রাজধানীর নয়াপল্টনে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টা থেকে ওই এলাকায় মোবাইল ইন্টারনেট পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
নয়াপল্টনে বিএনপির সমাবেশস্থলে আজ সকাল থেকেই নেতা-কর্মীরা ভিড় করেন। সেখানে দুপুর সাড়ে ১২টার পর থেকে মুঠোফোনে ইন্টারনেট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা। বেলা ২টার পর শুরু হয় সমাবেশ।
নয়াপল্টনে সমাবেশের মূল মঞ্চ যেখানে করা হয়েছে, এর উল্টো দিকের সড়কে (দক্ষিণ অংশ) গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহের কাজের জন্য দুটো যানবাহন (পিকআপ) রাখা হয়েছে। কয়েকজন সংবাদকর্মী বলেন, বিএনপির সমাবেশের যেসব ভিডিও চিত্র তারা ধারণ করছেন, সেগুলো ইন্টারনেট না থাকায় সরাসরি কার্যালয়ে পাঠাতে পারছেন না। বিকল্প হিসেবে মেমোরি কার্ড ব্যবহার করে পাঠানো হচ্ছে।
এর আগে বিএনপির সমাবেশ ঘিরে বিভিন্ন জায়গায় ইন্টারনেট সেবায় বিঘ্নের ঘটনা ঘটেছে। এ বিষয়ে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন