সদ্য কারামুক্ত বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর ধানমন্ডিস্থ জহির উদ্দিন স্বপনের বাসায় যান ড. মঈন খান।
এ সময় তিনি সদ্য কারামুক্ত বিএনপির এই নেতার শারীরিক ও পারিবারিক খোঁজখবর নেন।
জহির উদ্দিন স্বপন তার খোঁজ নিতে বাসায় আসার জন্য মঈন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিন মাস ২৮ দিন কারাভোগের পর গত ১ মার্চ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান জহির উদ্দিন স্বপন। এর আগে গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সৃষ্ট ঘটনায় ২ নভেম্বর রাজধানীর গুলশান থেকে স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় নেতারা একের পর এক কারাগার থেকে জামিনে মুক্তি পাচ্ছেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আমিনুল হক, রফিকুল ইসলাম মজনু প্রমুখ।
মন্তব্য করুন