বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করল রাকাব
ডেটা ছাড়াই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) সেবা প্রদান এবং রাকাব মোবাইল অ্যাপে ফ্রি ইন্টারনেট সেবা চালু হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক মিলনায়তনে প্রধান অতিথি থেকে এই সেবার উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাকাবের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মো. রইছউল আলম মণ্ডল, আইসিটি বিভাগের যুগ্ম প্রকল্প পরিচালক (এটুআই প্রোগ্রাম) মোল্লা মিজানুর রহমান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ মোহাম্মদ সলীম উল্লাহ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রাকাব এর অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। আশা করেন যে, বিশেষায়িত ব্যাংকটি তার মানসম্পন্ন, সম্ভাবনাময় ও কল্যাণমুখী সেবা প্রদানের মাধ্যমে অতি শিগগিরই সফলতা অর্জন করবে। বিশেষ অতিথির বক্তব্যে রাকাব পরিচালনা পর্ষদের চেয়ার‌ম্যান রইছউল আলম মন্ডল বলেন, এটুআই প্রোগ্রামের কেন্দ্রীয় ই-পেমেন্ট সিস্টেম ekpay এর মাধ্যমে রাকাবের সেবা প্রদান এবং রাকাব মোবাইল অ্যাপে ফ্রি- ইন্টারনেট সেবা কার্যক্রমের সংযোজনের মধ্য দিয়ে অনগ্রসর এলাকায় আধুনিক ব্যাংকিং সেবাদানে রাকাব আরও একধাপ এগিয়ে গেল। এর ফলে গ্রাহকগণ নিরবচ্ছিন্ন ই-ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন বলে আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ বলেন, কৃষি ও গ্রমীণ অবকাঠামো উন্নয়ন, দেশের খাদ্য নিরাপত্তা ও পল্লী কর্মসংস্থান সৃষ্টিতে রাকাব বিশেষ ভূমিকা পালন করছে। কৃষকের দোরগোড়ায় অনলাইন ব্যাংকিং ও স্মার্ট মোবাইল অ্যাপভিত্তিক ব্যাংকিং সুবিধা প্রদানে রাকাব অঙ্গীকারবদ্ধ। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, সাধারণত রাকাব মোবাইল অ্যাপসহ সকল অ্যাপ ব্যবহারের জন্য ইন্টারনেট প্রয়োজন হয়। ইন্টারনেট প্যাকেজের মেয়াদ বা ডেটা প্যাক না থাকলে অ্যাপ ব্যবহার করা যায় না। তবে রাকাবের গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানের উদ্দেশ্যে ডেটা ছাড়াই ব্যাংকটি শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই ফ্রি ইন্টারনেট সেবা চালু করল। এখন থেকে রাকাবের গ্রামীণফোনের গ্রাহকরা ডেটা ছাড়াই রাকাব মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারবে। এই সুবিধা পেতে গ্রাহককে শুধু ইন্টারনেট কানেকশন চালু রাখতে হবে। ডেটা ছাড়া ফ্রি ইন্টারনেটের মাধ্যমে রাকাব মোবাইল অ্যাপ ছাড়াও রাকাব লেন্স এর সকল সেবা পাওয়া যাবে। এই ফ্রি ইন্টারনেট সেবার মধ্য দিয়ে রাকাব ই-ব্যাংকিং গ্রাহক সংখ্যা আরও বৃদ্ধি পাবে। উল্লেখ্য, রাকাবের ৩৮৩টি শাখার আওতায় প্রায় ৫০ লাখ গ্রাহককে সুষ্ঠুভাবে ব্যাংকিং সেবা প্রদান করছে। ব্যাংকটি দীর্ঘদিনের লোকসান কাটিয়ে গত জুন ২০২৩ এ ৭২.৬৭ কোটি এবং অর্থবার্ষিক সমাপনী ডিসেম্বর ২০২৩ এ ৬৯.২৪ কোটি টাকা শাখা পর্যায়ে পরিচালনা মুনাফা অর্জন করে।
১৯ এপ্রিল, ২০২৪

আজ সারাদেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে
কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে আজ শনিবার (২ মার্চ) রক্ষণাবেক্ষণ চলবে। এ কারণে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১২ ঘণ্টা ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে। বিষয়টি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)-এর পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে গত বুধবার নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য আগামী ২ মার্চ সকাল ৭টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এই ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৫) ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু থাকবে বলেও জানানো হয়। এ বিষয়ে গ্রাহকদের আগাম তথ্য জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এবং মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে দুঃখ প্রকাশ করেছে অপারেটর কোম্পানিগুলো। এসব বার্তায় বলা হয়েছে, শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সারাদেশে ইন্টারনেট সার্ভিস ব্যবহারে অসুবিধা হতে পারে।
০২ মার্চ, ২০২৪

বুটেক্সের হলগুলোতে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা বর্ধিতকরণে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) জিএমএজি ওসমানী হল, সৈয়দ নজরুল ইসলাম হল ও শেখ হাসিনা হলে ওয়াইফাই ও ডাবল ফেজের বিদ্যুৎ সংযোগ সুবিধা নেই। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য রোববার (১৪ জানুয়ারি) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে হল প্রভোস্ট বরাবর স্মারকলিপি প্রদান করে বুটেক্স সাংবাদিক সমিতি। স্মারকলিপিতে শিক্ষার্থীরা ওয়াইফাই সংযোগ না থাকায় সাধারণ শিক্ষার্থীরা নানা ক্ষেত্রে সমস্যায় পড়ছে উল্লেখ করে তারা বলেন, অনেক সময় দেশের নানা পরিস্থিতিতে অনলাইনে ক্লাস হয়। অনেকের পক্ষেই ইন্টারনেট ক্রয় করে অনলাইনে ক্লাস করা কষ্টকর। তাছাড়া হলগুলোতে লোডশেডিংয়ের সমস্যার কথা উল্লেখ করে তারা ডাবল ফেজের বিদ্যুৎ সংযোগের দাবি করেন। এ সময় সাংবাদিক সমিতির সভাপতি ফরমান হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের হলে ওয়াইফাই সুবিধা সাধারণ শিক্ষার্থীদের মৌলিক অধিকার। এর আগে উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন বাধার কারণে তা সম্ভব হয়নি। আমরা আশা করব হল প্রশাসন এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। বিদ্যুতের দুই ফেইজের সুবিধা আগে থাকলেও বেশ কয়েক বছর ধরে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। এসব সমস্যা নিরসনে প্রশাসনের দ্রুত পদক্ষেপ আশা করছি। সাধারণ সম্পাদক মিনহাজ উল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের হলে লোডশেডিং হওয়া ও ইন্টারনেট সুবিধা না থাকাটা খুবই দুঃখজনক। সবচেয়ে বড় ব্যাপার হলো সরকার সব বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করেছে, অথচ বুটেক্সের হল ও শিক্ষক কোয়ার্টারগুলোতে এ সুবিধা পৌঁছায়নি। এরই পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থী ও  শিক্ষক-কর্মকর্তাদের পক্ষ থেকে বুটেক্স সাংবাদিক সমিতি হল প্রভোস্টদের কাছে স্মারকলিপি দেয়। স্মারকলিপি প্রদানকালে হল প্রভোস্ট ড. মো. সাইদুজ্জামান খুব দ্রুত ইন্টারনেট সেবার বিষয়টি সমাধান করার আশ্বাস দেন এবং চলতি সপ্তাহেই কাজ শুরু করার কথা বলেন। এ ছাড়া দুই ফেজের বৈদ্যুতিক সংযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তিনি ব্যক্তিগতভাবে এ ব্যাপারে অবগত আছেন এবং চেষ্টা করছেন বিষয়টি সমাধান করার।
১৫ জানুয়ারি, ২০২৪

নির্বাচনে ইন্টারনেট সেবা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন টেলিফোন, ফ্যাক্স ও ইন্টারনেট সংযোগ সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দেওয়া পরিপত্রে বলা হয়েছে, নির্বাচনী ফলাফল দ্রুত পাঠানোর জন্য টেলিফোন, ফ্যাক্স ও ইন্টারনেট সংযোগ সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।  এ ছাড়াও পরিপত্রে ভোটকেন্দ্রে ধূমপান থেকে বিরত থাকা ও দিয়াশলাই, লাইটারসহ দাহ্য পদার্থ বহনে কড়াকড়ি আরোপের কথা বলা হয়েছে। পাশাপাশি কেন্দ্রের অভ্যন্তরে বৈদ্যুতিক হিটার বা যেকোনো ধরনের চুলা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ না দেওয়ার ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে রিটার্নিং অফিসারকে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্যদের জন্য যানবাহন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। আরও বলা হয়েছে, ভোটগ্রহণ এবং ভোটগণনা শেষে প্রিসাইডিং অফিসাররা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় যথাসম্ভব স্বল্প সময়ে ভোটকেন্দ্র থেকে ভোটগণনা বিবরণী ও সংশ্লিষ্ট কাগজপত্রাদি সহকারী রিটার্নিং অফিসারের নিকট সরবরাহ করবে।
২৩ ডিসেম্বর, ২০২৩

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ডাউন
বকেয়া আদায়ে ব্যান্ডউইথ সেবা ডাউন করে দিয়েছে সাবমেরিন কেবল কোম্পানি। এতে করে গ্রাহকদের অনেকে ধীরগতির ইন্টারনেট–সেবার মুখে পড়েছেন। দেশের ১৯টি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কোম্পানির কাছে এ বকেয়া টাকা পাবে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। জানা গেছে, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত ১২টার পর বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) ৫০০ জিবিপিএস (গিগাবিট পার সেকেন্ড) ব্যান্ডউইডথ সীমিত করে দেয়। কোম্পানিটি জানিয়েছে, তারা ১৯টি আইআইজি প্রতিষ্ঠানের ব্যান্ডউইডথ সীমিত করে রেখেছে। বিটিআরসির তথ্য অনুযায়ী, দেশে ৩৪টি আইআইজি প্রতিষ্ঠান রয়েছে। বিএসসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহম্মদ সংবাদমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে বকেয়া পরিশোধ না করায় ওপর মহলের নির্দেশে ব্যান্ডউইডথ বন্ধ করা হয়েছে। কোম্পানিগুলোর কাছে অনেকবার বকেয়া চাওয়া হয়েছে। তারা দেয়নি। গ্রাহকদের কাছ থেকে তারা টাকা আদায় করে। সরকারকে রাজস্ব কেন দেবে না? মির্জা কামাল আরও বলেন, বৃহস্পতিবার ব্যান্ডউইডথ বন্ধ করে সঙ্গে সঙ্গেই কোম্পানিগুলোকে জানানো হয়েছে। এদিকে হঠাৎ করে ব্যান্ডউইডথ সীমিত হয়ে যাওয়ায় গ্রহকেরা বিপাকে পড়েছেন। গ্রাহকেরা ধীরগতির ইন্টারনেট সমস্যায় ভুগছেন। জানা যায়, আইআইজিদের কাছ থেকে পাওনা আদায়ে গত ১৩ জুলাই বিএসসিপিএলসি টেলিযোগাযোগ মন্ত্রণালয় বরাবর চিঠি দেয়। মন্ত্রণালয় এ বিষয়ে ব্যবস্থা নিতে ৯ আগস্ট বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দেয়। সেখানে বলা হয়, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত আইপিলসি ও আইপি ট্রানজিট সেবা বাবদ বর্তমানে বিভিন্ন অপারেটরের কাছে সাবমেরিন কেবল কোম্পানির বকেয়ার পরিমাণ ৩৮৪ কোটি টাকা। এর মধ্যে ৯টি অপারেটরের কাছেই তারা পায় ১৮১ কোটি টাকা। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইআইজিএবি) এর মহাসচিব আহমেদ জুনায়েদ সংবাদমাধ্যমকে বলেন, যে ৯টি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে, তার বাইরে আরও অনেকের ব্যান্ডউইডথ সীমিত করা হয়েছে। তাদের আগাম নোটিশ দিতে পারত। সীমিত করার আগে অন্তত জানাতে পারত। আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক সংবাদমাধ্যমকে বলেন, ইতোমধ্যে গ্রাহকেরা ইন্টারনেটে ধীরগতির অভিযোগ জানিয়ে ফোন করছেন। সন্ধ্যার পর থেকে ইন্টারনেটের চাহিদা বাড়বে। তখন গ্রাহকদের ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
২৪ নভেম্বর, ২০২৩

দুই দিন ২০ ঘণ্টা ধীরগতি থাকবে ইন্টারনেট সেবা
কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেবলের আপগ্রেডেশনের কারণে আগামী ৩১ অক্টোবর ও ২ নভেম্বর দুই দিনে প্রায় ২০ ঘণ্টা ইন্টারনেট সেবা সাময়িক ধীরগতি বা বাধা পেতে পারেন ব্যবহারকারীরা। রোববার (২৯ অক্টোবর) বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেবলের আপগ্রেডেশনের কাজ চলমান থাকায় ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহারে সাময়িক ধীরগতি বা বাধা পেতে পারেন। দুই দিনে ২০ ঘণ্টা আংশিক সংযোগ বিচ্ছিন্ন থাকবে। এ জন্য আগামী ৩১ অক্টোবর ও ২ নভেম্বর প্রায় ২০ ঘণ্টা ইন্টারনেট সেবা আংশিক বিঘ্নিত হবে।  বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আপগ্রেডেশন সম্পন্ন হওয়ার পর প্রথম সাবমেরিন কেবলের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। জানা গেছে, দক্ষিণ-পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ ৪ (সি-মি-উই ৪) সাবমেরিন কেবলের মাধ্যমে কক্সবাজারে স্থাপিত সার্কিটগুলো ৩০ অক্টোবর রাত ২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ ঘণ্টা এবং ১ নভেম্বর রাত ২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ ঘণ্টা আংশিকভাবে সংযোগ বিচ্ছিন্ন থাকবে। তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি কাজ চালিয়ে যাবে। বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মির্জা কামাল আহমেদ বলেন, ‘আমরা সি-মি-উই ৪-এর সক্ষমতা বাড়াচ্ছি। আর যখন কোনো সিস্টেম আপগ্রেড করা হয়, তখন বিদ্যমান পরিষেবাগুলো সংশোধনের দরকার হয়। এ জন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য সিস্টেম বন্ধ রাখতে হবে।’
২৯ অক্টোবর, ২০২৩

ইন্টারনেট সেবা স্বাভাবিক হচ্ছে আজ
দুদিনেরও বেশি সময় পর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা স্বাভাবিক হচ্ছে আজ রোববার। গতকাল শনিবার রাত পর্যন্ত এ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) অনেকেই নিজেদের মধ্যে পারস্পরিক সহায়তায় ইন্টারনেট সংযোগ স্বাভাবিক করার চেষ্টা করেছেন। আজ সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন আইএসপিগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক। তবে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানগুলোর কাজের ধীরগতিতে ইন্টারনেট সেবা পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা দেরি হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটিতে আইআইজি, আইএসপি এবং ডাটা সেন্টারের মতো প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যালয় থাকায় দুদিনেরও বেশি সময় ধরে ইন্টারনেট সেবায় বিভ্রাট দেখা দেয়। আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক বলেন, আমাদের যন্ত্রগুলো পুনরায় কার্যক্রমে এনেছি। এখন সমস্যা হচ্ছে ট্রান্সমিশনে। যন্ত্রপাতি পরিবর্তন করেছি, তবে ট্রান্সমিশন আসে এনটিটিএন (ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক) থেকে। আরেকটি সমস্যা হচ্ছে ‘ক্যাশ সার্ভিস’ নিয়ে। এগুলো একবার ডাউন হলে পুনরায় আপ হতে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। সার্বিকভাবে ৮৫ ভাগ পর্যন্ত ঠিক হয়ে গেছে। বাকিটা শনিবার (গতকাল) রাতের মধ্যে ঠিক হয়ে যাবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, যারা সেবা প্রদানকারী, তারা মূলত বেসরকারি প্রতিষ্ঠান। তাই পরিস্থিতি স্বাভাবিকে যা যা করার, সেগুলো তাদেরই করার কথা। এজন্য যেসব সহযোগিতা দরকার, বিটিআরসি করছে। এ প্রসঙ্গে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আইএসপি যারা আছে, তারা প্রত্যেকেই সাংঘাতিক সতর্কতার সঙ্গে দ্রুত কাজ করেছে। আমাদের সমস্যা হচ্ছে দুটি আইআইজি প্রতিষ্ঠান নিয়ে। তাদের যে দ্রুততার সঙ্গে কাজ করার কথা, সেটা হচ্ছে না। আমাদের আশ্বস্ত করা হয়েছে, শনিবার (গতকাল) রাতের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। এর মধ্যেই গতকাল রাজধানীজুড়ে বড় দুই রাজনৈতিক দলের কর্মসূচি কেন্দ্র করে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বিঘ্ন হওয়ার অভিযোগ পাওয়া যায়। এমনকি নয়াপল্টনে মোবাইল অপারেটরের থ্রি-জি এবং ফোর-জি সেবা বন্ধে বিটিআরসি নির্দেশনা দিয়েছে বলেও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। তবে এ দাবি অস্বীকার করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী এবং বিটিআরসি চেয়ারম্যান। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত তিন জনের পরিবারকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।
২৯ অক্টোবর, ২০২৩

এবার গাজায় মুঠোফোন ও ইন্টারনেট সেবা বন্ধ
ইসরায়েলি বোমা হামলার কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইন্টারনেট ও মুঠোফোন সেবা বন্ধ হয়ে গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এসব সেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি টেলিকম প্রতিষ্ঠান। খবর আনাদোলুর। ফিলিস্তিনি টেলিকমিউনিকেশন কোম্পানি এক বিবৃতিতে বলেছে, অধিকৃত পশ্চিম তীরের সঙ্গে সংযুক্ত লাইন ও টাওয়ার তীব্র ইসরায়েলি বোমা হামলার কারণে গাজায় ল্যান্ডলাইন, বেতার ও ইন্টারনেট সেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। পশ্চিম তীরের মোবাইল নেটওয়ার্ক অপারেটর ওরেদু প্যালেস্টাইন পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ফিলিস্তিনের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একটি সূত্র আনাদোলুকে বলেছে, গাজা উপত্যকা থেকে হঠাৎ করে পরিসেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এর কারণ এখনো জানা যায়নি। এদিকে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গাজার পরিচালনা কক্ষ এবং সেখানে কর্মরত কর্মীদের সঙ্গে তারা যোগাযোগ করতে পারছে না। এ কারণে আহতদের দৌড়গড়ায় অ্যাম্বুলেন্সে সেবা পৌঁছানো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
২৮ অক্টোবর, ২০২৩

নয়াপল্টন এলাকায় ইন্টারনেট সেবা ‘বিঘ্নের’ অভিযোগ
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টা থেকে ওই এলাকায় মোবাইল ইন্টারনেট পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। নয়াপল্টনে বিএনপির সমাবেশস্থলে আজ সকাল থেকেই নেতা-কর্মীরা ভিড় করেন। সেখানে দুপুর সাড়ে ১২টার পর থেকে মুঠোফোনে ইন্টারনেট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা। বেলা ২টার পর শুরু হয় সমাবেশ। নয়াপল্টনে সমাবেশের মূল মঞ্চ যেখানে করা হয়েছে, এর উল্টো দিকের সড়কে (দক্ষিণ অংশ) গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহের কাজের জন্য দুটো যানবাহন (পিকআপ) রাখা হয়েছে। কয়েকজন সংবাদকর্মী বলেন, বিএনপির সমাবেশের যেসব ভিডিও চিত্র তারা ধারণ করছেন, সেগুলো ইন্টারনেট না থাকায় সরাসরি কার্যালয়ে পাঠাতে পারছেন না। বিকল্প হিসেবে মেমোরি কার্ড ব্যবহার করে পাঠানো হচ্ছে। এর আগে বিএনপির সমাবেশ ঘিরে বিভিন্ন জায়গায় ইন্টারনেট সেবায় বিঘ্নের ঘটনা ঘটেছে। এ বিষয়ে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। 
২৮ জুলাই, ২০২৩
X