‘স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানের ডাকে আমরা যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছি। কিন্তু আমরা প্রকৃতপক্ষেই কি স্বাধীনতা পেয়েছি? আমি মনে করি, আমরা পরাধীনভাবে এদেশে বসবাস করছি। দেশের সংবাদপত্রের স্বাধীনতা নাই। মুক্তকণ্ঠে কথা বলা যাচ্ছে না। মুক্তভাবে কোথাও সভা সমাবেশ করা যাচ্ছে না। কোথাও সমাবেশ করতে হলে সরকারের অনুমতি নিতে হয়। তাই আমরা স্বাধীন হয়েও পরাধীন। তাই আগামী দিনে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হতে আমাদের সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’
শুক্রবার (০৫ এপ্রিল) বিকেলে রাজশাহী মহানগর ও জেলা তাঁতীদলের আয়োজনে মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তাঁতীদলের কেন্দ্রীয় আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা, সাবেক মন্ত্রী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট কবির হোসেনসহ বিএনপির সকল মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আবুল কালাম আজাদ বলেন, আমাদের মধ্যে সরকারি দালাল ঢুকে গেছে। অনেক নেতাই সরকারের থেকে সুযোগ-সুবিধা নিচ্ছে। আমাদের তাঁতী দলেও দুই-একজন সরকারের দালাল হিসেবে কাজ করে যাচ্ছে। তাই এদের চিহ্নিত করে এদের থেকে সাবধান হতে হবে।’
তিনি বলেন, এই সরকারের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করছি। সাবেক তিনবারের এই প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের জন্য জোর দাবি জানাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার চাই। বর্তমানে বিএনপির যত নেতাকর্মী মিথ্যা মামলায় জর্জরিত তাদের সবার মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। গণতন্ত্রের জন্য, এদেশের মেহনতি মানুষের জন্য আমরা আন্দোলন করছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর জন্য আমরা আন্দোলন করছি। এ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে দলীয় সরকারের অধীনে আমরা কোনো নির্বাচন চাই না। তাই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আমি এই শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা খান বাবলু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, জেলা বিএনপির সদস্য সচিব মো. মামুন অর রশিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল হুদা, জেলা তাঁতীদলের সভাপতি মো. কুতুব উদ্দিন বাদশা, মহানগরের সভাপতি মোশারফ হোসেন কাজল, সাধারণ সম্পাদক মো. মিলন শেখ, জেলার সাধারণ সম্পাদক মো. এম মুঈন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন