বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) জিএমএজি ওসমানী হল, সৈয়দ নজরুল ইসলাম হল ও শেখ হাসিনা হলে ওয়াইফাই ও ডাবল ফেজের বিদ্যুৎ সংযোগ সুবিধা নেই। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য রোববার (১৪ জানুয়ারি) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে হল প্রভোস্ট বরাবর স্মারকলিপি প্রদান করে বুটেক্স সাংবাদিক সমিতি।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা ওয়াইফাই সংযোগ না থাকায় সাধারণ শিক্ষার্থীরা নানা ক্ষেত্রে সমস্যায় পড়ছে উল্লেখ করে তারা বলেন, অনেক সময় দেশের নানা পরিস্থিতিতে অনলাইনে ক্লাস হয়। অনেকের পক্ষেই ইন্টারনেট ক্রয় করে অনলাইনে ক্লাস করা কষ্টকর।
তাছাড়া হলগুলোতে লোডশেডিংয়ের সমস্যার কথা উল্লেখ করে তারা ডাবল ফেজের বিদ্যুৎ সংযোগের দাবি করেন।
এ সময় সাংবাদিক সমিতির সভাপতি ফরমান হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের হলে ওয়াইফাই সুবিধা সাধারণ শিক্ষার্থীদের মৌলিক অধিকার। এর আগে উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন বাধার কারণে তা সম্ভব হয়নি। আমরা আশা করব হল প্রশাসন এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। বিদ্যুতের দুই ফেইজের সুবিধা আগে থাকলেও বেশ কয়েক বছর ধরে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। এসব সমস্যা নিরসনে প্রশাসনের দ্রুত পদক্ষেপ আশা করছি।
সাধারণ সম্পাদক মিনহাজ উল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের হলে লোডশেডিং হওয়া ও ইন্টারনেট সুবিধা না থাকাটা খুবই দুঃখজনক। সবচেয়ে বড় ব্যাপার হলো সরকার সব বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করেছে, অথচ বুটেক্সের হল ও শিক্ষক কোয়ার্টারগুলোতে এ সুবিধা পৌঁছায়নি। এরই পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তাদের পক্ষ থেকে বুটেক্স সাংবাদিক সমিতি হল প্রভোস্টদের কাছে স্মারকলিপি দেয়।
স্মারকলিপি প্রদানকালে হল প্রভোস্ট ড. মো. সাইদুজ্জামান খুব দ্রুত ইন্টারনেট সেবার বিষয়টি সমাধান করার আশ্বাস দেন এবং চলতি সপ্তাহেই কাজ শুরু করার কথা বলেন। এ ছাড়া দুই ফেজের বৈদ্যুতিক সংযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তিনি ব্যক্তিগতভাবে এ ব্যাপারে অবগত আছেন এবং চেষ্টা করছেন বিষয়টি সমাধান করার।
মন্তব্য করুন