিনের মধ্যে তাদের অধীনস্ত সকল শাখার সম্মেলন সম্পন্ন করে ঢাকা জেলা যুবলীগের সম্মেলন করার নির্দেশ প্রদান করা হয়েছে। 
০১ জানুয়ারি, ১৯৭০

রওশন পন্থিদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী ফিরোজ
জাতীয় পার্টির রওশনপন্থিদের ডাকা দলের সম্মেলন প্রস্তুতি কমিটির নতুন আহ্বায়ক করা হয়েছে কাজী ফিরোজ রশিদকে। ষড়যন্ত্রের অভিযোগে এ কো-চেয়ারম্যানকে বহিষ্কার করেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। এর আগে প্রায় দেড় বছর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ছিলেন গোলাম মসিহ। ৯ মার্চ এ সম্মেলন হওয়ার কথা রয়েছে।রোববার রাতে রওশনপন্থি জাপার মহাসচিব কাজী মামুনুর রশীদ সম্মেলন প্রস্তুতি কমিটির নতুন আহ্বায়কের নাম ঘোষণা করেন। এ সময় কাজী ফিরোজ রশিদ পাশেই বসা ছিলেন। জানা গেছে, রোববার গুলশানে রওশন এরশাদের বাসভবনে তিন ঘণ্টাব্যাপী সভা অনুষ্ঠিত হয়। সভায় জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলনসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। গতকাল সোমবার গণমাধ্যমে কাজী মামুন বলেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের নতুন দায়িত্ব পেয়েছেন কাজী ফিরোজ। এই প্রথম রওশনপন্থিদের কোনো সভায় প্রকাশ্যে এলেন সাবেক প্রতিমন্ত্রী কাজী ফিরোজ। এ সময় কাজী ফিরোজ বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ দলের সবার অভিভাবক। তার আহ্বানে সাড়া দিতে হবে। দলটির এই অংশে তিনি যোগ দিচ্ছেন কি না সে প্রশ্নের সরাসরি উত্তর দেননি। পরে মহাসচিব কাজী মামুনুর রশীদ বলেন, দলের সিনিয়র নেতারা যুক্ত হওয়ায় নেতাকর্মীরা আরও চাঙ্গা হবে। এর আগে গত ১২ জানুয়ারি কাজী ফিরোজ রশিদকে দল থেকে অব্যাহতি দেন জি এম কাদের। সে সময় কাজী ফিরোজ বলেছিলেন, তিনি রাজনীতি করবেন না। নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে সার্বক্ষণিক সময় দেবেন।
১৩ ফেব্রুয়ারি, ২০২৪
X