ঢাকায় ওভারব্রিজে আটকে গেল উড়োজাহাজ
রাজধানীর বিজয় সরণি থেকে মহাখালী অভিমুখী সড়কে ফুটওভার ব্রিজে আটকে যায় একটি উড়োজাহাজ। এতে ওই সড়কে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। বড় ট্রাকে করে পুরাতন এ উড়োজাহাজটি নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ঘটে এ বিপত্তি। পরে ওই উড়োজাহাজের লেজ খুলে ফেললে তা সামনে এগোনোর সুযোগ পায়। রোববার (৩১ মার্চ) রাত সোয়া ১০টার দিকে বিএএফ শাহীন কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুরাতন একটি উড়োজাহাজ ট্রাকে (ট্রেইলার) করে নেওয়া হচ্ছিল। ওই উড়োজাহাজের দুই পাশের ডানাগুলো আগেই খুলে রাখা হয়েছিল। তবে ফুটওভার ব্রিজের সঙ্গে উড়োজাহাজের লেজ আটকে যায়। এতে ট্রাকটিও ফুটওভার ব্রিজের নিচে আটকে থাকে। ২০১৩ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যে দুটি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্র্যাফট যুক্ত করা হয়েছিল, এটি তার একটি। নীল-সাদা রঙের ডরনিয়ার ২২৮ টার্বোপ্রপ বিমানের গায়ে বাংলাদেশ নেভি লেখা ছিল।  বাহির দেখে দেখেই বোঝা যাচ্ছিল উড়োজাহাজটির কিছু অংশ আগেই খুলে রাখা হয়েছিল। আটকে যাওয়ার কিছুক্ষণ পর  কয়েকজন কর্মী একটি ফর্ক লিফট এনে উড়োজাহাজের লেজ খুলে ফেলেন। পরে ফুটওভার ব্রিজের নিচ থেকে মুক্ত হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পায় উড়োজাহাজবাহী ট্রাকটি। তবে তার আগেই দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা পাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করে দেন। রাত সাড়ে ১০টার দিকে উড়োজাহাজটি নিয়ে ট্রাকটি মহাখালীর দিকে চলে যায়। বিএএফ শাহীন কলেজের নিরাপত্তাকর্মী মো. ওয়াহিদ জানান, উড়োজাহাজটি আধা ঘণ্টার বেশি সময় আটকে ছিল। রাস্তায় এভাবে উড়োজাহাজের লেজ আটকে থাকতে দেখে অনেকেই মোবাইল ফোনে ছবি-ভিডিও ধারণ করেছেন।
০১ এপ্রিল, ২০২৪

বিমানের কাছে এবার উড়োজাহাজ বিক্রিতে আগ্রহী কানাডা
এবার বাংলাদেশের কাছে ড্যাশ-৮ মডেলের এয়ারক্র্যাফট বিক্রি করতে চায় কানাডা। পাশাপাশি রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন উড়োজাহাজের ইঞ্জিন মেরামত, ওভারহুইলিং ও রক্ষণাবেক্ষণের কাজের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে দেশটি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলাস। গতকাল বৃহস্পতিবার ঢাকায় সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে ওই সাক্ষাৎকার হয়। বোয়িং এবং ড্যাশ-৮ দিয়ে বিমানের ফ্লাইট পরিচালিত হলেও সম্প্রতি রাষ্ট্রীয় এ সংস্থা ফ্রান্সের এয়ারবাস কোম্পানির উড়োজাহাজ কেনার উদ্যোগ নেয়। তবে বোয়িং আবারও বিমানের কাছে উড়োজাহাজ বিক্রির জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে বৈঠক করে তাদের আগ্রহের কথা জানিয়েছে। এরই মধ্যে কানাডা উড়োজাহাজ বিক্রির আগ্রহ প্রকাশ করল। গতকাল বিমানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে কানাডার রাষ্ট্রদূত বলেন, আমরা বাংলাদেশের এভিয়েশন শিল্প বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই। কানাডা জি টু জি ভিত্তিতে সরকারি প্রতিষ্ঠান কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের মাধ্যমে বিমানের বিভিন্ন উড়োজাহাজের ইঞ্জিন মেরামত, ওভারহুইলিং ও রক্ষণাবেক্ষণের কাজ করতে আগ্রহী। এ সময় তিনি অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটে ব্যবহারের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আরও ড্যাশ-৮ উড়োজাহাজ বিক্রির করার আগ্রহ প্রকাশ করেন। প্রত্যুত্তরে মন্ত্রী বলেন, এরই মধ্যে বিমানের বহরে ডি হ্যাভিল্যান্ডের তৈরি তিনটি নতুন ড্যাশ-৮ উড়োজাহাজ যুক্ত হয়েছে। নতুন করে উড়োজাহাজ বিক্রির বিষয়ে কানাডার আনুষ্ঠানিক প্রস্তাব পেলে বিমানের প্রয়োজন এবং দেশের মানুষের মঙ্গল বিবেচনায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কারিগরি সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। দেশেই বিমানের নিজস্ব প্রকৌশলী ও টেকনিশিয়ানদের মাধ্যমে উড়োজাহাজের সি-চেক পর্যন্ত সব টেকনিক্যাল কাজ সম্পন্ন হচ্ছে।
২২ মার্চ, ২০২৪

এবার উড়োজাহাজ বিক্রি করতে চায় কানাডা
এবার বাংলাদেশের কাছে ড্যাশ-৮ মডেলের এয়ারক্র্যাফট বিক্রি করতে চায় কানাডা। পাশাপাশি রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন উড়োজাহাজের ইঞ্জিন মেরামত, ওভারহলিং ও রক্ষণাবেক্ষণের কাজ করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে দেশটি।  বৃহস্পতিবার (২১ মার্চ) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে সাক্ষাত করে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলাস। সাক্ষাৎকালে কানাডার রাষ্ট্রদূত বলেন, আমরা বাংলাদেশের এভিয়েশন শিল্প বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই। কানাডা জি টু জি ভিত্তিতে সরকারি প্রতিষ্ঠান কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের মাধ্যমে বিমানের বিভিন্ন উড়োজাহাজের ইঞ্জিন মেরামত, ওভারহলিং ও রক্ষণাবেক্ষণের কাজ করার বিষয়ে আগ্রহী। তিনি অভ্যন্তরীণ ও  আঞ্চলিক রুটে ব্যবহারের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আরও ড্যাশ-৮ উড়োজাহাজ বিক্রির বিষয়েও কানাডার আগ্রহের কথা জানান।   প্রত্যুত্তরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, এরইমধ্যে বিমানের বহরে ডি হ্যাভিল্যান্ডের তৈরি তিনটি নতুন ড্যাশ-৮ উড়োজাহাজ যুক্ত হয়েছে। নতুন করে উড়োজাহাজ বিক্রির বিষয়ে কানাডার আনুষ্ঠানিক প্রস্তাব পেলে বিমানের প্রয়োজন এবং দেশের মানুষের মঙ্গল বিবেচনায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুনভাবে গড়ে তুলছেন। তার আগ্রহে ইতোমধ্যেই বিমানের বহরে নতুন ও অত্যাধুনিক ১৫টি উড়োজাহাজ যুক্ত হয়েছে। আমরা বিমানের বহর সম্প্রসারণের পাশাপাশি নতুন নতুন আন্তর্জাতিক এবং আঞ্চলিক রুট চালু করার বিষয়ে কাজ করছি।   ফারুক খান বলেন, বর্তমান সরকারের আমলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কারিগরি সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশেই বিমানের নিজস্ব প্রকৌশলী ও টেকনিশিয়ানদের মাধ্যমে উড়োজাহাজের সি-চেক পর্যন্ত সকল টেকনিক্যাল কাজ সম্পন্ন হচ্ছে। বিমানের বিভিন্ন উড়োজাহাজের ইঞ্জিন মেরামত ও ওভারহুইলিং এর বিষয়ে কানাডার প্রস্তাবের উপর আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় মন্ত্রী কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।  প্রসঙ্গত, কানাডার এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান ‘ডি হ্যাভিল্যান্ড’ ড্যাশ-৮ উড়োজাহাজ তৈরি করে। অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটে চলাচল উপযোগী এই উড়োজাহাজ খুব ছোট রানওয়ে থেকে উড্ডয়নে সক্ষম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা ২১ উড়োজাহাজের মধ্যে পাঁচটি ড্যাশ-৮ উড়োজাহাজ, অপরগুলো মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের। ৭৮ আসনের ড্যাশ-৮ দিয়ে বিমান অভ্যন্তরীণ ফ্লাইট চালিয়ে আসছে। বোয়িং এবং ড্যাশ-৮ দিয়ে বিমানের ফ্লাইট পরিচালিত হলেও সম্প্রতি রাষ্ট্রীয় এই সংস্থা ফ্রান্সের এয়ারবাস কোম্পানির উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়েছে। তবে বোয়িংও ফের বিমানের কাছে উড়োজাহাজ বিক্রির জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে বৈঠক করে তাদের আগ্রহের কথা জানিয়েছে। এরমধ্যেই কানাডা উড়োজাহাজ বিক্রির আগ্রহের কথা জানালো।  
২১ মার্চ, ২০২৪

আফগানিস্তানে নিখোঁজ মস্কোগামী উড়োজাহাজ
রাশিয়ার ভাড়া করা একটি উড়োজাহাজ আফগানিস্তানে রাডার স্ক্রিন থেকে নিখোঁজ হয়েছে। শনিবার রাত থেকে উড়োজাহাজটির কোনো হদিস পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে রুশ বিমান চলাচল কর্তৃপক্ষ। ছয়জন আরোহী নিয়ে উড়োজাহাজটি থাইল্যান্ডের পাতায়ায় উতাপাও বিমানবন্দর থেকে ভারত ও উজবেকিস্তান হয়ে মস্কোর দিকে যাচ্ছিল। খবর এনডিটিভির। এর আগে আফগান পুলিশ একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছিল। আফগানিস্তানের বাদাখশান প্রদেশের তথ্য বিভাগের প্রধান জাবিউল্লাহ আমিরি বলেন, ‘একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। তবে কোথায় এটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। আমাদের এখান থেকে একটি দলকে পাঠিয়েছি। তারা এখনো সেখানে পৌঁছায়নি।’ জাবিউল্লাহ আরও বলেন, রোববার সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে তারা উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছেন। জানা যায়, উড়োজাহাজটি চার্টার অ্যাম্বুলেন্সের ফ্লাইট ছিল। রাডার স্ক্রিন থেকে উধাও হওয়ার প্রায় ২৫ মিনিট আগে পাইলট জ্বালানি কমে যাওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন এবং উড়োজাহাজটি তখন হয়তো তাজিকিস্তানের বিমানবন্দরে নামার চেষ্টা করত। কিন্তু পাইলট তখন জানান যে, একটি ইঞ্জিন বন্ধ হয়ে গেছে এবং তারপর দ্বিতীয় ইঞ্জিনও বন্ধ হওয়ার কথা জানান বলে জানিয়েছে রাশিয়ার পত্রিকা শট। তবে পত্রিকাটির দেওয়া খবর যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, উড়োজাহাজটি শিডিউলে থাকা বাণিজ্যিক ফ্লাইট ছিল না কিংবা ভারতের ভাড়া করা উড়োজাহাজও ছিল না। তারা এ বিষয়ে বিস্তারিত আরও তথ্য পাওয়ার অপেক্ষায় আছে। ফ্লাইটটিতে করে রোগীদের থাইল্যান্ড থেকে মস্কোয় নিয়ে যাওয়া হচ্ছিল। একজন রোগীর অবস্থা ছিল গুরুতর। তিনি ছিলেন একজন রুশ নাগরিক। তাকে পাতায়ার একটি হাসপাতাল থেকে রাশিয়ায় নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে আইআরএ বার্তা সংস্থা।
২২ জানুয়ারি, ২০২৪

অস্প্রে উড়োজাহাজ না ওড়ানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভি-২২ অস্প্রের সব উড়োজাহাজের ওড়াউড়ি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে জাপানের উপকূলে একটি ভি-২২ অস্প্রে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা কেন্দ্র করে এ ঘোষণা দেওয়া হয়েছে। ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর আট সদস্য নিহত হন। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ প্রস্তুতকারী কোম্পানি বোয়িং এবং হেলিকপ্টার প্রস্তুতকারী কোম্পানি বেল যৌথভাবে ভি-২২ অস্প্রে উড়োজাহাজ তৈরি করে। তবে পরপর কয়েকটি দুর্ঘটনাকে কেন্দ্র করে এ উড়োজাহাজের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে। আগস্টের শেষের দিকে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে অস্প্রে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হন। ২০২২ সালে নরওয়েতে ন্যাটোর প্রশিক্ষণ চলাকালে সিভি-২২ বিধ্বস্ত হয়ে আরও চারজন নিহত হন।
০৮ ডিসেম্বর, ২০২৩

এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
ফ্রান্সের কোম্পানি এয়ারবাসের কাছ থেকে বাংলাদেশ ১০টি উড়োজাহাজ কিনতে চেয়েছে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সোমবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।  প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে ইমানুয়েল মাখোঁ সাংবাদিকদের বলেন, ‘ইউরোপীয় উড়োজাহাজ কোম্পানির ওপর আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ। এয়ারবাসের ১০টি এ৩৫০ উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতির বিষয়টি গুরুত্বপূর্ণ।’  বিমান বাংলাদেশের বয়স ৫১ বছর। এ সরকারি সংস্থার বহরে থাকা কুড়িটির বেশি উড়োজাহাজ বোয়িং কোম্পানির। এর মধ্যে অর্ধেকের বেশি ওয়াইবডি এয়ারক্র্যাফট। আর কিছু আছে ড্যাশ-৮ টার্বোপ্রোস।  রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, ‘কয়েক ধাপে ১০টি উড়োজাহাজ কেনা হবে। কারিগরি কমিটি বিষয়টি পর্যালোচনা করছে। এসব উড়োজাহাজ নতুন এবং পুরোনো রুটে চলাচল করবে। সব দেশের বহরেই বোয়িং এবং এয়ারবাসের উড়োজাহাজ রয়েছে। কিন্তু আমাদের শুধু বোয়িং আছে, এয়ারবাসের একটি উড়োজাহাজও নেই।’  করোনা মহামারির পর উড়োজাহাজ পরিষেবা ব্যবসা চাঙা হওয়ার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ আরও ওয়াইডবডি এয়ারক্র্যাফট কিনতে চায়। বিমানের সরাসরি ফ্লাইট চলে সারা বিশ্বের ২০টি গন্তব্যে।
১১ সেপ্টেম্বর, ২০২৩

পাকিস্তানে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত ৩ সৈন্য নিহত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোয়াদর শহরে একটি উড়োজাহাজ বিধ্বস্তে দেশটির নৌবাহিনীর দুই কর্মকর্তা ও এক সৈন্য নিহত হয়েছেন। গতকাল সোমবার ওই উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে বলে নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন। এক বিবৃতিতে মুখপাত্র বলেছেন, উড়োজাহাজটি গোয়াদরে প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়েছে। তিনি বলেছেন, সম্ভাব্য কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাকিস্তান নৌবাহিনীর দুই কর্মকর্তা ও এক সৈন্য প্রাণ হারিয়েছেন। উড়োজাহাজ বিধ্বস্তের এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ সহসভাপতি মরিয়ম নওয়াজ উড়োজাহাজ বিধ্বস্তে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন।
০৫ সেপ্টেম্বর, ২০২৩

প্রধানমন্ত্রীর স্বপ্ন / আমরাও যাব চাঁদে, বানাব উড়োজাহাজ
একসময় বাংলাদেশ চাঁদে যাবে, উড়োজাহাজও বানাবে—এমন স্বপ্ন দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একসময় আমরাও তো চাঁদে যাব, অ্যারোপ্লেন বানাব। সেই চিন্তাটা মাথায় রেখে বিশ্ববিদ্যালয় বানিয়েছি, এমনকি অ্যারোনটিক্যাল সেন্টারও করে দিয়েছি। সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দেশে অনেক বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। গতকাল রোববার সকালে নিজ কার্যালয়ে ‘প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৩-২৪’-এর নির্বাচিত ফেলোদের পুরস্কার তুলে দেওয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষাক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ২৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ৫৪টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। এর মধ্যে রয়েছে কৃষি, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, ডিজিটাল, ইসলামি-আরবি, টেক্সটাইল, মেরিটাইম, এভিয়েশন ও অ্যারোস্পেস, বেসরকারি ফ্যাশন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করছি। অর্থের দিকে না ছুটে জ্ঞানার্জনে মনোনিবেশ করতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, কোনো ধনসম্পদ কাজে আসবে না, একটা জিনিস কাজে আসবে, সেটা হচ্ছে শিক্ষা। প্রধানমন্ত্রী বলেন, আমি ও আমার ছোট বোন রেহানা পড়া শেষ করতে পারিনি। ছোটবেলা থেকে আমাদের বাবা বারবার জেলে গেছেন, আমাদেরও পড়ার ব্যাঘাত ঘটেছে। ১৯৭৫ সালে আমি মাস্টার্সে পড়ছি, রেহানা তখন গার্লস কলেজে ইন্টারমেডিয়েট পড়ে, তাকে সঙ্গে নিয়ে আমি গিয়েছিলাম লন্ডনে, ফিরতে পারলাম না। পড়াশোনা শেষ করতে পারলাম না। এরপরে অনেক অনারারি ডিগ্রি পেয়েছি, সেটা তো আর মূল পড়াশোনা নয়। শেখ হাসিনা বলেন, আমাদের দেশের উন্নয়ন নিশ্চিত করতে আমরা কখনো অন্যের মডেলের ওপর নির্ভর করব না। দেশের সার্বিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে আমরা নিজস্ব মেধা ও চিন্তার প্রয়োগ ঘটাব। তিনি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, জলবায়ু, প্রাকৃতিক পরিবেশ, দেশবাসীর মানসিকতা, প্রাকৃতিক সম্পদ এবং ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে উন্নয়নের পরিকল্পনা গ্রহণের জন্য ফেলোদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, প্রথমত আমাদের দেশকে জানতে হবে, বুঝতে হবে এবং অনুভব করতে হবে, যেখান থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারেন। দেশের উন্নয়নের পরিকল্পনা তৈরি করতে আপনাকে বিদেশে উচ্চ শিক্ষার জ্ঞানের সঙ্গে দেশের প্রয়োজনীয়তা উপলব্ধি করার জ্ঞানকে সমন্বয় করতে হবে, যা টেকসই উন্নয়ন নিশ্চিত করবে। ফেলোদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমরা উচ্চ শিক্ষার সুযোগ করে দিয়েছি। ফিরে এসে তারা দেশকে কী দেবে, কতটুকু দেবে বা দিতে পারবে, সে বিষয় মাথায় রাখতে হবে। এ সময় চতুর্থ শিল্প বিপ্লব সামনে রেখে প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লব আসবে, সেজন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। পৃথিবীর সঙ্গে সমানতালে এগিয়ে যাবে বাংলাদেশ, কোনোমতে পিছিয়ে থাকব না, এটাই আমাদের লক্ষ্য। আওয়ামী লীগ সরকারের টানা ১৪ বছরের শাসনামলে বাংলাদেশ সব দিক দিয়ে এগিয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, তখন কী ছিল, এখন পর্যন্ত কী পরিবর্তন এসেছে, শিক্ষা-দীক্ষায় কী করতে পেরেছি দেখুন। পেরেছি এই কারণে যে, নিজের দেশটাকে জানতে হবে, অনুভব করতে হয়। প্রকৃতির কাছ থেকেও জানতে হয়, প্রাকৃতিক পরিবেশ থেকে জানাটা দিয়ে উন্নয়ন করলে তা গণমুখী হবে, মানুষের জন্য কিছু হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন। স্বাগত বক্তব্য দেন জিআইইর মহাপরিচালক ড. মো. আবদুল লতিফ। অনুষ্ঠানে ৪৮ জন শিক্ষার্থীর হাতে ফেলোশিপ তুলে দেওয়া হয়। বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে ডিগ্রি অর্জনের জন্য ৩৮ জনকে মাস্টার্স ও ১০ জনকে পিএইচডি ফেলোশিপ দেওয়া হয় অনুষ্ঠানে। সরকারি কর্মকর্তা (বিসিএস) ও নন-বিসিএস এবং বেসরকারি প্রার্থী এই তিন ভাগে বৃত্তিটি দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর বৃত্তি পাওয়া এসব ফেলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
০১ ডিসেম্বর, ২০২৩
X