ভোটার এলাকা স্থানান্তর বন্ধের নির্দেশ ইসির
উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নতুন ভোটার অন্তর্ভুক্তি ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা-সংক্রান্ত কার্যক্রম অব্যাহত থাকবে। ইতোমধ্যে মাঠ পর্যায়ে এমন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে ইসি সূত্র নিশ্চিত করেছে। নির্দেশনায় বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোটকেন্দ্র চূড়ান্তকরণ ও ভোটার তালিকা চূড়ান্তকরণের নিমিত্ত ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ রাখা এবং নাগরিক সুবিধা নিশ্চিতকরণে জাতীয় পরিচয়পত্রের জন্য নতুন ভোটার অন্তর্ভুক্তি ও জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম আগের মতো অব্যাহত রাখার বিষয়ে নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে। এ অবস্থায় উপজেলা পরিষদ সধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোটকেন্দ্র চূড়ান্তকরণ ও ভোটার তালিকা চূড়ান্তকরণের জন্য ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ রাখা এবং নাগরিক সুবিধা নিশ্চিতকরণের নিমিত্ত জাতীয় পরিচয়পত্রের জন্য নতুন ভোটার অন্তর্ভুক্তি ও জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম আগের মতো অব্যাহত রাখার জন্য নির্দেশ দিয়েছে কমিশন। এবারের উপজেলা পরিষদ নির্বাচন চারটি ধাপে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ১৫২ উপজেলায় ভোটগ্রহণের তারিখ ৮ মে নির্ধারণ করে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। এ ছাড়া ২১ মে দ্বিতীয় ধাপের নির্বাচন ১৬১টি উপজেলায় অনুষ্ঠিত হবে। গতকাল এ নির্বাচনর তপশিল ঘোষণা করা হয়। তৃতীয় ও চতুর্থ ধাপের পূর্ণাঙ্গ তপশিল না হলেও ২৯ মে ও ৫ জুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
০২ এপ্রিল, ২০২৪

উপকূলীয় এলাকা পরিদর্শন সুইডেনের রাজকন্যার
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া গতকাল মঙ্গলবার খুলনার উপকূলীয় এলাকায় গ্রামীণ সম্প্রদায়ের ডিজিটাল পরিষেবার উপকারভোগীসহ সরকার ও ইউএনডিপির একাধিক কার্যক্রম পরিদর্শন করেন। গতকাল মঙ্গলবার সকালে ৮টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি এলাকার নয়নী মাঠে অবতরণ করে। এরপর তিনি মহেশ্বরীপুর ইউনিয়নের নোয়ানি গ্রামের যজ্ঞমন্দির এলাকায় ইউএনডিপি, ইউএনসিডিএফ, ইউরোপীয় ইউনিয়ন ও সুইডেন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগের অধীন পরিচালিত লজিক প্রকল্পের আওতায় নির্মিত রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম পরিদর্শন করেন। প্রিন্সেস ভিক্টোরিয়া ওয়াটার হারভেস্টিং সিস্টেম থেকে স্থানীয় মানুষদের লবণমুক্ত সুপেয় পানি সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ওয়াটার হারভেস্টিং সিস্টেমের উপকারভোগীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি একই ইউনিয়নের শিকারিপাড়া এলাকায় লজিক প্রকল্পের আওতায় জলবায়ু সহনশীল জীবিকায়নের অংশ হিসেবে ভেড়া পালন, মৎস্য চাষ এবং জলবায়ু ও জীবিকা উন্নয়ন সমবায় সমিতির মধু বিপণন কার্যক্রম পরিদর্শন করেন। এ ছাড়াও তিনি কয়রার মহারাজপুর ইউনিয়ন পরিষদ ভবনে অবস্থিত ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করে ডিজিটাল সেন্টার থেকে কীভাবে সেবা দেওয়া হয়, তার সম্যক ধারণা লাভ করেন এবং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ডিজিটাল সেন্টারের সুবিধা-সেবাসমূহ নিয়ে পটগানের পরিবেশনা উপভোগ করেন। এরপর কয়রা উপজেলা সদরে বাংলাদেশ ডাক অধিদপ্তরের স্মার্ট সার্ভিস পয়েন্ট অব পোস্ট অফিস উদ্বোধন করেন ক্রাউন প্রিন্সেস। এরপর তিনি চট্টগ্রামের উদ্দেশে হেলিকপ্টারে কয়রা ত্যাগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী জোহান ফরসেল, বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
২০ মার্চ, ২০২৪

সাংবাদিককে এলাকা ছাড়তে হুমকি আ.লীগ নেতার
সিরাজগঞ্জের এনায়েতপুরে আলোচিত স্কুলছাত্রী উত্ত্যক্তের ঘটনায় সংবাদ প্রকাশ করা হয়। এতে ইভটিজারদের পক্ষ নিয়ে এক সাংবাদিককে পরিবারসহ এলাকা ছাড়তে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযুক্ত আমিনুল ইসলাম আল আমিন (লালবাবু) থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য। এবং ভুক্তভোগী স্বপন মির্জা একুশে টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি। এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক স্বপন পরিবারসহ নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে স্থানীয় আইসিএল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও তার বাবা বাবু মির্জার ওপর হামলার ঘটনা ঘটে। ওইদিন ঘটনাস্থল থেকে ইভটিজার আজিজুল ইসলাম হৃদয় ও তার সহযোগী স্থানীয় আওয়ামী লীগের এক নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আসামিদের ছাড়াতে থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ও তার সহযোগীরা কলেজের ছাত্রছাত্রী এবং দলীয় নেতাকর্মীদের প্রভাবিত করে থানার সামনে সড়ক অবরোধ করে। ইভটিজারদের পক্ষ নেওয়ার এ ঘটনায় আওয়ামী লীগ নেতাদের নিয়ে একুশে টেলিভিশনসহ দেশের অন্য গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ সংবাদ প্রকাশের জেরে আমিনুল ও তার সহযোগীরা স্বপন মির্জা এবং বাবু মির্জাসহ তাদের পরিবার নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ অশ্লীল, ভয়ভীতিমূলক পোস্ট দেয়। দলীয় কার্যালয়ে মিটিং করে চরম শিক্ষা দেবে বলে হুঁশিয়ারি দেয়। স্বপন মির্জা বলেন, ৭ মার্চ উপলক্ষে এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আমিনুল বলেন, আমাকে ও মামলার বাদী বাবু মির্জাকে মেরে এলাকা ছাড়া করবে। আমাদের চাকরিচ্যুত করা এবং আমাকে নিয়ে নোংরা পোস্টার সাঁটানোর হুমকি দেন। আমি ও আমার পরিবার এসব হুমকির জন্য নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই এ বিষয়ে থানায় নিরাপত্তা চেয়ে জিডি করেছি।  এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, স্বপন মির্জা একটি সাধারণ ডায়েরি করেছেন। তার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুলকে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ হয়নি।
০৮ মার্চ, ২০২৪

সীমান্তে চোরাই পথে ভারত থেকে আসছে চিনি
সীমান্ত এলাকায় দিন-রাত হাজার হাজার বস্তা ভারতীয় চিনি বাইসাইকেল-মোটরবাইকে পারাপারকালে ধরা পড়ে মাত্র কয়েকশ বস্তা। তবে হঠাৎ গোপন সংবাদের ভিত্তিতে পিকআপ ভ্যানে বড় চালান ধরা পড়েছে। সীমান্তের চোরাইপথে আনা ভারতীয় চিনিতে সয়লাব দুই উপজেলায় দুর্গাপুর ও কলমাকান্দা। দিন দিন শক্তিশালী হচ্ছে চোরাকারবারিদের নতুন রুট। ফলে দেশীয় চিনির ধস নেমেছে সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাজারগুলোতে। একদিকে বিভিন্ন স্পটে টহল দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), পুলিশ টহল দিচ্ছে স্থানীয় বাজার আর সড়কের মেইন পয়েন্টগুলোতে। কিন্তু চোরাইপথে আসা চিনির চালান ধরা পড়ে কম। সচেতন মহলের প্রশ্ন, সীমান্ত বা সড়কে কী কাজ করছে দায়িত্বরত বিভিন্ন বাহিনী? এলাকাবাসীর মতে, চোরাকারবারিদের সাথে সখ্য, নয়তো ভাগবাটোয়ারা। যদি তাই না হয়, তাহলে চিনিসহ চোরাই পণ্য সীমান্ত পাড়ি দিয়ে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার অভ্যন্তরে ভারতীয় পণ্যে বাজার সয়লাব হতো না। স্থানীয়দের দাবি, আগের তুলনায় আরও দ্বিগুণ গতিতে চোরাকারবারিরা দুর্গাপুরের ভরতপুরের গাজীকোণা, বারোমারির লক্ষ্মীপুর, বিজয়পুরের চণ্ডীগড়ের ফেচিয়া আর কলমাকান্দার লেংগুরা ইউনিয়নের কাঁঠালবাড়ি, জগন্নাথপুর, চেংগ্নী, সাত শহীদের মাজার, কালাপানি, তকলেটবাড়ি; খারনৈ ইউনিয়নের বৌ-বাজার, বলমাঠ, কচুগড়া,  রংছাতি ইউনিয়নের পাতলাবন, পাঁচগাঁও, সন্ন্যাসীপাড়া, বেতগড়া, জাকিরপাড়া, নক্লাই, রামনাথপুরসহ বিভিন্ন সীমান্ত পথ দিয়ে প্রতি মাসে কোটি কোটি টাকার চিনিসহ বিভিন্ন পণ্য আনা হচ্ছে। এদিকে, সীমান্ত দিয়ে প্রতিদিন দিন-রাত চোরাইকারবারিরা চিনি নিয়ে আসে দুর্গাপুর ও কলমাকান্দা বাজারে। ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে এসব চিনি কেনেন স্থানীয় কতিপয় পাইকারি ব্যবসায়ীরা। পরবর্তীতে তারা গুদামে হাজার হাজার বস্তা চিনি মজুত করার পর এগুলো ছোট ট্রাক, পিকআপ ভ্যান ভর্তি করে বিভিন্ন জেলায় বাজারজাত করে। একাধিক সূত্র নিশ্চিত করেছে, সীমান্তে ওপেন সিক্রেট চিনিসহ নানা পণ্যের ব্যবসা। তাই চোরাই চিনির পথ বন্ধের ক্ষমতা নেই কারও। নেপথ্যে নিরবচ্ছিন্ন ম্যানেজ সিন্ডিকেট। সেই সিন্ডিকেটের দাপটে ভাগবাটোয়ারায় নীরব সংশ্লিষ্টরা। রাজনৈতিক দলের নেতারা চিনিকাণ্ডে প্রকাশ্যে দৃশ্যপটে থাকলেও তাদের মাথার ওপর রয়েছে প্রশাসন। এমনকি কতিপয় কার্ডধারী সাংবাদিক সোর্স হিসেবে চোরাকারবারিদের সহায়তা দিয়ে কাজ করছে। তাদের দিতে হয় নির্দিষ্ট পরিমাণ মাসোহারা। যদিও চোরাকারবারি চক্রের হোতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি বলে জানান দুই উপজেলার সচেতন মহল। গত বছর  চোরাকারবারিদের চিনির গাড়ি পিছন নিলে এক ফটো সাংবাদিক নিহত হন। সীমান্তবর্তী দুই উপজেলাতে বিজিবি ক্যাম্প থাকার পরও ভারতীয় চিনিসহ বিভিন্ন পণ্য দেদার আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবি এক কর্মকর্তা জানান, জনবল সংকটের কারণে সীমান্ত টহল দিতে হিমশিম খেতে হচ্ছে। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক জানান, প্রতি মাসে চোরাইপথে মালামাল জব্দ করা এবং মামলা রুজু করা হচ্ছে। নেত্রকোনা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি। নেত্রকোনা ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আরিফুর রহমান জানান, গত বছর চোরাইপথে আসা ৪৫ কোটি অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। যা বাংলাদেশের দ্বিতীয় অবস্থানে রয়েছে নেত্রকোনা।
০৩ মার্চ, ২০২৪

ঢাবি উপাচার্যের বাংলো এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের বাংলোর সীমানা প্রাচীরের ভিতর থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় উপাচার্য ভবনের ভিতরে সীমানা প্রাচীরের কাছ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। এরপর শাহবাগ থানা পুলিশের সহায়তায় তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান। তিনি বলেন, ভিসি স্যারের বাংলোর দেয়াল ঘেঁষে ভিতরে দুপুর সোয়া ১২টার দিকে একটি নবজাতকের লাশ পাওয়া গেছে। একটা লোক বাইরে থেকে কোথাও রাখতে চাচ্ছিল নবজাতকের লাশটা, ওই জায়গাটা ফাঁকা পেয়ে দেয়ালের বাইরে থেকে ঢিল দিয়ে ভেতরের দিকে ফেলেছে।  তিনি বলেন, ওই লোকটাকে ধরার চেষ্টা চলছে। পুলিশের কাছে তথ্য দেওয়া হয়েছে, তারা এটা তদন্ত করছে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।  অধ্যাপক মাকসুদুর রহমান আরও বলেন, লোকটা হয়তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃত নবজাতকের ডেড বডি নিয়ে কোনো একটা জায়গায় ফেলতে চেয়েছে। কিন্তু, মানুষের কোলাহল থাকায় কোথাও ফেলতে পারেনি। এই জায়গাটা ফাঁকা পেয়েছে, তাই হয়তো এই জায়গাটায় ফেলেছে।  
২৯ ফেব্রুয়ারি, ২০২৪

সিলেটের জালালাবাদে ডাকাতির চেষ্টা, আটক ১১
সিলেটে আওয়ামী লীগ নেতার বাসায় ডাকাতির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১১ জনকে আটক করেছে পুলিশ। এসময় চারটি মোটরসাইকেল ও কয়েকটি রামদা উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে জালালাবাদ আবাসিক এলাকার মহানগর আওয়ামী লীগ নেতা এম এ হানানের বাসায় এ ঘটনা ঘটে। ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট বিমানবন্দর থানার ওসি (তদন্ত) দেবাংশু দে এবং আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ সুজিত চক্রবর্তী। এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা এম এ হানান কালবেলাকে বলেন, আমার বাসায় আমার মা, স্ত্রী ও সন্তান ছিল। কয়েকজন ডাকাত দরজা ভেঙ্গে আমার ঘরে ঢুকার চেষ্টা করে। তবে দরজা না খোলায় দেশীয় অস্ত্র নিয়ে বাসায় চারপাশে হামলা চালায় ডাকাতরা। এ ঘটনায় আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজিত চক্রবর্তী কালবেলাকে বলেন, জালালাবাদে একটি বাসায় ডাকাতি ও হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতির চেষ্টা ও বাড়িতে হামলার ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।   
১৯ ফেব্রুয়ারি, ২০২৪

মুসল্লিদের পদচারণায় কানায় কানায় পূর্ণ ইজতেমা এলাকা
আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের পদচারণায় কানায় কানায় পূর্ণ ইজতেমা এলাকা।  শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত থেকেই দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা ইজতেমা ময়দানে এসেছেন। টঙ্গী ইজতেমা ময়দানের আশপাশের এলাকা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কামারপাড়া সড়ক, আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতাল এলাকাসহ আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন মুসল্লিরা। এতে ওই সব এলাকায় স্বাভাবিক চলাচলও বন্ধ হয়ে গেছে। জানা গেছে, রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জোবায়ের। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম গণজমায়েত ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চলছে তার শেষ আনুষ্ঠানিকতা। এদিকে রোববার সকালেও আখেরি মোনাজাতে শরিক হতে বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসছেন দলে দলে। মোনাজাতের আগ পর্যন্ত এ ঢল অব্যাহত থাকতে পারে। মোনাজাতে শরিক হতে বিপুলসংখ্যক মহিলা টঙ্গীর আশপাশে এসে অবস্থান নিয়েছেন। ফজরের নামাজের পর থেকে বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর শুরু হবে হিদায়াতি তথা দিকনির্দেশনামূলক বয়ান। হিদায়াতি বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। ইজতেমার এ পর্বে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, জর্ডান, লিবিয়া, আফ্রিকা, লেবানন, আফগানিস্তান, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইরাক, সৌদি আরব, ইংল্যান্ডসহ বিশ্বের ৭২টি দেশ থেকে ৮ হাজারের বেশি মুসল্লি অংশগ্রহণ করেছেন। আখেরি মোনাজাত প্রচারের জন্য গণযোগাযোগ অধিদপ্তর ও গাজীপুর জেলা তথ্য অফিস বিশেষ ব্যবস্থা নিয়েছে। গণযোগাযোগ অধিদপ্তর ইজতেমা ময়দান থেকে আবদুল্লাহপুর ও বিমানবন্দর রোড পর্যন্ত এবং গাজীপুর জেলা তথ্য অফিস ইজতেমা ময়দান থেকে চেরাগাআলী, টঙ্গী রেলস্টেশন, স্টেশন রোড ও আশপাশের অলিগলিতে পর্যাপ্ত মাইক সংযোগের ব্যবস্থা করেছে। অন্যদিকে মুসল্লিদের ইজতেমা ময়দানে আসা এবং আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ টঙ্গীমুখী সড়ক-মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। ইজতেমায় মুসল্লিদের আসা-যাওয়ার সুবিধার্থে শনিবার দিবাগত রাত থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস-টঙ্গী, মীরের বাজার থেকে টঙ্গী অংশসহ আশেপাশের সড়কে সাধারণ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ট্রাফিক ব্যবস্থা অব্যাহত থাকবে।
০৪ ফেব্রুয়ারি, ২০২৪

তাপমাত্রা আরও কমবে, বাড়তে পারে শৈত্যপ্রবাহের এলাকা
তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া। দেশের উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আজ শুক্রবার। এর মধ্যেই তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে রাতের তাপমাত্রা সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এতে শৈত্যপ্রবাহ আরও বিস্তৃত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে হাতিয়ায়। এ ছাড়া সারা দেশে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে। এ পরিস্থিতি আগামী কয়েক দিন বিরাজ করতে পারে। দিনাজপুরে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দেশের সর্বনিম্ন ৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া রংপুর, নওগাঁর বদলগাছী, পঞ্চগড়ের তেঁতুলিয়া, কুড়িগ্রামের রাজারহাট এবং নীলফামারীর সৈয়দপুর ও ডিমলাতেও তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নিচে। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।
২৬ জানুয়ারি, ২০২৪

নাটোরে দুই গ্রামবাসীর সংঘর্ষে এলাকা রণক্ষেত্র
নাটোরের বড়াইগ্রামে স্কুলছাত্রদের ভলিবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নাটোর-পাবনা মহাসড়কসহ পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই সংঘর্ষে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে কয়েন ও ধানাইদহ গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহতরা হলেন- ধানাইদহ গ্রামের পটু আলীর ছেলে ওমর আলী (৬৫), ফয়েজ উদ্দিন মালিথার ছেলে মামুন মালিথা (৩৫), লোকমান হোসেনের ছেলে সাহাবুল ইসলাম (৩৫), কয়েন গ্রামের হাসেন আলীর ছেলে আব্দুর রহমান (৩০), মৃত কোরবান আলীর ছেলে রাজু আহম্মেদ (৩৬)।  স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে ভলিবল খেলা নিয়ে ধানাইদহ গ্রামের উকিল আলীর ছেলে মিল্টন হোসেনের (১৫) সাথে কয়েন গ্রামের রবিউলের ছেলে আজিজুল ইসলামের (১৫) দ্বন্দ্ব হয়। এ সময় ধানাইদহ গ্রামের কয়েকজন আজিজুল ইসলামকে মারপিট করে। আজিজুল বাড়ি ফিরে গিয়ে বিষয়টি জানালে কয়েন গ্রামের মৃত কোরবান আলীর ছেলে রাজু আহমেদের নেতৃত্বে ১৫-২০ জন ওই বিদ্যালয়ের ছাত্র ও ধানাইদহ গ্রামের সিফাত, আতাউর, শাহরিয়ার ও শাওনকে মারপিট করে। মারপিটের শিকার এসব ছাত্ররা বাড়িতে গিয়ে জানালে ধানাইদহ গ্রামের শতাধিক মানুষ কয়েন বাজারে গিয়ে জড়ো হয়। তারপর উভয় পক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে কয়েন বাজার ও ধানাইদহ ব্রিজ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।  খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ধানাইদহ গ্রামের লোকজন মাইকিং করে পুনরায় লোক সমাগম করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ধানাইদহ গ্রামের মামুন মালিথা জানান, আমাদের কয়েকজন শিক্ষার্থী স্কুলে গিয়ে মারধরের শিকার হয়। আমরা বিষয়টি জানতে গেলে কোরবান আলীর ছেলে রাজু আহমেদ অস্ত্র (পিস্তল) বের করে গুলি করে। আমরা এই ঘটনার জন্য রাজুকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করছি। এদিকে, গুলি করার বিষয়টি সত্য নয় বলে দাবি করেছেন রাজু আহম্মেদ। তিনি বলেন, ধানাইদহ গ্রামের লোকজন সব সময় আমাদের উপর অত্যাচার করে। সকালে আমাদের একজনকে মারধর করে। আমি প্রতিবাদ করলে তারা আমাদের ওপর হামলা করেছে। বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মারামারি হলেও গুলি ছোড়ার ঘটনা ঘটেনি।
২২ জানুয়ারি, ২০২৪

ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম ফের চালু
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে এই সেবা পুনরায় চালু করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সোমবার (১৫ জানুয়ারি) ইসির এ-সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে চিঠি জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায়, কমিশনের অনুমোদনক্রমে মাঠপর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তরের রোল চালু করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মাইগ্রেশনসংক্রান্ত কার্যক্রম সম্পাদন করতে পারবেন। তবে নওগাঁ-২ আসনের নির্বাচন চলমান থাকায় ওই আসনের নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে মাইগ্রেশনের কার্যক্রম বন্ধ রাখতে হবে।
১৫ জানুয়ারি, ২০২৪
X